আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০৫ ই মার্চ ২০২৪ ইং
ইতোমধ্যেই আমি স্বপ্নপুরী ভ্রমণের প্রথম প্রথম শেয়ার করেছি। আপনারা হয়তো সকলেই প্রথম পর্বের বিষয় বস্তু গুলো ভালোভাবে দেখেছেন। আজকে আমি আপনাদের মাঝে স্বপ্ন পুরী ভ্রমনের শেষ পর্ব করবো। শেষ পর্বে আমি স্বপ্নপুরীর বিনোদন পর্ব গুলো শেয়ার করার চেষ্টা করবো। আপনাদের বাড়ি যাদের রংপুর বিভাগের আশেপাশে রয়েছে, তারা চাইলে এই পার্কের মধ্যে ঘুরতে আসতে পারেন।আর যারা অনেক আগে এসেছিলেন তারা ও এখন এই পার্কের মধ্যে ঘুরতে আসতে পারেন। কেননা এই পার্কটি আগের অনেক বেশি পরিবর্তন করা হয়েছে। এককথায় বর্তমান জেনারেশনের সাথে তাল মিলিয়ে এই পার্কের পরিবর্তন সাধিত করা হচ্ছে।এই পার্কের মধ্যে বেশ অনেক গুলো কাজ চলমান রয়েছে, এগুলো শেষ হলে পার্কটি আরো অনেক বেশি সুন্দর লাগবে।
উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে দুটি ফটোগ্রাফী দেখতে পারছেন এগুলো মূলত আবাসিক ভবন।আর স্বপ্নপুরীর মধ্যে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে।আর এই ভবন গুলো মূলত পর্যটক দের জন্য তৈরি করা হয়েছে।যারা অনেক দুর দুরান্ত থেকে এই বিনোদন পার্কের মধ্যে তাদের পরিবার ও প্রিয়জন নিয়ে আসেন, তারা চাইলে এই আবাসিক ভবনের মধ্যে থাকতে পারবে, তবে তাদের কে থাকার জন্য আলাদা ভাবে একটি ফি প্রদান করতে হবে।আর এই আবাসিক এলাকা টি চারদিকে প্রাচীর দিয়ে বেষ্টন করা। সাধারণ মানুষ চাইলে ও প্রবেশ করতে পারবে না। সেখানে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে এন্ট্রি নিতে হবে।
উপরে আপনারা যে দুটি ফটোগ্রাফী দেখতে পারছেন এটি মুলত স্বপ্নপরী বিনোদন পার্কের একটি বড় প্রযেক্ট, এর থেকে বড় প্রযেক্ট এখনো তৈরি হয়নি।এটির নাম হচ্ছে সৌরজগত নভো থিয়েটার।এটি একটি কৃত্রিম মহাকাশ , আর এটির মাধ্যমে মহাবিশ্বের বিস্ময় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। সর্বপ্রথম ২০০৪ সালে প্রচুর পরিমাণ অংকের টাকা ব্যয় করে একটি নভো থিয়েটার তৈরি করা হয়। এখন বাংলাদেশের প্রায় বিনোদন পার্কের মধ্যে এই নভো থিয়েটার রয়েছে।এই নভো থিয়েটার এর মাধ্যমে অনেক কিছু বিষয়ের উপর জ্ঞান অর্জন করা সম্ভব । তবে আপনারা কেউ স্বপ্নপরী বিনোদন পার্কের মধ্যে ঘুরতে আসলে এই সৌরজগত নভো থিয়েটার এর মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন।
সৌরজগত নভো থিয়েটার এর পাশেই রয়েছে একটি ভুতের রাজ্য। আসলে এই দুটি প্রযেক্টের মালিক মাত্র একজন।তাই সম্মিলিত ভাবে এই দুটি প্রযেক্ট এক সাথে তৈরি করা হয়েছে। আপনারা ভুতের রাজ্য সম্পর্কে অবগত আছেন।প্রায় বেশির ভাগ মানুষ এই ভুতের রাজ্যে প্রবেশ করেছিলেন হয়তো।তাই আর আমি এই বিষয়ে কথা বাড়াতে চাই না। তবে অন্যান্য জায়গার ভুতের রাজ্যের থেকে স্বপ্ন পুরী বিনোদন পার্কের ভুতের রাজ্য একটু বেশি ভয়ংকর।তাই আপনারা যারা স্বপ্ন পুরী বিনোদন পার্কের মধ্যে ঘুরতে আসবেন তারা ভুতের রাজ্যেও প্রবেশ করবেন।
আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ অনেক গুলো দোকান।আর এই দোকান গুলো স্বপ্নপুরী পার্কের একদম মাঝ বরাবর অবস্থিত।যারা অনেক দুর দুরান্ত থেকে এই পার্কের মধ্যে ঘুরতে আসে, তারা এই দোকান গুলো থেকে বিভিন্ন ধরনের শখের জিনিস পত্র নিতে পারবে। তবে এই দোকান গুলোতে পর্ণের দাম কিছুটা বেশি। আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এসে এই দোকান গুলো থেকে বিভিন্ন ধরনের শখের জিনিস পত্র কিনে দিতে পারবেন।
পার্কটির চতুর্দিকে ফুল গাছ দিয়ে সাজানো, যা আপনার পোড়া মন কে পুনরায় সজ্জিবিত করে তুলবে। পার্কটির সৌন্দর্য অনেক বেশি হ ওয়ায় প্রতিদিন প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় জমে যায়।আর এই পার্কটি বাংলাদেশের প্রায় সর্বত্রই চেনা পরিচিত। পার্কটি প্রায় ষাট বিঘা জমির উপরে অবস্থিত। পার্কের মধ্যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি দেখতে পেয়েছিলাম। আসলে পার্কটি ড্রোন দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগতো।ড্রোন দিয়ে ভিডিও করলে পার্কের সম্পুর্ন সৌন্দর্য ফুটে উঠতো।
প্রতিটি পার্কের তুলনায় এই পার্কের মধ্যে ও ছোট বাচ্চাদের খেলা ধুলা করার জন্য বিভিন্ন ধরনের খেলনা ও দোলনা রয়েছে। ছোট বাচ্চাদের খেলা ধুলা করার জন্য আলাদা একটা জায়গা রয়েছে, সেখানে শুধুমাত্র ছোট বাচ্চাদের খেলনা রয়েছে।আর খেলা ধুলা করার জন্য খেলনা গুলো অত্যন্ত উন্নত মানের।এই পার্কের মধ্যে তেমন কোন নাগরদোলা নেই। শুধু মাত্র ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট দোলনা রয়েছে। আমরা সারাদিন এই পার্কের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, এরপর সন্ধ্যা নেমে আসে।তাই আমরা সন্ধ্যা বেলায় এই পার্কের ভিতরে থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সুন্দর একটি দিন উপভোগ করেছি এই পার্কের মধ্যে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
দিনাজপুরের অনেক সুন্দর সুন্দর জায়গার কথা শুনেছি৷ আজকে আপনার কাছ থেকে এই দিনাজপুরের এই স্বপ্নপূরি সম্পর্কে আপনার পোস্টের দ্বিতীয় পর্বের মাধ্যমে জানতে পারলাম। যা দেখে খুব ভালো লাগলো৷ এখানে খুব সুন্দরভাবে আপনি এই স্থানের সবকিছু শেয়ার করেছেন এবং ফটোগ্রাফিও করেছেন৷ আমাদের প্ল্যান ছিল যে আমাদের এখানকার একটি নভ থিয়েটারে যাব৷ তবে এখনো পর্যন্ত সেই নভ থিয়েটারে যাওয়া হয়নি৷ তবে আজকে আপনার কাছ থেকে যখন এই ফটোগ্রাফি দেখলাম এবং প্রবেশপথ এবং অনেক মানুষ হচ্ছে, এটি দেখার প্রতি আগ্রহ আরো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit