আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ যখন সব দিক থেকে বিপদে পরে যায়। অর্থাৎ কোনো খারাপ মানুষ যখন কোনো একটা খারাপ কাজ করে এরপর যখন সব দিক থেকে একটা বিপদের সম্মুখীন হয়ে যায়। অর্থাৎ যেটা সে হয়তো আশা করেনি। তখন সে তার ওই খারাপ মানসিকতা কিংবা খারাপ চরিত্র বদলায় না। বেশিরভাগ সময় তার বাঁচার পদ্ধতিটি বদলে ফেলে। ধরুন হয়তো ওই অপরাধটি করার পরে সে কৈফিয়ত দেওয়ার মতোন কোনো কিছু তৈরি করে রাখেনি। কারণ তখন মনে হয়েছিলো সেটা তার প্রয়োজন নেই। কিন্তু যখন দেখে যে তার চারপাশের মানুষ তাকে ঘিরে ধরেছে। তখন সে এমন একটা ব্যবস্থা করে কিংবা এমন একটা কৈফিয়তের ব্যবস্থা করে যার মাধ্যমে যেনো সে খুব সহজেই ছাড়া পেয়ে যায়।
কিন্তু আমরা কেনো এটাতে মানবো? আমি কথা বলছি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে হওয়া অমীমাংসিত রেইপ কেস গুলো নিয়ে। যেগুলোতে আমি বেশিরভাগ সময় দেখেছি যারা অপরাধী যারা এই নোংরা অপরাধ করে তাদেরকে খুব সহজেই ছেড়ে দেওয়া হয়। আর সবচেয়ে বেশি ক্রোধে আমার শরীর জ্বালা করে যখন দেখি যে, তাদেরকে অর্থদণ্ড দিয়ে মাফ করে দেওয়া হয়!
এটা কখনোই কাম্য নয়। কারণ একটা মেয়ের জীবন কখনোই কোনো অর্থের বিপরীতে থাকতে পারে না। কথায় আছে জীবনের বদলে জীবন। ঠিক তেমনটাই কেউ যদি এই জঘন্য নোংরা কাজের সাথে জড়িত থাকে। তবে আমরা সরাসরি তার ফাঁসি চাই। কারণ যাতে সমাজের আট দশ খারাপ মানুষ বুঝতে পারে যে, এই ধরনের নোংরা কাজ করার পরে বেঁচে থাকা কখনোই সম্ভব নয় এবং তার বেঁচে থাকার আর অধিকার নেই।
আমাদের মানুষদের একটি সমস্যা হলো, আমরা খুব সহজেই হাল ছেড়ে দেই। ঠিক তেমনটাই এই কারণেই বিভিন্ন অপরাধের, এই যে এই ধরনের হত্যাকান্ড রেইপ ব্যাপারগুলোর কখনোই পূর্ণাঙ্গ শাস্তি হয় না। আর এই শাস্তি না হওয়ার অনেকটা দায় যেমন ওই বড় বড় গদিতে বসে থাকা লোকেদের রয়েছে, ঠিক তেমনটাই আমাদেরও রয়েছে। কারণ ওই গদিতে থাকা বড় বড় ক্ষমতাধর ব্যক্তিবর্গ গুলো যে সিদ্ধান্ত দিবে, আমরা সব সময় কেনো সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হবো ! আমরা তখন ই কোনো সিদ্ধান্ত মানবো। যখন দেখবো যে, ওই শাস্তি ওই অপরাধী ও অপরাধের জন্য যোগ্য ও প্রয়োজনীয় হবে।