আমার মনোনয়ন: The Steemit Awards 2023

in hive-129948 •  last year 

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার,০৮ ডিসেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের ২০২৩ সালের সেরা অথর, সেরা অবদানকারী এবং সেরা কমিউনিটি নির্বাচন করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক


Best Author @rme

20231208_113301_0000.png

আমরা সার্বিক দিক বিবেচনা করে দেখলে, আমরা দেখতে পারবো 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির ফাউন্ডার @rme দাদা বেস্ট অথর হওয়ার জন্য যোগ্য। আমি মনে করি দাদার মতো এতো যত্নশীল অথর এই স্টিমিট প্লাটফর্মে খুব কম আছে, থাকলেও তারা এতো দায়িত্বশীল অথর নন।দাদার প্রতিটি পোস্টের লেখা পড়লে বুঝা যায় দাদা কতটা যত্ন সহকারে পোস্ট গুলো লিখে থাকেন। দাদা যখন কোন টপিক নিয়ে লিখতে শুরু করেন তখন তিনি পার্ট পার্ট করে লিখে থাকেন, যাতে করে পাঠকদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, দাদার পোস্টের এই দিকটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

যেমন কিছুদিন আগে দাদা বাংলাদেশের পূজো নিয়ে লিখেছিলেন,‌ সেখানে প্রায় ১৯ টি পর্ব ছিল, প্রত্যেকটি পর্ব আমাদের কাছে শিক্ষণীয় পর্ব ছিল।আর @rme দাদা সর্বদা শিক্ষনীয় পোষ্ট আমাদের কে উপহার দেন। আমি প্রতিনিয়ত অনেক অথরের লেখা পড়ি কিন্তু দাদার লেখার মতো লেখা কোন অথরের মতো খুঁজে পাই না কখনো। দাদার প্রতিটি লেখার সৌন্দর্য ও মাধূর্যতা আমাদেরকে প্রতিনিয়ত প্রফুল্ল করে তোলে।তাই আমার মতে @rme দাদা সেরা অথর হওয়ার যোগ্য।

Best Contributer @rme

20231208_112620_0000.png

আমি সেরা অবদানকারী হিসাবে @rme দাদাকে মনোনীত করেছি, কেননা @rme দাদা মনোনীত হওয়ার যোগ্য। দাদা যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে এই স্টিমিট প্লাটফর্মে তা দিয়ে প্রায় দেড়শ লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে।এটা শুধু একমাত্র @rme দাদা সম্ভব করেছেন তার কৃতকর্মের মাধ্যমে। এক সময় বাংলা ভাষা স্টিমিট প্লাটফর্মে স্পামিং বলে গণ্য করা হতো, কিন্তু একমাত্র দাদার কারণে এই বাংলা ভাষা এখন স্টিমিট প্লাটফর্মের সবার শীর্ষে রয়েছে।

দাদা কে আমি প্রায় একবছর আগে থেকে চিনি এবং জানি।এই অল্প সময়ে দাদার মধ্যে অনেক গুনাবলী দেখতে পেরেছি। দাদা খুবই চরিত্রের একজন ব্যক্তি।যারা দাদা কে ইতোমধ্যে চিনে থাকেন তারা এসব বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। আমি স্টিমিট প্লাটফর্মে দাদার মতো একজন মহৎ ব্যক্তি এখনো খুঁজে পাইনি।আর @rme দাদা সর্বদা তার কমিউনিটির ব্যবহারকারীদের চিন্তা করে কাজ করেন, কখনো তিনি নিজের জন্য কোন কাজ করেন না।তাই আমি মনে করি একমাত্র @rme দাদা স্টিমিট প্লাটফর্মের সেরা অবদানকারী।

Best Community @amarbanglablog

20231208_112939_0000.png

আমি সেরা কমিউনিটি হিসাবে আমি অবশ্যই @amarbanglablog কমিউনিটি কে বেছে নিবো। কেননা আমার বাংলা ব্লগ কমিউনিটি স্টিমিট প্লাটফর্মের মধ্যে একটি ব্যতিক্রম কমিউনিটি, এ কমিউনিটির প্রতিটি কাজ এবং কর্ম অন্যান্য কমিউনিটি থেকে একেবারে ভিন্নধর্মী। আমার বাংলা ব্লগ শুধু কমিউনিটি না এটি আমার বাংলা ব্লগ' এর প্রত্যেক মেম্বারের ভালো লাগার একটি স্থান ।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার মিলে একটি পরিবার গঠিত। প্রতিদিন প্রত্যেকটি মেম্বার একে অপরের সাথে মিলে মিশে কথা বলতে পারে।

এছাড়াও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মজা করার জন্য অনেক উপায় রয়েছে যেমন:- ডিসকোর্ডে 'ডিজে পার্টি ' চ্যানেলে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো গান শুনতে পারি, @abb-fun এ ফান করে টাকা উপার্জন করতে পারি। আমার বাংলা কমিউনিটিতে রয়েছে সাপ্তাহিক হ্যাংআউট, সেই হ্যাংআউটে একটি সপ্তাহের কাজের ফলাফল প্রকাশ করা হয়, গান হয়, কবিতা আবৃতি হয় এবং কুইজ প্রতিযোগিতা হয়, যারা কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হন তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

এছাড়া রয়েছে "রবিবারের আড্ডা" , প্রতি রবিবার ডিসকোর্ড চ্যানেলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড মেম্বার দের অতিথি হিসেবে স্টেজে নেয়া হয়, অতিথি তার মনের অনুভূতি এখানে সবার সাথে শেয়ার করে থাকে। প্রতিবছর "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, এই অনুষ্ঠানে প্রত্যেক মেম্বার তাদের ব্লগিং এর সফলতা প্রত্যেকের মাঝে শেয়ার করে থাকে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: