হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে আমাদের গ্ৰামের ছোট একটি মাঠের কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
ফটোগ্রাফী: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর
বাংলাদেশর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডে খোড়াগাছ তেকানীর মাঠ অবস্থিত।এই মাঠটিতে প্রায় পাঁচশ বিঘার ও বেশি জমি রয়েছে। মাঠের সব জমি একজন কৃষকের না, মাঠটিতে প্রায় এক থেকে দেড়শ কৃষকের জমি রয়েছে। কিছু কৃষকের একটু বেশি জমি, আবার কিছু কৃষকের একটু কম জমি।এই মাঠে প্রায় সব ধরনের ফসল উৎপাদিত হয়ে থাকে।যেমন: ধান,গম, ভূট্টা,আলু, এবং আরো বিভিন্ন ধরনের শাক সবজি। বর্তমান প্রায় সব জমিতে ইরি ধান এবং ভূট্টা উৎপাদিত হচ্ছে।
ফটোগ্রাফী: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর
ফটোগ্রাফী: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর
এই মাঠটির মধ্যদিয়ে একটি সরু রাস্তা রয়েছে।এই রাস্তা সকল কৃষকের জন্য খুবই উপকারী। সকল কৃষক এই রাস্তা দিয়ে তাদের ফসল ফলাদি বাড়িতে নিয়ে যায়। এবং এই তেকানীর মাঠের মাঝে দুটি সুন্দর বট গাছ রয়েছে।এই গাছ আরো বেশি উপকারী,কারন যখন কৃষকেরা কাজ করতে করতে তাদের শরীর দুর্বল হয়ে যায় তখন তারা এখানে এসে বিশ্রাম নেয়। আমি শুনেছিলাম যে গাছ গুলোর বয়স প্রায় ২০০ বছর হবে, তবুও গাছ গুলো এখনও অনেক ভালোই আছে।গাছ দুটির পাশে একটি ছোট মসজিদ আছে, যেখানে কৃষকেরা নামাজ আদায় করে।
ফটোগ্রাফী: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর
এই মাঠটির মধ্যদিয়ে একটি ছোট নদী বয়ে গেছে।
নদীটি দেখতে বেশ অনেক সুন্দর।এই নদীটির নাম আখিরার নদী।এই নদীটিও মানুষের অনেক উপকারী।কারন যখন জমিতে পানি থাকে না তখন এই নদী থেকে পানি তুলে জমিতে দেন। কয়েকবছর আগে এই নদীটি দৈর্ঘ্য এবং প্রস্থে আরো অনেক বড় ছিল, আস্তে আস্তে নদীতে ভরিয়ে যাচ্ছে।এই নদীটি বদরগঞ্জ এর যমুনাশ্বেরি নদীর সাথে যুক্ত হয়েছে। নদীটির দুই পাশে সরকারি ভাবে বিভিন্ন ধরনের কাঠের গাছ লাগানো হয়েছে।এই গাছ গুলো পরিবেশের জন্য খুবই উপকারী।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
বাংলাদেশের অধিকাংশ গ্রামের মধ্যে এইরকম বিস্তৃর্ণ মাঠ রয়েছে। যে মাঠে যতদূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত দেখা যায়। তবে আপনাদের এই মাঠটা মাঠের মধ্যে দিয়ে চলে যাওয়া সরু রাস্তা বটগাছ সবমিলিয়ে দারুণ। এইরকম টা অনেক কম দেখা যায়। দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে মাঠের মধ্যে দিয়ে যাওয়া ওইটাকে নদী না বলে খাল বা নালা বলা ভালো। ভালো ছিল আপনার পোস্ট টা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit