Indian Museum ভ্রমণ -পর্ব ৫২ [শেষ পর্ব]

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ৫২


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৫১


হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে লিখতে মোটেই ইচ্ছে করছে না । টায়ার্ড খুব, সাথে মনটাও খুবই বিক্ষিপ্ত । তারপরেও ৩৬৫ দিন পোস্ট করার টার্গেটটার জন্য সংক্ষিপ্ত আকারে পোস্টটি করলাম আজ ।

যাই হোক, চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক । আজকে, অন্তিম পর্ব প্রকাশ হতে চলেছে ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে বিংশতম ও শেষ পর্ব । এ পর্যন্ত মোট উনিশটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি
২. ধাতু নির্মিত একটি প্ৰাচীন সুরাদান
৩. খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি
৪. ব্রোঞ্জ নির্মিত খুবই প্রাচীন এক হিন্দু দেবতা ব্রম্মার মূর্তি
৫. তাম্র নির্মিত মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো
৬. পাথরে নির্মিত বংশীবাদক কৃষ্ণের একটি বহু প্রাচীন মূর্তি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি । একটি বৃক্ষের নিচে রমনীদ্বয় ।মূর্তিটির একটি হলো এক অভিজাত শ্রেণীর নারী আর তার পায়ের কাছে পরিচারিকা শ্রেণীর এক রমণী ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ধাতু নির্মিত একটি প্ৰাচীন সুরাদান । সুরা বা মদ্য জাতীয় পানীয় রাখা হতো এই পাত্রে । সুরাদানটির গায়ে রয়েছে অসংখ্য ফুল লতাপাতার ডিজাইন ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি । ছড়িটির মাথায় রয়েছে একটি সিংহের মুখ, খোদাই করা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্রোঞ্জ নির্মিত খুবই প্রাচীন এক হিন্দু দেবতা ব্রম্মার মূর্তি । ব্রম্মার চতুর্মুখ এবং ষড় হস্ত । হিন্দু ধর্মানুসারে ব্রম্মাই আমাদের সৃষ্টি করেছেন । ত্রিনাথ - ব্রম্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে একমাত্র ব্রম্মার-ই জন্ম হয়েছিল । বিষ্ণুর নাভিপদ্ম থেকে । আর জগতের অমোঘ বিধি অনুসারে যার সৃষ্টি আছে তার বিনাশও আছে, জন্ম আছে যার, তার মৃত্যুও আছে । তাই পুরাণ মতে , ব্রম্মারও মৃত্যু আছে । ভারতে একটিমাত্র ব্রম্মার মন্দির আছে, থাইল্যান্ডে বিশ্বের বৃহত্তম ব্রম্মার মন্দিরটি অবস্থান করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো । এটি তাম্র নির্মিত । কৌটোটি একেবারে হুবহু মাছের মতো দেখতে, মুখ, চোখ, পাখনা, লেজ এমনকি আঁশ গুলোও হুবহু তৈরী করা হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে নির্মিত বংশীবাদক কৃষ্ণের একটি বহু প্রাচীন মূর্তি । অপূর্ব দেখতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার টার্গেট পূরণ হোক হোক এই প্রত্যাশা করি। যাই হোক আমার কাছে আজকে বেশি ভালো লেগেছে মাছটা।মসলা রাখার জন্য প্রাচীনকাল থেকেই কত সুন্দর কৌটা বানানো হত।গরুর গাড়িটাও সুন্দর। ধন্যবাদ দাদা।আপনার মন ভালো হয়ে যাক।

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

  ·  3 years ago (edited)

Hello
Watching and following this account we are pleased @samrani1 and thank you in advance...

প্রাচীন ভারতের এন্টিক জিনিস গুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। গুরু জনেরা বলে, যে ভারত যায় নি সে এখনও মায়ের পেটে। কেন বলে সেটা আজ বোধগম্য হল। এত সব প্রাচীন ভাস্কর্য্য কিংবা দ্রব্যসামগ্রী কিংবা মূর্তী যাই হোক না কেন এগুলো দেখার সৌভাগ্য লাগে। দাদা আপনার মাধ্যমে এগুলো দেখার সুযোগ পেলাম। যদিও আজকের সবগুলোই ছিল দেখার মতন। বংশী বাদক শ্রী কৃষ্ণের মূর্তী , ব্রক্ষ্মা ঠাকুরের মূর্তী , অসাধারন। বেশী অবাক হলাম মসলা রাখার জন্য মাছ আকৃতির পাত্র টি দেখে। প্রাচীনকালে হাতির দাতের বহুল ব্যবহার ছিল। ধন্যবাদ দাদা ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

