দিনাজপুর রাজবাড়ী পুরাতন মন্দির ভ্রমণ (২ম পর্ব) (১০% shy-fox এবং ৫% abb-school)

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে দিনাজপুর রাজবাড়ী পুরাতন মন্দিরের কিছু প্রত্নতাত্তিক নিদর্শন শেয়ার করবো ।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

RIYAN_20230610_125128_👫Vivid Color .jpg

দিনাজপুর রাজবাড়ী পুরাতন মন্দিরের দক্ষিণে যে ভবন টি রয়েছে,এটি মূলত দূর্ঘা মন্দির হিসেবে ব্যবহার হচ্ছে।আর এই মন্দিরে ঢুকতে হলে কিছু নিয়ম-কানুন মেনে ঢুকতে হবে,আর নিয়ম গুলো হচ্ছে জুতা এবং লুঙ্গি পরে ভিতরে প্রবেশ করা যাবে না।এই নিয়ম কানুন সবগুলো মেইন গেইট এ লেখা রয়েছে। দিনাজপুর রাজবাড়ীটির যেমন একদিকে যেমন ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ঠিক তার অপরদিকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুর্ণস্থান। রাজবাড়ীর এই মন্দিরে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে।এই মন্দিরে প্রতিবছর অনেক ধরনের পূজা-পার্বন উদযাপিত হয়ে থাকে। এবং বিশেষ সময় বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয় এই মন্দিরে।

RIYAN_20230610_131537_👫Vivid Color .jpg

RIYAN_20230610_132026_👫Vivid Color .PORTRAIT.jpg

মন্দিরটি ছোট হলেও এর সৌন্দর্য অনেক বেশি।আর দেখা সব মন্দিরের থেকে দিনাজপুর রাজবাড়ীর এই মন্দিরটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।এই মন্দিরের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। মন্দিরটি অনেক পুরনো হলেও এর সৌন্দর্য মোটেও কমে নাই। প্রতিবছর এই মন্দিরটি নতুন সাজে সজ্জিত করেন। মন্দিরের মেঝেটি সম্পূর্ণ বালু এবং সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। মন্দিরটি দেখা শোনা করার জন্য কয়েকজন কর্মচারী রয়েছেন, তারা সব সময় মন্দিরটিকে দেখা শোনা করে।প্রায় সতের শতক জমিতে এই রাজবাড়ী মন্দিরটি অবস্থিত। মন্দিরের চার পাশে প্রাচীর দিয়ে ঘেরা।



RIYAN_20230610_131525_👫Vivid Color .jpg

RIYAN_20230610_131807_👫Vivid Color .jpg

মহারাজ গিরিজানাথরয় রায় বাহাদুর এই দিনাজপুর রাজবাড়ীর ১৮৮২-১৯১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব কায়েম করেন। এরপর তার ছেলে মহারাজ জগদীশ নাথ রায় বাহাদুর ১৯১৯ থেকে ১৯৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব কায়েম করেন এই দিনাজপুর রাজবাড়ীতে। পরবর্তীতে মহারাজ গিরিজানাথরয় রায় বাহাদুর হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন। তাকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে যায়। তাকে চিকিৎসার জন্য তার ছেলে মহারাজ জগদীশ নাথ রায় বাহাদুর কলকাতায় নিয়ে যান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কয়েকমাস চিকিৎসা করার পর মহারাজ গিরিজানাথরয় রায় বাহাদুর মারা যায়, ফলশ্রুতিতে তারা আর এই দিনাজপুর রাজবাড়ীতে পৌঁছাতে পারে না।

RIYAN_20230610_131032_👫Vivid Color .jpg

আর এই ভবনটি হচ্ছে রানী মহলের সাজ ঘরে, রানী মহল এই ঘরের মধ্যে সাজ সজ্জা করতেন। আমি আসলে এগুলো কিছুই জানতাম না,পরে কয়েকজন স্হানীয় লোককে জিঙ্গাস করে সব কিছু বিস্তারিত জানতে পারলাম।রানী মহলের এই সাজ সজ্জার ভবন অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে। এখনো এই ভবনটির সৌন্দর্য মোটেও কমে নাই।এই ভবনটি পরিচর্যা করলে এখনও অনেক বছর টিকে থাকবে।


সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

CategoryVisiting
DeviceRedmi 10C
Camera48 MP
Photographer@riyadx2
LocationDinajpur, Rajbari


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিনাজপুর রাজবাড়ী পুরাতন মন্দির ভ্রমনের খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে।মহারাজ জগদীশ নাথ রায় বাহাদুরের রাজস্থকালের অনেক কথা এর আগে আমি শুনেছিলাম। আজ আপনার পোস্টে এরকম মহারাজদের কথাগুলোর বর্ণনা করে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png