আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার,০১ নভেম্বর ২০২৩ ইং
ইদানিং যেকোনো সীমের মেগাবাইটের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আগের তুলনায় বর্তমান মেগাবাইটের দাম আকাশে উঠে গেছে। বিশেষ করে গ্ৰামীনফোন সীমে মেগাবাইটের দাম অনেক বেশি। আর আমাদের এলাকায় গ্ৰামীনফোন ছাড়া অন্যান্য সীমের নেটওয়ার্ক নেই।তাই আমাদের গ্ৰামীনসীমে মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করা অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে।তাই এই সময়ে আমাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে।তাই আমি চিন্তা করলাম যে, বাড়িতে ওয়াআফাই লাগাবো। আমার বাসায় আগে থেকেই একটা রাউটার কিনা ছিল,তাই ভাবলাম একটা অণু কিনে রাউটারের সাথে সেট আপ করে, ওয়াইফাই এর লাইন নিয়ে নিবো।
তারপর আমি একটি রাউটারের অণু কিনার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম । তারপর আমি এবং আমার বন্ধু সহ অনু কিনার জন্য বদরগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কিছুক্ষণের মধ্যেই বদরগঞ্জ বাজারে পৌঁছে গেলাম । প্রথমে আমরা একটি বড় ইলেকট্রনিকের দোকানে গিয়ে রাউটারের অণুর কথা বললাম, তাঁরা আমাদের কে বসতে দিয়ে অণু খুঁজতে শুরু করলো,প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু খুঁজে পেল না।পরে আমাদের কে তারা সেখানে থেকে ফিরত দিয়ে দিলো।পরে আমরা তার পাশের আরেকটি ইলেকট্রনিকের দোকানে গেলাম, সেখানে ও অণু পাইলাম না। পরে আমরা সেই দোকানদারকে জিঙ্গাসা করলাম, কোথায় অণু পাওয়া যেতে পারে? তারপর তারা আমাদের কে একটি দোকান দেখিয়ে দিলো । আমরা বরাবর সেই দোকানে গেলাম।
আমরা বরাবর রাশেদ টেলিকম এ প্রবেশ করলাম।এই দোকানে প্রায় চারজন লোক ছিল, একজন লোক আমাদের কে জিজ্ঞেস করে কি লাগবে? আমরা বললাম একটি রাউটারের অণু লাগবে আমাদের। তারপর তারা অনেক গুলো অণু বের করে আমাদের কে দেখায়। আমরা প্রায় সব গুলো অণু নেড়ে চেড়ে দেখলাম। আমার বন্ধু এই বিষয়ে একটু বেশি অভিজ্ঞ তাই আমার বন্ধু কে দেখতে বললাম,সে দেখে একটি অণু পছন্দ করে ফেললো । আমিও একটু নেড়েচেড়ে দেখলাম, দেখার পর বুঝলাম ভালোই আছে, তারপর আমি দোকানদারকে দাম বলতে বললাম, দোকানদার আমাদের কে নয়শত টাকা চায়। তারপর আমি আটশত টাকার কথা বলি, কিন্তু দোকানদার তাতে নারাজ।পরে আমি তাকে সাড়ে আটশত টাকার কথা বলি।পরে দোকানদার রাজি হয়ে যায়। তারপর দোকানদার আমাদের কে একটা রশিদ করে দেয়। তারপর আমরা তা নিয়ে চলে আসলাম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1719709274455015931?t=kn2nGoFpvnG1DXilk6E4xw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit