আমরা অনেকেই মনে করি আমরা শুধুমাত্র বিদ্যালয় কিংবা স্কুল কলেজ থেকে শিক্ষা লাভ করতে পারি তবে এটা একান্তই ভুল ধারণা। আমাদের সমাজে আমাদের চারিপাশে সব সময় বিভিন্ন ধরনের শিক্ষনীয় বিষয়বস্তু রয়েছে যদি সেটা শিখার মত দৃষ্টিতে আমরা দেখতে পাই। অর্থাৎ আপনি একটা কথা চিন্তা করুন আপনার সামনে দিয়ে একটি সাইকেল চলে যাচ্ছে। সেখানে ফিজিক্সের কোন কোন বিষয়গুলো এপ্লাই হচ্ছে এবং খুব সহজেই একটি মানুষ সাইকেল চালিয়ে খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই সবকিছু যদি আপনি এভাবে চিন্তা করেন তাহলে দেখবেন পুরো পৃথিবীটাই আপনার জন্য পরিবর্তন হয়ে যাবে।
কোন এক সময় টাকার অনেক বেশি মূল্য ছিল এখনো রয়েছেন। তবে বর্তমানে জ্ঞানের মূল্য টাকার থেকে অনেক বেশি এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে মানুষের কাছে জ্ঞান রয়েছে তার কাছে যদি টাকা নাও থাকে তারপরও সে তার জ্ঞানের মাধ্যমে সেই অর্থ উপার্জন করতে পারবে, এটাই হচ্ছে জ্ঞানের শক্তি। আপনার চারিপাশে যে সমস্ত বিষয়বস্তু বস্তুর ঘটছে সেসব বিষয় নিয়ে একটু এনালাইসিস করার চেষ্টা করুন। এই বিষয়ে বিজ্ঞান কিংবা জ্ঞানের যেকোনো বিষয় থাকলে সেটা শেখার চেষ্টা করুন। দেখবেন কোন না কোন একদিন সেই বিষয়গুলো আপনার অনেক বেশি কাজে লাগবে।
দেখুন, আমরা তো মানুষ আমরা একে অপরকে ঠকাই এবং মাঝে মাঝে নিজেও অনেক বড় লস খেয়ে যাই। কিন্তু আপনি একটি বিষয় চিন্তা করেন আপনার যে জ্ঞান রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার অর্থ কেড়ে নিতে পারবে, আপনার সম্পদ কেড়ে নিতে পারবে কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। এটাতে কারোর কন্ট্রোল নেই শুধুমাত্র আপনারই কন্ট্রোল রয়েছে। তাইতো জ্ঞান এবং অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।
আসলে আমি মনে করি শিক্ষা শুধু বিদ্যালয় থেকে নয়, আমাদের চারপাশ থেকেও শেখা যায়। জ্ঞান টাকার চেয়েও মূল্যবান, কারণ জ্ঞানের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। আর চারপাশের ঘটনাগুলো বিশ্লেষণ করলেও অনেক কিছু শেখা যায় যা ভবিষ্যতে কাজে লাগবে। অর্থ বা সম্পদ হারানো সম্ভব, কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না। তাই জীবনে সফল হতে হলে জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit