Indian Museum ভ্রমণ -পর্ব ০৭

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ০৭


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ০৬


শুভ অপরাহ্ন বন্ধুরা,

শীতের অপরাহ্নের উষ্ণ ওয়েলকাম সবাইকে । আশা করি সবাই ভালো আছেন ।

আজকের এই অপরাহ্ন বেলায় আমি আবারো আপনাদের সামনে আমার ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি । আজকের পর্বে মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ শেষ প্রাচীন ভাস্কর্যের নিদর্শন নিয়ে হাজির হলাম ।

আজই আমাদের প্রাচীন ভারতের প্রাচীন ভাস্কর্য্যের সিরিজ ফোটোগ্রাফের লাস্ট এপিসোড পাবলিশ করা হলো । এর পর থেকে "মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরা হবে" সিরিজ আকারে । অষ্টম পর্ব থেকে শুরু করে চলবে বেশ কয়েকটি পর্ব পর্যন্ত "ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ ।

চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


চতুর্ভূজ বিষ্ণুর প্রস্তরমূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর ভগ্নপ্রায় মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরো একটি পাথরে কেটে মকরমুখো হস্তীর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আংশিক ভগ্ন প্রস্তরমূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রলয় নৃত্যে নটরাজ - অপূর্ব প্রস্তর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাতটি পর্ব দেখেই প্রাচীন ভারতের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অনেক ভাষ্কর্য দেখা হয়ে গেল। অস্টম পর্ব হতে আরো কিছু বিষয় "ম্যানকাইন্ড ইভোলুশন" আসবে। অপেক্ষায় রইলাম।

মকরমুখো হস্তীর ভাস্কর্য দেখেই বুঝা যায় একটা পাথর কেটে কেটে কত সময় নিয়ে নিখুতভাবে এই কাজটি করতে হয়েছি। ভাল লাগল সবগুলো দেখে। ধন্যবাদ।

দাদা,সর্বপ্রথম আপনার দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।এখনই জানতে পারলাম আপনি অসুস্থ।আশা করি সবার আশীর্বাদে ও শুভকামনায় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
প্রত্যেকটি ভাস্কর্য অসম্ভব সুন্দর ছিল যা খুবই আকর্ষণীয়।সেই সঙ্গে আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য আরো সুন্দর হয়ে উঠেছে ভাস্কর্যগুলি।ধন্যবাদ দাদা,শরীরের প্রতি খেয়াল রাখবেন।শুভকামনা রইলো সর্বদা।

প্রতিটি মূর্তি বা ভাস্কর্যের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। বিশেষ করে গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত মূর্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। কষ্টিপাথরের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু কখনও কষ্টি পাথরের মূর্তি দেখিনি। আজ এই কষ্টি পাথরের মূর্তি দেখে খুবই ভালো লাগলো দাদা। সত্যিই দাদা আপনার কারণে দারুন দারুন মূর্তি গুলো দেখতে পাচ্ছি। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই দারুন মূর্তিগুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন। যেগুলো দেখে আমরা সকলেই মুগ্ধ হচ্ছি। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন কিছু মূর্তি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ইন্ডিয়ান মিউজিয়ামের ৭ টি পর্ব দেখলাম ♥️
কি চমৎকার ছিল সবগুলো ছবি। এক একটি মূর্তি এক একটি সভ্যতার নিদর্শন ছিল ♥️
ভালোই উপভোগ করলাম সবকিছু।
পরবর্তী ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ দেখার অপেক্ষায় রইলাম ♥️

প্রতিটি ভাস্কর্যের ছবি দেখে আমি চিন্তা করি এই ভাস্কর্যগুলো যে কারিগর বানিয়েছে তার দক্ষতা অনেক। পাথর থেকে ভাস্কর্য এটা অনেক কঠিন বিষয়। আমার কাছে প্রতিটি ছবি অনেক ভালো লেগেছে। আপনার প্রতিটি পর্ব আমার দেখা হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি পর্ব উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সিরিজ আকারে এতো গুলো পর্ব উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় দাদা।

❤️❤️❤️❤️

বরাবরের মতো এবারও আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর মূর্তিগুলো অনেক সুন্দর কারুকাজ করা হয়েছে। আপনাকে আবারো জানাই অসংখ্য ধন্যবাদ।

দাদা আজকের ছবিগুলো দেখলাম। প্রলয় নৃত্তে নটরাজ এই মূর্তিটি অক্ষত থাকলে না জানি কতই না সুন্দর লাগতো। মূর্তিগুলো কোথা থেকে কিভাবে উদ্ধার করা হয়েছে জানতে ইচ্ছে করে। শুভকামনা আপনার জন্য।

ওয়াও দাদা ভাস্কর্যগুলো বেশ চমৎকার এবং সুন্দর লাগছে। যা দেখতে পেরে আমার খুবই ভালো লাগলো আপনি শেয়ার না করলে হয়তো এগুলো দেখতে পারতাম না। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে তুলে ধরার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিবারের মতো এবারও আপনি পর্ব ০৭ নিয়ে এসেছেন আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলা যেমন চমৎকার হয়েছে তেমনই মূর্তি গুলো খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো

আজকের মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ শেষ প্রাচীন ভাস্কর্যের নিদর্শন গুলোর ফটোগ্রাফির প্রতিটি দুষ্প্রাপ্য এবং দামী ।এগুলো সাধারন মানুষ সহজে দেখার সুযোগ পায় না ।আমিও দেখতে পেতাম না ।দাদার মাধ্যমে প্রতিটি পর্বের মধ্যে এই মুল্যবান ভাস্কর্য গুলো দেখার সুযোগ হলো ।সামনের পর্বগুলো আরো ইউনিক হবে সেই আসায় রইলাম ।ধন্যবাদ দাদাএতো সুন্দর ভাস্কর্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য ।

আপনি অনেক সুন্দর একটি ব্লগ লিখেছেন দাদা। আপনার সবগুলো পোস্ট আমি দেখতে পারিনি মাঝের দু-একটি পর্ব আমায় মিস হয়ে গেছে। দাদা আমি আপনার জে কয়টা পর্ব দেখেছি সব কয়টি ছিল অনেক শিক্ষনীয় এবং এখান থেকে জ্ঞান দেওয়ার অনেক কিছু আছে। আপনি আদি যুগের শিলা গুলোর যেভাবে চিত্র বর্ণনা করেছেন এবং তথ্য উপস্থাপন করেছেন তা সত্যিই অনেক শিক্ষানীয়। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা অবিরাম।

দাদা আজকের ভাস্কর্যের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ।
দাদা পর্বে মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রাচীণ ভাস্কর্যের ফটোগ্রাফি গুলো দেখতেই এতো সুন্দর, বাস্তবে আরো বেশি সুন্দর। অষ্টম পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।

কতো বড়ো মিউজিয়াম সেটা আপনার এই সিরিজ দেখলে বোঝা যায়।আর এত এত সব ঐতিহাসিক সব পূর্ণ নিদর্শন সত্যিই অনেক দারুন ব্যাপার।আপনার এই সিরিজ টা দেখে অনেক কিছু দেখার সৌভাগ্য হলো 🖤

দাদা আপনার ভ্রমণের সাথে সাথে আমরাও আপনাদের আপনার সাথে ভ্রমণ করে এলাম ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণ। আমার লাইফে আমি এতো গুলো ভাস্কর্য দেখি নাই এবং এত অপরূপ সৌন্দর্য এবং অসাধারণ কারুকাজ যে প্রতিটি থিম দারুন ছিল। এবং আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন, অতীতের দিনগুলো আমাদের কাছে আসলে সোনালী সূর্যের মতো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর কারুকাজের ভিত্তি স্থাপন করে গেছেন অতীতে। পরিশেষে এটুকুই বলব আপনার ফটোগ্রাফ গুলো ছিল অল দ্য বেস্ট, ভালো ছেড়ে ও ভালো। আমাদের সাথে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করা এবং কি এত সুন্দর করে উপস্থাপন করা সত্যিই অসাধারণ ছিল দাদা। আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা।

দাদা ভারতীয় মিউজিয়ামের মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, সময়ের কিছু পুরোনো মূর্তির এবং ভাস্কর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ মূর্তিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার প্রতিটা পর্ব আমি দেখি, প্রতিটি পর্বের ভাস্কর্যগুলো আমার খুবই ভালো লেগেছে।দাদা, আমাদের পক্ষে সম্ভব নয় কলকাতা মিউজিয়াম এ গিয়ে এই ভাস্কর্যগুলো দেখার। তবে আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে ভাস্কর্যগুলো খুব সহজে সুন্দর ভাবে দেখতে পারছি।দাদা, আপনার ফটোগ্রাফি মধ্যে বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য ফটোগ্রাফি টা আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, দুর্লভ ভাস্কর্যগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



এই পর্বের ভাস্কর্যের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে ভাইয়া । শুভেচ্ছা রইল আপনার জন্য।

অসাধারণ সব ভাস্কর্য।বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত। এর পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পাবে।

অষ্টম পর্ব থেকে শুরু করে চলবে বেশ কয়েকটি পর্ব পর্যন্ত "ম্যানকাইন্ড ইভোলুশন" পরিভ্রমণের ফোটোগ্রাফ ।

ম্যানকাইন্ড ইভোল্যুশন পরিবহনের ফটোগ্রাফি নিশ্চয়ই আরও বেশি আকর্ষণীয় হবে। এই আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর এবং আকর্ষণীয় কিছু নিয়ে আসার জন্য, যা আমাদের সরাসরি দেখার সুযোগ হয়নি।

IMG_20220106_113311.png

আবারো 6 পর্ব শেষ হওয়ার সাথে সাথেই 7 পর্ব নিয়ে হাজির হলেন। এগুলো দেখে তো আমি মুগ্ধ হলাম। বৌদি কিছু মুর্তির ফটোগ্রাফি করেছে সেগুলো গুলাও দেখে মুগ্ধ হলাম। দারুন দারুন ফটোগ্রাফি গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত। অসাধারণ ছিল। সবমিলিয়ে দারুন দারুন ফটোগ্রাফি দেখতে পেলাম দাদা এবং মূর্তিগুলো অনেক দক্ষতার সহিত তৈরি করা হয়েছে

IMG_20220106_113311.png

বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্যটা ভালো লেগেছে।আর পাথরে কেটে মকরমুখো হস্তীর ভাস্কর্য একটু অন্যরকম লাগছে।পুরো পাথর কেটে বানিয়েছে।আমার জানার আগ্রহ কত দিন ধরে এগুলো বানিয়েছে।ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা প্রতিটি ভাস্কর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবু ও দেখতে অসাধারণ লাগছে। আর সেটা ভাবছি যারা তৈরী করেছেন তারা এতোটা নিখুঁত ভাবে তৈরী করেছেন যা বলার বাহিরে। প্রতিটি কাজ অনেক সুন্দর আর নিখুঁত ভাবে সাজানো হয়েছে। খুবই ভালো লাগলো দাদা মিউজিয়ামের প্রতিটি পোস্ট

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

বাহ দাদা প্রত্যেকটি মূর্তি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে আমরা এগুলো মূর্তি আমাদের বাস্তবে হয়তো দেখতে পারবো না। দেখলেও ছবি তুলতে দিবে না । বইয়ে অনেক পড়েছি ও শুনেছি । কিন্তু দেখার ইচ্ছা রয়েই গেল ।এখন মনে হচ্ছে তা আর নেই। আজকে থেকে শেষ হলো টানা ৭ টি পর্বে মধ্যে । আপনাকে অনেক ধন্যবাদ দাদা!

পরবর্তী "ম্যানকাইন্ড ইভোলুশন" পোস্টের জন্য অপেক্ষায় রইলাম ।

ভাস্কর্যগুলোর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। প্রতিটি ভাস্কর্য দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরনো এবং কিছু কিছু ভাস্কর্য প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তবুও ভাস্কর্যগুলো দেখে অবাক হচ্ছি কতটা নিখুঁতভাবে এগুলো তৈরি করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাস্কর্যগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

মূর্তিগুলো সত্যিই অসাধারণ। ভারতের প্রাচীন ভাস্কর্য সিরিজের সবগুলো মূর্তি দেখতে খুবই সুন্দর। আপনার দেওয়া এই সিরিজটি থেকে অনেক প্রাচীন সভ্যতা দেখার সৌভাগ্য হলো। দাদা পরবর্তী সিরিজ "ম্যানকাইন্ড ইভোলুশন"দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম । শুভকামনা রইল আপনার জন্য।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnD9hqBxhGQUeNXBt.jpeg
মহাস্থানগড়ের জাদুঘরে ঠিক এমন একটি ভাস্কর্য আছে দাদা। দেখতে অবিকল এমন। প্রাচীন সভ্যতার
আদি নিদর্শন গুলো দেখে খুব ভালো লাগলো। সেই সাথে অনেক অজানা জিনিস জানতে পারলাম

Volvió a aparecer con 7 episodios tan pronto como terminaron 6 episodios. Me fascinó ver estos. Me fascinó ver algunas de las estatuas que ha fotografiado Baudi. Estupenda fotografía realizada con la piedra Kasti de Gautama Buda. Fue asombroso. En general, pude ver a mi abuelo gran fotógrafo y las estatuas fueron creadas con mucha habilidad.

আজকের এই অপরাহ্ন বেলায় আমি আবারো আপনাদের সামনে আমার ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি ।

কলকাতা মিউজিয়ামের প্রতিটি পর্বের মতই সপ্তম পর্বের ফটোগ্রাফ গুলো অসাধারণ হয়েছে দাদা। আপনি অনেক দক্ষতার সাথে প্রাচীন যুগের এসব মূর্তির ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফ আমার অনেক ভালো লেগেছে। মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস জানার জন্য অনেক বেশি আগ্রহ বেড়ে গেল। পুরনো দিনের মানবসভ্যতার ও মানবজাতির ইতিহাস সম্পর্কে যে সিরিজ পোস্টগুলো আপনি করবেন সেগুলো দেখার জন্য ও পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

মূর্তিগুলো সত্যিই অসাধারণ। আপনার ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের ফটোগ্রাফি গুলো সত্যিই খুবই ভালো লাগলো ।আপনার পরবর্তী এপিসোড ম্যানকাইন্ড ইভোল্যুশন পরিভ্রমণের ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালো থাকবেন দাদা।

সত্যিই দাদাভাই আপনাকে স্যালুট। এত অসুস্থতার মধ্যে থেকেও আপনি আমাদের জন্য পোস্ট শেয়ার করে যাচ্ছেন। সত্যিই এর থেকে বড় কথা আর কি হয়। এর মধ্যে থেকে সত্যি আজ অনেক কিছু জানতে পারলাম যে আপনি আমাদেরকে এবং এই কমিউনিটিকে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং শিখতে পারলাম যে অল্পতে হাল ছাড়লে হবে না নিজের কাজকে অনেক গুরুত্বের সহকারে করতে হবে। কারণ নিজের কাজের গুরুত্ব নিজেকেই বেশি দিতে হবে। মন থেকে প্রার্থনা করি দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
এবার আসি পোস্টের কথায়, যতবারই ভ্রমণ পর্ব গুলো দেখি সত্যিই এক অন্যরকম অনুভূতি জাগে। নানান পাথর দিয়ে কি অসম্ভব সুন্দর মূর্তি তৈরি করেছেন প্রাচীনকালের মানুষেরা। প্রত্যেকটি জিনিস এত নিখুঁত এবং সূক্ষ্মভাবে করেছে যে হাজার হাজার বছর পরেও এরা একইভাবে টিকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর পোস্ট আমাদের সাথে প্রত্যেকবার শেয়ার করার জন্য। আপনার পোস্টগুলোর মাধ্যমে সত্যিই আমার ভারতের জাদুঘর ভ্রমণ হয়ে যাচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা। পরিবার ও নিজেকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন।

প্রতিটি ভাস্কর্যের ছবি গুলো এতটাই নিখুঁত এবং আকর্ষণীয় যা দেখে আমি অভিভূত।সত্যি দাদা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে মনমুগ্ধকর।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মাধ্যমে পুরনো দিনের ঐতিহ্য আমরা নতুন করে দেখতে পাচ্ছি বলে শুভকামনা আপনার জন্য♥♥

গুনে গুনে সাতটি পর্ব দেখে ফেললাম। বাবা একজন ভাস্কর তাই এই পোস্ট গুলো দেখার সময় মনে যে কতটা ভালো লাগা কাজ করছিল সেটা আমি জানি। দেখেছি আর অবাক হয়েছি। যতটা পারি গভীরে যাওয়ার চেষ্টা করেছি।
নতুন পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য

এটি দেখতে পাবো ভাবতেই পারিনি। আমি শুনেছি । আজকে দেখতে পেলাম । ধন্যবাদ দাদা আপনাকে ভাল থাকবেন।

প্রাচীন আমলের এই নিদর্শনগুলি দেখে খুবই ভালো লাগলো দাদা। সেই সময়েও যে মানুষের সৃজনশীলতা কেমন ছিল সেটা এই নিদর্শনগুলি দেখে বোঝা যায়। ধন্যবাদ আপনাকে দাদা।

মাঝে মাঝে অবাক লাগে আগের যুগে এইসব জিনিস তৈরি করত কেমন করে। তাদের হাতের কারুকার্য যা অকল্পনীয়। পাথর দিয়ে এতো সুন্দর করে মূর্তি তৈরি করেছে।ধন্যবাদ জানাই দাদা আপনাকে এইসব নিদর্শন আমাদের মাঝে পর্ব আকারে তুলে ধরার জন্য।

অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা। প্রতিবারের ন্যায় এবারও ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে, মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ শেষ প্রাচীন নিদর্শনসমূহ আপনার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী সিরিজ এর অপেক্ষায় রইলাম দাদা।আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করছি।

আজই আমাদের প্রাচীন ভারতের প্রাচীন ভাস্কর্য্যের সিরিজ ফোটোগ্রাফের লাস্ট এপিসোড পাবলিশ করা হলো । এর পর থেকে "মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরা হবে" সিরিজ আকারে

মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাস সিরিজ আকারে আসার জন্য অপেক্ষায় রইলাম। আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে কেমন জাদুঘরে আমি কখনো যাইনি তবে ইচ্ছা রয়েছে ‌‌ । মূর্তি গুলো আসলেই প্রশংসনীয় ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

আপনার চোখে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে দেখতে, আজ সাত বারের দেখতেছি। আমার কাছে বারবার একটা জিনিস ভেসে উঠছে যে, সেকালের ভাষ্কর্য তৈরির বিষয়টি, আজকের ডিজিটাল সময়েও পুরাই অনুপস্থিত। খুবই ভাবিয়ে তোলে,সাথেই আছি।

These crafts as they look will have a lot of history. Thanks for sharing

দাদা, ইন্ডিয়ান মিউজিয়াম এর সপ্তম পর্বের সকল ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার এবং মনমুগ্ধকর হয়েছে।চতুর্ভূজ বিষ্ণুর প্রস্তরমূর্তি,গৌতম বুদ্ধের কষ্টি পাথরে নির্মিত মূর্তি,বিষ্ণুর ভগ্নপ্রায় মূর্তি,বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য,পুরো একটি পাথরে কেটে মকরমুখো হস্তীর ভাস্কর্য,আংশিক ভগ্ন প্রস্তরমূর্তি,প্রলয় নৃত্যে নটরাজ - অপূর্ব প্রস্তর মূর্তি গুলো প্রাচীন সাম্রাজ্যের নিদর্শন। এসমস্ত ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। দাদা এবার মানব সভ্যতা ও মানব জাতির ক্রমবর্ধমান ইতিহাসে বিভিন্ন বিষয়বস্তু জানার অপেক্ষায় রইলাম। দাদা আমি আপনার সার্বিক সুস্থতা কামনা করি। সর্বোপরি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ইতিহাসের পথে পথে হাটার দারুণ ব্যবস্থা আপনার এই ফটোগ্রাফিগুলো। প্রলয় নৃত্যে নটরাজ,বিষ্ণুর পাদপাদ্মের বিশাল মূর্তি দুটো আজ সবচেয়ে বেশি ভালো লাগলো।

দাদা আপনার ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের সপ্তম পর্বে ভাস্কর্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য দেখলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

ইতিহাসের পথে পথে হাটা হলো আপনার পোষ্টের সাথে। পরবর্তী ম্যানকাইন্ড ইভুলেশন এর অপেক্ষায় থাকলাম। আজকের পোষ্টের সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রলয় নৃত্যে নটরাজ,মকরমুখো হস্তির ভাস্কর্য।

বিষ্ণুর পাদপদ্মের বিশাল মর্মর ভাস্কর্য

এ ছবিটি আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা নিশ্চয় দাদা বিষ্ণুর পায়ের চিহ্নের একটি ভাস্কর্য! সবগুলো ভাস্কর্য সুন্দর ছিল। আমাদের সৌভাগ্য আপনার মাধ্যমে অনেকগুলো ভাস্কর্য দোখতে পেরেছি। ধন্যবাদ দাদা আপনাকে ❤️