কবিতা : "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"
💘
♡ ♥💕❤
অধীর হয়ে রয়েছি বসে, তোমারই পথপানে চেয়ে,
কখন আসবে, কখন বলবে আমায় ভালোবাসি তোমায় !
ভালোবাসার তীব্রতা ছুঁয়েছে আমায়,
তাই ব্যাকুল হয়ে রয়েছি চেয়ে অলখের পথপানে ।
জানি আমার এ ব্যাকুলতা স্পর্শিবে না তোমায়;
এসো প্রিয়, ভালোবাসা এস আমার কাছে ।
সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।
শুনতে কি পাও প্রাণের এই আকুলতা?
বুঝতে কি পারো ভালোবাসার এই ব্যাকুলতা ?
তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।
আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।
♡ ♥💕❤
ভালোবাসার ব্যাকুলতা আপনার এই কবিতার বহিঃপ্রকাশ। অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। ভালোবাসায় সিক্ত হতে চায় সেই প্রেমিক হৃদয়। মনের অগোচরে লুকানো ভালোবাসার সেই শূন্যতা আজ পূর্ণ করে দিতে খুঁজে সেই প্রিয় মানুষটির ভালোবাসার রং। ভালোবাসার ডালি সাজিয়ে যখন কোন প্রেমিক হৃদয় বসে থাকে তার প্রিয়ার প্রতীক্ষায় তখন সেই প্রিয়া নিজেকে গুটিয়ে রেখেছে নিজের মত করে। তবুও আমরা ভালোবাসি এবং ভালোবেসে যাব। দাদা আপনি সবসময় দারুন কবিতা লিখেন এটা আমরা সকলেই জানি। আপনার কবিতাগুলো যখন পড়ি তখন কবিতার গভীরতার মাঝে নিজেকে হারিয়ে ফেলি। নিজেকে হারিয়ে আজ ভালোবাসার রং তুলিতে নতুন স্বপ্ন সাজাই। শূন্য হৃদয়ে ভরে দিতে হয়তো সেই মানুষটি কোন একদিন ফিরে আসবে। হয়তো সেই অপেক্ষার প্রহর একদিন শেষ হবে। তবুও তো অপেক্ষায় কাটে দিন ও কাটে সেই গভীর রাত। ঘুমহীন দুটি চোখ তার প্রতীক্ষায় বসে থাকে। কখন সে এসে শূন্য হৃদয় ভরিয়ে দেবে। হৃদয়ের শূন্যতাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে। অসাধারণ একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার সেই শূন্যতাকে পূর্ণ করে দিতে ভালোবাসার মানুষটি আজ দূরে। হয়তোবা ভালোবাসার পরীক্ষা সেই প্রিয় ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিয়েছে। কিছু কিছু ভালোবাসা আছে পূর্ণতার চেয়ে অপূর্ণতার মাঝেই বেশি সুখ খুঁজে নেয়। তাইতো সে আজ অনেক দূরে অথবা সে গুটিয়ে রেখেছে নিজেকে। কারন সে দুর থেকে ভালবাসতে চায়। ভালোবাসা শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়। কোথায় আছে প্রিয় মানুষটিকে পাওয়ার মাঝেই শুধু ভালোবাসা লুকিয়ে থাকে না প্রিয় মানুষটিকে দূর থেকে ভালোবাসার মাঝেও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। কাছে এসে দুটি হৃদয়ের মিলন না হলেও দুটি হৃদয়ে জমানো ভালোবাসা সারাজীবন রয়ে যায়। হয়তো সেই হৃদয়ের ব্যাকুলতা দুটি হৃদয় অনুভব করতে পারে। কিন্তু ব্যাকুলতা কে রঙিন স্বপ্নে রূপান্তরিত করতে পারে না। হয়তো সেই স্বপ্নগুলো শুধুই স্বপ্ন হয়ে যায়। রঙিন স্বপ্নগুলো যেমন আমাদের জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা তেমনি প্রিয় মানুষটি যখন নিজেকে গুটিয়ে দূরে সরে যায় তখন তার ভালবাসার মধুর স্মৃতিগুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। এভাবেই হয়তো প্রিয় মানুষগুলো দূরে গিয়েও হৃদয়ের কোণে জায়গা করে নেয়। হয়তো সেই প্রিয় মানুষের প্রতীক্ষায় দিন রাত কেটে যায়। তবুও কি সে আসবে কোন দিন ফিরে তা আমরা কেউ বলতে পারিনা। হয়তো আসবে না হয়ত সেই সাজানো ভালোবাসার ডালি চিরকাল অন্তরে কাঁটা হয়ে বিঁধবে। তবুও আমরা দূর থেকে ভালোবেসে যাব। তবুও আমরা প্রতীক্ষায় থাকবো কবে আসবে সে। এসে বলবে এসো প্রিয় ভালোবাসায় ভরিয়ে দেই শূন্য হৃদয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।
দাদা আজকের এই কবিতা পড়ে আমি কোনো মন্তব্য করতে পারছিনা। এই কবিতা আমার মন ছুঁয়ে গেছে। কি বলে প্রশংসা করবো সেই ভাষা আমার জানা নেই। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,কত সুন্দর করে সাজিয়ে লিখেছেন দাদা প্রতীক্ষারত ভালোবাসা নিয়ে।এই কবিতাটি আমার কাছে কিছুটা আপনার লেখা "কবিতা এসো আমার হৃদয়ে" এই কবিতার মতো লেগেছে।ভালোবাসাই একমাত্র পারে শুন্য হৃদয়কে ভরিয়ে দিতে।ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন ।ভালোবাসার মানুষকে নিয়েই বেঁচে থাকার স্বপ্ন,এত চাওয়া -পাওয়া।অসাধারণ লেখনী দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটা পড়ে অসম্ভব ভালো লেগেছে কবিতা লিখতে পারিনা কিন্তু পরে বুঝতে পেরে কবিতার ভিতর কথা গুলো। বাংলা কবিতায় ভালোবাসার মানুষের কাছ থেকে ভালবাসার কথা শুনতে না পাওয়ার চেয়ে ব্যাকুলতা স্পষ্ট করে বুঝিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতা পড়ে মনে হয় বাংলা সাহিত্যের পণ্ডিতেরা ও আপনার মত কবিতা লিখতে পারবেনা। দারুন ছন্দ মিল সেইসঙ্গে গভীর অর্থ। সব মিলিয়ে চমৎকার লিখেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের কবিতাটিও ভীষণ সুন্দর হয়েছে। কবিতার প্রতিটা চরণ পড়ে আমি মুগ্ধ।
কবিতার এই লাইন গুলো অসাধারন ছিল দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসো প্রিয় বাহুডরে রেখেছি সেখানে তোমার ছায়ার সম জায়গা করে।।।
আসলে আপনার কবিতার তুলনা নেই।কবিতার গভিরতা অনেক দাদা।আমার খুব খুব ভালো লেগেছে প্রিয় মানুষ কে একদিন এটা আবৃতি করে শুনাবো আর ক্রেডিট আপনাকেই।দিব😍😍🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতা গুলো যাস্ট অসাধারণ। সব থেকে প্রেমের কবিতা গুলো আমার খুব ভালো লাগে। আপনি এতো সুন্দর ভাবে কবিতা গুলো লেখেন যা পড়ে মন টা ভরে যায়। কবিতার প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো দাদা কবিতাটি।শেষের লাইনটি আমার মনে গেথে আছে।অনেক সুন্দর লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের ভালোবাসার যে অনূভুতির কথা তা আপনার কবিতা পড়ে ভালোই উপলব্ধি করতে পারলাম।মন ছুঁয়ে গেল আপনার কবিতা পড়ে।এই ভালোবাসার আহ্বান এর গল্প সবার জীবনেই থাকে।হৃদয়ে সাড়া জাগানো কবিতা লিখে নাইন করার জন্য ধন্যবাদ দাদা।❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার আকাঙ্ক্ষা, অনুভূতি এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আসলেই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার প্রত্যেকটা কবিতা আমার খুব খুব ভালো লাগে। আপনি অসাধারণ কবিতা লেখেন দাদা।আপনার কবিতার প্রত্যেকটা লাইন এক একটা অর্থ বহন করে ।
আজকের কবিতায় বিশেষ করে কয়েকটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে দাদা।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি লাইনে প্রেমিক মনের যে ব্যাকুলতা ফুটে উঠেছে সেটা বেশ বুঝতে পারছি। চমৎকার লিখেছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ! ভালোবাসার কি তীব্র কামনা
ভালোবাসার কি তীব্র আকাংখা,
হৃদয় হতে হৃদয়ে, কাছে পাওয়ার উষ্ণতা
আগলে রাখার সখ্যতা, হারিয়ে যাওয়ার ব্যকুলতা।
বেশ লিখেছেন দাদা, মনে হলো আবেগের সাগরে কিছু একটার আস্ফালন অনুভব করছি। আপনার কবিতা মানেই ভিন্ন অনুভূতি, ছুয়ে যায় হৃদয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Make $1000/Weekly Opportunity For Newbies!
thakns for the post its really helpfull ive been trying to learn more about make money online. saomething im also looking at is [ https://tinyurl.com/ywcp6jnn ] my friend says he makes a lot of money doing this. its some sort of online business traning but the good stuff is 1hr in so id watch till that point. if any1 else has success doing it let me know i might,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই কথাগুলো সত্যিই অনেক আবেগপ্রবণ এবং সুন্দর ছিল। ভালোলাগার এবং ভালবাসার মানুষ গুলোকে কাছে পেলে শূন্য হৃদয় টি এমনি পরিপূর্ণতা পেয়ে যায়। পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার সৌভাগ্য সবার হয়না। তবে যাদের হয় তাদের হৃদয় কখনো শূন্য থাকে না পূর্ণ হয়ে যায় তাদের হৃদয়। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভালোবাসা অবিরাম। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আমি কি আপনার এই কবিতাগুলো যতই পড়ি ততই নিজের মধ্যে নতুন রূপে ভালোবাসা খুঁজে পাই। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য অপর পাশের আরেকটি মানুষ যে কতটা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে সেটা আপনার এই কবিতার মাধ্যমে চমৎকারভাবেই ফুটিয়ে তুলেছেন। আমি মনে করি ভালোবাসা সত্যিই সুন্দর তবে সেই সৌন্দর্য তা তখনই সম্পূর্ণ রূপে প্রকাশ পায় যখন দুজন একত্রে মিলিত হয় সারা জীবনের জন্য।
আপনার কবিতার মধ্যে এই দুটি চরনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বেঁচে থেকে কি লাভ যদি ভালোবাসার মানুষটি পাশে না থাকে। যদি সে তার হৃদয়টি নিয়ে অন্য কোথাও চলে যায় তাহলে বেঁচে থাকা অর্থহীন।
ধন্যবাদ দাদা এরকম একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইজান আপনার আকুলতা দেখে আমি সত্যিই নির্বাক । এমন মানুষের আকুলতা ফেলার, কার এত বড় সাহস হল আমি সেটাই বুঝতে পারছি না ভাই। বেশ আবেগপ্রবণ ছিল কথাগুলো । ভালো লিখেছেন ভাই । ভালোবাসা অবিরাম ☺❤🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ভালোবাসার কবিতাগুলো সত্যিই অসাধারণ হয় ।আজকের কবিতাটি ও চমৎকার লিখেছেন।আপনার কবিতা একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে ।প্রতীক্ষার প্রহর গুনছে ভালোবাসার মানুষটি। সত্যিই দারুণ লেগেছে কবিতাটি আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা!কি মধুর লাইন!কি দারুণ ভাবে লিখেন দাদা এক একটি লাইন।পড়েই মনটাই ভালো হয়ে যায় একেবারে।ছন্দ গুলো বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা অসাধারণ অনবদ্য হয়েছে আপনার এই কবিতাটি♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাকুলতা প্রকাশ পেছেয়ে খুব সুন্দরভাবে। এই কবিতা দিয়ে কাছে ডাকলে প্রিয়াকে আসতেই হবে। খুব ভাল লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি সুন্দর কবিতা, ভাই আমি আপনার পোস্টটি আপভোট করেছি দয়া করে আমাকে আপভোট করুন এবং আমাকে বাড়াতে সাহায্য করুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা! কি আবেগ দিয়ে লেখা এই লাইনগুলো। এর ভিতরে কত আবেগ আছে সেটা হৃদয় দিয়ে অনুভব করলে আসলে বোঝা যায়। খুবই ভালো লাগলো দাদা কবিতাবটি। অনেক ধন্যবাদ দাদা ভালোবাসাময় একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কবিতা সবসময়ই হৃদয় ছুঁয়ে যায়, আজকের কবিতা তার বেতিক্রম নয়।
কবিতাটিতে ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ভাবাবেগ যথেষ্ট ফুটে উঠেছে 😍
সত্যিই প্রশংসনীয় একটি কবিতা ছিল ♥️
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার শেষ লাইন দুটি যেন একদম পুরো কবিতার বহিঃপ্রকাশ । খুব সুন্দর ছিল দেখা কবিতাটি । আমার ক্ষুদ্র জ্ঞানে যতোটুকু বুঝতে পেরেছি আপনার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার যে আকুলতা সেটি যেন এই কবিতায় ফুটে উঠেছে । হয়তো আপনার শূন্য হৃদয় ভরিয়ে দেবে আপনার প্রিয় মানুষটি সেটাই কামনা করি দাদা ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাইন দুটো আমার মন ছুয়ে গেল দাদা💞💞
অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই কবিতাটি। পড়ে অনেক ভাল লাগল। মনে হচ্ছে যে ভাবনার ভিতরে ঢুকে গেছি।
দাদা অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। 💞🥰💞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit