আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হার্ট বা হৃদয় আমাদের দেহের জন্য অতি প্রয়োজনীয় একটি অর্গান। যার অবস্থান আমাদের বুকের বাম সাইডে। হার্ট আমাদের জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরলস ভাবে দেহের জন্য রক্ত সঞ্চালন করতে থাকে। একবারও কি ভেবে দেখেছেন আমাদের ব্রেন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তার বিশ্রামের জন্য ঘুম প্রয়োজন হয় কিন্তু আমাদের হার্ট কখনো বিশ্রাম নিতে পারেনা, যা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়। তাই আজকে আমি আপনাদেরকে হার্টের চিত্র অঙ্কনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আমাদের হার্টের ভিতরের কিছু অবস্থান।
মানব দেহের হার্ট
ধাপ-১
প্রথম ধাপে আমি A4 সাইজের পেপারে হার্টের আকৃতি আঁকার জন্য ডট চিহ্ন দিয়ে হার্টের প্রথম সেপ দেওয়ার চেষ্টা করি ।
ধাপ-২
এই পর্যায়ে আমি ডট চিহ্ন গুলোকে পেন্সিল দিয়ে স্পষ্টতা আনার চেষ্টা করি। এটি হার্টের বাহিরের আবরণ
ধাপ-৩
এই পর্যায়ে আমি হার্টের বাম এবং ডান দুই সাইট কে বোঝানোর জন্য হার্টের মাঝখান বরাবর দাগ টানি।
ধাপ-৪
এই পর্যায়ে আমি হার্ট থেকে বের হয়ে যাওয়া কিছু ধমনী এবং শিরা অংকন করি।
ধাপ-৫
এই ধমনীগুলো হার্ট থেকে শরীরের সমস্ত স্থানে রক্ত প্রবাহিত করে এবং শিরা গুলো সমস্ত শরীর হতে হার্টে রক্ত নিয়ে আসে
ধাপ-৬
এই পর্যায়ে আমি প্রতিটা লেয়ারে পেন্সিল দিয়ে রং করার চেষ্টা করি এখানে হার্টের নিচের অংশটুকু রং করা হয়েছে
ধাপ-৭
এই পর্যায়ে আমি হার্টের লেয়ার, ধমনী এবং শিরা গুলো রং করা শেষ করি
ধাপ-৮
হার্টের চিত্র অঙ্কনের সাথে আমার তোলা একটি ছবি
আশা করছি আমার চিত্র অংকন আপনার কাছে ভালো লেগেছে। যদি হার্টের এই ছোট্ট অংশটুকু আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিপ্লে দিয়ে জানাবেন। অবশ্যই চেষ্টা করব এরপর হার্ট নিয়ে বিস্তর ভাবে আঁকানোর এবং এর উপরে আলোচনা করার।
ধন্যবাদ
আমার পরিচয়
আমি রিজওয়ান আহমাদ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি পড়াশোনা শেষ করে একটি প্রাইভেট হসপিটালে চাকরিরত অবস্থায় আছি। ছাদ কৃষি, ভ্রমণ, খেলাধুলা করতে খুব পছন্দ করি।
ভাইয়া খুব সহজ এবং সুন্দর ভাবে আপনি মানবদেহের একটি অংশ যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ হৃদপিণ্ড এঁকেছেন। আপনার এই হৃদপিণ্ড চিত্রাংকন খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আপনি চেষ্টা করলে আরও ভালো করতে পারবেন আশা করছি।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানবদেহের হার্টের চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপনা দেখে এই চিত্রটি অঙ্কন করতে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit