বুধ গ্রহ Mercury

in hive-129948 •  12 days ago 

mercury-5556108_1920.jpg

Source

বুধ গ্রহ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে এবং এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এটি মূলত শিলা এবং ধাতুর সমন্বয়ে গঠিত একটি গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। আজকের এই পর্বের বুধ গ্রহ নিয়ে বেসিক কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক।

বুধ গ্রহ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। যার ব্যাস প্রায় ৪৮০০ কিলোমিটার। যা আমাদের চাদের চেয়ে ও ছোট। আপনার শুনে আমি অবাক হবেন সূর্যের সবথেকে কাছাকাছি হওয়া সত্ত্বেও বুধ গ্রহ কিন্তু সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ নয় বরঞ্চ এই গ্রহের রাত এবং দিনের তাপমাত্রা অনেক বেশি উঠানামা করে।
বুধ গ্রহে দিনে তাপমাত্রা প্রায় ৪৩০°C পর্যন্ত পৌঁছায়, আর রাতে তা -১৮০°C পর্যন্ত নেমে যায়। তাহলে একবার চিন্তা করুন বুধ গ্রহের আবহাওয়া কি রকম।

আমরা চাঁদে যেরকম অবস্থান দেখতে পাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় গর্ত কিংবা খাদ হয়ে আছে ঠিক তেমনি কিন্তু বুধে এমন খাদের অস্তিত্ব পাওয়া গেছে। যেখান থেকে আমরা মনে করতে পারি সেখানে উল্কাপাত হয়েছিল।
বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৮৮ দিন লাগে, কিন্তু নিজ অক্ষে বুধ গ্রহের একবার ঘুরতে সময় নেয় প্রায় ৫৯ দিন। তাহলে হিসাব করে দেখা যায়, ১.৫ দিনেই এক বছর হয়ে যায়।

বুধের বায়ুমণ্ডল প্রায় নেই। যা আছে, তা খুবই পাতলা। প্রধানত হিলিয়াম, অক্সিজেন, সোডিয়ামের মতো গ্যাসের সমন্বয়ে গঠিত, যা প্রায় অনেক পাতলা। বুধের অদ্ভুত কক্ষপথ এবং তাপমাত্রার চরম পার্থক্য বিজ্ঞানীদের কাছে এটি একটি রহস্যময় গ্রহ হিসেবে উপস্থাপন করে। এই গ্রহ সম্পর্কে আমাদের এখনও অনেক জানার বাকি আছি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সৌরজগতের অন্যতম গ্রহ হল বুধ গ্রহ। আর বুধ গ্রহ সম্পর্কে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এই পোষ্টের মধ্যে শেয়ার করেছেন। যেগুলো এর আগে আমার জানা ছিল না। যাহোক বুধ গ্রহ সম্পর্কে আরো আরো যারা আগ্রহ আমার রয়ে গেল। তাই আপনার আগামী পোষ্টের অপেক্ষায় রইলাম।

বুধ গ্রহের তাপমাত্রা যে এত উঠানামা করে এটা তো বড়ই মুশকিলের। এরকম তাপমাত্রা আমাদের পৃথিবীতে হলে তো পৃথিবী কবেই শেষ হয়ে যেত। স্রষ্টার অসীম কৃপা হলো আমাদের পৃথিবীতে। যার ফলে আমাদের পৃথিবীতে স্বাভাবিক তাপমাত্রা বিরাজমান। তাছাড়াও বুধ গ্রহ সম্পর্কে আরো অজানা তথ্যগুলো খুবই সুন্দরভাবে জানতে পারলাম। ধন্যবাদ বুধ গ্রহ সম্পর্কে সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।