আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার বার,৩১ অক্টোবর ২০২৩ ইং
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদেরকে নাশিক প্লাট এন্ড পট নার্সারির সকল দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
নাশিক প্লাট এন্ড পট রংপুরের একটি বিখ্যাত নার্সারি।এই নার্সারি টি গ্ৰামের মধ্যে হলেও এর ব্যাপক পরিচিতি আছে রংপুরের মধ্যে।এই নার্সারি টি অবস্থিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর বাজারের বাম পাশে। রংপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে এই নার্সারি টি অবস্থিত।এই নার্সারির মধ্যে সকল প্রজাতির গাছের চারা পাওয়া যায়। এখানে কৃষকদের কথা চিন্তা করে সঠিক জাত এবং মানের চারা উৎপন্ন করে থাকে,তাই তো এই নার্সারির ব্যাপক পরিচিতি লাভ করেছে গোটা রংপুরের মধ্যে।
আমরা দুই বন্ধু পূজার ছুটি পেয়ে গ্ৰামের বাসায় আসি। তারপর আমরা ভাবলাম যে আমরা একদিন নাশিক প্লাট এন্ড পট এ ঘুরতে যাবো। অনেক আগে থেকেই মানুষের মুখে শুধু শুনতে পেরেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি।তাই আমরা ভাবলাম নিজের চোখে দেখে আসবো। তারপর আমি এবং আমার বন্ধু সহ বাইক নিয়ে চলে গেলাম। প্রথমে আমরা গিয়ে সেখানে একটি বিশাল গেট দেখতে পারলাম। গেটে প্রবেশ করার জন্য নিতে হয়, তারপর আমরা ঢোকার জন্য অনুমতি পেয়ে গেলাম।যখন আমরা ভিতরে প্রবেশ করলাম, তখন আমাদের মাঝে অন্যরকম অনুভূতি কাজ করছিল। আমাদের মনে হচ্ছিল আমরা মনে হয় সবুজের কোন সমুদ্রের মাঝে চলে এসেছি। চারপাশে অনেক অনেক ধরনের সবজির চারা, এবং অন্যান্য আরো বিভিন্ন ধরনের চারা।
অন্যান্য নার্সারিতে যে কোন সবজি গাছের মধ্যে ফুল অথবা ফল আসতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন, কিন্তু নাশিক প্লাট এন্ড পট একটু ভিন্ন রকম, এখানে যে কোন সবজির গাছে ফুল অথবা ফল আসতে সময় লাগে শুধুমাত্র বিশ থেকে পঁচিশ দিন।আর এই নার্সারিতে যে সব চারা উৎপন্ন করা হয় তা, সম্পুর্ন বাহিরের দেশের মাটি , কেননা বাংলাদেশের মাটিতে এতো সুন্দর চারা উৎপাদন করা সম্ভব নয়। এখানকার সব চারা রোগমুক্ত।আর এই নার্সারিতে প্রতিদিন পনেরো থেকে বিশ জন শ্রমিক কাজ করে। বেশিরভাগ শ্রমিক মহিলা মানুষ, কেননা এখানে মহিলা মানুষের কাজ একটু বেশি। এখানে প্রায় সত্তর প্রজাতির চারা পাওয়া যায়। তার সাথে উন্নত মানের ফুলের গাছের চারা পাওয়া যায়। প্রতিটি প্লটে একটি করে হোল্ডিং পেপারে চারার নাম এবং মূল্য উল্লেখ করা রয়েছে। ক্রেতারা সেখানে গিয়ে দেখে শুনে চারা সংগ্রহ করতে পারবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1719270139181592635?t=JS594hwCNrVNkE4Iin8sBQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit