কাগজের রয়েল বেঙ্গল টাইগার 🐯 তৈরি || প্রচেষ্টা চলছে সফলতার।

in hive-129948 •  3 years ago 

"কেমন আছেন সবাই?"


আশা করছি সবাই সবার নিজ নিজ স্থান থেকে খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ।
আজ আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি চেষ্টা করব এই পোষ্ট সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত সব কিছু তুলে ধরার। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থেকে আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন।



মূল ছবি

IMG_20211102_124123.jpg

এই বাঘটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আমি আজকে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করতে যাচ্ছি।



প্রয়োজনীয় উপকরণ

IMG_20211102_175247.jpg

  • রঙিন কাগজ
  • মার্কার
  • কেচি
  • আঠা

এগুলো হওয়ার পর এখন আপনি কাজ শুরু করতে পারেন।



  • প্রথম ধাপঃ

IMG_20211102_104547.jpg

IMG_20211102_104706.jpg

IMG_20211102_104614.jpg

IMG_20211102_104917.jpg

প্রথমে একটি রঙিন কাগজের টুকরো নিয়ে গোল করে কেটে নেব । আমি গোল করে কাটার সুবিধার্থে বোতলের মুখ দিয়ে কেটেছি।



  • দ্বিতীয় ধাপঃ

IMG_20211102_105408.jpg

IMG_20211102_105529.jpg

IMG_20211102_183324.jpg

IMG_20211102_105626.jpg

এ পর্যায়ে আমরা বাঘের দুটি কান বানাবো। এখন একটি কাগজকে ভাঁজ করে নিতে হবে। তারপর পেন্সিল দিয়ে কানের আকৃতি দিয়ে সেটি কেচি দিয়ে কেটে নিলেই হবে।



  • তৃতীয় ধাপঃ

IMG_20211102_105714.jpg

IMG_20211102_110146.jpg

IMG_20211102_105904.jpg

IMG_20211102_110556.jpg

এ পর্যায়ে আমরা কানদুটো কে আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে দেবো। জোড়া লাগানোর পর কান দুটোর মাঝখানে কালো মার্কার দিয়ে তিনটি দাগ টেনে নেব ।



  • চতুর্থ ধাপঃ

IMG_20211102_111221.jpg

IMG_20211102_112109.jpg

IMG_20211102_112007.jpg

IMG_20211102_112435.jpg

এখন বাঘের দুটি চোখ বানানোর পালা। তাই আমরা একটি সাদা কাগজের টুকরো কে দুটি চোখের আকৃতিতে কেটে নেব। তারপর কালো মার্কার দিয়ে দুটি চোখের মনি এঁকে নেব এবং চোখ দুটিকে আঠা লাগিয়ে চোখের জায়গায় বসিয়ে দেব।



  • পঞ্চম ধাপঃ

IMG_20211102_112717.jpg

IMG_20211102_113154.jpg

এখন আমরা একটি কালো মার্কার দিয়ে উল্লেখিত ছবির মতো করে সুন্দর ভাবে বাঘের নাক এবং মুখটি এঁকে নেবো।



  • ষষ্ঠ ধাপঃ

IMG_20211102_114859.jpg

IMG_20211102_191012.jpg

IMG_20211102_115435.jpg

এবার বাঘের গোঁফ লাগানোর পালা। সেজন্য আমরা এক টুকরো কালো কাগজ নিয়ে সেটিকে খুব চিকন এবং লম্বা করে এক মাপে ছয়টি টুকরো করে কেটে নেব। তারপর সেই ছয়টি টুকরোকে আমরা আঠার মাধ্যমে বাঘের মুখের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দেব। দেখুন বাঘটিকে এখন কত কিউট দেখা যাচ্ছে।



  • সপ্তম ধাপঃ

IMG_20211102_120501.jpg

IMG_20211102_120824.jpg

IMG_20211102_121547.jpg

এখন আমরা এক টুকরো রঙিন কাগজ নিয়ে সেটিকে ভাঁজ করে, উল্লেখিত ছবির মত করে , সেটিকে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর উল্লেখিত ছবির মত করে কালো মার্কার দিয়ে বাঘের শরীরের ডোরাকাটা দাগগুলো আমরা এঁকে নেব।



  • অষ্টম ধাপঃ

IMG_20211102_121747.jpg

IMG_20211102_122232.jpg

এখন আমরা একটি রঙিন কাগজের টুকরো লেজের আকৃতিতে কেটে নেব। তারপর সেই লেজের আকৃতির কাগজটিকে কাল মার্কার দিয়ে ডোরাকাটা দাগ এঁকে নেব।

  • নবম ধাপঃ

IMG_20211102_122538.jpg

IMG_20211102_123517.jpg

এই ধাপের প্রথমেই আমরা বাঘের মাথাটিকে উল্লেখিত ছবির মতো বাঘের শরীরের সাথে আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে দিব এবং সর্বশেষে আমরা বাড়ির লেজটি তার শরীরের সাথে আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে দিব।



কিছু কথা

জানিনা আজকে আমার এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে । তবে আশা করি কিছুটা হলেও আপনাদের কাছে ভালো লেগেছে । আপনাদের ভালোলাগা আমাকে এসব কাজ করতে উৎসাহিত করে।
এখানে আমি বিশেষভাবে একজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই যার মাধ্যমে আমি এই সুন্দর প্ল্যাটফর্ম এর কথা জেনেছি । তিনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন @emranhasan স্যার।

IMG_20211102_124213.jpg



ছবির বিবরণ

আজকের বিষয়রঙিন কাগজ দিয়ে বাঘ তৈরি
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক

ধন্যবাদ সবাইকে


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙ্গিন কাগজের রয়েল বেঙ্গল টাইগার 🐯 তৈরির প্রচেষ্টা দারুন হয়েছে। আমার ভিশন পছন্দ হয়েছে প্রিয় ভাই।‌ এভাবেই এগিয়ে যান পাশে আছি সবসময়। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্যেও শুভকামনা রইল।

কালার পেপার দিয়ে বানানো রয়েল বেঙ্গল টাইগার অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক নিখুঁতভাবে এটি বানিয়েছেন। আমার তো দেখি খুব ভালো লেগেছে। কারণ আমি আগে কখনো কাগজ দিয়ে রয়েল বেঙ্গল টাইগার বানাতে দেখিনি। কারণ সব সময় দেখতাম সবাই খাতার মধ্যে আঁকতে। তাই খুব অবাক হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টাইগার বানানোর জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। ভালো থাকবেন সবসময়।

কাগজের রয়েল বেঙ্গল টাইগার অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন ভাইয়া। প্রতিটি ধাপে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। আপনার ভিতরে সৃজনশীলতার উদ্ভব ঘটেছে। আপনি নিজের দক্ষতা খাঁটি এত সুন্দর একটি কাগজ দিয়ে রয়েল বেঙ্গল টাইগার তৈরি করেছেন। মনে হচ্ছে বাস্তব খুবই ভালো ছিল। আপনাদের জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ পূরণ করতে পারি।

জি ভাই খুব সুন্দর হয়েছে। প্রচেষ্টা চালিয়ে যান অবশ্যই সফলতা সুনিশ্চিত। ভালো লাগলো সুন্দর ক্রিয়েটিভিটি দেখে

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

কাগজ দিয়ে তৈরি রয়েল বেঙ্গলের দৃশ্যটি আমার কাছে বিড়ালের মতো দেখতে লাগছে। আপনার কাগজ দিয়ে তৈরি রয়েল বেঙ্গলের দৃশ্য অথবা সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

বাহ ভাই বাহ রঙিন পেপার দিয়ে অনেক একটি সুন্দর বাঘের ছবি তৈরি করেছেন। বাঘ আমাদের দেশের জাতীয় পশু। এই বাঘের ছবি আঁকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব ভালো প্রচেষ্টা ছিল।
দিন দিন উন্নতি করো, এই কামনা করছি ।
রয়েল বেঙ্গল টাইগার খুব সুন্দর ছিল ♥️
তোমার সামনের আরো সুন্দর কাজের অপেক্ষায় রইলাম ♥️