দুঃশ্চিন্তাগ্রস্ত মন ও ভারাক্রান্ত হৃদয়steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

alone-1869997_960_720.jpg

Copyright Free Image Source : Pixabay


গতবছরের এপ্রিলের ২৬ তারিখে আমার মনের অবস্থা যেমন হয়েছিলো আজকেও ঠিক তেমনই হয়েছে । গতবছর এপ্রিল মাসের ২৬ তারিখ এমনই ঘোরতর বিপদের মধ্যে পড়েছিলাম আমি । অসম্ভব মন খারাপ হয়েছিল আমার । তবুও আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম আমার মনের সেই বর্ণনাতীত অবস্থার কথা ।

আবার আজকেও সেই রকম বিপদের মধ্যে পড়েছে আমাদের পরিবার । গত বছর এপ্রিল মাসে হঠাৎই আমার বড় ভাই ভীষণ অসুস্থ হয়ে আই সি ইউ তে ভর্তি হয়েছিলো । সেন্স ছিল না টানা ২ দিন । তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম । যদিও ঈশ্বরের অশেষ করুনায় মাত্র কিছুদিনের মধ্যেই আমার দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলো তবুও ওই কয়টি দিনের কথা আমার কখনো ভুলতে পারবো না ।

এক সীমাহীন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে পার করেছি দিনগুলো । আজ আবার সেই রকম একটা দিন ফিরে এলো আমার জীবনে । আজ সকাল বেলায় হঠাৎই আমার মায়ের শরীরটা বেশ খারাপ হয়ে পড়লো । দিব্যি সুস্থ মানুষ । অথচ, ঘুম থেকে ওঠার পর পরেই মাথা ঘোরা শুরু হলো ভয়ানক । বসেই থাকতে পারছিলো না এমন মাথা ঘোরা । সেই সাথে সারা গা ঘেমে এক সা ।

প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো সুগার লেভেল ফল করেছে । কারণ, এর আগেও মায়ের এমন হয়েছিলো বেশ কয়েকবার । তখন মিষ্টি খাইয়ে সুস্থ করা হয়েছিল । তাই আজকেও প্রথমে মিষ্টি খাওয়ানো হলো । এরপরে মাথা ঘোরা কিছুটা কম হলে তনুজা ভাত খেতে দিলো । পেট ভরে ভাত খেয়ে বললো বেশ ভালো লাগছে । তখন তনুজা বললো একটু ঘুমোতে । কিছুক্ষণ ঘুমানোর পরে আবার উঠে বললো মাথা আবার ঘোরা আরম্ভ হয়েছে । সেই সাথে প্রচুর ঘাম । আবার মিষ্টি খাওয়ানো হলো ।

মিষ্টি খাওয়ানোর পরে আবার একটু ভালো লাগতে লাগলো । কিন্তু, এরপরে ওষুধ খায়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বমি । তখন আমি ভয় পেয়ে গেলাম । সেই সাথে ডাবল ভিশন এবং ব্লারি ভিশন শুরু হলো । তারপরে আর দেরি না করে হসপিটালে ভর্তি করানো হলো । এখন ডাক্তার বলছে CT Scan করে দেখতে হবে মাইল্ড স্ট্রোক হলো কি না !

আমার মনের অবস্থা কি বুঝতেই পারছেন । আমার ভাই আর কয়েকজন কাছের রিলেটিভ হসপিটালে রয়েছে মায়ের কাছে । মা'কে এডমিট করা হয়েছে । হসপিটালটা একদমই আমার বাড়ির কাছে । সেটা একটা সুবিধা হয়েছে । এখন শুধু অপেক্ষা । কখন রিপোর্ট আসবে !

কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি আমি । আমাদের জন্য সবাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এ বিপদ যেন কেটে যায় আমাদের ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6c709efb1bb8d521502b746fa157c1f7c944b06e524de6adb0a3ed46f2a4c5a8

টাস্ক ৩৯০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

তখন সোফায় শুয়ে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দোয়া করি আপনার মা যেনো দ্রুত সুস্থ হয়ে উঠে।এই বিপদটা সত্যিই একেবারে নেওয়া যায়না।সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া রইলো যেনো আন্টি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।আপনি চিন্তা করবেন না দাদা,হয়তো কথাটি গুরুত্বহীন এই মূহুর্তে।তবে এখন মন খারাপ কে দূরে ঠেলে প্রপার ট্রিটমেন্ট এর মাধ্যমে আন্টিকে সুস্থ করে তুলতে হবে।আশা করছি সব ভালো হয়ে যাবে।

  ·  last year (edited)

আপনার মনের পরিস্থিতি আমরা বুঝতে পারছি।টেনশন করবেন না, ধৈর্য ধরুন ।আমাদের সকলেরই দোয়া রয়েছে আপনার মায়ের প্রতি।ইনশাল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

দাদা পোষ্টটা পড়ে সত্যি বেশ খারাপ লাগছে, এই রকম একটা পরিস্থিতিতে সত্যি নিজেকে কন্ট্রোল করা কষ্টকর। কি বলে আপনাকে শান্তনা দিবো সেই ভাষা নেই আমার জানা, কারন কিছু দিন পূর্বে আমিও এই রকম ভয় পেয়েছিলাম মাকে নিয়ে। দোয়া করছি আল্লাহ তায়ালা দ্রুত আন্টিকে সুস্থ করে দিক, আমিন।

দাদা আপনার দুশ্চিন্তা কমে যাক, আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক, এই কামনাই করছি।

ধৈর্য ধরুন ভাই, সব ঠিক হয়ে যাবে 🙏

দাদা আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ,আপনি চিন্তা করবেন না।সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন বিপদ দিয়ে।তাই ভেঙে পড়বেন না। গত বছর এই দিনে আপনার দাদা অসুস্থ হয়েছিল আর আজকে আপনার মা।হঠাৎ করে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেলে খারাপ লাগে আসলেই।অনেক দোয়া রইল আপনার মায়ের জন্য।ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Duya roilo Dada, update janaben obossoi. Prathona kori apnr maa jeno sustho hoye ghore fire ase...

দাদা ভগবানের কাছে প্রার্থনা করেন আপনার সব সমস্যার সমাধান হবে

দাদা আপনার মায়ের অসুস্থতার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো। আপনার লেখাগুলো যখন পড়ছিলাম তখন দুই চোখে পানি চলে এসেছিল দাদা। আসলে এরকম পরিস্থিতিতে নিজেকে সামলানো অনেক বেশি কঠিন। তবুও আমরা সবাই প্রার্থনা করি যাতে করে আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আর প্রার্থনা করি খুব শীঘ্রই যেন আপনার পুরো পরিবার এই পরিস্থিতি থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারে। 🤲🤲🤲

দাদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক 🤲
আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি দাদা 😕
দাদা মনোবল শক্ত করুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তিনিই উত্তম পরিকল্পনাকারী।
দোয়া করছি 🤲

Posted using SteemPro Mobile

দাদা আপনার মনের অবস্থা কি তা ভালো ভাবেই বুঝতে পারছি। তবে টেনশন করবেন না।মহান আল্লাহ রাব্বুল আলামীন সুস্থ করবেন ইনশা আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন।বিপদে ঘারড়ে যেতে নেই।মায়ের জন্য দোয়া করতে থাকেন।সন্তানের দোয়া মা-বাবার জন্য কবুল করেন আল্লাহ।দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক,আমিন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Don't worry dada all will be good soon. I will pray for your mother to be good and healthy as soon as possible🙏🏻.

Posted using SteemPro Mobile

পোস্টটি পড়ে অনেক খারাপ লাগছে দাদা। আমি সৃস্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন খুব তারাতারি সুস্থ হয়ে উঠেন। টেনশন করবেন না দাদা, আমাদের সকলের দোয়া রয়েছে।

দাদা আপনার পোস্ট পড়ে সত্যি অনেক খারাপ লাগল। প্রথমে সৃষ্টিকর্তার কাছে আন্টির জন্য অনেক অনেক দোয়া ও প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে দেন। আসলে দাদা এমন পরিস্থিতি মোকাবেলা করা সত্যিই অনেক কষ্টের। ধৈর্য ধরুন দাদা আল্লাহ ঠিক সুস্থ করে আপনাদের কাছে ফিরিয়ে দেবেন।

খবরটা শোনে সত্যি দাদা ভিষণ খারাপ লাগছে। বুঝতেই পারছি আপনার উপর দিয়ে কি দখল যাচ্ছে। দোয়া রইল আন্টির জন্য। উনি যেন সকল সমস্যা কাটিয়ে দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। আসলে কখন যে কার কি ঘটে কেউ বলতে পারবে না। আর এর উপর কারো কোন হাতও নেই একমাত্র আল্লাহ কে ঢাকা ছাড়া। দাদা আপনি কোন টেনশন করবেন না। কারন আপনাকেই এই মহূর্তে শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

আগের বছরও ঠিক এমন দিনে আপনার বড় ভাইয়ের অবস্থা সংকাটাপন্ন ছিল, এ বছর আপনার মা! নিউজ টা শুনে ভীষণ খারাপ লাগছে। কখন বিপদ চলে আসে আমাদের জীবনে বলা যায় না। দোয়া করি আপনার মা যেন সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারে এবং রিপোর্টটা যেন পজিটিভ আসে 🤲

আমাদের জন্য সবাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন।

দাদা আপনার এই কঠিন মুহূর্তে আমরা দোয়া না করে থাকতে পারি?? আন্টির জন্য মনের গভীর থেকে দোয়া করছি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনার মানসিক অবস্থার কথা বুঝতে পারছি দাদা। নিজেকে শক্ত রাখুন। সব ঠিক হয়ে যাবে।

একটা কথা সত্যি যে কষ্টের পরেই সুখের মুহূর্ত আসে যেমনটা রাতের পর দিন আসে। আমাদের সকলের দোয়া রয়েছে আন্টির জন্য। আন্টি ঠিকই সুস্থ হয়ে যাবে দাদা। আপনি ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন।

মায়ের কিছু হলে দুনিয়ার কোন কিছুই ভালো লাগেনা। আশা করি কালকে এমআরআই রিপোর্টটা পাওয়ার পরে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো দাদা। আশা করি উনি অতি দ্রুত সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসবেন।

দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানি সময়টা খুব কঠিন তবে দেখো ঠাকুর সব বিপদ কাটিয়ে দেবেন। ধৈর্য্য রাখো।

এমন অবস্থায় নিজেকে যতই ব্যস্ত রাখার চেষ্টা করা হয় কেন, মনটা যেনো বারবার সেখানেই চলে যায়। দোয়া করছি দাদা, কাকীমা যেনো দ্রুত সুস্থ হয়ে উঠে। এমন অবস্থায় ধৈর্য ধরা আর সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া উপায় থাকে না। কাকী মা খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন দোয়া করি। ❤️

Posted using SteemPro Mobile

মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আন্টি যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠে।মা অসুস্থ হলে পৃথিবীর সবকিছু শূন্য লাগে।দাদা মন খারাপ করবেন না, ধৈর্য্য ধরুন। আমাদের সকলের দোয়া রয়েছে আন্টির সাথে। ইনশা-আল্লাহ আন্টি প্রপার ট্রিটমেন্ট এর মাধ্যমে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

আল্লাহর কাছে দোআ করি আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। মা অসুস্থ থাকলে পৃথিবী অন্ধকার মনে হয়। আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন দাদা৷ আপনি দোআ করুন সৃষ্টিকর্তার কাছে৷ ইনশাআল্লাহ আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বিকাল বেলায় আমি খবরটা শুনেছিলাম, তবে এত গভীরভাবে পোস্টটা পড়তে পারিনি, আসলে এই সময় আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দিক এবং আপনার মা কে দ্রুত সুস্থ করে দিক, এমনটাই মন থেকে চাচ্ছি।

অনেক দোয়া রইল।

আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কোনো টেনশন করবেন না দাদা। আল্লাহ আপনার মা কে তাড়াতাড়ি সুস্থতা দান করবেন।

মায়ের থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না। দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মা অতি দ্রুত যেনো সুস্থ হয়ে যায়। দাদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন অবশ্যই ঈশ্বর আমাদের সহায় হবেন।

Posted using SteemPro Mobile

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো দাদা খুব তাড়াতাড়ি তোমার মা আবার সুস্থ হয়ে উঠুক। এরকম পরিস্থিতিতে তোমার ভেঙে পড়াটা স্বাভাবিক দাদা। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে দাদা চিন্তা করো না।

আসলে পরিবারের কোন সদস্য যদি অসুস্থ থাকে তাহলে সবার মনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
আর বাবা মা হলে তো সবাই আরো বেশি ভেঙে পড়ে।
আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাকে খুব দ্রুত সুস্থ করে দেন।

Nice

মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনার মাকে দ্রুত সুস্থ করে দেন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি আন্টিকে সুস্থ করে দেয়।আর রির্পোট যেন ভালো আসে।আশা করি খুব শীঘ্রই আন্টি হাসপাতাল থেকে বাড়ি যাবে।

দাদা যারা সৃষ্টিকর্তার প্রিয় মানুষ তাদেরকে সৃষ্টিকর্তা বিপদ দিয়ে পরিক্ষা করেন। ধৈর্য ধারন করুন দাদা। আশা করি সৃষ্টিকর্তার এই পরিক্ষায় আপনারা পাশ করবেন। সৃষ্টিকর্তার নিকট আমরা সবাই আপনার মায়ের জন্য সুস্থতা কামনা করছি। ধন্যবাদ দাদা।

আমার মা ও বেশ কিছু দিন থেকে অসুস্থ, আসলে মা যদি অসুস্থ থাকে তাহলে পৃথিবীর সবকিছু অন্ধকার লাগে। আপনার মনের অবস্থা বুঝতে পাড়ছি আমরা সবাই। অনেক আশীর্বাদ করি দাদা আপনার মা যেনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আপনাদের মাঝে।

সিটি স্ক্যান রিপোর্ট যাতে ভাল আসে আর আন্টি যাতে দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন এই কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে।

সিটি স্ক্যান রিপোর্ট নরমাল এসেছে একদম । এখন, এমআরআই করা হবে ।

আপনার মা এর সুস্থতা কামনা করি দাদা। উনি অবশ্যই দ্রুত সুস্থ হয়ে উঠবেন । কালকের আগের দিনও আমার ওনার সাথে কথা হয়েছিল বাড়ি আসার সময়। তখন পুরোই সুস্থ ছিলেন উনি। হটাৎ করে কালকে উনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন জেনে খুব খারাপ লাগলো।

nice

  ·  last year (edited)

নিউজটা শোনার পর সত্যিই অসম্ভব খারাপ লাগছে দাদা । এরকম পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে হবে দাদা । সান্ত্বনা দেওয়ার ভাষা নেই । শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আন্টি যেন খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসেন । সবকিছু যেন আবার আগের মত হয়ে যায়। আমাদের দোয়া সবসময়ই আপনার এবং আপনার পরিবারের উপরে থাকে দাদা। আপনি ভালো থাকলেই ভালো লাগে। আবারো বলছি একটু ধৈর্য ধরুন নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে।

মাসিমার জন্য অনেক অনেক প্রর্থনা সৃষ্টিকর্তা যেন তারাতাড়ি ওনাকে সুস্থ করে তোলেন। পোস্ট টি পরে বেশ খারাপ লাগছে।আসলে আপনজনের অসুস্থতা কতোটা কষ্ট দেয় সেটা যারা ফেস করেছেন তারাই শুধু উপলব্ধি করতে পারবে।তারাতাড়ি ওনি সুস্থ হয়ে দাদাও দাদার পরিবারের মাঝে হাসি মুখে ফিরে আসবে সেই কামনা করছি🙏🙏🙏🙏

আপনার মায়ের অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো দাদা।মা অসুস্থ হয়ে গেলে ছেলে সন্তানের চিন্তার শেষ থাকে না। বিধাতার কাছে আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া কামনা করছি। যাতে করে খুব শীঘ্রই বিধাতা আপনার মাকে সুস্থ করে দেন।

দাদা প্রথমে আপনার মায়ের সুস্থতা কামনা করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দোয়া করি। মানুষ কখন অসুস্থ হয়ে পড়ে সেটা কেউ জানে না। আশা করি, রিপোর্ট ভালো আসবে যেটা আপনার কাছে অনেক বড় দুর চিন্তা । পৃথিবীতে বাবা মায়ের মত আপন কেউ নেই সেজন্য বাবা-মায়ের পাশে থাকাটা খুবই জরুরী। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।

মায়ের এমন অসুস্থ হলে সন্তান কখনো সুস্থ থাকতে পারে না। তবে মনোবল হারালে দাদা আপনিও অসুস্থ হয়ে পড়বেন। এমন সময় দাদা মনোবল শক্তি একটু শক্ত রাখা দরকার। তারপরও সত্যি বলতে মনকে বুঝানো যায় না। আন্টির জন্য দোয়া করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া রইল। আন্টি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন। দাদা চিন্তা করবেন না আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।

May Allah bless your mother and the whole family with fast recovery. 🙏 All my prayers to you

Posted using SteemPro Mobile

আসলে দাদা মায়ের যদি কিছু হয় তাহলে কিন্তু, তখন পৃথিবীর কোন কিছুই ভালো লাগেনা। দাদা আপনার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই প্রার্থনা করি। আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে আমাদের তখন অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর যদি সে মা হয় তাহলে তো আরো বেশি খারাপ হয়। আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে।

সিটি স্কানের রিপোর্ট আসুক, ডাক্তাররা তো তাদের কাজ করছেই। সমন নষ্ট না করে, জলদি জলদি হসপিটালে নিয়ে খুব ভালো করেছেন দাদা। বাকিটা ভগবান ভরসা। মাসিমার জন্য মন থেকে প্রার্থনা রইলো যেন দ্রুত সুস্থতা লাভ করেন। বিপদে মাথা ঠান্ডা রাখেন দাদা। আশা করি সব দ্রুতই আগের মতোন হবে।

Posted using SteemPro Mobile

দাদা চিন্তা করবেন না। সব কিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরতে হবে আপনাকে। আমরা সবাই আছি আপনার পাশে দাদা। আন্টির সুস্থতা কামনা করি। দ্রুতোই সুস্থ হয়ে উঠবেন উনি। জানি মায়ের কিছু হলে একদমই ঠিক থাকা যায়না। তবুও শক্ত থাকতে হবে আপনাকে।

Posted using SteemPro Mobile

দাদা আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। এ অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ডাক্তারের রিপোর্টে পর্যন্ত অপেক্ষা করে কি হয় তার উপর ভিত্তি করে চিকিৎসা দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার আম্মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পরিবারের একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেটা কতটা যন্ত্রণাদায়ক সেটা হয়তো প্রকাশ করা যাবে না।প্রার্থনা করি জেঠিমা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন,সব ঠিক হয়ে যাবে।আমাদের সকলের প্রার্থনা ও ভালো চিকিৎসায় তিনি আবার সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন আশা করি।সবসময় শুভকামনা রইলো দাদা,আপনার পরিবারের জন্য।

দাদা আপনার মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে পরিবারের কেউ অসুস্থ হলে এমনিতেই খুব খারাপ লাগে। আর যদি মা অসুস্থ হয় তাহলে তো দুশ্চিন্তার কোনো শেষ থাকে না। এই মুহূর্তে আপনারা খুবই কঠিন সময় পার করছেন দাদা। হসপিটাল আপনাদের বাসার কাছাকাছি হওয়ায় বেশ সুবিধা হয়েছে। আশা করি সিটি স্ক্যান এর রিপোর্ট ভালো আসবে দাদা এবং আপনাদের বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দাদা।

খুবই খারাপ লাগছে আপনার মায়ের এই অবস্থা শুনে।আসলে নিজেকে ঠিক রাখা বড়ই কঠিন।তবে হসপিটালে ভর্তি করেছেন আর সিটি স্ক্যান করতে বলেছে।আশা করি রিপোর্ট ভালো আসবে।দোয়া করি যেন উনি সুস্থ হয়ে বাসায় আসে।

ধৈর্য ধারণ করুন দাদা সৃষ্টিকর্তা সবাইকেই এরকম ছোটখাটো সমস্যার মাধ্যমে ফেলে দেয় আবার সৃষ্টিকর্তাই সেই সমস্যা থেকে উদ্ধার করে। দোয়া করি সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাক আন্টি আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসুক।

Posted using SteemPro Mobile

দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। অসুখ বিপদ এগুলো বলে আসে না। আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে দেখেন। ধৈর্য ধরুন। মনে সাহস রাখুন । সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আন্টির জন্য আমার এবং আমার বাংলা পরিবারের সবার থেকে অনেক অনেক দোয়া রইল।

Posted using SteemPro Mobile

দোয়া রইল দাদা আপনার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তিটি যদি অসুস্থ হয় তাহলে টেনশন ও মাথা ভর্তি দুশ্চিন্তা এসেই থাকে কিন্তু তারপরও বিপদে ধৈর্য ধরতে হয়। সৃষ্টিকর্তা বিপদ দেন তিনিই রক্ষা করেন। আমাদের সকলের দোয়া রয়েছে
ইনশাল্লাহ আন্টি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।

What is the best way to lose weight fast?
amitall (27)in #weightlosefast • yesterday

Lose 5 kilos in a week! It's a trope we see everywhere, and if you're someone who needs to shed some pounds for health reasons or just want it for yourself, it can sound pretty tempting. It's technically possible for some people to lose that much in that time period, but our nutritionists don't recommend it and it's definitely not a healthy approach. While you may have lost that much on a low-carb or keto diet (which may be mostly water weight), you'll likely gain it all back once you decide it's time to eat carbs again. Plus, since weight loss is generally very dependent on your metabolism and a lot of other factors unique to you, including physical activity and body composition, this promise won't apply to everyone.

If you're still struggling to lose weight, there are some healthy tips that apply to almost all of us—and they're concepts we can put into practice right now.

How to lose weight safely

Increase your vegetable intake.
Instead of restricting different foods and food groups, focus on incorporating lots of nutritious foods to add to your diet to promote overall health and weight management. The water and fiber in the products add bulk to meals and are naturally low in fat and calories, but rich in nutrients and satiety. You can create lower-calorie versions of delicious meals by substituting more calorie-dense ingredients for fruits and vegetables. If you think about making some meals mostly vegetarian (at least 50% of everything you eat), you're on the right path to better health.

Build a better breakfast.
A well-balanced breakfast—one that contains fiber, protein, healthy fats, and comes together in a delicious meal—will change your day, especially if you've been skipping it and still trying to prioritize a healthy lifestyle. Skipping breakfast can affect your hunger hormones later in the day, making you feel "angry" in the afternoon, making it harder to avoid overeating or craving sugary and refined carbohydrate foods. The best and most filling breakfasts are the ones that fill you up, fill you up, and stave off cravings later in the day. Aim to eat anything between 400 and 500 calories for your morning meal and make sure you include a source of lean protein plus a satiating fat (such as eggs, unsweetened Greek yogurt, nuts or nut butters) and fiber (vegetables, fruit, or 100% whole grains ). Start your day with a blend of nutrients that stabilize blood sugar and help you lose weight.

Snack smart.
Many of today's popular snacks are not nutritious but are high in calories. The main culprits often come in the form of refined grains like cereal, chips, cookies and crackers, but also high-calorie drinks like juice and soda. Try to keep snacks under 300 calories for weight loss and aim for healthy snacks with at least 4 grams of fiber and 4 grams of protein to keep you full. Choose picks that are ideally low in added sugar and sodium.

Eat mindfully.
Slowing down to focus on things like the taste, texture, temperature and smell of what you're eating can help with portion control. However, mindful eating also means that you really pay attention to what you're eating and when - this can help you identify unnecessary moments of munching that you may not even realize you're having throughout the day and that could be adding extra calories. More importantly, try to avoid eating foods that you don't choose for yourself. Mindful eating can help shift the focus of control from external authorities and guidelines to your body's own inner wisdom. Noticing where your extra calories are really coming from is the next step to making better decisions in the short and long term.

Skip the sugary drinks.
We just don't feel full from liquid calories in quite the same way as real food. Drinking juice or a caramel coffee drink just isn't as satisfying as eating a bowl of stir-fried veggies and protein. Cutting out sugary drinks is often the easiest way to lose weight faster, and the bonus is that it's also good for things like heart health and diabetes prevention. So watch your intake of juice, soda, sweetened coffee and tea, and alcoholic beverages. If you consume each of these drinks during the day, you'll consume at least 800 extra calories at night - and you'll still be hungry. (By the way, alcohol can suppress fat metabolism, making it harder for you to burn those calories

Thanks for the sharing information and updating all.

আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবে আল্লাহ ভরসা

হুট করে এমন বিপদে পড়লে খুব দিশেহারা লাগে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে ভালো করেছেন দাদা। দোয়া করি আন্টির রিপোর্ট যেনো নরমাল আসে। আল্লাহ যেনো দ্রুত সুস্থ করে দেন। এই পরিস্থিতিতে ধৈর্য ধরা আর দোয়া করা ছাড়া কিছুই করার থাকে না। দোয়া রইলো অনেক।