আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০৫ ই নভেম্বর ২০২৪ ইং
আমাদের জীবনে সময় অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা হয়তো আমাদের জীবনে সময় নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন, গল্প, কবিতা ও ইতিহাস পড়েছি। আজকে আমি আপনাদের সাথে সময় নিয়ে একটু ভিন্নধর্মী আলোচনা শেয়ার করার চেষ্টা করবো। আমাদের জীবনে সময় এমন একটি জিনিস, যাকে নিজের একটি অঙ্গপ্রত্যঙ্গের সাথে মিলানো যেতে পারে। কেননা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সময়ের অনেক তাৎপর্য রয়েছে।আর এই তাৎপর্য যারা ঠিক ভাবে বুঝতে পারে, তারা সঠিক সময়ে সঠিক কাজ গুলো সম্পন্ন করার চেষ্টা করে।আর যারা সময় কে অবহেলা স্বরুপ দেখে সময় কে মূল্যায়ন করে না, সময় তাদের কে একসময় প্রতিশোধ নিবেই।এটা একদম চিরন্তন সত্য কথা।
আমরা যারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণ সময় নষ্ট করছি, আমাদের এই সময় গুলো নষ্ট করার জন্য একদা প্রতিশোধ দিতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আড্ডা, গেম খেলা, গল্প গুজব এবং আরো বিভিন্ন ধরনের রং তামাশার মধ্যে মূল্যবান সময় গুলো নষ্ট করছি।এই সময় গুলো জীবনের এক পর্যায়ে কাল হয়ে দাড়াবে। আমরা যদি আমাদের এই সময় গুলো কে ভালো কাজের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে আমরা একদিন এই ভালো কাজের বিনিময়ে ভালো ফলাফল পাবো।আর আমরা যদি মূল্যবান সময় গুলো কে কোন ধরনের খারাপ কাজের মধ্যে ব্যয় করি তাহলে সময় আমাদের সেসব খারাপ কাজের ফলাফল বুঝিয়ে দিবে।
আমরা হয়তো ইতোমধ্যে সকলেই অবগত আছি যে, সময় কাহারো জন্য অপেক্ষা করে না।সময় তার নির্দিষ্ট গতিতে চলতে থাকে।আর তার এই চলমান গতি সব সময় অব্যাহত থাকবে। ব্যক্তি হিসেবে যে যত বড়ই মানুষ হোক না কেন, তবুও তার জন্য সময় কখনোই অপেক্ষা করবে না। আমরা চাইলে ও কখনোই সময় কে ধরে রাখতে পারবো।আর আমাদের পক্ষে এটি একদমই অসম্ভব একটি কাজ। মানুষ পৃথিবীর মধ্যে সকল ধরনের কাজ সম্পন্ন করতে সক্ষম হলেও সময় কে আটকিয়ে রাখার কাজে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আমার মতে, পৃথিবীতে যত ধরনের গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে সময়।
আমরা আমাদের জীবনে অনেক ধরনের বাজে ধরনের কাজের মধ্যে নিজের গুরুত্বপূর্ণ সময় গুলো নষ্ট করি।একদা এক সময় আমাদের কে এই সব ভুল কাজের নিজেকে অনেক বেশি আফসোস করতে হয়।আর এই আফসোস গুলো সারাজীবন মনের মধ্যে থেকে যায়। ধরুন, একজন ভালো ছাত্র ছাত্রী যখন কোন ধরনের ছেলে মেয়ের প্রেমে পড়ে যায়, তখন সে পড়ালেখার লাইন থেকে কিছু টা বেরিয়ে পড়ে। পড়ালেখার তুলনায় তখন প্রেমিক প্রেমিকাদের কে একটু বেশি সময় দেয়।একদা যখন পরীক্ষার সময় তাদের অন্যান্য সব বন্ধু বান্ধব ভালো ফলাফল পায় এবং সে প্রেম করার জন্য ভালো ছাত্র ছাত্রী হ ওয়া সত্ত্বেও ও ফলাফল খারাপ করে।
এখানে তার ফলাফল খারাপ হয়ে যাওয়ার মূল কারণ হলো তার গুরুত্বপূর্ণ সময় গুলো সে অন্যের সাথে ব্যয় করেছে।এর জন্য তাকে ভবিষ্যতে অনেক বেশি আফসোস করতে হয়।আর এই আফসোস সারা জীবন থেকে যায়। ঠিক অনুরুপ ভাবে আরো বিভিন্ন ধরনের কাজের মধ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় গুলো নষ্ট করি।আর একদা সময় আমাদের কে ঐ সব সময়ের প্রতিশোধ নেয়।তাই আমাদের সকলের উচিত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো নষ্ট না করে সঠিক কাজে সময় ব্যবহার করা। সঠিক সময়ে সঠিক কাজে সময় ব্যবহার করলে ভবিষ্যতে অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল হবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
সময় কাউকে ছেড়ে দেয় না হয়তো একটু দেরিতে হয়। আমরা আজকে কারো যদি ভালো কাজ করি তাহলে সেটার ফলাফল হয়তো একদিন না একদিন আমরা পাব। যদি আমরা খারাপ কাজ করি তাহলে তার প্রতিদানও আমরা একদিন না একদিন পাব। তার জন্য হয়তো আমাদেরকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। কিন্তু প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না সময়মতো সবকিছু বুঝিয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit