হাড়িভাঙা আমের ফটোগ্রাফী (১০% shy-fox এবং ৫% abb-school)

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে হাঁড়িভাঙ্গা আমের কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

IMG_20230407_171151.jpg

রংপুর জেলার বিখ্যাত আমের নাম হচ্ছে হাঁড়িভাঙ্গা আম।এই আমটি আশবিহীন এবং খুবই রসালো হয়ে থাকে।এই আমের মুল উৎপাদন কেন্দ্র হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর পদাগন্জ বাজারে।এই এলাকার কৃষক ব্যাপক ভাবে লাভবান হচ্ছে এই আম চাষের মাধ্যমে।যত দিন যাচ্ছে ততই হাঁড়িভাঙ্গা আম চাষী বৃদ্ধি পাচ্ছে। কেননা এই আম চাষ অন্যান্য ফসলের থেকে অনেক লাভবান চাষ।

IMG_20230407_171304.jpg

IMG_20230407_171214.jpg

আজ বিকাল বেলা আসরের নামাজ শেষ করে গ্ৰামের শেষ প্রান্তে বেড়াতে আসি। সেখানে গিয়ে ভাবলাম যে আজকে একটু আমাদের আম বাগানে বেড়াতে যাবো তাই আমি বাগানের উদ্যেশে হাঁটতে থাকি। আমাদের গ্ৰাম হতে আমাদের আম বাগান প্রায় এক কিলোমিটার। হেঁটে যেতে প্রায় দশ মিনিট সময় লাগে। আমি কিছুক্ষণ এর মধ্যে আমাদের বাগানের মধ্যে পৌঁছালাম।আম বাগানে এসে দেখতে পাই যে আমের সাইজ অনেক বড় হয়েছে। এবছর আম বাগানে তেমন পরিমাণ আম উৎপন্ন হয় নি। কিছু কিছু গাছে অধিক পরিমাণ আম উৎপাদন হয়েছে, আবার কোন কোন গাছে খুব কম পরিমাণ আম।আম গুলো দেখতে অনেক সুন্দর ও উজ্জ্বল দেখা যাচ্ছে।তাই আমি ভাবলাম যে কয়েকটি ফটোগ্ৰাফী করে নেই। আমি পকেট থেকে আমার হ্যান্ডসেটটি বের করে কয়েকটি ফটোগ্ৰাফী করি।

IMG_20230407_171445.jpg

IMG_20230407_171517.jpg

কিছুক্ষণ বাগানে ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম,কারন কিছুক্ষণ পর ইফতারী শুরু হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি বাসায় চলে আসি।

এরপর আমি বাগান দেখে যা বুঝলাম, আগামী কয়েক দিনের মধ্যেই আম বাগানে স্প্রে করা লাগবে, কেননা বাগানে পোকা মাকড় প্রচুর পরিমাণে হাঁড়িভাঙ্গা আম কে নষ্ট করতেছে।

প্রত্যেকটি আম ব্যবসায়ী ধারণা করতেছেন যে প্রতিবছরের তুলনায় এবার একটু আমের দাম বেশি হতে পারে,কেননা এ বছর খুব কম পরিমাণ আম উৎপাদন হয়েছে।এই এলাকার অর্থনীতি সম্পুর্ন এই হাঁড়িভাঙ্গা আমের উপর নির্ভরশীল। প্রতিটি কৃষক এই হাঁড়িভাঙ্গা আম বিক্রি করে জীবন ধারণ করে। আমাদের এই রংপুরের হাঁড়িভাঙ্গা আম বাহিরের দেশেও রপ্তানি করা হয়। গত বছর এই হাঁড়িভাঙ্গা আম ভারতের বিভিন্ন প্রদেশে পাঠানো হয়েছিল।এই হাঁড়িভাঙ্গা আম দিয়েই এই এলাকার কৃষক খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।

IMG_20230407_171725.jpg

IMG_20230407_171710.jpg

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হাড়িভাঙা আমের ফটোগ্রাফী দেখে খুবি ভালো লেগেছে। আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হাড়িভাঙা আমের ফটোগ্রাফি। আসলে আমার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই আম যখন পাকে তখন খেতে খুব সুস্বাদু লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আমের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জী ভাইয়া এই হাঁড়িভাঙ্গা আম অনেক সুস্বাদু

এ বছর এখনো আমের ফটোগ্রাফি করিনি। আসলে প্রচুর ব্যস্ততায় দিন কাটতেছে আমার। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আসলেই আমার ভীষণ ভালো লেগেছে

জী ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

আমিও শুনেছি রংপুর জেলায় হাড়িভাঙ্গা আম খেতে নাকি অনেক বেশি সুস্বাদু যদিও প্রতিবছর বাজার থেকে এই আম কিনে নিয়ে আসা হয়। সুন্দর কিছু আমার ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ

আপনি দেখছি আমার নিজ জেলার লোক হাহা।
যাহোক আপনার বাগানে দেখছি এবার আমের ভালই ফলন হয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে।

হ্যা ভাইয়া আপনি ও যে আমার জেলার লোক আগে জানতাম না 🙂।