একদিন চৌধুরীর জীবনে আসে এক অদ্ভুত পরিবর্তন। একটি সন্ধ্যায়, তিনি তাঁর অফিসে বসে নিজের নতুন পরিকল্পনা আঁটছিলেন, তখনই ফোন আসে তাঁর প্রিয় বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শিবুর কাছ থেকে। শিবু জানায় সরকারের নতুন পদক্ষেপে তাদের কয়েকটি প্রকল্পে তদন্ত শুরু হতে চলেছে। শুরুতে সালমান চৌধুরী হেসে উড়িয়ে দেন। কারণ তার বিশ্বাস ছিলো সরকারি তদন্ত তাঁর কোনও ক্ষতি করতে পারবে না। কারণ সরকারের উপর মহলের লোকজনের সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যেটা শুধু মৌখিক না লেনদেনের সম্পর্ক।
কিন্তু কয়েকদিন পরই দেখা যায় তদন্ত দ্রুতগতি পাচ্ছে এবং তাঁর ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নানারকম প্রশ্ন উঠছে। এর ভিতরে একদিন রাতে সালমান যখন খবর দেখছিলো।সে একটা টেলিভিশন চ্যানেলে হঠাৎ করে তাকে নিয়ে একটা প্রতিবেদন দেখতে পায়। সেই প্রতিবেদনটা টেলিভিশনে প্রচারিত হওয়ার পর থেকে তার কাছে নানান জায়গা থেকে ফোন আসতে থাকে। তার বিভিন্ন প্রকল্পে যারা টাকা বিনিয়োগ করেছিলো। তারা তাদের টাকা ফেরত চাইতে থাকে। তখনো সালমান চিন্তা করতে থাকে সে একসময় সবকিছু সামলে উঠবে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
সালমান চৌধুরী প্রচন্ড লোভী প্রকৃতির মানুষ। তাই তার ধ্বংস অনিবার্য। সালমান চৌধুরীর খারাপ সময় আসতে শুরু করেছে। তার কুকীর্তি মানুষের সামনে ফাঁস হয়ে গিয়েছে। তার আর কোনো রক্ষা নেই। যাইহোক গল্পটা পড়ে ভীষণ ভালো লাগছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit