Indian Museum ভ্রমণ -পর্ব ২৮

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ২৮


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৭


শুভ সন্ধ্যা বন্ধুরা,

কেমন আছেন আপনারা ?

আশা করি সবাই সুস্থই আছেন ।

বহুদিন পরে আজকে ভোর ৬ টায় উঠেছিলাম । ভোরে উঠেই ভাবলাম যাই আজকে নিজের হাতে বাজার করে আসি । বছরে ২-১ দিন আমি নিজের হাতে বাজার করে থাকি । আজকে ছিল সেই স্পেশ্যাল দিন । আমার এক ভাইপোকে বললাম স্কুটি বের করতে, সেই চালালো । আমি কোনো কিছুই ড্রাইভ করতে পারি না । যদিও স্কুটিটা আমার নিজের নামেই রেজিস্ট্রেশন করা, কিন্তু আমি চালাতে জানি না ।

যাই হোক, বাড়ি থেকে বের হয়ে গেলাম কাকা ভাইপো তে মিলে বাজারে । ঢাউস এক বাজারের ব্যাগ নিয়ে গিয়েছিলাম । প্রথমেই কিনলাম পাঁঠার মাংস । এরপর আমার ফেভারিট ব্রকোলি সহ বেশ কিছু টাটকা শাক-সবজি কিনলাম । তারপরে গেলাম মাছ বাজারে । কিনলাম জ্যান্ত পাঙ্গাশ (তনুজার প্রিয়), টাটকা বাটা মাছ, বাঁশপাতার মতো দেখতে বাঁশপাতা মাছ, আমার প্রিয় পুঁটি মাছ এবং মৌরালা মাছ । এরপরে একটা দেশি মুরগি কিনে বাড়ি ফিরলাম ।

বাড়ি ফিরে দুপুরে স্নান করে খেয়েই অসুস্থ বোধ করতে থাকলাম খুবই । মাত্র ২ দিন আগে করোনা থেকে উঠেছি । একটু সুস্থ হতে পুরো ৭ ঘন্টা লেগে গেলো । এখন একটু সুস্থ বোধ করছি । তাই এই পোস্টটি লিখতে পারছি ।

আজকের পর্বে থাকছে মেরিন লাইফ । ভারত মহাসাগরীয় অঞ্চল, আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন সামুদ্রিক প্রাণীকুলের সংরক্ষিত স্টাফ করা দেহ এখানে শেয়ার করা হলো । আশা করছি ২-৩ পর্বে এটি সমাপ্ত করতে পারবো ।

আমাদের আজকের এপিসোডে যে সব সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :

১. কয়েক প্রজাতির সামুদ্রিক কাঁকড়া, গলদা, বাগদা চিংড়ি
২. সামুদ্রিক সী হর্স
৩. কিং ম্যাকারেল
৪. রামধনু রানার
৫. করাত মাছ বা সোর্ডফিশ
৬. সামুদ্রিক স্টার্জন মাছ

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের বেশ কিছু সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত দেহ । এদের মধ্যে আছে বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক কাঁকড়া, গলদা, বাগদা চিংড়ি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সামুদ্রিক সী হর্স । এটি একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণী । এদের মুখমন্ডল হুবহু ঘোড়ার আকৃতির । এদেরকে মাছই বলা হয়ে থাকে কারণ এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য করে থাকে । এরা মেরুদন্ডী প্রাণী । সী হর্স পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষেরা গর্ভধারণ করে থাকে ।কি অদ্ভুত তাই না ?
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কিং ম্যাকারেল । এগুলো কিন্তু আমরা সচারচর যেসব ম্যাকারেল খাই সেগুলো না । এগুলো আকারে বৃহৎ । ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক অঞ্চলে এদের বাস ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


রামধনু রানার । বৃহৎ সাইজের এই মাছ আসলে স্যালমন বা স্যামন প্রজাতির মাছ । গভীর সমুদ্রে আলো ছায়ার আঁধারিতে এদের গায়ে রামধনুর সাতটি রঙ খেলা করে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


করাত মাছ বা সোর্ডফিশ । সোর্ডফিশের সাইজ দেখে আমি সত্যি চমকে গিয়েছিলাম । এত্ত বড় । বাপরে বাপ্ । যে কোনো মাঝারি সাইজের বোট এদের লম্বা খাঁজ কাটা করাতের মতো ঠোঁট দিয়ে চিরে ফেলতে পারে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সামুদ্রিক স্টার্জন মাছ । সচরাচর যে সব নদীর স্টার্জন মাছ দেখা যায় তাদের চাইতে আকারে বিশাল বড় হয়ে থাকে এরা । আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সব চাইতে ব্যয়বহুল খাবারের মধ্যে রয়েছে ক্যাভিয়ার । এই ক্যাভিয়ার হলো স্টার্জন মাছের ডিম ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে দাদা আপনার মাধ্যমে 28 পর্ব দেখতে সক্ষম হলাম। ইন্ডিয়ান মিউজিয়াম এর।পুটি মাছ মোরাল মাছ কিনেছেন।আসলে এই মাছগুলো দেখতে।পেতাম না। আপনার মাধ্যমে দেখতে পেলাম। অনেক মাছের নাম অজানা ছিল। দারুণ ছিল


IMG_20220106_113311.png

দাদা সত্যি নিজের হাতে বাজার করে খাওয়া মজটাই আলাদা।আমিও বাজার করি কারণ আমার ভাই ছোট সেইজন্য আর আব্বু নেই তাই আমার বাজার করতে হয়।দাদা বৌদির মতো আমারও খুব প্রিয় মাছ পাংগাস।
দাদা মিউজিয়ামের আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ।

সামুদ্রিক সী হর্স । এটি একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণী । এদের মুখমন্ডল হুবহু ঘোড়ার আকৃতির । এদেরকে মাছই বলা হয়ে থাকে কারণ এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য করে থাকে । এরা মেরুদন্ডী প্রাণী । সী হর্স পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষেরা গর্ভধারণ করে থাকে ।কি অদ্ভুত তাই না ?

এই মাছের ফটোগ্রাফি ও বিবরণ আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

দাদা আপনি বছরে ২/১ একবার বাজার করেন এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার আরো কিছুদিন রেস্ট করে এরপর বাইরে যাওয়ার দরকার ছিল। যাই হোক নিজের পছন্দমত বাজার করলেন আমাদের সাথে শেয়ার করলেন
সেইসাথে ইন্ডিয়ান মিউজিয়াম এস্টাপ করা সাবমেরিন প্রাণিজগতের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে সবচাইতে অবাক লেগেছে পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল খাবার কেভিআর। আগে এটা জানতাম না, আজকে আপনার পোষ্ট থেকে জেনে নিলাম। আর একে কেভিয়ার খাবারটা হচ্ছে স্টার্জন মাছের ডিম। আসলে দাদা শিক্ষার কোন শেষ নেই, তবে আপনার ইন্ডিয়ান মিউজিয়াম এর স্টাফ করা প্রাণিজগতের ২৮ তম পর্বের সেও অনেক কিছু শিখতে পারলাম এবং প্রতিটি পোস্টে শিক্ষনীয় কিছু না কিছু বিষয় ছিল। আর আমাদের সাথে এত সুন্দর করে ইন্ডিয়ান মিউজিয়াম এর এস্টাপ করা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

প্রথমেই আমি একটা বিষয় জেনে অবাক হয়েছিলাম যে আপনি বছরে দু'একবার বাজারে যান বাজার করার উদ্দেশ্যে। সত্যিই এটা রীতিমতো অবাক করা একটি ব্যাপার। যদিও আমি আপনার মতই বাসায় থাকা অবস্থায় কোনদিন বাজার করার উদ্দেশ্যে বাজারে যাই না তবে মেসে গেলে মাসে একবার বাজারের যেতেই হবে। খুবই কষ্টদায়ক এই বাজার করাটা। যাইহোক দাদা,
দেখতে দেখতে আমরা অনেকগুলো ভ্রমণ পর্ব শেষ করে ফেললাম দাদা। আপনার এই ভ্রমণ পর্ব গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল ঠিক তেমনি ভাবে আজকে আপনি সামুদ্রিক প্রাণী বর্গের কিছু চিত্র আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখছি। সামুদ্রিক প্রাণী পর্বগুলো ছবি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। সামুদ্রিক স্টার্জন মাছ মত এরকম কালো মাছ আমি এর আগে কখনই দেখিনি। ধন্যবাদ দাদা এরকম সামুদ্রিক প্রাণী পর্বের মাছ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দেখতে দেখতে জাদুঘর ভ্রমণের 28 তম পর্ব চলে এলো। আর দেখতে তো আমরাও অনেক কিছুই অজানা বিষয় শিখলাম জানলাম। আজকে যে বিষয়গুলো দেখলাম তার আগে আমি কখনই দেখিনি । বইয়ের পাতায় এদের নাম শুনলেও কখনো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। যাই হোক আপনার পোস্ট মানে নতুন কিছু জানা ও অজানা কিছু শেখা। আপনাকে অনেক ধন্যবাদ জানাই দাদা

আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি দাদা 💚
আর এখন প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে।
আজকের ছবিগুলো বেশ দারুন ছিল।
শুভ কামনা রইল 🥀

সুস্থ হয়েছেন দাদা শুনে খুব ভালো ।আমি একটু অসুস্থ আছি।এখনো পুরো সুস্থ হয়নি । আজকে আপনার 28 নম্বর পর্বে মেরিন লাইফ স্টাফ করা প্রাণীদের ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে ।আপনার পর্ব গুলি মিছ করিনা অসুস্থ হয়েও । পরে যদি দেখতে না পাই ।তাই আগে আগে দেখার চেষ্টা করি ।আরও অপেক্ষায় থাকলাম দেখার ।সুস্থ থাকেন দাদা নিজের খেয়াল রাখেন ধন্যবাদ ।

দাদা আপনি যে ব্যস্ত মানুষ বাজার করতেই যাবেন কখন। আজকের মাছগুলোকে দেখেতো দানব মনে হচ্ছে।মনে হচ্ছে জ্যান্ত গিলে নিবে এখনি। ধন্যবাদ দাদা অনেক কিছু জানতে পারছি আপনার মাধ্যমে।

আমি কোনো কিছুই ড্রাইভ করতে পারি না

আপনি তো অনেকটা আমার মতো। তবে আমি শুধু সাইকেল ড‍্রাইভ করতে পারি। এবং বাঁশপাতা মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুন্দর।

সমুদ্র পৃথিবীর মধ্যে রহস্যময় একটি জায়গা। এবং এখানে বসবাস করা প্রাণীগুলো রহস্যময় হয়। সী হর্স প্রাণীটা দেখে কেমন যেন অদ্ভূত লাগে। দারুণ ছিল আজকের পর্বটা।

ভাইয়া অনেক দিন অসুস্থ ছিলেন তাই এমন লাগছে। যাক এখন সু্স্থ জেনে ভালো লাগলো। আর বাজারে গিয়ে বাজার করেছেন,এতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন তাই ভাবতে পারছিনা আমি।

আর কোনগুলো কী মাছ,কোন পর্বের প্রাণী তা কীভাবে মনে থাকে,কারন এতো গুলো পর্ব এতো গুলো প্রাণী নিয়ে কথা। যাক ভালোই আমি হলে সব ভুলে যেতাম😆

দাদা আজকে আপনি সকাল সকাল বাজার করেছেন শুনে ভালো লাগলো মাঝে মধ্যেই বাজার করতে ভালোই লাগে। আজকের এপিসোডে সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



  ·  3 years ago (edited)

ইশ্বর এর কাছে প্রার্থনা করি দাদা আপনি দ্রুত সুস্ত হয়ে উঠুন।পুটি মাছ আমার অনেক পছন্দের বিশেষ করে ভেজে গরম ভাতের সাথে খেলে😘😍

দাদা আপনার দৌলতে আমরা কখুনো যা দেখি নি সেগুলো দেখার সুযোগ পেয়েছি।

অনেক নতুন নতুন প্রানি সম্পর্কে জানতে পেরেছি। 😍😍😍

দাদা এইভাবে বাজার করতে আমারও ভালো লাগে। বিশেষ করে যদি কখনো সময় পাই, তবে এই কাজটা আমি মাঝে মাঝেই করে থাকি। তবে ইদানীং আর সময় হয়না তাই বাজারে যাওয়া হয়না খুব একটা বেশি। তবে আপনার অসুস্থতার খবরটা শুনে বেশ খারাপ লাগলো ।আপনার জন্য সুস্থতা কামনা করছি, শুভেচ্ছা রইল ।

দাদা করোনা থেকে সুস্থ হবার পর আবার হঠাৎ করে কেন অসুস্থ হলেন বুঝতে পারলাম না। আমার মনে হয় ভাল একজন চিকিৎসকের সঙ্গে আপনার এখনই পরামর্শ করা উচিত। আপনার কেনা মাছ গুলোর মধ্যে মৌরালা মাছ আমার সম্পূর্ণ অপরিচিত। এছাড়া বাঁশপাতা মাছ গুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর কাটা প্রায় নেই বললেই চলে। আমাদের এলাকায় এই মাছটি অনেকের কাছে কুকুরের জিম্বা নামে পরিচিত। আজকের পর্বে বেশ কিছু সামুদ্রিক মাছ সম্পর্কে জানতে পারলাম। সেইসঙ্গে কিছু আকর্ষণীয় তথ্য। আপনার সম্পূর্ণ সুস্থতার প্রত্যাশায় রইলাম

ভারতের জাদুঘরের এই প্রকাশনাটি শেয়ার করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, আমি প্রাণীদের দ্বারা মুগ্ধ এবং তাদের এখানে খুব ভালভাবে রাখা হয়েছে এবং যদিও আমি তাদের ভাষায় কথা বলি না, আমি এটি Google অনুবাদের মাধ্যমে অনুবাদ করে বুঝতে পারি।
আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি. স্যার আমাকে

দাদা আপনি এতো এতো প্রাণীর সংগ্রহ আমাদের সাথে তুলেছেন আমি ভাবতে পারি না এখনো কি এমন বাকি আছে যা এখনো আমাদের মাঝে তুলে ধরেন নি। আমি খুব অবাক হয়ে যাই এমন কি আছে যার সংগ্রহ কলকাতা মিউজিয়াম এ নাই। অথচ বাংলাদেশের জাতীয় জাদুঘরে গেলে হাতে গোনা কয়েক প্রজাতির সংগ্রহ ছাড়া আপনার চোখে আর কিছু পড়বে না।বাঘ,হরিণ,কুমির, কিছু, পাখি,সাপ, করাত মাছ, নীলতিমি এই হলো প্রানীর সংগ্রহ আমাদের দেশে।এক ঘন্টায় পুরো মিউজিয়াম ঘুরে দেখা শেষ হয়। তবে আপনার মাধ্যমে অসাধারণ কিছু দেখতে পাচ্ছি। ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

আজকের পর্বে উপস্থাপিত প্রাণীগুলোর ফটোগ্রাফি পূর্বের ন্যায় অনেক সুন্দর হয়েছে। তবে আর্থোপোডা পর্বের প্রাণী আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভুলেই গিয়েছিলাম আর্থোপোডা পর্বের প্রাণীর নাম। নতুন করে শিক্ষা গ্রহণ করলাম। আপনার প্রতিটি পর্ব থেকে অজানা অনেক তথ্য পেয়েছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মত জ্ঞানী অধীনতা এভাবেই পড়ে পড়ে পূরণ করতে হবে। তবে প্রযুক্তির যুগে খুব সহজেই একটি দেশ এবং দেশের মানুষ সম্পর্কে এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা যায়। আপনার উপস্থাপনা গুলো থেকে খুব সহজেই অনেক কিছু জানতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এরকম অজানা তথ্যগুলো উপস্থাপন করার জন্য।

আপনাকে অবশ্যই ড্রাইভ করা শিখতে হবে কারণ আপনি কখনই জানেন না যে কখন জরুরি অবস্থা দেখা দিতে পারে, আমি কখনই শিখিনি কারণ আমার বাবা-মায়ের কখনই গাড়ি ছিল না এবং আমি হাঁটতে বা ট্যাক্সি নিতে অভ্যস্ত হয়েছিলাম।

আপনি সর্বদা জাদুঘরের দর্শনীয় ছবি তোলেন যা আমাকে আশ্চর্য করে তোলে যে এটি কত বড়, যদি আমার জীবনে একদিন আমার যথেষ্ট সম্পদ থাকত, আমার প্রথম ট্রিপ হবে কলকাতায় এবং তারপরে আমি বাংলাদেশ সফর করতাম।

আমি আপনার সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাই, আপনার সংস্কৃতি বইয়ে পড়ার জন্য নয়, আমি ব্যক্তিগতভাবে আপনার সংস্কৃতি দেখতে পছন্দ করি।

দাদা,মাঝে মাঝে নিজ হাতে বাজার করা মজাই আলাদা।আপনি তো কেবল অসুস্থ থেকে উঠলেন তাই হয়ত খারাপ লাগছে।আপনার জন্য শুভ কামনা।আর দাদা একেকটা এপিসোডের চেয়ে একেকটা অসাধারণ এবং মজার।করাত মাছ টা দেখে অবাকই লাগছে।সামুদ্রিক সী হর্স এগুলোও ভালো লাগছে।

অনেক কিছু জানতে ও দেখতে পেলাম আজ। প্রতিটি ছবি ও বর্ননা বোঝার মতন করে দিয়েছেন। করাত মাছ নিয়ে একটি ফ্লিম দেখেছিলাম । সী হর্স টি ছিল দারুন । এর সম্পর্কে আগে কোন ধারনাই ছিল না। আজ প্রথম জানতে পারলাম সী হর্স বলে কোন সামুদ্রিক প্রানী আছে। ধন্যবাদ দাদা।

বেশ উপভোগ করলাম মাছের জগত ও চিংড়ি মাছগুলি।দেখে খুবই ভালো লাগলো।কত বড়ো বড়ো মাছ,দেখেই অবাক লাগে।ধন্যবাদ দাদা।

সামুদ্রিক স্টার্জন মাছ ।

এই মাছটা প্রথম দেখাতেই একটু চেনা চেনা লাগছিলো।পরে যখন আপনার লিখা ক্যাভিয়ার এর কথা পড়লাম,তখন বুঝলাম যে এই মাছ ডিস্কভারী চ্যানেল এ দেখিয়েছে।

দাদা এতো অসুস্থ হলে কি করে হবে!
আর কোনোভাবেই অসুস্থ হওয়া যাবেনা।

দাদাভাই এত সব বাজারের কথা শুনে তো আপনার বাসায় ছোটখাটো একটা দাওয়াত পেতে খুব ইচ্ছে করছে😋। খারাপ লাগলো আপনার অসুস্থতার কথা শুনে।আশা করছি খুব জলদি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন। আর আপনার ভ্রমণ পর্ব গুলো নিয়ে নতুন করে কি বলব দাদা। প্রতিটি পর্বই অনেক মুগ্ধ করেছে, অসাধারণ লেগেছে। আজকের পর্ব টা দেখে তো যেন মনে হচ্ছে সমুদ্রের নিচে ভ্রমণ করলাম। আমাকে সবচেয়ে অবাক করে দেয় মানুষের হাতে তৈরি করার জিনিসগুলো এতটা বাস্তবতা পেয়েছে। সব কিছু যেন মনে হয় বাস্তব। আর প্রতিটি জিনিস সম্পর্কে এত সুন্দর ব্যাখ্যা দেন ,দাদাভাই যা থেকে অনেক কিছু শিখতে পারি। মূলত এই জন্যই আপনার এই ভ্রমণ পর্ব গুলো আমাকে এতটাই আকর্ষণ করে। অসংখ্য ধন্যবাদ দাদা,আশা করছি বাকি ভ্রমণ পর্ব গুলো এমনটা শিক্ষণীয় ভাবে এবং আনন্দের সাথে উপভোগ করবো। পরিবারকে নিয়ে সবসময় সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই কামনাই করি।

সী হর্স পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষেরা গর্ভধারণ করে থাকে ।

এ বিষয়টি আমি জানতামই না দাদা।আপনি এটি বলার কারণে আজ জানলাম।আর সবগুলো ছবি দেখার পর চিন্তা করতেছি কত কিছুই আমাদের অজানা৷ আর সবকিছু মিলিয়ে আজকে অনেক কিছু জেনেছি দাদা।তার সাথে প্রিয় বৌদি যে জ্যান্ত পাঙ্গাস মাছ পছন্দ করে সেটাও জানলাম।সর্বোপরি সবগুলো ছবি কিন্তু অসাধারণ ছিল দাদা।

বছরে ২-১ দিন আমি নিজের হাতে বাজার করে থাকি । আজকে ছিল সেই স্পেশ্যাল দিন ।

বাহ বাহ দারুণতো! আমি তো সপ্তাহে দুই একদিন না গেলে হৈ চৈ শুরু হয়ে যায় হি হি হি হি। তবে সেটা সত্যি যে বাজারে গেলে এক ধরনের অসস্তি লাগে কারন মানুষগুলো অন্যদের ঠকানোর নিদারুণ প্রতিযোগিতায় নেমে যায়।

আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সব চাইতে ব্যয়বহুল খাবারের মধ্যে রয়েছে ক্যাভিয়ার । এই ক্যাভিয়ার হলো স্টার্জন মাছের ডিম ।

হ্যা, অল্প কিছু জানি যা আরো পরিস্কার হলো আজ। ধন্যবাদ

  • দাদা আপনি অনেকদিন পর আপনার পছন্দের বাজারগুলো করেছেন এটা জেনে ভালো লাগলো। পুঁটি মাছ ও মৌরালা মাছ আমারও খুব প্রিয়। তবে যাই হোক দাদা আজকে আপনি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য প্রাণীর সংরক্ষিত দেহ গুলো দেখে অনেক ভালো লাগলো দাদা। অনেক অজানা মাছগুলোর বর্ণনা এবং ফটোগ্রাফিগুলো দেখে ভালো লাগলো। আপনি দারুন ভাবে বিভিন্ন প্রজাতির মাছগুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দাদা। এই ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ও আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের বেশ কিছু সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত দেহ । এদের মধ্যে আছে বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক কাঁকড়া, গলদা, বাগদা চিংড়ি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

মাত্র সুস্থ হয়েছেন দাদা,তাই কিন্তু এভাবে ঘোরাঘুরি করা উচিত না ।

দাদা এই সামুদ্রিক ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে আরও কিছু অজানাকে জানতে পেরেছি। ধন্যবাদ দাদা🌹🌹🌹

দাদা অর্থোপোডা পর্বের প্রাণীদের নিয়ে পড়ছিলাম ক্লাস নাইন এ। আজ আপনার পোস্টের মাদ্ধমে দেখতে পেলাম। তবে দাদা এই করাত মাছের কথা শুনে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। এতো বড় এই মাছ আমার জানা ছিলোনা। আজকের পোস্টের সব কিছু আমার জন্যে নিত্য নতুন ছিল। ধন্যবাদ দাদা।

দাদা ব্রকোলি আপনার মতো আমারও ভীষণ ফেভারিট। তাছাড়াও দাদা আপনার কেনা সবগুলো মাছ খেতে দারুণ সুস্বাদু। যাই হোক আপনি আজ নিজের পছন্দের বাজার করলেন এবং সেই সাথে আমাদের সাথে ইন্ডিয়ান মিউজিয়াম এর আরেকটি পর্ব শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বের "সী হর্স" নামক অদ্ভুত সামুদ্রিক প্রাণী আমার কাছে সব থেকে বেশী সুন্দর এবং আকর্ষণীয় লেগেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা। আপনার সুস্থতা কামনা করি এবং শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।

বাহ দাদা,আপনিতো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছেন। সত্যি বলত কি দাদা সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে। আর আপনি বাজার করেছেন তরতাজা সবজি এছাড়ও বৌদির পছন্দের পাঙ্গাস মাছ। আপনার বাজারের লিস্ট গুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছে।যখন লেখার মধ্যে দেখলাম দাদা,আপনি আবার অসুস্থ হয়ে গেছেন সত্যি তখন মনটা খুব খারাপ লেগেছে।এইতো কয়দিন হলো আপনি সুস্থ হলেন আবার অসুস্থ বোধ করছেন।যাই হোক সুস্থ হয়েছেন শুনে খুবই ভালো লাগছে। দাদা,ভারতীয় মিউজিয়ামের এপিসোডের মাধ্যমে অনেক রকমের প্রাণীর স্টাফ করা দেহ দেখতে পেয়েছি যা আমাদের পক্ষে কখনো স্বচক্ষে দেখা সম্ভব নয়।দাদা আজকের ২৮তম এপিসোডে আপনি সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহের মধ্যে সামুদ্রিক স্টার্জন মাছটি দেহ দেখে আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা,ভারতীয় মিউজিয়ামের ২৮ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেকদিন পর দাদা সকাল ৬ টায় ঘুম থেকে উঠেছেন জেনে ভালো লাগলো আর একটু ভালো লাগলো যে আপনি আজকে বাজার ও করেছেন ।

তবে যাই হোক আজকের ফটোগ্রাফি গুলো খুবই ইনফরমেটিভ ছিল ‌। বিজ্ঞান বইয়ে আর্থোপ্রোডা প্রজাতির প্রাণী সম্পর্কে জেনেছিলাম আজকে আপনার পোষ্টের মাধ্যমে আরও কিছু জানতে পারলাম ।

সী হর্স পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষেরা গর্ভধারণ করে থাকে ।কি অদ্ভুত তাই না ?

এটা শুনে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম দাদা । পৃথিবীর একমাত্র পুরুষ প্রাণী আর যারা কিনা গর্ভধারণ করে । সত্যি খুব অবাক করার মত ছিল এটা !

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ফটোগ্রাফিগুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেলো। আজকে সব কয়টি প্রাণী ছিলো আমার কাছে অপরিচিত। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করতে পারেন। আপনার পোষ্টে সামুদ্রিক স্টার্জন এর চিত্রটি বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png