আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২০ ই নভেম্বর ২০২৪ ইং
শীতকাল মানেই খেলাধুলা করার একটি সময়। শীতকাল চলে আসলেই বিভিন্ন ধরনের খেলা শুরু হয়ে যায়।আর এই খেলা শীতকালের পুরোটা সময় জুড়েই চলতে থাকে। তবে, গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই খেলা গুলো একটু বেশি হয়। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্য বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই খেলার সাথে বেশ পরিচিত।গ্ৰামের প্রতিটি ছেলে মেয়েরা একদিন হলেও গোল্লাছুট খেলায় খেলায় অংশগ্রহণ করেছিল। গোল্লাছুট খেলা শীতকালের অন্যতম একটি খেলা। এই খেলা যে শুধু মাত্র ছেলেমেয়েরাই খেলেন, তা কিন্তু নয়। এই খেলা যখন শুরু হয় গ্ৰামের অনেক বৃদ্ধ লোক পর্যন্ত এই খেলার মধ্যে অংশগ্রহণ করেন। সকলেই অনেক মজাদা সাথে এই খেলা গুলো খেলেছিল।
আমি যখন ছোট বেলায় স্কুলে পড়াশোনা করতাম। তখন শীতকালে একটি লম্বা দিনের ছুটি ছিল স্কুল গুলো। তখন শীতের আগেই প্রতিটি স্কুলের মধ্যে একটি বার্ষিক পরীক্ষা নিয়ে লম্বা ছুটি দিয়ে দিতো। আবার, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে স্কুল গুলো আবার খুলতো। যাইহোক, শীতকালের বেশিরভাগ সময় গ্ৰামের ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকতো।আর এই বন্ধ সময়ে অনেকেই অনেক ভাবে ছুটি গুলো কাটাতেন। আমি সহ আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলে মেয়েরা একই স্কুলের মধ্যে পড়াশোনা করতাম। শীতকালে যখন শীতকালে স্কুল বন্ধ থাকতো। তখন আমরা আমরা বেশ কয়েকজন ছেলে মেয়ে সহ গোল্লাছুট খেলার একটি মাঠ তৈরি করতাম।মাঠ তৈরি করার কাজে গ্ৰামের অনেকেই অংশগ্রহণ করেছিল।
যে কোন খেলা ধুলার মধ্যে সকলের অংশগ্রহণ দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর গ্ৰাম এলাকা গুলোর মধ্যে সব সময় এরকম খেলাধুলা গুলোর মধ্যে সকলের অংশগ্রহণ দেখলেই আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। যাইহোক, আমাদের যখন মাঠ তৈরি করা একদম সম্পন্ন হয়ে যায়, তখন আমরা প্রতিদিন একটি সময় নির্ধারণ করি।সময়টি হচ্ছে সকাল বেলা এবং বিকাল বেলা।আর দুপুর বেলা সকলেরই অনেক রকম কাজ থাকে, তাই দুপুর বেলা খেলাধুলা করা হয় না। বিশেষ করে বিকাল বেলা খেলাধুলা করার সময় অনেক বেশি মানুষ জড়ো হয়ে যায়।কেউ কেউ খেলা দেখার জন্য আসে, আবার কেউ কেউ খেলা খেলতে আসে।
আমরা ছোট বেলায় ছেলে মেয়ে উভয়েই এক সাথে খেলাধুলা করতাম। তখন এখনকার সময়ের মতো অতোটা ছেলে মেয়েদের মাঝে তফাৎ ছিল না।আর তখনকার সময়ে সম বয়সী ছেলেমেয়েরা এক সাথে ঘোরাঘুরি করলে মানুষ তেমন একটা সন্দেহের চোখে দেখতেন না। কিন্তু বর্তমান সময়ে সব কিছু একদম পরিবর্তন হয়ে গিয়েছে। যাইহোক, আমরা যখন বিকাল বেলা খেলা শুরু করতাম তখন অনেকেই খেলা দেখার জন্য সেখানে এসে বসে পড়তো।আমি তখন প্রায় প্রতিদিনই এই গোল্লাছুট খেলার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। তবে, এর পাশাপাশি ক্রিকেট খেলার মধ্যে ও বেশ সক্রিয় ছিলাম। এছাড়াও আরো অনেক ধরনের খেলায় অংশগ্রহণ করছিলাম।
যেহেতু গোল্লাছুট খেলার জন্য অনেক মানুষের প্রয়োজন হয়।আর আমাদের গ্ৰামে প্রচুর পরিমাণে ছেলে তখন। আমরা সকলেই মিলেমিশে এই খেলার মধ্যে অংশগ্রহণ করছিলাম। তখন আমাদের মাঝে বন্ডিং ছিল অন্যরকম। আপনারা হয়তো অনেকেই এই গোল্লাছুট খেলা সম্পর্কে অবগত আছেন। আসলে গোল্লাছুট খেলার জন্য বিশাল বড় আকারের মাঠের প্রয়োজন হয়। আমাদের গ্ৰামের একদম পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফসলের মাঠ। শীতকালে এই সব ফসলের মাঠ একদম খালি থাকে। সেজন্য আমরা এই সব খেলা এই মাঠ গুলোর মধ্যে খেয়েছিলাম। আপনারা কে কে ছোট বেলায় আমার মতো গোল্লাছুট খেলেছিলেন, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Riyadx2P/status/1859127636670513463?t=dXRAaHYm9pf7K24jadxiJw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনার সঙ্গে একমত ভাইয়া, আসলেই গ্রামে আমরা শীতের সময় এই ধরনের নানা খেলাধুলা করতাম দলবদ্ধ হয়ে।তখন পুরো গ্রামের ছেলেমেয়ে একই সঙ্গে ভাইবোনের মতো খেলাগুলি করতাম আর বেশ আনন্দ হতো।যেটা এখন আর দেখা যায় না, তবে আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় গোল্লাছুট খেলে আমি সব সময় রাজা হতাম। দুই দল আমাকে নিয়ে বেশ আশা করত। কারণ আমি খুব দৌড়াতে পারতাম। অনেকদিন পর সেই স্মৃতি মনে করে দিয়েছেন ভাই। খুব ভালো লাগলো আপনার ছোটবেলার ঘটনা পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে শৈশবে আমরাও আপনার মত গোল্লাছুট খেলতাম। ওই সময়টা সবারই অনেক আনন্দ ছিল। অনেক মিস করি সেই শৈশবের সময়টাকে। ভালো লাগলো আপনার পোস্টটি ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোল্লাছুট খেলা একসময়ের খুব জনপ্রিয় একটি খেলা ছিল ভাই। গ্রাম বাংলার প্রত্যেকটি শিশু এই খেলার সঙ্গে ভীষণ পরিচিত ছিল। এই খেলার প্রতি একটা আকর্ষণ কাজ করতো সবসময়। তবে আপনি একটা কথা ঠিকই বলেছেন। আগে মানুষ কখনোই সন্দেহের চোখে দেখত না। আজকাল তো সবকিছুকেই খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা দেখা যায়। আসলে যুগের খুব পরিবর্তন হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit