কমিউনিটি একাউন্টগুলির নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে একটি মিটিং অ্যাডমিন এবং মডারেটরদের সঙ্গে

in hive-129948 •  3 years ago 


logo_icon.png


পাওয়ার আপ মিটিং


একটি কমিউনিটি'র সফলতার পিছনে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটির কিউরেশন সিস্টেম । ঠিকঠাক কিউরেশন না হলে ভালো মানের ব্লগাররা কমিউনিটিতে ব্লগিং করতে অনিচ্ছা প্রকাশ করেন ।এর ফলে, কমিউনিটি একটি লো স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হয়ে থাকে । এর, জন্য কিউরেশন সিস্টেম ভীষণ আপ টু ডেট রাখা খুবই দরকার । আর কিউরেশন সিস্টেম এর ব্যাকবোন হলো তার পাওয়ার । একটি কিউরেশন ব্যবস্থার পাওয়ার যত বেশি সেই কিউরেশন ব্যবস্থা ততবেশি ক্ষমতাশালী ।

খুব সহজে বলা যায়, পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে । রিয়ার্ডস ভ্যালু যতবেশি বৃদ্ধি পাবে ব্লগাররা ততবেশি আর্ন করতে পারবেন এবং কমিউনিটি'র ও ভ্যালু বৃদ্ধি পাবে । অনেক অনেক ভালো ভালো মানের ব্লগাররা এনগেজড হবেন । ফলশ্রুতিতে, কমিউনিটিটা একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হবে ।


এই সকল দিক মাথায় রেখে আজকের এই মিটিং ।মিটিংএ আমাদের চারটি কমিউনিটি'র অ্যাডমিন ও মডারেটরদের সকলের কাছ থেকেই সুচিন্তিত মতামতের প্রত্যাশা করছি ।প্রত্যেকটি কমিউনিটির কিউরেশন সিস্টেম এর নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে একটি ভালো এবং কার্যকরী পরিকল্পনা অতি-আবশ্যক । আশা করছি, আজকের এই মিটিংয়ে সেই পথটি খুঁজে পাওয়া যাবে ।


মিটিং এজেন্ডা : কমিউনিটি কিউরেশন সিস্টেমের নিরবিচ্ছিন্ন পাওয়ার বৃদ্ধিতে সবচাইতে কার্যকরী একটি পরিকল্পনা সৃজন

তারিখ : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

সময় : রাত ১০ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

মিটিং এর স্থল (ভার্চুয়াল) : "আমার বাংলা ব্লগ" ডিসকোর্ড সার্ভার এর "মডারেটর মিটিং ভয়েস চ্যানেল"


মিটিং এটেন্ডেন্টস

"আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"বিউটি অফ ক্রিয়েটিভিটি" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"ট্রন ফ্যান ক্লাব" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ

"হাইভ লার্নার্স" এর অ্যাডমিন এবং মডারেটর বৃন্দ


সকলের উপস্থিতি একান্ত কাম্য ।
ধন্যবাদ :)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank You for sharing Your insights...

খুবই ভালো উদ্যোগ নিয়েছেন দাদা।আশা করি এই মিটিংয়ের মধ্যে দিয়ে সুন্দর একটি আশার বাণী শুনতে পাবো আমরা।আমাদের কমিউনিটি সবার শীর্ষে স্থান পাক এই কামনায় করি।আর দাদা আপনার এই সুন্দর উদ্যোগকে সম্মান ও সাধুবাদ জানাই।

নিঃসন্দেহে বলতে হয় এটি একটি খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর উদ্যোগ। এই ধরনের উদ্যোগের কারণে পিছিয়ে পড়া ভাল মানের ব্লগাররা আর ঝড়ে পড়বে না। আশা করি আজকে সেসব বিষয় নিয়ে খুব সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হবে।

Nice

খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা। আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। কোন কিছু পরিচালনা করার শুরুতে আমরা অনেক কিছুই বুঝতে পারি না কিন্তু যখন একটি বিষয় প্রতিনিয়ত আমরা পরিচালনা করি তার মধ্যে কি কি ত্রুটি থাকে এবং কোন কোন বিষয়ে আপডেট করতে হবে সেগুলো অটোমেটিকলি সামনে চলে আসে। আশা করি আজকের মিটিং থেকে সেই বিষয়গুলো ক্লিয়ার হবে।

Thank You for sharing...

দাদা খুব সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন।এটা সত্যিই অনেক প্রয়োজন কমিউনিটির জন্য এবং আমাদের জন্য। আশা করছি এতে করে ভালো ব্লগাররা এবং কোয়ালিটি পোস্টগুলো পিছিয়ে পড়বে না। ভালো পোস্টগুলো ভাল মানের রিওয়ার্ড পাবে। আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ দাদাভাই। আপনার সুচিন্তা এবং উদ্যোগ সফল হোক এই কামনাই করি। পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবে 💞।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

দাদা মনে হয় অনেক সুন্দর একটা উদ্যোগে গ্রহন করছেন।যা আমাদের এবং কমিনিটির জন্য ভালো কিছূ বয়ে নিয়ে আসবে।অনেক ধন্যবাদ দাদা।

রিয়ার্ডস ভ্যালু যতবেশি বৃদ্ধি পাবে ব্লগাররা ততবেশি আর্ন করতে পারবেন এবং কমিউনিটি'র ও ভ্যালু বৃদ্ধি পাবে । অনেক অনেক ভালো ভালো মানের ব্লগাররা এনগেজড হবেন । ফলশ্রুতিতে, কমিউনিটিটা একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হবে ।

দাদা এটি অনেক বড় একটি উদ্দ্যেগ। আমরা সকলেই চায় আমাদের কমিউনিটি একটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হোক। কমিউনিটির প্রতিটি ভালো মানের পোস্টে রেয়ার্ডস ভ্যালু বৃদ্ধি হোক। আর ব্লগাররা বেশি বেশি আর্ন করে কমিউনিটি'র ভ্যালু বৃদ্ধি করুক। আজকের এই মিটিং এ আশাকরি এই সুন্দর উদ্দ্যেগটি সফল করার একটি সঠিক পরামর্শ আমরা দিতে পারবো ও সঠিক পথ খুঁজে পাবো। ধন্যবাদ দাদা।

watch and earn with this link https://virginiafiles.com/1100174

পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে

দাদা আমি মনে করি আপনি খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কমিউনিটির উন্নতি করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আর পাওয়ার আপ যত বেশি হবে তত আমাদের ক্ষমতা বাড়বে। তাই পাওয়ার আপ নিয়ে সুন্দর এই মিটিংয়ে আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি মিটিং এর ফলাফল খুবই ভালো হবে।

Thank You for sharing...

সাপোর্ট একাউন্টের পাওয়ার বৃদ্ধিতে সকলের সক্রিয় অংশগ্রহণ এর মাধ্যমে সাপোর্ট একাউন্টকে খুব দ্রুত আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। আর এতে করে এর সুফল কমিউনিটির প্রত্যেক জন সদস্য নিয়ে থাকবে যেটা আসলে সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক চমৎকার একটি বিষয়ে একটি ফলপ্রসূ মিটিং আয়োজন সম্পন্ন করার জন্য অনেক ধন্যবাদ।

সুচিন্তিত এবং যুগান্তকারী সব পদক্ষেপ একমাত্র আপনার পক্ষেই নেয়া সম্ভব দাদা। আর আমাদের সুযোগ্য এডমিন মডোরেটরবৃন্দ অবশ্যই আপনাকে সুচিন্তিত মতামত এবং সহযোগীতার মাধ্যমে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশা সবসময়ই করি। আমাদের সবার দোয়া আপনার সাথে রয়েছে দাদা, এগিয়ে যান ✨

খুব সহজে বলা যায়, পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে । রিয়ার্ডস ভ্যালু যতবেশি বৃদ্ধি পাবে ব্লগাররা ততবেশি আর্ন করতে পারবেন এবং কমিউনিটি'র ও ভ্যালু বৃদ্ধি পাবে

কথাগুলো একদম ঠিক বলেছেন দাদা।।
আপনার চিন্তা ধারা দেখি অন্য মানুষের থেকে পুরাই উল্টা আপনি সবসময় ইউজারদের ভালোর জন্য কাজ করে থাকেন।ইউজারদের আরো কিভাবে বেশি আর্ন হয় সেই দিক বিবেচনায় রেখে কাজের দিকে এগিয়ে যান।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো❤️ সৃষ্টিকর্তা যেন সবসময় আপনাকে সুস্থ রাখেন❤️

দাদা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। পাওয়ার আপ যত হবে ভোট ভ্যালু তত বৃদ্ধি পাবে এবং এখানকার মেম্বাররাও বেশি বেশি আর্ন করতে পারবে। আশা করছি মিটিং এর ফলাফল খুবই সুন্দর হবে। ধন্যবাদ দাদা।

একটি কমিউনিটি'র সফলতার পিছনে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটির কিউরেশন সিস্টেম ।

আমিও আপনার সাথে একমত দাদা,শুধু আমি কেনো আশা করছি এখানের সকলেই আপনার এই কথাটির সাথে একমত পোষণ করবে।কারণ,কিউরেশন সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজ এর সফলতা এবং উৎসাহের ক্ষেত্রে।অবশ্যই উপস্থিত থাকবো দাদা।♥️

দাদা আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন কেন কমিউনিটির প্রধান কিউরেটর একাউন্টের শক্তি বৃদ্ধি করা জরুরি। অনেকেই এ ব্যাপারটি নিয়ে অনেক সময় সংশয়ে ভোগে। আমি মনে করি আপনার এই পোষ্টের মাধ্যমে তাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যত বেশি পাওয়ার তত বেশি সাপোর্ট আর সেইসঙ্গে ততো বেশি আর্ন। আমাদের এই কমিউনিটিতে সবাই তার সৃজনশীল কাজের প্রতিভা বিকাশের সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু রেওয়ার্ড পাবার প্রত্যাশা নিয়েই কাজ করে থাকে। আমি আশা করি আজকের মিটিং এর মাধ্যমে আপনারা সুন্দর এবং কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যার ফলে কমিউনিটির ভোটিং পাওয়ার আরো বৃদ্ধি পাবে এবং সকল কার্যক্রম আরো সুচারুভাবে সম্পন্ন হবে। এ ধরনের সুন্দর একটি তৎপরতার কারণে অন্তরের অন্তস্থল থেকে আপনাকে জানাই অনেক ভালোবাসা।

Thank You for sharing Your insights...

অসংখ্য ধন্যবাদ দাদা আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য আপনি অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাইতেছেন । আপনি সামনের দিকে এগিয়ে যান তার পিছনে আমরা আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো ।

একদম দাদা যথার্থ বলেছেন। একটি কমিউনিটির কিউরেশন যতটা স্বচ্ছ হবে কমিউনিটির প্রতি সবার আগ্রহ ততটা বেড়ে যাবে।আর এইজন্যই তো সবাই আমার বাংলা ব্লগ কে বেশি ভালোবাসে। আর আজকের মিটিং এ আশা করছে দারুন একটি সিদ্ধান্ত নিবেন সবাই মিলে জেটিতে আমাদের সবার মঙ্গল হয়।

আসলে দাদা আপনি বরাবরই খুব সুন্দর উদ্যোগ নেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানাই। আসলে আপনারা সুষ্ঠুভাবে মিটিংটি সম্পন্ন করবেন এটাই কামনা করি। সকলে সুন্দর মতামত দেবে তার সম্মতি দিয়ে একটি পথ তৈরি হবে এটাই।

দাদা আমাদের সবার কথা ভেবে যেভাবে আপনি নিরন্তর কাজ করে চলেছেন , কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব তার ভাষা আমার জানা নেই। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি দাদা। এভাবে বটবৃক্ষ হয়ে সব সময় আমাদের মাথার ওপরে ছায়া হয়ে থাকবেন। আর আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে একদিন আমরাই হব সবার সেরা। আশা করছি ভালো একটা কিছু অপেক্ষা করছে আজকের এই মিটিংয়ের পর। অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল দাদা।

Thank You for sharing Your insights...

দাদা আপনি অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন। আপনি সবার ভালোর কথা চিন্তা করে যে পদক্ষেপ গ্রহণ করবেন আশা করছি সকলেই অনেক উপকৃত হবে। আমাদের এই কমিউনিটি যেন সময়ের সাথে সাথে আরও বেশি এগিয়ে যায় এবং ভালো অবস্থানে যায় এই প্রত্যাশা করি দাদা। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইলো আপনার জন্য।

খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, এর ফলে ভালো মানের ব্লগাররা আরো বেশি উৎসাহিত পাবে কাজ করার প্রতি, এতে করে আমাদের কমিউনিটি আরো বড় হবে এবং আশা করা যায় আমাদের কমিউনিটি সর্ববৃহৎ কমিউনিটি তে পরিণত হবে।

এই যুগান্তকারী ভাবনা দেরিতে হলেও, আপনার সদয় হৃদয়ে জাগ্রত হয়েছ। এর জন্য সৃষ্টিকতাকে প্রথমেই, শ্মরন করছি। তবে আপনার যে খেয়াল ছিল না তা আমি বলবনা।

আমি মনে করি, আলোচক বৃন্দ, সঠিক মতামত দিয়ে, ইউজার উন্নয়নে, সহায়তা করতে পারবে।যার সুফলে আবার ফুঁসে উঠবে, আমাদের প্রান প্রিয় কমিউনিটি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি।

খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন দাদা।আজকের মেকিং সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হোক এটাই প্রত্যাশা করছি।আশা করছি সকল এডমিন মডারেটররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করতে সহায়ক ভুমিকা রাখবেন♥♥

যথা আজ্ঞা ভাই । দেখা হবে সঠিক সময়ে, আমি মনে করি যে নিজেদের ভিতর মাঝে মাঝে আলোচনার দরকার আছে এবং আমরা কৃতজ্ঞ যে, আপনার মত মানুষের ছত্র ছায়ায় আমরা আছি । এটা আমাদের কাছে সত্যিই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার ।

কথা ভুলো সত্য যত বেশি পাওয়ার তত বেশি রিওয়ার্ডস খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলা ব্লগ কমিউনিটি তালিকার শির্ষে উঠে এসেছে এভাবে চলতে থাকলে আমরা একদিন টপ লিস্টের এক নাম্বার কমিউনিটিতে পরিনিত হবো।আর আমাদের কমিউনিটির প্রতিটা পোস্ট কুয়ালিটিফুল ফলে আমরা অন্য কমিউনিটি থেকে এগিয়ে।আর সব কিছু জন্য আমাদের দাদাকে অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏

প্রথমেই বলি দাদা আপনি খুব সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আপনি সব সময় আমাদের কথা চিন্তা করেন বলেই এত সুন্দর সুন্দর উদ্যোগগুলো আমাদের জন্য নেন। আশাকরি এই মিটিংয়ের পর এই উদ্যোগটি সম্পূর্ণভাবে সফল হবে। আমাদের কমিউনিটি আমার বাংলা ব্লগ সবার শীর্ষে পৌঁছে যাবে এই কামনা করি।

দাদা আপনি অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। যেটা ভালো মানের ব্লগারদের অনুপ্রেরণার জাগরণ। আশা করি সকল এডমিন ও মডারেটর আপনাকে সুনিশ্চিত মতামত জানিয়ে দিবে। আমাদের সকল পরিবারের অর্থাৎ আমার বাংলা ব্লগ এর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন, আপনার উদ্যোগের সাথে আমিও সহমত পোষণ করছি, দাদা আপনি আমাদের কথা ভেবে আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন। আপনার কোন তুলনা হয় না দাদা, অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল দাদা আপনার জন্য। দাদা আপনার উদ্যোগটি আমাদের সবার জন্য স্বপ্নের মত, কারণ আমারা না চাইতেও পেয়েছি এবং বর্তমানে আমরা কাজের তুলনায় বেশি সুযোগ-সুবিধা ভোগ করছি, দাদা আপনার জন্য ও আপনার পরিবারের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি দাদা।

খুবই চমৎকার একটি উদ্যোগ দাদা। কমিউনিটিতে যদি বেশি পরিমাণ পাওয়ার থাকে সে ক্ষেত্রে ভোটিং ভ্যালু অনেক বেশি হবে এবং কোন ব্লগার তার কাজ করতে নিরাশ হবে না অর্থাৎ এখান থেকে যদি পরিমাণমতো সাপোর্ট সকলে পেয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই কমিউনিটি আরো বেশি উন্নত হবে এবং সকল ব্লগারের কাজ এর কোয়ালিটি দিন ,দিন আমার মনে হয় আরো বেশি বৃদ্ধি পাবে। কেননা আমার মনে হয় এই পাওয়ার বৃদ্ধির প্রজেক্ট যদি সম্পন্ন করা হয় সেই ক্ষেত্রে সকল কমিউনিটি তে নিজের বেস্ট দিয়ে সকল ব্লগার কাজ করতে চাইবে। ধন্যবাদ প্রিয় দাদা এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য ❤️❤️❤️

Thank You for sharing...

আশা করছি সকলের আলোচনার মাধ্যমে কাংখিত এবং যুক্তিযুক্ত একটা সমাধানে পৌছাঁতে পারবো আমরা।

@rme
কি একটি মহান ধারণা আপনি শুরু. সম্প্রদায়কে আরও বৃদ্ধি করতে এটি বাধ্যতামূলক হবে।

শুভেচ্ছা @deyaa

এটি সম্প্রদায়ের জন্য আরেকটি বড় পদক্ষেপ, ব্লগার হিসাবে আমাদের বিশ্বাস করার জন্য এবং আপনার সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ৷ একটি প্ল্যাটফর্ম হিসাবে steemit বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ.

দাদা, আপনার চিন্তাধারার প্রতি সব সময় সম্মান প্রদর্দন করি। আপনার চিন্তা ধারা সব সময় আমাদের ভালোর জন্যই। ভালোবাসা ও শুভকামনা আপনার জন্য। ❣️❣️❣️

@tipu curate 8

আপনার এমন চিন্তা ধারাকে স্যালুট জানাই।আপনি আছেন বলেই আমার বাংলা ব্লগ কমিউনিটি এতো সুষ্ঠ সুন্দর ভাবে এতো দুর এগিয়ে গিয়েছে। এভাবে চলতে পারলে আমরা অবশ্যই কোনো একদিন নাম্বার ওয়ানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

দাদা আমি বলবো সঠিক একটি সিদ্ধান্ত সঠিক সময়ে । আপনার দূরদর্শিতা অসাধারন এবং আমাদের এই কমিউনিটি গুলো সঠিক ভাবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য একটি ভাল উদ্যোগ নিয়েছেন। আশাকরি কমিউনিটি গুলো আরো বেগবান হবে এই রুপ সিদ্ধান্তের মাধ্যমে।সকলের স্বদিচ্ছা কাম্য। শুভ কামনা রইল। ভাল থাকবেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আমি বলবো সঠিক সময়ে সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন আপনি । আপনার দূরদর্শিতা ও ভালো মানের ব্লগারদের প্রতি আপনার যে আন্তরিকতা তা দেখে এতটা মুগ্ধ হয়েছি, দাদা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমাদের এই কমিউনিটি গুলো সঠিক ভাবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য একটি ভাল উদ্যোগ নিয়েছেন আপনি। আশাকরি কমিউনিটি গুলো আরো বেগবান হবে আপনার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। সকলের স্বদিচ্ছা কাম্য। শুভ কামনা রইল দাদা আপনার জন্য।

দাদা যথার্থ বলেছেন আপনি, একটি কমিউনিটির কিউরেশন সিস্টেম যতটা স্বচ্ছ হবে কমিউনিটির প্রতি সবার আগ্রহ ততটা বেড়ে যাবে, আর অনেক অনেক ভাল মানের ব্লগার আমাদের কমিউনিটি তে ভালো ভালো সৃজনশীল ব্লগ নিয়ে ফিরে আসবে। আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের যদি কোন করণীয় থাকে সেগুলো আমাদেরকে জানাবেন আমরা আপনার সাথে ছিলাম আছি ও থাকবো। আমি ও আমার সবাই আমার বাংলা ব্লগ কে বেশি ভালোবাসি সেই সাথে আপনাকেও। আর আজকের মিটিং এ আশা করছি দারুন একটা সিদ্ধান্ত নিবেন সবাই মিলে যাতে আমাদের সবার এবং সেইসাথে কমিউনিটিগুলোর ও মঙ্গল হয়। ধন্যবাদ দাদা পরবর্তী ফলাফলের অপেক্ষায় রইলাম।

Thank You for sharing Your insights...

একটি কমিউনিটি'র সফলতার পিছনে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটির কিউরেশন সিস্টেম ।

আপনার সাথে একমত দাদা।

সত্যি দাদা,, কোন কমিউনিটিকে গ্রো করাতে হলে তার সাপোর্ট সিস্টেমটা সুন্দর গোছালো রাখাটা জরুরি । সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ।

কমিউনিটি সুসংগঠিত ভাবে পরিচালনা করতে মাঝে মধ্যে মিটিং অবশ্যক। আর পাওয়ার আপের বিষয়টার পাশাপাশি কমিউনিটির ভবিষ্যত পরিকল্পনা করতেও আমাদের চিন্তন দরকার। আশা করছি আজকের মিটিং ফলপ্রসু হবে এবং বেশ কিছু নতুন পরিকল্পনা উঠে আসবে।

পাওয়ার যত বেশি হবে তত ভোটিং পাওয়ার বেশি হবে । ফলে, অধিক সংখ্যক ভালো মানের পোস্টগুলিকে কিউরেট করা যাবে । এবং, ভোটিং স্ট্রেংথ বেশি হওয়ার ফলে পোস্টের রেয়ার্ডস ভ্যালু ততবেশি বৃদ্ধি পাবে

দাদা আপনি চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। আমরা সকলেই ভালো মানের কাজ করছি যাতে করে খুব তাড়াতাড়ি আমাদের প্রান প্রিয় কমিউনিটি হাই স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হতে পারে। কমিউনিটির জন্য শুভ কামনা রইলো।

নিঃসন্দেহে বলা যায় খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা। তবে আমি মনে করি আমরা যা পাচ্ছি কাজের তুলনায় একটু বেশি পাচ্ছি দাদা। এত কিছু দেয়ার পরেও আমাদের নিয়ে আপনি এত চিন্তা করেন সত্যিই এটা আমাদের জন্য অনেক ভাগ্যের একটি বিষয়। হয়তোবা কোন ভাল কাজ করেছিলাম বলেই আপনার মত মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাচ্ছি।

খুবই মহৎ একটি উদ্যোগ দাদা। সত্যি আমাদের কমিউনিটি দিন দিন অনেক এগুচ্ছে। এবিবি স্কুল এর মাধ্যমে অনেক ভালো ব্লগার তৈরি হচ্ছে। কমিউনিটির কিউরেটর একাউন্ট গুলোর সাথে সাথে আমাদের ও উচিৎ পর্যাপ্ত পাওয়ার আপ করা নিয়মিত।

Thank You for sharing...

চমৎকার সময় উপযোগী একটি উদ্যোগ দাদা। একটা কথা যথার্থ বলেছেন দাদা যে

ঠিকঠাক কিউরেশন না হলে ভালো মানের ব্লগাররা কমিউনিটিতে ব্লগিং করতে অনিচ্ছা প্রকাশ করেন।

আশা করছি আজকের মিটিং থেকে ভালো কিছুই হবে।

আপনার চিন্তা সবসময়ই কমিউনিটি এবং আমাদের মতো সদস‍্যদের নিয়ে। আপনি প্রত‍্যেকটি বিষয়ের দিকেই নজর রাখেন। এবং আমাদের এডমিন মডারেটরাও অনেক দক্ষ এবং অভিজ্ঞ। আশাকরি কমিউনিটির পাওয়ার বৃদ্ধির জন্য তারা আপনাকে খুব ভালো ভালো মতামত দেবে।

অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এবং আশা করি আজকের মিটিং এ সকল কমিটির জন্য ভালো কিছু সিদ্ধান্ত নিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা প্রতিনিয়ত ভালো ভালো উদ্যোগ নিয়ে থাকেন এবং সকল ইউজারদের কথা চিন্তা করেও অনেক ভালো ভালো উদ্যোগ নেন।

দাদা আপনি আমাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার কাছে আমরা প্রত্যেকটি সদস্য চির কৃতজ্ঞ আপনি প্রত্যেকের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সেটি সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনি আমাদের মাথার উপর বটের ছায়ার মতো অবস্থান করছেন। আপনি সবসময় চিন্তা করেন কীভাবে ইউজারদের ভালো করা যায়। সকল কিছুর জন্য আপনাকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই দাদা।

Thank You for sharing Your insights...

একটি কমিউনিটি'র সফলতার পিছনে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটির কিউরেশন সিস্টেম । ঠিকঠাক কিউরেশন না হলে ভালো মানের ব্লগাররা কমিউনিটিতে ব্লগিং করতে অনিচ্ছা প্রকাশ করেন ।এর ফলে, কমিউনিটি একটি লো স্ট্যান্ডার্ড কমিউনিটি হিসাবে পরিগণিত হয়ে থাকে । এর, জন্য কিউরেশন সিস্টেম ভীষণ আপ টু ডেট রাখা খুবই দরকার ।

দাদা আপনি একটি সুন্দর উদ্দ্যেগ নিয়েছেন বলে মনে করি। আশা করি এডমিন মডোরেটরবৃন্দ সুচিন্তা মতামতে একটি আপ টু ডেট করতে পারবেন। শুভকামনা আপনার জন্য এবং কমিউনিটির জন্য