মৃত্যু এমন একটি সত্য, যে সত্যটা আমরা সকলেই জানি তবে সহজে মেনে নিতে পারি না। বরঞ্চ এই মৃত্যু জিনিসটাকে ভুলেই আমরা এই দুনিয়াতে এত অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। চারিদিকে মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের খবর। এই দেশ অন্য দেশের উপরে হামলা চালাচ্ছে, কি একটা অবস্থা! আমাদের মানব সভ্যতার মনে হয় খুব শেষের প্রান্তে চলে এসেছি আমরা বর্তমানে সমাজের যা অবস্থা দেখছি এতে করে কারো প্রতি বেশি মৃত্যুর ভয় কাজ করে না।
অথচ আমরা সকলেই জানি আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকা নিজের আত্মীয়-স্বজন, বাবা-মা, নিজের কাছের মানুষ সবাইকে বিদায় দিয়ে একদিন চিরতরে চলে যেতে হবে কিন্তু এই বিষয়টি আমরা সকলেই জানার পরেও এই দুনিয়াতে যেভাবে চলাচল করছি এটা মনে হয় আমরা একটি স্বপ্নের মধ্যে রয়েছি। আমরা বাস্তবতাকে বুঝতে পারছি না। প্রত্যেকেই বিভিন্ন ধর্মে অবলম্বী। সেই ধর্মে অনুযায়ী যদি আপনি আপনার জীবন অতিবাহিত করেন দেখবেন অনেক চমৎকার ভাবে আপনি জীবন কাটাতে পারেন।
জন্ম এবং মৃত্যু দুটোই সৃষ্টিকর্তার হাতে এই বিষয়গুলো আমরা কোনোভাবেই অনুধাবন করতে পারি না। পৃথিবীতে আসার একটি সময়কাল রয়েছে কিন্তু পৃথিবী থেকে বিদায় বিদায় হওয়ার কোন সময়কাল নেই। এই বিদায়টা যে কারো কাছেই যখন তখন চলে আসতে পারে। বড় ছোট, ধনী গরিব এই বিদায় কাউকেই আলাদা করে দেখেনা বরং সবাইকে সমান চোখে দেখে এবং পৃথিবীতে যার যতটুকু আয়ু রয়েছে তার এক সেকেন্ডও বেশি তাকে সময় দেওয়া হয় না। তাহলে কেন আমরা একটি মহোর মধ্যে ডুবে আছি, কেন আমরা সমাজের পরিবেশে অরাজকতা তৈরি করছি? কেন বেশি বেশি যুদ্ধ হচ্ছে? এই বিষয়গুলো যদি আমরা একটু কল্পনা করে দেখি তাহলে এসব কিছুই ভিত্তিহীন মনে হবে।
কল্পনা করে দেখুন তো পৃথিবীতে যদি কোন দেশ আলাদাভাবে না থাকতো সমস্ত পৃথিবীর সব দেশ যদি একটি দেশে থাকত তাহলে আমাদের এই পৃথিবীটা কত উন্নত হতো? কত শান্তিতে আমরা বসবাস করতে পারতাম। কিন্তু সেটা তো আর হয়নি বরংচ ক্ষনে ক্ষণে যুদ্ধ একে অপরের রাগ হিংসা এর কারণে সমস্ত মানবজাতি আজ একদম তাদের অস্তিত্বের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়। আমি মনে করি সবাইকে দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
জন্মিলে মরিতে হবে এটাই চিরকাল সত্য রবে। কথাটা কিন্তু চিরন্তন সত্য। মানুষ সামান্য স্বার্থের জন্য কত কিনা করতে থাকে। কিন্তু এটা ভাবে না শান্তিপূর্ণভাবে যে কয়টা দিন দুনিয়ায় বেঁচে থাকবো সেটাই লাভ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা মনে করি পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো আর সেই ভাবনা থেকেই আমরা মানুষে মানুষে হানাহানি কাটাকাটি করে থাকি।মানুষ কে মানুষ বলে মনে করি না।আমরা ভুলে যাই যে আমাদের যতটুকু আয়ু ততটুকুই বাঁচার অধিকার শুধু।বেশ ভালো লাগলো আপনার লেখা পড়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর কথা গুলো লিখে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit