আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গল বার,১০ জানুয়ারী ২০২৪ ইং
গত ছয় তারিখ আমাকে গ্ৰামের বাসায় চলে আসার জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল, কেননা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের মেস বন্ধ থাকবে। আমার অনেক ইচ্ছা ছিল আমি আরো অনেক দেরিতে বাসায় চলে যাবো, কিন্তু কোনভাবেই তা সম্ভব হলো না। ইতোমধ্যেই মেসের প্রায় সকল বর্ডার বাসায় চলে গিয়েছে।হাতে গোনা কয়েকজন আমরা ছিলাম। কিছুক্ষণ এর মধ্যেই আমরা ও বাসায় চলে যাওয়ার সব কিছু প্রস্তুত করে নেই। কিছুক্ষণ পরে আমরা সকলেই মেস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম আশে পাশের প্রায় মেস একদম ফাঁকা, তারা ইতোমধ্যে সকলেই বাসায় চলে গিয়েছে। আমি কিছুদুর এগিয়ে একটি রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমি বিকাল পাঁচটার মধ্যে বাসায় এসে পৌঁছালাম।পর দিন সকাল বেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার আলু ক্ষেত দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আম্মু সকাল বেলা ভাপা পিঠা বানিয়েছিলেন, আমি ভাপা পিঠা খেয়ে আমাদের আলু ক্ষেতের উদ্যেশে হাঁটতে শুরু করলাম। আমাদের বাসা থেকে আমাদের আলু ক্ষেত প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। হেঁটে যেতে প্রায় বিশ মিনিট সময় লাগে। আমি মোবাইল এ গান অন করে হাঁটতে শুরু করলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার আলু ক্ষেতের মধ্যে পৌঁছে গেলাম।আলু ক্ষেত দেখে আমার মন ভরে গেল। আলু ক্ষেতে রোগের আক্রমণ একেবারেই কম।আর এবছর শীতের পরিমাণ খুবই কম তাই আলুর ফলন একটু বেশি হয়েছে। এবছর বাংলাদেশের প্রায় সকল কৃষকদের আলুর ফলন একটু বেশি হয়েছে।
আমি কয়েকটি আলুর গাছ তুলে দেখলাম, আলু বেশ অনেক বড় হয়েছে। আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই আমাদের আলু বাজারজাত করতে পারবো। বর্তমান আলুর দাম মোটামুটি অনেক ভালো আছে।প্রতি বছরের তুলনায় এবছর কৃষকরা একটু বেশি লাভবান হবে, এ বছর আলূ ক্ষেতে তেমন একটা রোগ বালাই নেই। আমি আমাদের আলু ক্ষেতের চার পাশে ঘুরে দেখছিলাম, কোথাও কোন ধরনের রোগ দেখতে পারিনি। তবে প্রতিবছরের তুলনায় এবছর আলু চাষ একটু বৃদ্ধি পেয়েছে।মাঠে কোন জমি ফাকা নেই, সব জমিতে আলু দিয়ে ভরপুর। অন্যান্য ফসলের তুলনায় আলু অনেক বেশি চাষ করেছে এবছর। আশা করা যায় প্রতিটি কৃষক আলু চাষে অনেক বেশি লাভবান হবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আজকে দেখছি আপনি আলুর ক্ষেত দেখতে গিয়ে বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আর সে সমস্ত ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে বর্ণনার সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। ফসলের মাঠ সত্যি আমার খুবই ভালো লাগে। যেখানে মুক্ত বাতাসে কিছুটা সময়ের জন্য নিঃশ্বাস নেয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাই হোক আশা করছি আলু বাজারজাত করার পর বেশ লাভবান হবেন। কারণ বর্তমানে আলুর যে দাম। মোবাইলে গান অন করে হাঁটা শুরু করেছিলেন। হোঁচট খেয়ে পড়বেন তো 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ে যাইনি 😁😁, গানের তালে তালে হেটেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাজারে আলুর দাম দেখে তো মনে হচ্ছে না এবার ফলন ভালো হয়েছে। গতকালকেও বাজার থেকে আলু কিনলাম ৬০ টাকা কেজি। আপনাদের ওদিকে কৃষক আলুর কেমন দাম পাচ্ছেন সেটা একটু কমেন্টে জানাবেন। নিজেদের ক্ষেতের ফসল দেখার আলাদা একটা মজা রয়েছে। আলু ক্ষেতে আপনার সময়টা বেশ ভালো কেটেছে সেটা আপনার পোস্ট থেকে বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বর্তমান আলুর দাম প্রায় ৫৫ টাকা। হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আলুর দাম কিছুটা কমে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit