বিখ্যাত হাঁড়িভাঙ্গা আমের মুকুলের ফটোগ্ৰাফি (১০% shy-fox এবং ৫% abb-school)

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে বিশ্ব বিখ্যাত হাঁড়িভাঙ্গা আমের মুকুলের কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

IMG_20230305_150127.jpg
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর

IMG_20230305_150121.jpg
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর

হাড়িভাঙা আম বাংলাদেশের একটি বিখ্যাত আম। বাংলাদেশের প্রায় লোক এই আমের সাথে পরিচিত।এই আমটি আশবিহীন এবং স্বাদে গন্ধে অতুলনীয়। বাংলাদেশর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডে এই আমের উৎপত্তি।এই এলাকার প্রতিটি লোকের এই হাঁড়িভাঙ্গা আমের বাগান রয়েছে,কারো একটু বেশি এবং কারো একটু কম। এলাকার সবাই এখন এই হাঁড়িভাঙ্গা আম দিয়ে সাবলম্বী।হাড়িভাঙা আম বদলে দিয়েছে এই এলাকার অর্থনীতিক ভাগ্য। এলাকাকে অনেকটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।দিন দিন এলাকার অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

IMG_20230305_150035.jpg
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর

IMG_20230305_150029.jpg
ফটোগ্ৰাফি: Redmi 10c
লোকেশন: মিঠাপুকুর, রংপুর

দীর্ঘ দিন পর গ্ৰামের বাড়িতে গিয়ে দেখি প্রতিটি হাঁড়িভাঙ্গা আম বাগানে আমের মুকুল বের হয়েছে। মুকুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে, এবং মুকুলের সুগন্ধে সকল কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।প্রতি বছরের তুলনায় এবার একটু বেশি আমের ফলন হবে বলে এলাকার চাষীরা মত বিনিময় করতেছে। আশা করা যায় যে কয়েক মাসের মধ্যেই হাঁড়িভাঙ্গা আম বাজারে পাওয়া যেতে পারে।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও অসাধারণ আপনিও খুব চমৎকারভাবে হাঁড়িভাঙ্গা আম বাগানে ফটোগ্রাফি করেছেন। এই ধরনের আমবাগানগুলো সামনে থেকে দেখলে অনেক ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আম বাগানটি খুব চমৎকার। এবং আমের মধ্যে ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

জী আপু সামনা সামনি দেখলে আপনার আরো অনেক বেশি ভালো লাগবে।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন যেন একদম স্পষ্ট ভাবে আমের মুকুল গুলো দেখা যাচ্ছে। খুবই সুন্দর প্রতিটা ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল।

জী ভাইয়া প্রতিটা বাগানে এ বছর একটু বেশি পরিমাণে মুকুল আসছে। দেখতে অনেক সুন্দর লাগছে তাই কয়েকটি ফটোগ্ৰাফী করেছি