ঐতিহাসিক মুজিবনগর সরকার এবং কিছু ভাস্কার্য➤@rjnasim001

in hive-129948 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি মুজিব নগর সরকার গঠন আর কিছু ভাস্কর্য আপনাদের সাথে শেয়ার করব।
IMG_20210623_100925.jpg

  • মুজিবনগর (পূর্বনাম➤ বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । প্রথম অস্থায়ী সরকার যা ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়।তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ এই অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে।

IMG_20201220_125419.jpg

  • এই ছবি টা মুজিব নগর কম্পেক্স এর মাঝখানে সবুজের গালিচার উপর তৈরি করা বাংলাদেশের মানচিত্র। এইটাই একমাত্র মানচিত্র যা তৈরি করা হয়েছে এবং সব থেকে বড় মানচিত্র। মুজিব নগর অস্থায়ী সরকার গঠন করা হয় আর তার সৃতিতে এই মানচিত্র তৈরি করা হয়েছে।

IMG_20210701_100042.jpg

  • এই তৈরি মূর্তি স্বরন করিয়ে দেই যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের বড় বড় অফিসারদের একটা গোল টেবিলে বোঠক। পাকিস্তানি হানাদার বাহিনীদের কি ভাবে পরাজিত করা যাই।সকল প্রকার পরামর্শ দেওয়া এবং নেওয়া হয়। এই ছবি ১৯৭১ সালের বুদ্ধের কথা মনে করিয়ে দেই।

IMG_20210701_095949.png
https://images.app.goo.gl/p9n5dbAnLhHc3VaL9

  • যুদ্ধ চলাকালিন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে ২৩ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। ২৩ টি দেয়াল (আগস্ট ১৯৪৭ থেকে মার্চ ১৯৭১)- এই ২৩ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।প্রতিটি দেয়ালকে ক্রমান্বয়ে দৈর্ঘ্য ১ ফুট ও উচ্চতা ৯ ইঞ্চি করে বাড়ানো হয়েছে। যা দ্বারা বুঝানো হয়েছে বাংলাদেশ তার স্বাধীনতার জন্য ৯ মাস ধরে যুদ্ধ করেছিল।

IMG_20210701_095823.jpg

  • এই ছবি টা আমাদের বাংলাদেশ আর পাকিস্তানি বাহিনীর ৯ মাস যে যুদ্ধ হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী যে পরাজিত হয়েছিল সেই সময়ের। বাংলাদেশকে স্বাধীন হয় তার দলিলপত্র হয়ার সময়ের।
    IMG_20210701_095737.jpg
  • এই তৈরি মূর্তি স্বরন করিয়ে দেই ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয় তার ছবি।
    cc-:
    @rme
    @amarbanglablog
    @blacks

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  4 years ago (edited)

অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যাইহোক আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।

আপনার ছবিগুলো এবং ব্লকটি অত্যান্ত সুন্দর হয়েছে।ছবিগুলো আপনার তোলা হলে আপনাকে অত্যন্ত ধন্যবাদ। কিন্তু ছবিগুলো যদি অন্য কোথা থেকে কালেক্ট করে থাকেন তাহলে ছবির লিঙ্কটা দিতে হবে।

ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য। ছবি গুলো ঘুরতে গিয়ে তোলা

ভালো ছবি তুলেছেন এবং ভাল ভাবে ব্যাখ্যা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

ভাই সুন্দর লিখেছেন কিন্তু কথা হলো পুরোটাই ইউনিক না, আর ফটোগ্রাফিগুলো আপনার কিনা সেটাও উল্লেখ্য করেন নাই?

101.png

আমরা 100 ভাগ ইউনিক লেখা প্রত্যাশা করি। ধন্যবাদ।

স্যার মুজিব নগর হলো মেহেরপুর জেলাতে আর আমার বাসা মেহেরপুর জেলায়। আমরা বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম আর ছবি গুলো তুলেছি।
IMG_20201220_124617.jpg

স্যার আমি ইতিহাস তুলে ধরেছি। ইতিহাস তো unique হতে পারে না। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখন স্যার

ঠিক আছে কিন্তু 4 নং ফটোটি কিভাবে শট নিয়েছেন?