ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৮১ (২৪-১১-২৪ থেকে ৩০ -১১-২৪)

in hive-129948 •  14 days ago 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৮১ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @emranhasan

পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@emranhasan$25 UPVOTEআমার তোলা আলোকচিত্র। My exceptional photography
02@emranhasan$25 UPVOTE ফ্রিজ নিয়ে বিড়ম্বনায় এবং যেভাবে সমাধান করলাম। Problem with my fridge and how I solved it

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - ইন্জিনিয়ার ইমরান হাসান। স্টিমিট আইডি - @emranhasan। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করেন টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করেন নিজের মনের খোরাক আর পরিবারকে ভালো রাখার জন্য। উনার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া।২০২০ সালের আগস্ট মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৪ বছর ৪ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2024-12-09-23-30-19-509-edit_com.android.chrome.jpg


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8AQNUeM9vkVgcqVLXrumEFENMVFboWtbUAbL3QLsgip7xXuia2rZrbSYRujaK...YZHwp3isz39Q2iNCdEbbUn4NccxJJCGHm6m4bskZBm4xx1Qd4sr5gH49Lp7geYe8VJTepKyAjFtyoE5P2UJ2dzGJA489sMeeomEUACNLwoj6swsDLHjv2Fj8A.jpeg

স্বরচিত কল্প কবিতা: মামুনিটা হারিয়ে গেছে। || Original poetry...... by @emranhasan • 27/11/2024

মধ্যবিত্ত ঘরে ছোট ছোট সুখ গুলো অনেক বড় হয়ে ধরা দেয়। হঠাৎ করেই নতুন অতিথি আসার খবরে আনন্দের বন্যা বয়ে যায় পরিবারে। বাবুর জন্য কাঁথা সেলাই শুরু হয়, আর একটু একটু করে পয়সা জমানো শুরু হয় মাটির ব্যাংকে নবাগত অতিথির জন্য। …

কবিতা আমি ভালোবাসি এটা ঠিক।তবে কিছু কিছু কবিতা যেনো হৃদয় এর গহীন কোণে গিয়ে আঘাত করে।অনেকটা বলা চলে যেনো চাপা কষ্ট বুকের ভেতরে কেমন করে উঠে। উনার এই কবিতাটিও ঠিক তেমন বলা চলে। আসলে পৃথিবীতে সন্তান যে হারায়, সে ই একমাত্র বলতে পারে যে সন্তান হারানোর কষ্টটা একটা মানুষকে কতোটা কষ্ট দেয়। তবে কবিতা নিয়ে যদি বলি। তবে উনার লেখার কবিতার ছন্দ গুলো আমার বেশ ভালো লেগেছে।আসলে কবিতার মাঝে যদি মনের ভাব প্রকাশিত করা যায়। তবেই আমি মনে করি কবিতার স্বার্থকতা,কবিতা সেখানেই স্বার্থক।আর বিশেষ করে যাদের সন্তান রয়েছে, সে বাবা-মায়েদের কাছে এই কবিতাটি অসম্ভব কষ্টের।তবে উনার লেখনী বেশ ভালো।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8AQNUeM9vkVgcqVLXrumEFENMVFboWtbUAbL3QLsgip7xXuia2rZrbSYRujaK...YZHwp3isz39Q2iNCdEbbUn4NccxJJCGHm6m4bskZBm4xx1Qd4sr5gH49Lp7geYe8VJTepKyAjFtyoE5P2UJ2dzGJA489sMeeomEUACNLwoj6swsDLHjv2Fj8A.jpeg

ছবিটি @emranhasan এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPWYu1zA2ndyFdWnUU4ttdWXUwN9raBL2eVDEAKUn2mJm27GGdhqMCSWtzANXFMEJVJuBUWPi2iAaNSh7AficPVcg3oxfego18.jpeg

আমি আবারো $PUSS কিনেছি। || I bought some $PUSS again...... by @emranhasan • 01/12/2024

গত কিছুদিন আগে প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি $PUSS কিনতে পেরেছিলাম এবং সেটা বেশ কিছু দিন হোল্ড করতে সক্ষম হয়েছিলাম। এরপর কিছু কয়েন আমাকে সেল করতে হয়েছিল একান্তই ব্যক্তিগত প্রয়োজনে।…

PUSS বর্তমানে একটি ইউলিটি কয়েন।কারণ ভবিষ্যৎ এ আমরা পুশ কয়েনের এতো এতো ফিচার্ড আনছি যা আসলেই একটা কয়েনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।তবে তার জন্যে দরকার একটি স্ট্রং কমিউনিটি।কারণ একটি কমিউনিটির সকলে মিলেই পারে, সে কমিউনিটির যেকোনো কিছুকে দারুণ ভাবে প্রমোট করতে।যদিও আগে একেবারেই কমিউনিটি থেকে প্রমোশন হয় নি। তবে এখন চাপ সৃষ্টি করাতে মোটামুটি প্রমোশন হচ্ছে বলা চলে।তবে একটি বিষয় হলো সকলে যদি এভাবে অল্প অল্প করে কয়েন কিনে কিনে জমাতে থাকে। তবে আমি মনে করি এই কয়েনের প্রাইস সহজেই কেও এসে সহজে ডাম্প করতে পারবে না।এতে কয়েনের যেমন লাভ। ঠিক একই ভাবে তার ইনভেস্টরদের ও লাভ।কারণ ধীরে ধীরে PUSS কয়েনের মার্কেট বড় হচ্ছে,স্ট্রং হচ্ছে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPWYu1zA2ndyFdWnUU4ttdWXUwN9raBL2eVDEAKUn2mJm27GGdhqMCSWtzANXFMEJVJuBUWPi2iAaNSh7AficPVcg3oxfego18.jpeg

ছবিটি @emranhasan এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

SiQni9EsHGr8Y5VLHLJc9G3gkbopRRV913HoWUVm1pfBc9YbC3TKWWvBytzC1nPnZvYTnSLc4z5exUCci592apRxk4oxYEwY87i648dQjNC77RznQVxhyx8ASkwDaX8MtjYMgK4gVHGdFuZj3bw2HamUqMf78fAQkthMsLZrfSmpameV75TaoLkkV3H1xvL8Z6RmXU.jpeg

যে কথা কম বলে তার শত্রু কম।|| Who talks less has fewer enemies....... by @emranhasan • 02/12/2024

এখনকার সময়টা অনেক কঠিন। কঠিন বললাম কারন আপনি কখন কোন পরিস্থিতিতে পরে যাবেন তা বলা মুশকিল। একটা সময় মানুষের মাঝে অনেক বেশি ভাব ভালোবাসা ছিল এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল। আর সবথেকে বড় বিষয় মানুষ মান সম্মানকে অনেক বেশি ভয় পেতো।…

এটা খুব সত্য কথা বলেই আমি মনে করি এবং বিশ্বাস করি।কারণ একটি কথা আছে যে বোবার শত্রু নেই।আসলেই বোবার শত্রু নেই।অর্থাৎ যে মুখ বুঝে সহ্য করে থাকে সে ই যেকোনো জায়গায় বহুদিন ধরে টিকে থাকতে পারে।তবে এটা ভালো কিছু নয়। অর্থাৎ চুপ করে সহ্য করা কোনো সলিউশন হতে পারে না বলেই আমি মনে করি।কারণ আমি অন্তত কোনোদিন কোনো অন্যায় মুখ বুঝে সহ্য করিনি।কারণ কারো অহেতুক কথা সহ্য করার প্রবণতা আমার মধ্যে নেই বললেই চলে।তবে হ্যা,অনেকেই অনেক সময় আমাকে অপমান করে। তবে আমি কখনোই সে সব এ অহেতুক তর্ক করি না।কারণ মূর্খের সাথে আবার তর্ক করতে নেই বলেই আমি মানি।তাই প্রয়োজন এর অতিরিক্ত কথা বলা কখনোই ঠিক নয়।

SiQni9EsHGr8Y5VLHLJc9G3gkbopRRV913HoWUVm1pfBc9YbC3TKWWvBytzC1nPnZvYTnSLc4z5exUCci592apRxk4oxYEwY87i648dQjNC77RznQVxhyx8ASkwDaX8MtjYMgK4gVHGdFuZj3bw2HamUqMf78fAQkthMsLZrfSmpameV75TaoLkkV3H1xvL8Z6RmXU.jpeg

ছবিটি @emranhasan এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

duJmkTMfEvWwtU47cF3rGGpbTFJjStMid9s5KWzjB9JwSC5uDEGMJPH2YCSjsdLVPDPByNxgpDgyoanSxos8cbPKQbK57ZLHW9WkK2ZegG...9FXpVWtiR4aKAGCzHib4b3HehFMdTzfj3oCMcQKaWrHPvyXYnJp6yLndfh6WQuWFUvx2otv7nuQek2Diuba7ETrNX7x3wqrQhg7VMkyTqwfqjD1gd4QYD2jkz.jpeg

ইলমার স্কুলে ক্লাস পার্টির মূহুর্ত। || Enjoy with knowledge ❤ (part 2)...... by @emranhasan • 07/12/2024

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে ভীষণ আনন্দঘন একটা ব্যাপার নিয়ে পোস্ট সাজিয়েছি।
গত কিছুদিন আগে আমার মেয়ে ইলমার স্কুলে ক্লাস পার্টি ছিল। …

বাচ্চাদের স্কুলে ক্লাস পার্টি হলে বাচ্চারা অনেক আনন্দ করতে পারে।আসলে আমরা যখন ছোট ছিলাম তখন খেলার অনেক সাথী ছিলো,প্রকৃতির ছোঁয়া,মানুষের শোরগোল ছিলো।কিন্তু যতো দিন যাচ্ছে ততোই সেসব হারিয়ে যাচ্ছে।বাচ্চারা এখন ঠিক ই খেলাধুলা আনন্দ করছে। কিন্তু তা অনেক বেশি গন্ডির মধ্যে সীমাবদ্ধ।তাই সে গন্ডি বা একাকীত্ব বা একঘেয়েমি কাটাতে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান এর ক্লাস পার্টি অনেকটা ভূমিকা রাখে বলেই আমি মনে করি।কারণ তারা সেখানে অনেক আনন্দ করতে পারে।আর ছবিগুলো দেখে মনে হচ্ছে বাচ্চারা বেশ আনন্দ করেছে সকলে একসাথে মিলে।আর স্টিমিটবয় ও দেখছি দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে।

duJmkTMfEvWwtU47cF3rGGpbTFJjStMid9s5KWzjB9JwSC5uDEGMJPH2YCSjsdLVPDPByNxgpDgyoanSxos8cbPKQbK57ZLHW9WkK2ZegG...9FXpVWtiR4aKAGCzHib4b3HehFMdTzfj3oCMcQKaWrHPvyXYnJp6yLndfh6WQuWFUvx2otv7nuQek2Diuba7ETrNX7x3wqrQhg7VMkyTqwfqjD1gd4QYD2jkz.jpeg

ছবিটি @emranhasan এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

28YDuqRUP79vgk46tBEWGeUNwkwZEr6E4nWatF96Go7z9BqEXekmb5t9fvV41SJvWgANXLwEU5x7RjkF7DmZS1F9BJTFDGvW7PPeYYfCJ7...7vrNF2Y4mNrsTQhYiWkdxzPh79toDWTkRA6X8rcVN1jG53ypW1vhjMbq9kc7aLoQuBefbKcw61Ap6ZGkiW8PdcB9bXs2G119txhBHWgyGcJioxtUGC5wvxcL6.jpeg

হঠাৎ অসুস্থতা। || Sudden illness....... by @emranhasan • 08/12/2024

শীতকাল শুরু হয়েছে, আসলে শীত আমার প্রিয় ঋতু। তবে প্রতিবার শীত এলেই কোন না কোন ভাবে আমি অসুস্থ হয়ে যাই। আমার অসুস্থতার মধ্যে জ্বর, সর্দিকাশি এবং গলাব্যথা। আমি ঠান্ডা বেশি সহ্য করতে পারিনা তাই সর্বোচ্চ চেষ্টা করি কোন মতেই যাতে ঠান্ডা না লাগে। …

ঠান্ডার সময় এই ঠান্ডাটা যে কি কষ্ট দেয়। তা আমিও বেশ হাড়ে হাড়েই টের পাচ্ছি। তবে ঠান্ডা আমি ভালোবাসি।আগে অবশ্য আমার মোটেও অসুখ বিসুখ এসব হতো না।তবে এই করোনার পর থেকে এতো ঘন ঘন অসুখ হয় যা বেশ বিরক্তিকর। অবশ্য বড় কোনো রোগ হয় তা নয়,সামান্য সব রোগ।তবে অসুখ ব্যাপারটাই বিরক্তিকর। আর অনেকের ই এমন রয়েছে যাদের ঠান্ডা মোটেও সহ্য হয় না।উনাদের যদি একবার ঠান্ডা লেগে যায়। তবে আসলে বেশ কষ্ট হয় বলা চলে।আর একটি ব্যাপার হলো,এই ঠান্ডা একবার লাগলে আসলেই আর সহজে যেতে চায় না।এটা বেশ কষ্টসাধ্য একটি সমস্যা ই বটে।তবে আশা করি উনি দ্রুত ই সেড়ে উঠবেন।

28YDuqRUP79vgk46tBEWGeUNwkwZEr6E4nWatF96Go7z9BqEXekmb5t9fvV41SJvWgANXLwEU5x7RjkF7DmZS1F9BJTFDGvW7PPeYYfCJ7...7vrNF2Y4mNrsTQhYiWkdxzPh79toDWTkRA6X8rcVN1jG53ypW1vhjMbq9kc7aLoQuBefbKcw61Ap6ZGkiW8PdcB9bXs2G119txhBHWgyGcJioxtUGC5wvxcL6.jpeg

ছবিটি @emranhasan এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ব্লগার অব দ্যা উইক ফাউন্ডার চয়েসে ইমরান ভাইয়ার নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।ইমরান ভাইয়া পোস্টগুলো পড়া হয় অনেক ভালো লিখেন।দাদা আপনি ইমরান ভাইয়ার পোস্টগুলো পড়ে নিজের অনুভূতি দিয়ে বেশ সুন্দর করে ব্যক্ত করেছেন।অনেক ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



i dont know about your post but i thing you say good things bro

Upvoted! Thank you for supporting witness @jswit.

ফাউন্ডার চয়েজ ব্লগার অব দ্য উইক হওয়ার জন্য ইমরান ভাইকে অনেক অভিনন্দন। তার পোস্টগুলি খুব সুন্দর হয়। তিনি একজন নিয়মিত ব্লগার। তাই যোগ্য মানুষ হিসেবে তিনি এই শিরোপা কেড়ে নিলেন। আবার তরফ থেকে তাকে আবার অভিনন্দন জানালাম।

@emranhasan অভিনন্দন 🎉
ইমরান ভাইয়ের পোস্ট গুলো সব সময়ই ভালো লাগে। তিনি সব সময়ই নিজের সর্বোচ্চ দিয়ে লেখার চেষ্টা করেন। দাদা আপনি ইমরান ভাইয়ের প্রতিটি পোস্ট চমৎকার ভাবে বর্ননা করেছেন। যা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ফাউন্ডার'স চয়েস সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

অভিনন্দন @emranhasan ভাইকে।গত সপ্তাহে @emranhasan ভাইকে ফাউন্ডার চয়েস হিসেবে নির্বাচিত করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

প্রথমেই ইমরান হাসান ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। ঠিক বলেছেন দাদা, পুস কয়েন এর মার্কেট বেশ বড় হচ্ছে এবং স্ট্রং হচ্ছে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ফাউন্ডার'স চয়েস হিসেবে নির্বাচিত করার জন্য। আরো একটা ব্যাপার ভালো লাগলো আপনি আমার পোস্টগুলোর চমৎকার বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ দাদা।

প্রথমেই ইমরান হাসান ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন জানাই। তিনি ফাউন্ডার চয়েজ হিসেবে সিলেক্ট হয়েছেন দেখে ভালো লাগলো। উনার পোস্টগুলো অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে ওনার কাজ অনেক ভালো লাগে। আশা করি তিনি এভাবেই ভালো কাজ করে যাবেন।

ইমরান হাসান ভাইকে প্রথমেই অভিনন্দন জানাই। তিনি ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত হয়েছেন দেখে ভালো লাগলো। উনার প্রতিটা কাজ সত্যি খুব সুন্দর হয়। আর উনার কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর করে এটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে দাদা ‌