এইতো কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলে গেল। সেখানে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় ব্যবধানে জয় লাভ করেছিল। এর কারণেই এর ব্যাপক একটি প্রভাব আমরা কিপ্টো মার্কেটে দেখতে পেয়েছি এবং বর্তমানে বিটকয়েন অলটাইম হাই এ চলছে। এমত অবস্থায় সম্পর্কিত যতগুলো প্রোজেক্ট রয়েছে সবগুলোই আকাশ অব্দি দাম হয়ে গেছে এবং এর ভবিষ্যৎ ভালোর পথে রয়েছে।
বর্তমানে কিপ্টো মার্কেট হয়ে উঠেছে সবার কাছেই জনপ্রিয় এবং এর মূল কারণেই হচ্ছে, এখানে প্রতিনিয়তই বড় বড় ইনভেস্টর রয়েছে এছাড়াও আমাদের এই পৃথিবীতে যারা সব থেকে বড় ধনী রয়েছে তারাও কিন্তু এই কিপ্টো জগতের সাথে প্রতিনিয়তই তাল মিলিয়ে চলছে। অর্থাৎ তারাও এই মার্কেটকে সমর্থন জানাচ্ছে যার কারণেই তো বর্তমানে এর দাম আকাশচুম্বি হয়ে গেছে। এইতো যখন আমি এই পোস্টটি লিখছি তখন প্রায় ৮০ হাজার ডলার ছাড়িয়ে গেছে বিট কয়েনের দাম যা বাংলা টাকায় প্রায় ৯৬ লাখ টাকার মত। হয়তো আর কিছুক্ষণ পরেই এটা এক কোটিতে যে পৌঁছাবে। একটা বিটকয়েনের দাম ১ কোটি টাকা, ভাবা যায়।
কোন এক সময়ে আমরা পণ্য আদান প্রদান করতাম। পরবর্তীতে মুদ্রা আসলেও এবং এর পরে আসলো ডিজিটাল মানি কিন্তু এই বর্তমানে চলছে ক্রিপ্টো কারেন্সির যুগ। এখন যদি আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারি তাহলে হয়তো বা পরবর্তীতে গিয়ে আমরা আফসোস করব। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজেকে একটু হলেও ক্রিপ্টো জগতের সাথে মানিয়ে নেওয়া উচিত।
যারা ২০১০ সাল থেকে জড়িত রয়েছে তাদেরকে যদি এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাদের কাছে এক ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু সেটাই হবে সত্য কথা। যেমন 2010 সালে বিটকয়েনের দাম খুব বেশি একটা ছিল না বাংলা টাকায় দুই তিন টাকা করে ছিল কিন্তু বর্তমানে সেই বিটকয়েনের দাম ৯৬ লক্ষ টাকা যা ভাবা প্রায় অসম্ভব কিন্তু বর্তমান। বর্তমানে যদি আমরা এখানে কিছু হল ইভেস্ট করি তাহলে হয়তো ভবিষ্যতে যে এটা কোথায় গিয়ে পৌঁছাবো। আমাদের ধারণারও বাহিরে আমি আপনাদেরকে উপলব্ধি করছি না। শুধুমাত্র বর্তমানের বাস্তব কিছু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।