মাস্ক পরা রমনীর চিত্র অঙ্কন || কল্পনার বাস্তবতা।

in hive-129948 •  3 years ago 

কেমন আছেন সবাই?

সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি। আশাকরি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমার বিষয় হলো একটি ছবি অংকন নিয়ে। আর ছবি অংকন করে অনেকেই তাদের নাম এই পৃথিবীতে স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। এতেই বোঝা যায় যে এটা কত বড় একটা শিল্প।



মূল ছবিটি

IMG_20211110_201522.jpg

আসলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। একথাটি বলছি কারণ আমি কোনো চিত্র শিল্পী নই। এটি আমার ছোট্ট একটি প্রচেষ্টা আপনাদের জন্য। চেষ্টা করেছি ভালো করার। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক।



উপকরণ

IMG_20211110_202106.jpg

  • অংকন খাতা

  • পেন্সিল ✏️

শুধুমাত্র এই দুটি জিনিস হলেই আপনি এই ছবিটি আঁকতে পারবেন।



প্রথম ধাপঃ

IMG_20211110_181903.jpg

IMG_20211110_172938.jpg

সর্বপ্রথমেই আমি এই ছবিটির চোখের ভ্রু একে নিব।



দ্বিতীয় ধাপঃ

IMG_20211110_173000.jpg

IMG_20211110_173017.jpg

চোখের ভ্রু আকার পর আমি উল্লেখিত ছবির মত করে পেন্সিল এর সাহায্যে সম্পূর্ণ ভ্রু কাল করে নেব।



তৃতীয় ধাপঃ

IMG_20211110_173030.jpg

IMG_20211110_173057.jpg

চোখ আঁকার জন্য আমি ভ্রুর নীচে একটি পেন্সিল দিয়ে দাগ টেনে নেব। তারপর আমরা চোখের পাপড়ি দেওয়ার জন্য পেন্সিল দিয়ে পাপড়ির নেয় ছোট ছোট দাগ দিয়ে পাপড়ি বানিয়ে নিলাম।



চতুর্থ ধাপঃ

IMG_20211110_173137.jpg

IMG_20211110_173207.jpg

এখন চুলের আকৃতি দেয়ার জন্য আমি চোখের দু'পাশে চুলের মতন করে দুইটি দাগ এঁকে নিলাম।



পঞ্চম ধাপঃ

IMG_20211110_173242.jpg

IMG_20211110_173309.jpg

এ পর্যায়ে আমি ছবিটির মুখের আকৃতি দেওয়ার জন্য ছবিটির ডান পাশে দাগ দিয়ে নিলাম এবং সেই দাগটি বাম পাশের দাগের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিলাম।



ষষ্ঠ ধাপঃ

IMG_20211110_173335.jpg

IMG_20211110_173353.jpg

এখন আমি ছবিটির মুখে একটি মাস্ক এঁকে নিলাম এবং তার ডান পাশে কানের আকৃতির দেওয়ার জন্য ছোট করে একটি কানের মতো একে নিলাম।



সপ্তম ধাপঃ

IMG_20211110_173418.jpg

IMG_20211110_173519.jpg

এখন আমি ছবিটির গলা এঁকে নিয়েছি। তারপর ছবিটির কানের সৌন্দর্যের জন্য আমি সেখানে একটি গোলাকার রিং এঁকে দিয়েছি।



অষ্টম ধাপঃ

IMG_20211110_173919.jpg

IMG_20211110_174116.jpg

এখন আমি চুলা আঁকার জন্য সর্বোত্তম ছবিটির বামপাশে সুন্দরভাবে পেন্সিল দিয়ে লম্বা লম্বা দাগ দিয়ে চুল গুলো এঁকে নিয়েছি।



নবম ধাপঃ

IMG_20211110_174022.jpg

IMG_20211110_173953.jpg

IMG_20211110_174047.jpg

এখন সর্বশেষে আমি ছবিটির ডান পাশে চুলগুলো সুন্দরভাবে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।



ছবিটি এখন সম্পূর্ণ তৈরি

IMG_20211110_172649.jpg



কিছু কথা

ছবিটি আমি খুব যত্ন সহকারে আঁকার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি ধাপ পরিষ্কার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই প্রচেষ্ঠা আপনাদের কাছে ভালো লাগবে।



ছবির বিবরণ

আজকের বিষয়চিত্র অংকন
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক


"ধন্যবাদ"



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাস্ক পরা রমনীর চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার খুব ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সবসময় ভালো এবং সুস্থ থাকবেন।

আপনার আর্ট। অনেক ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে ।তবে চেষ্টা করবেন আর্ট শেষে আপনার নিজের সাইন ব্যবহার করার জন্য তারিখ সহ। ধন্যবাদ আপনাকে।

জি ধন্যবাদ আপু। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

তোমার ছবি অনেক সুন্দর হয়েছে কিন্তু কিছুটা প্রস্তুতির অভাব ছিল। আসলে অংকনের ক্ষেত্রে ভালো অংকন খাতা এবং পেন্সিল বিশেষ প্রয়োজন। তোমার অগ্রগতি দেখে আমি সত্যিই খুশি কিন্তু আমি আরো ভালো কিছু আশা করি। তুমি চেষ্টা করে যাও পাশে রয়েছি।
শুভ কামনা অবিরাম।
ভালো ছিল অংকন।

অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। পরবর্তীতে আমি আরো ভালো প্রচেষ্টা করবো।

আপনি মাস্ক পরা রমনীর চিত্র অঙ্কন করেছেন অনেক সুন্দর হয়েছে ভাই আপনি নিখুঁত ভাবে কাজটি সম্পুর্ন করেছেন। দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

অসংখ্য ধন্যবাদ আপনাকে

মাক্স পরা রমণীর চিত্র অংকন টি অসাধারণ সুন্দর হয়েছে। বর্ণনাগুলো এবং ফটোগ্রাফি অতুলনীয় হয়েছে। আমার অনেক ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনার অঙ্কনটি অনেক সুন্দর হইয়েছে সব থেকে মেয়েটির চোখ গুলোর অঙ্কন আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।সব সময় ভালো এবং সুস্থ থাকবেন।