"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ : আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতাsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

macbook-577758_1280.jpg
কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে


এবারকার প্রতিযোগিতার বিষয় একটি ভিন্ন ধরণের। রাইটিং ক্যাটেগরিভুক্ত এই প্রতিযোগিতার বিষয়বস্তু আমার কাছে খুবই ভালো লেগেছে । আর তাই প্রতিযোগিতায় অংশ না নিয়ে থাকতে পারলুম না ।

অনলাইন আর্নিং । এই শব্দ দু'টির সাথে আমার প্রথম পরিচিতি হয় ২০১০ সাল নাগাদ । আমার বড় ভাইয়ের শ্যালকের কাছে সর্বপ্রথম আমি জানতে পারি যে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করা যায় । তখন আমি সদ্য ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি । দিন রাত কোডিং নিয়ে পড়ে আছি । C, C++, Visual C++, Visual Basic, PHP এসব নিয়ে দিন রাত্তির ব্যস্ত থাকি ।

তো তার কাছ থেকে খুঁটিনাটি না জানতে পারলেও মোটামুটি একটা ধারণা লাভ করেছিলাম অনলাইন আর্নিং বিষয়ে। বাড়িতে ইন্টারনেট কানেক্শন ছিল, তাই খুব দ্রুতই গুগলে সার্চ করে সব বিষয়ে ধারণা লাভ করতে শুরু করলাম । সেই তখন একটা নতুন শব্দের সাথে পরিচয় ঘটে আমার - "ফ্রীল্যান্সইং" । অর্থাৎ, একদম স্বাধীন ভাবে, কারো আন্ডারে না থেকে কাজ করা । এই কাজের আবার বাঁধাধরা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, নির্দিষ্ট সময় নেই । দারুন লাগলো বিষয়টি ।

ইন্টারনেটের মাধ্যমে কিছু প্রতিষ্ঠানের থ্রুতে বিভিন্ন বায়ারের কাছ থেকে পছন্দমত কাজ নিয়ে সেগুলো ঠিকঠাকমতো সাবমিট করলেই বায়ার পেমেন্ট করে । অবিশ্বাস্য লেগেছিলো তখন আমার মনে আছে । প্রথমত ইন্টারনেটের মাধ্যমে কিভাবে কাজ পাবো, কিভাবে সেগুলো সাবমিট করবো আর কিভাবে অর্থ নিজের কাছে আনবো । আমি জানতাম শুধুমাত্র ব্যাঙ্কের মাধ্যমেই এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রদান করা যায় । কিন্তু, ক্রমেই জানতে পারলাম যে ব্যাঙ্ক ছাড়াও পেমেন্ট গেটওয়ে থ্রুতে অর্থ প্রদান করা সম্ভব । এটাও মানি ট্রান্সফার এর একটা অনুমোদিত মাধ্যম ।

দিন রাত এক করে গুগল আর ইয়াহুতে সার্চ করে করে একে একে বিভিন্ন ফ্রীল্যানসিং মার্কেটপ্লেস বের করে ফেললাম । সেখানে রেজিস্ট্রেশন করলাম । একাউন্ট ভেরিফাই করলাম । কিছু কিছু টেস্ট এক্সামও দিয়ে পাশ করলাম । তারপরে অসম্ভব পরিশ্রম করে সুন্দর একটা পোর্টফোলিও তৈরী করলাম । ধীরে ধীরে প্রায় সমস্তটাই আমার কাছে ক্লিয়ার হয়ে আসলো । ২০১০ সাল নাগাদ তখন Getacoder, Rentacoder, freelancer, odesk, guru প্রভৃতি ফ্রীল্যান্স মার্কেটপ্লেসগুলো খুব জনপ্রিয় ছিল ।

তবে, আমি কিন্তু ওই সব ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে খুব সহজেই কাজ পাইনি । প্রায় সুদীর্ঘ একটি বছর অপেক্ষার পরে প্রথম কাজ পাই Getacoder । কাজটা ঠিকঠাক করতে সফল হই এবং পেমেন্টও পাই একদম ঠিকঠাক । কিন্তু, ওটা আমার অনলাইন ইনকাম ছিল না । আমার প্রথম অনলাইন ইনকাম ছিল খুবই সামান্য । তাই এটার কথা তেমন করে কোথাও কখনো উল্লেখ করি না । সব জায়গাতেই বলি আমার প্রথম ইনকাম ছিল Getacoder থেকে Moneygram পেমেন্ট গেটওয়ে অ্যান্ড রেমিট্যান্স ট্রান্সফার সার্ভিস এর মাধ্যমে পাওয়া ডলার । কিন্তু, আসলে সর্বপ্রথম ইনকাম এটা নয় । জীবনের সর্বপ্রথম অনলাইন ইনকাম ছিল খুবই সামান্য । সেটার কথাই বলছি এবার ।

২০১০ সালে GPT (Get Paid for Task) নামে অসংখ্য মাইক্রো ফ্রীল্যান্স সাইট ছিল । এই সকল সাইটে খুবই ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করা যেত । আবার অর্থ উত্তোলনের মিনিমাম লিমিটও ছিল খুবই সামান্য । যেখানে ফ্রীলান্স মার্কেটপ্লেস গুলোতে মিনিমাম উইথড্রয়াল এমাউন্ট ছিল ৫০ ডলার সেখানে এই সকল মাইক্রো ফ্রীল্যান্স সাইটগুলোতে মিনিমাম লিমিট ছিল $০.১০ থেকে $২ । আবার এসব সাইটে বিড করে কাজ পাওয়ার কিছু নেই । অলটাইম ছোট ছোট কাজ এভেইলেবল থাকে ।

এই ধরণেরই একটা ওয়েবসাইটে তখন কয়েক মাস কাজ করেছিলাম । সাইটের নামটা আমার এখনো মনে আছে । IntOffers । এই সাইটে একটা টাস্ক কমপ্লিট করে সাবমিট করে ঘন্টা দুয়েক এর মধ্যে $০.১০ আর্ন করতে সমর্থ হই । মিনিমাম উইথড্রয়াল লিমিট ছিল - Paypal $১, AlertPay $২, Liberty Reserve $০.১০ এবং Perfectmoney $০.৫০ । স্বভাবতই আমি Liberty Reserve চুজ করতে চেয়েছিলাম । কিন্তু, হায় ! এসকল পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না ।

তখন স্টার্ট করি আমার আরেকটা মিশন । পেমেন্ট গেটওয়ে মিশন । পুরো একটি সপ্তাহ ব্যয় করে খুঁটিনাটি সব জানা হয়ে গেলো আমার । ধীরে ধীরে একাউন্ট রেজিস্ট্রেশন করে একাউন্ট ভেরিফাই করা শুরু করলাম - পেপাল (Paypal), এলার্টপে (AlertPay), লিবার্টিরিজাৰ্ভ (Liberty Reserve), মানিবুকার্স (Moneybookers, Now Skrill), পারফেক্টমানি (Perfectmoney), ওয়েবমানি (Webmoney), ওকেপে (OKPay) এবং নেটেলার (Neteller) । পরবর্তীতে ওকেপে (OKPay) । এই OKPay এর মাধ্যমে ২০১০ সালের শেষের দিকে আমি সর্বপ্রথম Bitcoin সম্পর্কে জানতে পারি এবং কিছু coin কিনি । যাই হোক পেমেন্ট গেটওয়ে একাউন্ট খোলার পরে আর ইনকাম করা ডলার উইথড্র করার কোনো বাধা রইলো না সামনে ।

যা থাকে কপালে বলে রাতে খাওয়ার পরে আমার Liberty Reserve একাউন্টে IntOffers থেকে উইথড্র দিলাম $০.১০ ডলার । একটা ইমেইল ঢুকলো । সেখানে লেখা - "আপনার উইথড্রয়াল রিকোয়েস্টটি একসেপ্ট করা হয়েছে । অনুগ্রহ করে অপেক্ষা করুন । ২৪ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট প্রসেসিং ই-ওয়ালেটে অর্থ পাঠিয়ে দেওয়া হবে ।"