দাদা আপনি টায়ার্ড থেকেও আমাদের মধ্যে এতো সুন্দর করে আবারও Indian Museum ভ্রমণ পর্ব ৫২ নিয়ে এসেছেন।আর দাদা আপনি আপনার ৩৬৫ দিন টার্গেট পূরণ করতে পারেন এই প্রার্থনা করি দাদা।

খুবই প্রাচীন একটি কাষ্ঠনির্মিত ছড়ি । ছড়িটির মাথায় রয়েছে একটি সিংহের মুখ, খোদাই করা ।

দাদা অসাধারণ এই কাষ্ঠনির্মিত ছড়ি টা।
দাদা আপনার জন্য অনেক দুআ রইল যেনও আপনার মন ও শরীল সব সময় ভালো থাকে।

দাদা আপনার নানা ধরণের কাজের প্রেসার আপনার শরীর কে দুর্বল করে দিচ্ছে। দোয়া রইলো দাদা মন আর শরীর দুটুই ভালো হয়ে যাক তাড়া তাড়ি।

মৎস্যকৃতির বহু প্রাচীন একটি মশলা রাখার কৌটো । এটি তাম্র নির্মিত । কৌটোটি একেবারে হুবহু মাছের মতো দেখতে, মুখ, চোখ, পাখনা, লেজ এমনকি আঁশ গুলোও হুবহু তৈরী করা হয়েছে ।

তবে এটা কিন্তু দারুন ইন্টারেস্টিং ছিল। দেখতে মাছের মতো আর ভিতরে রান্নার মসলা রাখার জায়গা। এই প্রথম এমন কিছু দেখলাম। ধন্যবাদ দাদা।

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দেখতে দেখতেই শেষ হয়ে গেল দীর্ঘ একটি সিরিজ। সত্যি দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে অনেক কিছুই দেখতে ও জানতে পারলাম যে গুলো কখনো কল্পনাও করতে পারিনি। তবে খুব মিস করবো এই সিরিজ টিকে😢

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি

এটা সত্যি অসাধারণ দেখতে দাদা, কি দারুণ ও নিখূঁতভাবে পুরো কার্যটি সম্পন্ন করেছে। হাতির দাঁতের যতগুলো শিল্পকর্ম দেখলাম সবগুলোই বেশ দারুণ।

Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!

Look at it what I do.......... http://Www.Cash46.Com

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

দাদা আপনার এই ইন্ডিয়ান ভ্রমণের পর্ব গুলো দেখে আমাদের অনেক উপকার হয়। অনেক নতুন কিছুই আপনার এই ভ্রমণ পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়েছি জানতে পেরেছি এবং উপলব্ধি করতে পেরেছি। আজকের এই পোস্টটিতে আমার কাছে ব্যক্তিগতভাবে কৃষ্ণের মূর্তি এবং চীনের গরুর গাড়ির মডেল টি সবচেয়ে বেশি ভালো লেগেছে এছাড়াও প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার ছিল। ধন্যবাদ দাদা আপনাকে আপনার ভ্রমণের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার ধরার জন্য। ❤️❤️

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল ।

এটি দেখে আমি একদম সম্পূর্ণ অবাক হয়ে গেছি। হাতের দাঁতগুলো না জানে কত বড় বড় হয়। যাইহোক দাদার একটু খারাপ লাগছে কারণ এভাবে আর সুন্দর সুন্দর জিনিসের সাথে পরিচিত হতে পারব না, আজকে অন্তিম পর্ব দিয়ে দিয়েছেন।
আর আপনার সুস্থতা কামনা করছি।

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

দাদা আপনার সর্বশেষ পর্ব মিউজিয়াম ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ ছিলে।আমি দেখে অবাক হয়ে গেলাম।আপনি অনেক সুন্দর করে আমাদের সাথে তুলে ধরছেন।তবে একটি সত্যি কথা ,যা আমরা কখনো দেখার সুভাগ্য হতো না ,তা আপনার মাধ্যেমে দেখতে পেরে অনেক ভালো লাগছে দাদা।আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে ভগবান শ্রী কৃষ্ণ ছবিটি আমার অনেক ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

এটিই শেষ পর্ব।মনটা খারাপ হয়ে গেল ,আর ভ্রমণ পর্বের কিছুই দেখতে পাবো না।এতদিনে কত সুন্দর সুন্দর কারুকার্যই না দেখলাম, সুন্দর ভাবে সেগুলো উপভোগ করলাম।আজকের কারুকাজগুলি সবথেকে বেশি আকর্ষণীয় ছিল, বিশেষ করে ঠাকুরগুলি।এছাড়া হাতির দাঁতের কারুকাজ বরাবরই চমৎকার।ধন্যবাদ দাদা,সুন্দর সুন্দর কারুকাজ তুলে ধরার জন্য আমাদের মাঝে।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি । একটি বৃক্ষের নিচে রমনীদ্বয় ।মূর্তিটির একটি হলো এক অভিজাত শ্রেণীর নারী আর তার পায়ের কাছে পরিচারিকা শ্রেণীর এক রমণী ।

দাদা আপনি আপনার ব্যস্ততার মাঝেও এত সুন্দর সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি 365 দিন পোস্ট করার যে টার্গেট নিয়েছেন আশা করছি সেই টার্গেট সফল হবে। হাতির দাঁত দিয়ে তৈরি মূর্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মূর্তিটিতে একজন অভিজাত শ্রেণীর নারী ও একজন গরীব শ্রেণীর নারীর চিত্র উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!

Look at it what I do.......... http://Www.Cash46.Com

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি ।

দেখতে দেখতে ৫২ পর্ব এবং শেষের পর্বের ফটোগ্রাফি দেখতে পেলাম। দাদা আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি পর্বে ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। আজকে সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরি করা চীনদেশের গরুর গাড়ির মডেলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার খুবই ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে এত সুন্দর সুন্দর ভাস্কর্য আমাদের দেখার সুযোগ হল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পাথরে নির্মিত বংশীবাদক কৃষ্ণের একটি বহু প্রাচীন মূর্তি । অপূর্ব দেখতে ।
আমার খুব ভালো লাগছে এই ভাস্কর্যটি।

দাদা আজকের পোস্টের মধ্য দিয়ে শেষ হলো অসাধারণ এক ফটোগ্রাফি সিরিজ যেখান থেকে আমরা এত এত পরিমান জ্ঞান অর্জন করতে পেরেছি যা হয়তো বা এক জীবনে কখনো সম্ভব নয়। কলকাতা মিউজিয়াম এ এত কিছু সংগ্রহ ছিল যা আপনি আমাদের মাঝে উপস্থাপন না করলে কখনো জানা সম্ভব হতো না। আমাদের হয়তোবা কখনোই কলকাতা যাওয়া হবে কিনা আবার কলকাতা মিউজিয়াম যাওয়ার ভাগ্য আছে কিনা জানিনা। তবে আপনার মাধ্যমে ভারতে না গিয়েও ভারতের মিউজিয়ামের খুঁটিনাটি সব জানতে পারলাম। এমন কিছু নাই আমরা ১-৫২ তম পর্ব মধ্যে দেখি নাই। আসলেই দাদা আপনার প্রশংসা করার মত ভাষা আমার জানা নেই কিন্তু আপনি যা আমাদের জন্য করে গেলেন এই ফটোগ্রাফির মাধ্যমে তা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। ইতিহাস-ঐতিহ্যের আধার বলা হয় মিউজিয়ামকে। যাই হোক আশা করছি পরবর্তীতে এই রকম কোনো এক বিশাল পর্ব নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।ভালোবাসা নিবেন ।

হাতির দাঁত দিয়ে তৈরি কাজগুলো আমার কাছে সব সময় চমৎকার লাগে এবং খুব মুগ্ধ করে আমাকে। দেখতে দেখতে মিউজিয়াম এর সবগুলো পর্ব শেষ হয়ে গেল এবং সত্যিই খুব উপভোগ করেছি এবং অনেক নতুন নতুন বিষয় শিখতে পেরেছি। ভাগ্যিস আপনার স্পেশাল পারমিশন ছিল তাই আপনার ফটোগ্রাফির মাধ্যমে এত সুন্দর একটি সিরিজে চমৎকার এই চিত্রকর্মগুলো এবং কারুকাজগুলো ব্লকচেইনে টিকে থাকবে। ধন্যবাদ।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী দুটি প্রাচীন মূর্তি।
সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল ।

কতোটা মেধাধারী মানুষ হলে এতো সুন্দর কারুকাজ করা যায় । তাই ভাবছি । এইদুটো বেশি ভালো লাগছে , তাছাড়াও বাকি গুলোও সুন্দর। সর্বোপরি আমি কৃতজ্ঞ এই মিউজিয়াম ভ্রমণ পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই ছিলাম।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল । দুটি গরু, গাড়োয়ান আর গরুর গাড়িটি খুব সুন্দর করে তৈরী করা হয়েছে । দেখতে অসাধারণ এই চৈনিক জিনিসটি ।

আগে থেকেই আমি হাতির দাঁতের তৈরি জিনিসগুলো দেখার অপেক্ষায় থাকি। যেন অপেক্ষার অবসান ঘটল সত্যিই প্রশংসা করার মতো সুন্দর ছিল।

দেখতে ইন্ডিয়া মিউজিয়ামের পর্বগুলো শেষ হয়ে গেলো। সবগুলো পর্বই অনেক উপভোগ করেছি এবং নতুন নতুন ফটোগ্রাফি ও নতুন সব অজানা তথ্য জানতে পেরেছি। তবে পর্বগুলো এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কিভাবে দেখতে বুঝতেই পারিনাই। আপনি ব্যস্ততার মাঝের শেষ পর্বটি শেয়ার করেছেন।

ধাতু নির্মিত একটি প্ৰাচীন সুরাদান । সুরা বা মদ্য জাতীয় পানীয় রাখা হতো এই পাত্রে ।

এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার নাম সঠিক জানা ছিলনা। ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকবেন সবসময় ❤️

দেখতে দেখতে শেষ পর্বে চলে আসলাম আজ। সত্যি দারুন উপভোগ করেছি দাদা সবগুলো পর্ব। এত বিস্তারিত হয়তো মিউজিয়াম গিয়ে ঘুরেও জানা সম্ভব ছিল না।
আজকের পর্বে মাছের মত মশলা রাখার পাত্র টা একদম চমক লাগানো ছিল আমার কাছে। আবার সব শেষ হাতির দাঁতের তৈরি গরুর গাড়ির মডেল টাও মন ছুয়ে গেল দাদা।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রতিটি পর্ব আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল

আমার কাছে হাতির দাঁতের গরুর গাড়ির এই মডেল দেখতে অসাধারণ লেগেছে। আজকাল আর এরকম গরুর গাড়ি দেখা যায় না।দাদা আপনার মিউজিয়ামের প্রতিটা পর্ব আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার এই পোস্ট গুলো থেকে অনেক কিছু জানার,দেখার ও শিখার আছে।দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

@tipu curate 10

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি চীনদেশের গরুর গাড়ির মডেল ।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি গরুর গাড়ির মডেল দেখে খুবই ভালো লাগলো দাদা। এত নিখুঁত ভাবে কারুকার্য করা দেখে মুগ্ধ হয়ে গেছি। দারুণভাবে আপনি ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরের ফটোগ্রাফিগুলো উপস্থাপন করেছেন। আমার কাছে এই গরুর গাড়ির মডেলটি দেখতে অনেক ভালো লেগেছে। তবে যাই হোক দাদা আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন পোস্ট করছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি যেন আপনার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এবং আপনার লক্ষ্য পূরণ করতে পারেন এই প্রত্যাশাই করছি। শুভকামনা রইলো আপনার জন্য দাদা।

দাদা আপনি নানা ধরনের কাজের প্রেসার এর জন্য ঠিকমতো রেস্ট নেওয়ার সময় টুকুও পান না সেজন্য আপনার শরীর অনেক ক্লান্ত হয়ে পড়েছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। দোয়া করি, আপনার মন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
দাদা আজকের পর্বের অ্যান্টিক দ্রব্যসামগ্রী গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে হাতির দাঁতের তৈরি একটি চীনদেশের গরুর গাড়ির মডেল আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

দেখতে দেখতে শেষ পর্বে চলে আসলাম। অসাধারন ছিলো আপনার এই ইন্ডিয়ান মিউজিয়াম এর সব গুলো পর্ব। কিছু পর্ব হয়তো মিস করেছি। তবে বেশির ভাগ ছবি গুলোই দেখা হয়েছে। আমার সব চেয়ে ভালো লেগেছে হাতির দাঁতের কাজ গুলো। কি সুন্দর ভাবে বানিয়েছিলো তারা।

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

দাদা আপনার ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণের প্রতিটি পোস্টই শিক্ষনীয় ছিলো। ওখানকার অনেক কিছু সম্পর্কে আমরা কতো সুন্দর এবং সহজেই জানতে পেরেছি। নিজে যাওয়ার ভাগ্য হবে কিনা জানি না। তবে আপনার প্রতিটি পোস্টের মাধ্যমে স্বশরীরে না গিয়েও শিখতে পেরেছি দেখতে পেরেছি অনেক কিছু। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

হাতির দাঁতের তৈরি গরুর গাড়িটি দেখে চমৎকৃত হলাম। ভেবেছিলাম গরুর গাড়ি শুধু আমাদের দেশেই আছে। চীন দেশেও যে গরুর গাড়ি ছিল নতুন জানতে পারলাম। আজকের পর্বের মধ্য দিয়ে দারুন দারুন সব অ্যান্টিক দ্রব্য সামগ্রী দেখার সুযোগ শেষ হয়ে গেল। আশা করি পরবর্তীতে আরো আকর্ষণীয় সব পর্ব নিয়ে আবারো হাজির হবেন। সেই সঙ্গে আপনার লক্ষ্য অর্জনে এগিয়ে যান এই কামনা রইল

Now I earn $4000-5500 a month and spend only an hour a day! Do you want to earn money and not deny yourself anything reg
[https://tinyurl.com/ywcp6jnn]