DIY:এসো নিজে করি ।। কাগজ দিয়ে গাছ তৈরি ।। (10% beneficiary to shy-fox) By @rizwan12

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম/ নমস্কার

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রঙিন কাগজ দিয়ে তৈরি করা একটি গাছ। এই গাছটি আমরা আমাদের ঘরের দেয়ালে শোভা বর্ধন হিসেবে লাগিয়ে রাখতে পারি। যা ঘরকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে পারে। তাই চলুন আর দেরি না করে ব্লগ টি শুরু করা যাক।

baked (1).png

উপকরণ

ক্রমিকনাম
০১রঙিন কাগজ(হলুদ,কালো,জলপাই) কাগজ
০২গাম আঠা
০৩কলম
০৪কেচি
০৫পুতি

20211221_100507.jpg

Untitled design (1).png

প্রস্তুত প্রণালীঃ

20211221_092320.jpg

প্রথমে কলম দিয়ে গাছের মূল শাখাটি একে নিয়েছে। এই শাখাটি আমি কাল কাগজের অপর পৃষ্ঠায় কলম দিয়ে এঁকেছি।

20211221_092536.jpg

20211221_092903.jpg

তারপর কেচি দিয়ে কলমের দাগের উপর দিয়ে কেটে নিয়েছে।এটি গাছের মূল শাখা তৈরি করলাম।

20211221_093219.jpg

20211221_095828.jpg

এখন গাছের ডালপালা গুলো তৈরি করে নিচ্ছি। ডালের আকৃতিতে প্রথমে কলম দিয়ে কাগজ এর উপর একে নিয়েছি। তারপর আকার ওপর দিয়ে কেচির মাধ্যমে কেটে নিয়েছি। এভাবে আমি ৬ টি ডাল তৈরি করেছি। এখন আমার গাছের প্রধান শাখা এবং ডালপালা তৈরি হয়ে গেছে।

20211221_102712.jpg

20211221_103020.jpg

এখানে আমি হলুদ কাগজ থেকে চারটি সমান্তরাল খণ্ডে বিভক্ত করে নিয়েছি এবং চারটি কেই আবার ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছি।

20211221_103319.jpg

20211221_103707.jpg

এখানে জলপাই কালারের কাগজটিকে তিনটি খণ্ডে বিভক্ত করেছি। তারপর প্রত্যেকটি খণ্ডকে ছোট ছোট করে কেটে নিয়েছি।

20211221_103829.jpg

20211221_104002.jpg

এখানে আমি খন্ড করা কাগজটিকে ভাজ করে নিয়ে ত্রিভুজ তৈরি করেছি এবং তারপর কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি দাগের উপর কেচি দিয়ে কেটে নিয়েছি।

20211221_104041.jpg

20211221_104108.jpg

কেচি দিয়ে কাটার পর কাগজটি ফুলের মত হয়ে এসেছে। এই ভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

20211221_104517.jpg

20211221_110910.jpg

তারপর আঠা দিয়ে প্রত্যেকটি ফুলের মাঝখানে পুতি বসিয়ে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটি ভুল খুব সতর্কতার সাথে তৈরি করে নিয়েছি।

20211221_112013.jpg

20211221_1125430.jpg

এই পর্যায়ে দেয়ালে লাগানোর জন্য গাছের মূল কান্ড শাখা প্রশাখা গুলোর উপর দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই দেয়ালে লেগে থাকে।

20211221_112210.jpg

20211221_112748.jpg

তারপর আঠা লাগানো হয়ে গেলে আমি সেটিকে দেয়ালে লাগিয়ে নিচ্ছি। প্রথমে গাছের মূল শাখাটি দেয়ালের সাথে লাগিয়েছি তারপর আমি যে ৬ টি কান্ড তৈরি করে রেখেছিলাম এবং যেগুলোর উপর আঠা লাগিয়েছিলাম সে গুলোকে ঠিক জায়গায় সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি।

20211221_113137.jpg

এই ভাবে আমি সম্পূর্ণ গাছের উপর কান্ড গুলো লাগিয়ে নিয়েছি। কান্ড গুলো লাগানোর পর গাছটিকে সুন্দর লাগছে না? এই গাছের উপর যখন ফুল লাগিয়ে দেবো তখন আরো সুন্দর লাগবে।

20211221_120053.jpg

এখন আমি গাছের শাখার পাশে তৈরি করে রাখা পুতি দিয়ে ফুল গুলোকে হাজার মাধ্যমে লাগিয়ে নিয়েছি।

IMG20211222135306.jpg

পরিশেষে কাগজ দিয়ে তৈরি করা গাছটির সাথে তুলা আমার একটি সেলফি। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্যসহকারে আমার ব্লগ টি দেখার জন্য।

ধন্যবাদ সবাইকে

আমার বাংলা ব্লগ.png

Untitled design (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর একটি গাছ তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। এবং আপনি ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত কাগজের তৈরি গাছের সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

আমার পোস্ট টি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • কাগজ দিয়ে সুন্দর গাছ তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক দক্ষতার সাথে আপনি এটি তৈরি করেছেন। অনেক সময় ব্যয় হয়েছে। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি গাছ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছেন । দেখে খুবই ভাল লেগেছে ।ধাপ গুলো সুন্দর ছিল ।ধন্যবাদ এতো সুন্দর গাছ বানিয়ে শেয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে

চমৎকার হয়েছে জিনিসটি। আপনার পোস্টটি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ধাপ পরিষ্কার করে দেখিয়েছেন। আপনার এই পোস্ট দেখে যে কেউ জিনিসটা বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আমার পোস্ট টি আপনার কাছে ভালো লেগেছে এটি আমার ব্লগ লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে অনেক বড় ভূমিকা রাখবে, ধন্যবাদ ভাইয়া

বাহ্ ভাইয়া আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া

জাষ্ট ওয়াও একটি কাজ আপনি করে দেখিয়েছেন। আপনার তৈরি কাগজ দিয়ে গাছ তৈরি টি অনেক সুন্দর লেগেছে আমার কাছে। অবশ্যই একটি ইউনিক পোস্ট ছিলো। আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর পোস্ট আশা রাখছি। কাগজ দিয়ে গাছ তৈরি পদ্ধতি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্যহ

ধন্যবাদ ভাই

আপনার রঙিন কাগজের তৈরি গাছটিতো খুব সুন্দর হয়েছে ।দেখেই মনে হচ্ছে না যে এটি কাগজ দিয়ে তৈরি করেছেন আমিতো প্রথমে দেখে মনে করেছিলাম আপনি কালার পেন্সিল দিয়ে ফুলগাছটি বানিয়েছেন। খুব সুন্দর লাগছে আমার অনেক পছন্দ হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

ধন্যবাদ আপু