বেশ খুশি খুশি মনে রাতে ঘুমোতে গেলাম । মনে আছে রাতে এই নিয়ে একটা স্বপ্নও দেখেছিলাম । সকালে ঘুম থেকে উঠেই অমনি দুরু দুরু বুকে ইমেইল চেক করলাম । এরপরে দমবন্ধ করা কয়েকটি মুহূর্ত । অবশেষে বহু আখাঙ্ক্ষিত সেই ইমেইলটি পেলাম । Liberty Reserve থেকে এসেছে - "New Incoming transaction $0.09 USD" । $০.০১ ফী কেটে বাকি $০.০৯ ঢুকেছে । ফী টা অবশ্য ওই সাইট থেকেই কেটে নিয়ে ৯ সেন্ট পাঠিয়েছে । দ্রুত, কম্পিত হাতে Liberty Reserve একাউন্টে লগইন করলাম । সেখানে সবুজ কালিতে জ্বল জ্বল করছে - "Your USD Wallet Balance : $0.09 USD" |

মনে আছে সেদিন খুশিতে সারা দিন মাতোয়ারা হয়ে ছিল । আর আনন্দের চোটে রাতে ঘুমই আসেনি ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৭৭ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c5d5f98957eb7419c3cc27eda9cee6653e419cadc0732971d8e729e45111d595

টাস্ক ৩৭৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব মজা পেলাম দাদা আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা জেনে। আজ তাহলে সর্ব প্রথম অনলাইন ইনকাম কিভাবে এবং কোথায় করেছিলেন সেটা বলেই ফেললেন। যদিও আগে কোন এক সময় শুনেছিলাম Getacoder থেকে আপনি অনলাইনে প্রথম ইনকাম পেয়েছেন।কিন্তু আজকে সত্যিটা জানলাম। যাইহোক পরিশ্রমই সুফল বয়ে আনে। আর সেই সফলতা আজকে আমাদেরকেও অনেকদূর নিয়ে গেছে। আপনি সেই ২০১০ সাল থেকে লেগে থাকার কারণে আজ এতদূর আসতে পেরেছেন। সত্যি খুব ভালো লাগলো দাদা আপনার এই অনুভূতি জেনে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে প্রথম ইনকাম কম হোক বেশি হোক সেটা সবসময়ই মনে রাখার মতো একটা ব্যাপার। অতিরিক্ত এক্সাইটেড ছিলেন বিধায় সেদিন রাতে ঘুম হয়নি। আসলেই সেই আনন্দটা কাউকে বলে বুঝানো যায় না। অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায় আগে অনেকে এটা বিশ্বাস ই করতো না। যাইহোক অনলাইনে আপনার প্রথম ইনকামের অভিজ্ঞতা পড়ে দারুণ লাগলো দাদা।

দাদা অনলাইনে ইনকামের অভিজ্ঞতার এই কথাগুলো এর আগে আমি হ্যাংআউটে শুনেছিলাম। আপনি একদিন বলেছিলেন যে আপনার দাদার শ্যালকের কাছ থেকে আপনি জানতে পারেন যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। দাদা অনলাইন থেকে কাজ করে প্রথম পেমেন্টটা পেতে আপনাকে বেশ বেগ পেতে হয়েছে। তবে আপনার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনি সফল হয়েছেন। আপনার অনলাইন ইনকামে অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সত্যি দাদা এরকম পরিস্থিতিতে রাতে ঘুমানো একেবারেই সম্ভব নয়। আপনার খুশির অনুভূতির কথা জেনে সত্যিই ভালো লেগেছে। তবে আপনাকে কিন্তু বেশ পরিশ্রম করতে হয়েছে দাদা। অনেক পরিশ্রম করে লেগেছিলেন বলেই শেষ পর্যন্ত সফলতা পেয়েছিলেন। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। দাদা আপনি আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

দাদা এমনই হয়। অনেক আকাঙ্খার কোন জিনিস যদি হাতে চলে আসে, তখন যেন ঈদ ঈদ মনে হয়। আর তাইতো আপনার কাছে যেমন তেমন মনে হয়েছিল। যার কারণে আপনি রাতে ঘুমাতে পারেননি। এমন কি স্বপ্ন দেখেছেন। আপনার পোস্টটি পড়ছিলাম দাদা, আর যখন আপনার অনুভূতিগুলো পড়ছিলাম তখন আমারও কেমন যেন ঈদ ঈদ মনে হচ্ছিল। মনে হচ্ছিল সেই ডলারটি মনে হয় আমার একাউন্টে ঢুকেছে। অনেক সুন্দর ভাবে আপনার অনলাইনে প্রথম ইনকামের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকে আমাদের মাঝে প্রতিযোগী হিসেবে পেয়ে আমরা ধন্য দাদা। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

এরকম একটা অভিজ্ঞতা আমার নিজেরও রয়েছে। অর্থাৎ এই যে পেমেন্ট গেটওয়ের বিষয়টা। আমিও যে কতোগুলো সাইটে এমন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তা হয়তো আমার এখন নিজেরও মনে পরে না। অর্থাৎ ছোটবেলায় সবকিছুর প্রতি কৌতূহলের বশতই। আর সবচেয়ে বড় কৌতূহ ছিলো এই অনলাইন জগতটা ঘিরে। আপনার অনুভূতিটা বেশ আঁচ করতে পারছি দাদা।

দাদা আপনার কাছে আসলেই আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আজকে অনলাইন ইনকামের উপর লেখা আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।
সেই প্রথম এই ইনকামের অনুভূতি আমার মনে হয় আপনি কখনো ভুলতে পারবেন না। সেই সাথে আমরাও অনুপ্রাণিত হলাম দাদা ❤️

দাদা আপনার অনলাইনে প্রথম ইকামের গল্প পড়ে খুবই ভালো লাগলো। ২০১০ সালে আমার জন্ম হলেও স্টিমিটের জন্ম হয়নি। আর ঐসময় আমি অনলাইন তো দুরে থাক মোবাইলও চালাতে পারি নাই। আর আপনি ২০১০ সালে অনলাইন থেকে ইনকামও করে ফেললেন। দাদা আমি ধৈর্য ধরে লেগে থাকলে হয়তো ফ্রীল্যান্স থেকে ইনকাম করতে পারতাম। কিন্তুু আমার সেই ধৈর্য হয়নি। ধন্যবাদ দাদা।

দাদা আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো অভিনন্দন আপনাকে দাদা। আপনার অনুভূতি গুলো পড়ে আরো বেশি ভালো লাগলো। দাদা আপনি আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। পরে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে কোন নতুন কাজ করে পেমেন্ট পাওয়ার পর বেশি আনন্দ কাজ করে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অভিনন্দন দাদা। আপনার প্রতিযগিতায় অংশগ্রহন আমাদেরকে উৎসাহিত করে। আর প্রথম ইনকামের কথা কেউ সহজে ভুলতে পারে । তা যত কমই হোক। আপনার প্রথম ইনকামের অনুভুতি পড়ে বেশ ভাল লাগলো দাদা। অনেক ধন্যবাদ দাদা প্রথম ইনকামের অনুভুতি শেয়ার করার জন্য।

ওয়াও দাদা! আপনার এই পোস্ট পড়ে আশা করি সবাই অনুপ্রাণিত হবে! আসলে লেগে থাকলে সবকিছুই হয় সেটা আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম। যদিও অনলাইন থেকে আয় কম তবে সেটা প্রথমবার! আর প্রথমবারের অনুভূতিটাই অন্যরকম 🌼

বিষয়টা যখন জেনারেল রাইটিং তাও আবার নিজের কাজকর্ম বিষয়ক ।এমন অ্যানাউন্সমেন্ট পেয়ে আপনার মত আমারও অনেক ভালো লাগলো।
আসলে আমরা যারাই অনলাইন প্লাটফর্মে এসেছি কারো না কার ওর কাছ থেকে সামান্য কিছু শিখে পরবর্তীতে নিজের প্রচেষ্টায় শিখে নিয়ে কাজ শুরু করেছি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনার প্রথম অনলাইন জগতে আসার বিষয়গুলো জানতে পেরে খুবই ভালো লাগলো।

দাদা আপনার প্রথম অনলাইন ইনকামের অনুভূতি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক প্রচেষ্টার পর অবশেষে যেটুকু পেয়েছেন সেটুকুতেই বেশ খুশি হবারই কথা। তা নিয়ে আবার স্বপ্ন দেখেছিলেন সত্যি ভীষণ মজার ছিল বিষয়টা । আসলে কোন কিছু নিয়ে লেগে থাকলে তার ফল একদিন না একদিন ঠিক পাওয়া যায়। যেমনটি ঘটেছিল আপনার বেলায়। সত্যি ভীষণ ভালো ছিল ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনলাইন থেকে প্রথম ইনকামের কথাগুলো পড়ে বুঝতে পারলাম আপনি আসলে সময়ের মূল্য দিতে জানেন।এর আগেও আপনার অনলাইনে কিছু কথা হ্যাংআউটে শুনেছিলাম এবং আজও পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আসলে প্রথম ইনকামের আনন্দের কথা কাউকে বোঝানো যায় না। অনুভূতিটা এতটাই মনের ভিতরে গেঁথে নিয়েছিল যে রাতে সেটা নিয়ে স্বপ্ন ও দেখলেন।
আপনার কঠোর পরিশ্রমও সততার জন্যই আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। ধন্যবাদ দাদা সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

আমার এখনো মনে আছে দাদা ভাই, প্রথমের দিকের ঘটনাটা সম্ভবত কিছুটা অন্য একটা ব্লগে লিখেছিলেন তাও অনেক দিন আগে, আপনি প্রথম আপনার বড় ভাইয়ের শালার কাছ থেকেই কিছুটা এই বিষয়ে শুনেছিলেন। তবে আজ পুরোপুরি বিস্তারিত ব্যাপারটা জেনে বেশ ভালই লাগলো। আসলেই প্রথম ইনকামের অনুভূতিটা সত্যিই অন্য রকম হয়, যা আর কি মুখে বলে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য।

🙏🫡

স্যালুট জানালাম।

দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনার অনলাইন থেকে প্রথন ইনকামের অনুভূতি পড়ে আমার ও কেমন জানি বুকটা দুরু দুরু করছিলো।যাক সামান্য হলেও তো পেয়েছেন। এটাই কম কি।আপনার অনলাইনে কাজ করার অভিজ্ঞতা কিছু আগেও শেয়ার করেছিলেন, তখন জেনেছি। আর আজ জানলাম অজানা যা ছিল সেই অনুভুতিটি।আসলেই আনন্দ ধরে রাখা যায় না।রাতে স্বপ্নও দেখলেন তা নিয়ে।ঠিক আমার মতো ই,আমিও কত কি ভাবি আবার তা নিয়ে স্বপ্নও দেখি।অনেক ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

দাদা, অল্প পরিমাণে হলেও প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতাটা সত্যিই দারুন ছিল। আপনার পোস্ট যতই পড়ছিলাম ততই যেন আমার মনের ভেতরে কেমন যেন শিহরণ দিয়ে যাচ্ছিল। অনলাইনে প্রথম ইনকাম পেলে বোধ হয় সবারই ভেতরে ভিন্নরকম অনুভূতি সৃষ্টি হয়। আর তাইতো আপনি সারারাত ঘুমোতেই পারেননি। দাদা যদিও বা আপনার অনলাইনে কাজ করার শুরুর দিকে ভীষণ পরিশ্রম করতে হয়েছিল, তবে এই পরিশ্রমে আজ আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। যাই হোক দাদা, আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতাটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আসলে জীবনের প্রথম কিছুর আনন্দই আলাদা।তা যতই অল্প হউক না কেন।আর এই বিষয়টাই আপনি সম্ভবত সেদিন রাতে ঘুমাতে পারেন নি।আপনার পুরো লেখাটি পড়ে খুবই ভালো লাগলো। বিশেষকরে যারা অনলাইনে ইনকামে আয় করতে চায় তাদের জন্য আপনার এই পোস্টটি উৎসাহে বাণী হয়ে থাকবে।অনেক অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

দাদা প্রথমে যে অনলাইন আর্নিং সম্পর্কে শেয়ার করেছেন সেটাই এর আগেও আমাদের সাথে শেয়ার করেছিলেন। পরবর্তী যেটা আপনার প্রথম আর্নিং সে বিষয়টি জানতে পেরে সত্যিই মুগ্ধ হলাম । প্রথম অনলাইনে ইনকাম করার অনুভূতিটা সবসময় বেস্ট হয়ে থাকে । যে কোন ক্ষেত্রে প্রথম অনুভূতিটা সবসময় মনে রাখার মতো । সামান্য ডলার ইনকাম করলেও সেই ফিলিংসটা সবথেকে বড় ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ জানাই দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার অংশগ্রহণ করা মানে আমাদের সকলকে অনেক বেশি অনুপ্রাণিত করা। তবে আপনার লেখা বিস্তারিত পড়ে বুঝতে পারলাম আপনি অনলাইন জগতে খুবই এক্সপার্ট একজন মানুষ। যার কারণে আপনি আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন। তবে আপনার যে ইনকামের কথা শেয়ার করলে খুবই ইন্টারেস্টিং ছিল। এমন একটা খুশির সংবাদ রাতে ঘুম না আসার কথা। বিস্তারিত পড়ে ভালো লাগলো অনুভূতিটা দারুন ছিল

প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে আপনার প্রথম ইনকামের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম।২০১০ সাল থেকে আপনি অনলাইনের সাথে জড়িত আছেন।আপনার প্রথম ইনকামের অনুভূতিটি পরে আমার অনেক ভালো লাগলো।সেই সাথে আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম দাদা।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা অনলাইনে মাধ্যমে প্রথমবার ইনকামের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো দাদা।

আপনার এই অনলাইন ইনকামের জার্নিটা আগেও কয়েকবার আপনি বলেছিলেন। তবে যতই শুনি যতই পড়ি ততই ভালো লাগে ততই অনুপ্রাণিত হয় দাদা। সত্যি ঐসময়ে আপনি কত স্ট্রাগেল এর মাধ্যমে এই অনলাইন জগতে এসেছিলেন এবং টিকে ছিলেন। সবমিলিয়ে দারুণ লাগল দাদা। আর এসব অনলাইন ইনকাম সাইটের নাম আপনি ছাড়া আর কারো থেকে শুনি নাই।

Posted using SteemPro Mobile

দাদা আপনার করা এর আগের একটি পোস্ট থেকে জেনেছিলাম অনলাইন থেকে আপনার প্রথম ইনকাম নিয়ে।আপনি আপনার বৌদির ভাইয়ের থেকে প্রথমে অনলাইন থেকে যে ইনকাম করা যায়,এই বিষয় সম্পর্কে জেনেছিলেন। আজকের পোস্টটি থেকে পুরো বিষয় জানতে পারলাম আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা বিস্তারিত।মার্কেটপ্লেস গুলোতে কাজ পাওয়া নতুনদের জন্য বেশ কঠিন।আপনি তাও এক বছর পর পেয়েছিলেন। ধৈর্য্য ছাড়া ফ্রিল্যান্সিং সম্ভব না,যেটা এতদিনে বুঝতে পেরেছি।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে প্রথম ইনকামটা বড় হোক কিংবা ছোট আমরা সকলেই অনেক আবেগ প্রবন থাকি। তেমনটাই আপনার ক্ষেত্রে হয়েছে। আমি যখন প্রথমত এই অনলাইন প্লাটফর্ম থেকে ইনকাম করেছিলাম আমার অবস্থা সেই রকম হয়েছিল, রাতে ঘুমাতে পারিনি। কঠোর পরিশ্রমই পারে আমাদের ভাগ্য পরিবর্তন করতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

আহ দাদা। এমাউন্ট ছোট হলেও সেদিন এর ফিলিংসটা ছিলো অন্য এক লেভেল এর। এত্তো ভালো লাগে সে অনুভূতি গুলো যা কখনো লিখে প্রকাশ করা যায়না। ওয়ালেট এ যখন দেখা যায় নিজের টাকা সেগুলো সত্যি দারুণ লাগে।

বেশ খুশি খুশি মনে রাতে ঘুমোতে গেলাম । মনে আছে রাতে এই নিয়ে একটা স্বপ্নও দেখেছিলাম । সকালে ঘুম থেকে উঠেই অমনি দুরু দুরু বুকে ইমেইল চেক করলাম । এরপরে দমবন্ধ করা কয়েকটি মুহূর্ত ।

এই অনুভূতিটা বেশ উপলব্ধি করতে পারছি।
এটা যে কতটা আনন্দের সেটা তারা বুঝবে না যাদের এমন সময়ের অভিজ্ঞতা নাই।

আমার প্রথম ইনকাম ছিল এরকম দু সেন্ট তিন সেন্ট, কিন্তু সেটা ওঠাতে পারছিলাম না।
এরপর ৪ ডলার ইনকাম করছিলাম ফাইবার থেকে সেটা প্রথম তুলতে পেরেছিলাম। রাতের ঘুম কেড়ে নেয়ার মতন আনন্দ। সত্যি.. 💞

দারুণ উত্তেজনায় সেদিন হয়তো আপনার সারাটি রাত কেটেছিলো এবং অন্য রকম একটা অনুভূতি তৈরী হয়েছিলো সকালে একাউন্ট ব্যালেন্স দেখে। সত্যি জীবনের প্রথম ইনকামের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। ধন্যবাদ দাদা আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দাদা। আপনার প্রথম অনলাইন থেকে ইনকামের অভিজ্ঞতা জানতে পেরে বেশ ভালো লাগলো দাদা। আপনি সর্বপ্রথম $০.১০ সেন্ট উইথড্র দিয়েছিলেন $০.০১ কেটে নিয়েছিল বাকি $০.০৯‌ সেন্ট আপনার একাউন্টে ঢুকেছিল জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগছে,আসলে নিজের প্রথম ইনকাম টাকা যত বেশি হোক না কেন বেশ আনন্দের হয়।আসলেই কিছু কিছু আনন্দ কাউকে বুঝানো যায় না।ভালো লাগলো আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা পড়ে।ধন্যবাদ

২০১০ সাল থেকে তার মানে দীর্ঘদিন ধরে আপনি এই অনলাইন জগতে আছেন। প্রথমত আপনার প্রচেষ্টা এই অনলাইন ইনকামে সফলতা নিয়ে এসেছে।

বেশ খুশি খুশি মনে রাতে ঘুমোতে গেলাম । মনে আছে রাতে এই নিয়ে একটা স্বপ্নও দেখেছিলাম ।

এই গল্পে এই বিষয়টা সবচেয়ে মজার লেগেছে। আসলে মনের মধ্যে সব সময় যেটা কাজ করে সেটাই কিন্তু আমরা রাতের বেলায় আবার স্বপ্নে দেখতে পাই হয়তো আপনার ক্ষেত্রেও সেটা হয়েছিল।

Posted using SteemPro Mobile

দাদা,আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এইজন্য আপনাকে অভিনন্দন জানাই।আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।তারপর পূর্বের অনেক কিছু জানতে পারলাম।জীবনের প্রথম কোনো কাজ সফলভাবে করা গেলে সত্যিই ভীষণ উত্তেজনা কাজ করে মনে।ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে, ধন্যবাদ আপনাকে।

প্রথম ইনকামটা খুব সামান্য হলেও সেই ইনকামের অনুভূতিটা অনেক সুন্দর দাদা । সেটি আপনিও উপলব্ধি করেছেন। আর আপনি এতটাই আনন্দ পেয়েছিলেন যে রাতে আর ঘুমোতেই পারেননি দেখছি। অবশ্য আমার ক্ষেত্রেও ঠিক এরকমই একটি ব্যাপার ঘটেছিল ,খুশির চোটে কথা বলতে পারছিলাম না, হিহিহি। তবে পরবর্তীতে‌, ফ্রীল্যান্সইং‌ এর জগতে বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলি থেকে আপনি আপনার কাজের মাধ্যমে বহু টাকা ইনকাম করতে পেরেছেন জেনে ভালো লাগলো।