নাগের হাট ব্রিজ ঘুরতে যাওয়া (১০% shy-fox এবং ৫% abb-school)

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে নাগের হাট ব্রিজ ঘুরতে যাওয়ার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

IMG_20230422_125452.jpg

ঈদের দিন সকাল বেলা আমাদের গ্ৰামের সকল ছেলেরা সিদ্ধান্ত নিলাম যে,আজ আমরা কোথাও ঘুরতে যাবো।তার পর আমাদের এক বড় ভাই বললো যে নাগের হাট ব্রিজ ঘুরতে যাবো।তো আমরা সকল ছেলেরা এক মত হলাম।এখন আমরা সবাই ঈদের নামাজ পড়ার জন্য বাসায় চলে আসলাম, ঈদের নামাজ শেষ করে আবার সবাই একত্রিত হয়ে একটি অটো রিকশা ঠিক করলাম। আমরা মোট আটজন ছিলাম। ঈদের দিন একটু ইনজয় করার জন্য একটা সাউন্ড বক্স সাথে নিলাম। সাউন্ড বক্সটি অটো গাড়ির উপরে বেঁধে নিলাম। ঈদের দিন এই ব্রিজে রংপুরের তিস্তা ঘাঘট যমুনাষ্বরী ইত্যাদি নদীর মতো এখানেও অনেক ভিড় জমায়। ঈদের তৃতীয় দিন পর্যন্ত এমন ভিড় থাকে।

IMG_20230422_125245.jpg

আমাদের গ্ৰাম হতে নাগের হাট ব্রিজ প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত।এটি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নাগের হাট বাজারের একটু পশ্চিমে অবস্থিত।এই ব্রিজটি মিঠাপুকুর উপজেলার একটি বড় ব্রিজ।এই ব্রিজ দেখার জন্য দুর দুরান্ত হতে লোক দেখতে আসে। বর্ষার সময় একটু বেশি লোক আসে। কেননা বর্ষা কালে নদীতে প্রচুর পরিমাণ পানি হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে।

IMG_20230422_125241.jpg

আমরা নাগের হাট ব্রিজে এসে দেখতে পাইলাম যে অনেকে মাইক বাজিয়ে পিকনিকের আয়োজন করেছে আবার অনেকে বাইক নিয়ে ঘুরতে এসেছে, আবার কেউ কেউ সেলফি তুলতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। তবে বর্তমানে নদীতে এক দম পানি নেই। মাঝখানে সামান্য একটু পানি রয়েছে। সেখানে কয়েকটি নৌকা চলাচল করতেছে।যারা দুর দুরান্ত হতে এই ব্রিজ দেখতে এসেছেন তারা নৌকায় উঠে অনেক মজা করতেছে। এখানে ছেলেদের থেকে মেয়েদের আনাগোনা একটু বেশি ছিল।

IMG_20230422_125508.jpg

আমরা ব্রিজের চারপাশে অনেক ঘোরাঘুরি করার পর নদীতে একটু নামলাম। ব্রিজের নিচে একটুও পানি নেই, একদম বালু বের হয়ে গেছে। নদীতে নেমে আমরা কয়েকটি ফটোগ্ৰাফী করলাম।তার পর আমরা বাসায় আসার জন্য গাড়িতে উঠলাম।

IMG_20230422_125250.jpg

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

PhotographyRedmi 10C
Photographer@riyadx2
LocationBadargonj, Rangpur
Date28/04/2023

logo.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে নাগের হাট ব্রিজ ঘুরতে যাওয়ার মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করেছেন। ব্রিজের চারপাশের অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল। সবার শেষে আপনি নদীর মধ্যে নেমে ছিলেন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