copyright free image source pixabay
প্রথম পর্বের পর
এত রাতে মানুষের সাড়া পেয়ে প্রথমে কুকুর গুলো বীর বিক্রমে কাদা ভেঙে তেড়ে এলো । পরমুহূর্তেই তাদের সব বীরত্ব উবে গেলো, ঘেউ ঘেউ ডাক একটানা তীক্ষ্ণ করুন আর্তনাদে পরিণত হলো -
কেএএএএইউউউ ..........কেএএএএইউউউ..........কেএএএএইউউউ ।
চমকে উঠলো ভীষণ ভাবে দুলাল, বললো -
-"শুনলি নেতাই ? কুকুর গুলো কাঁদছে !!!"
-"ভয় পেয়েছে মনে হয়। ..."
দাঁত বের করে হাসলো নিতাই । ভয় ! ভয় কেন পাবে বুঝলো না দুলাল । এর আগে যতদিন রাত বিরেতে বাগদি পাড়ায় ঢুকেছে কুকুরগুলো সাড়া পেয়ে ডাকতে ডাকতে পাড়া মাথায় করে তুলেছে । নেহাত খেঁকি বলে কামড়ায়নি কিন্তু কখনই মানুষ দেখে ভয় পায়নি । আজকে পেলো কেন ?
যাই হোক, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে দুলাল খুব একটা মাথা ঘামালো না । বাগদি পাড়া খুব একটা বড় না । মিনিট পনের'র মধ্যে পার হয়ে এলো । সামনেই শালুক বিল ।
বিলের পাশ দিয়ে কাঁচা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সেই হাটখোলা । শালুক বিল জলে টইটম্বুর থাকে এই সময়টায় । প্রচুর শাপলা ফোটে বলেই হয়তো বিলের নাম 'শালুক বিল' । ফাঁকায় এসে পড়াতে বাতাসের বেগ বেড়ে গেলো । দুলাল বললো নিতাইকে -
-""নেতাই, লণ্ঠনটা ধর তো আড়াল করে, বড্ড হাওয়া দিচ্ছে । আমি এক হাতে সামলাতে পারছি না । নিভে গেলে বিপদ ।"
কিন্তু শোনা মাত্রই যেন নিতাই হাঁটার বেগ ডবল করে দিলো কোনো কথা কানে না তুলেই । প্রাণের বন্ধুর আচরণে বেজায় রুষ্ট হলো দুলাল । এ কেমনতর ব্যবহার ! নিতাই তো একেবারে ঝাড়া হাত পা; আর দুলালের এক কাঁধে জাল, এক হাতে লণ্ঠন, কোমরে খালুই । যাই হোক চিরকেলে শান্ত স্বভাবের দুলাল কিছু না বলে হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিলো নিতাই এর সাথে তাল মেলাতে । ঘেরা-ঢাকা লণ্ঠন তাই বাঁচোয়া, হাওয়ায় নিভে যাচ্ছে না । শুধু ক্ষনে ক্ষনে শিখাটা দপ-দপিয়ে উঠছে ।
বিলের পাশের রাস্তার ধারে ধারে মাঝে মাঝে দু'একটা তাল গাছ আছে । এখনো তাল পাকেনি, ভাদ্র মাসে পাকবে । যখনি কোনো তাল গাছের তলায় আসছে তখনি দেখে নিতাই তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে । এমনি একটা তাল গাছের তলায় এসে কিন্তু নিতাই এর দেখা মিললো না । সামনে মোটামুটি কিছুদূর আবছা দেখা যাচ্ছে । সেখানে অপসৃয়মান কোনো ছায়ামূর্তি দেখা যাচ্ছে না । তাহলে ? গেলো কোথায় নিতাই ?
-"নেএএএএএতাআআআইইইই ...........নিতেএএএএএ ....."
-"এই তো আমি" - বলতে বলতে সর-সর করে নিতাই তাল গাছের মগডাল থেকে নেমে এলো ।
-" এ কীরে নেতাই !!! তুই তাল গাছে উঠেছিলি কি করতে ? এই অন্ধকারে উঠলিই বা কি করে ?"
-"এমনি হাওয়া খেতে, আর আমার অন্ধকারে কোনো সমস্যা হয় না, দিব্যি দেখতে পাই সব। -- আবার দাঁত বের করে হাসলো নিতাই ।
এই প্রথম খটকা লাগলো দুলালের । নিতাই হলো একটু ভীতু টাইপের ছেলে, আজ হোলো কি নিতাই -এর ?
বাকি পথটা খুবই আনমনে কেটে গেলো দুলালের । শালুক বিল পার হওয়ার পর একটা কাঠের পোল পার হতে হয়, তারপরেই হাটখোলা ।
সপ্তাহের দুই দিন শনি আর বুধ বার হলো হাট বার । মস্ত হাট বসে হাটখোলায় । আজ রাতের বেলায় একেবারে সব শুনশান । শুধু ফাঁকা কিছু চালা ঘর পড়ে আছে । হাওয়ায় শন দিয়ে ছাওয়া চালা ঘর থেকে শোঁ শোঁ শব্দ উঠেছে । দুলাল একটা চালা ঘরের দাওয়ায় উঠে একটা বিড়ি ধরালো । নিতাইকে একটা বিড়ি সাধতে গিয়ে দেখে নিতাই চালা ঘর থেকে একটু দূরে একটা শিমুল গাছের তলে দাঁড়িয়ে আছে ।
-"য়্যাই নেতাই, বিড়ি খাবিনে ? আমি ধরাচ্ছি কিন্তু একটা ।"
-"না, তুই খা, বউ বকবে ।"
-"ব্যাটা এক্কেবারে সাক্ষাৎ যুধিষ্ঠির । একটা খেলে কি হয় ! বিয়ের তিন বছর পরেও বউকে এত ভয় !!"
-"না ভাই, বড্ড মুখ করে বউ, তুই খা "
-"ঠিক আছে, তা তুই চালার মধ্যে এসে বোস, বাদলার মধ্যে ঠাঁয় দাঁড়িয়ে আছিস !"
-"এখানেই দিব্যি আছি; তুই তাড়াতাড়ি খা তো বাপু; বিড়ি খেতে খেতে রাত ভোর করে ফেলবি নাকি ?"
-"দাঁড়া না ! গা টা একটু গরম করে নিই, যা বাদলা আজকে ! একবার মাছ ধরা শুরু করলে আর খেতে পাবো না ।"
বলতে বলতে আরো গোটা তিনেক সুখ টান দিয়ে বিড়িটা ছুঁড়ে ফেললো দুলাল । লণ্ঠনটার আলো আর একটু উস্কে দিলো । তারপর আবার রাস্তায় নামলো দুই জন ।
রাস্তায় পড়েই আবার নিতাই অনেকটাই এগিয়ে গেলো দুলালকে পিছে ফেলে ।
-"ব্যাটা একেবারে ঘোড় দৌড় লাগিয়েছে আজকে । কীরে অন্যদিন দুই বন্ধু গল্প করতে করতে যাই । আজ কী হলো তোর বল তো ? একবারও আমার সাথে চলছিস না । সব সময় দূরে দূরে থাকছিস। বলি হলো টা কি আজকে তোর , বলতো ?"
-"কিছু না ভাই, চলতো । তাড়াতাড়ি চল ।"
বেশ কিছুক্ষন চলার পরে গ্রামের একেবারে পশ্চিমদিকে মনসাপোঁতার খালের ধারে এসে পড়লো দুই বন্ধু । খালের দু'পাশে ঝোপ ঝাড়ে ভর্তি । ওরই মাঝে কিছু ফাঁকা জায়গা আছে । তেমনি একটা ফাঁকা জায়গায় এসে দুলাল দ্রুত প্রস্তুত হয়ে নিলো । পরনের গামছাটা ভালো করে গুটিয়ে নিয়ে জলে নেমে পড়লো । খালে জাল পাতবে । এমন সময় পলকের জন্য সে যা দেখলো নিমেষে পাথর হয়ে গেলো ।
এই ভূতের গল্পটি ধীরে ধীরে চরম মজার দিকে যাচ্ছে। বেচারী গরিব দুলাল এখনো আন্দাজ করতে পারছে না তার জন্য কি অপেক্ষা করছে। কিন্তু তার ভিতরে একটি সন্দেহের দানা বেঁধেছে যে হঠাৎ তার বন্ধু নেতাই এমন ব্যবহার করছে কেন? পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। আশা করি ৩য় পর্বে দুলালের সাথে সাথে আমরাও এই গল্পের ভুতের দেখা পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেতাই যে একটি ভূত তা আমি প্রথমে বুঝতে পেরেছিলাম, এখন বেচারা দুলালের কি হবে সেটাই চিন্তার বিষয়? আশা করা যায় সে ভূতকে জয় করতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটা পড়ে মনে হচ্ছিল আমি মৃত্যুর খুব কাছেই চলে গিয়েছিলাম,,তারাতাড়ি পড়ে হাফ ছেড়ে বাঁচলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভৌতিক গল্প মৃত্যুর কাছাকাছি দুলাল ও নেতাই এর সব কথোপকথন শুনে বোঝা যাচ্ছে নিতাই
এরমধ্যে ভৌতিক কিছু বোঝা যাচ্ছে।।দেখা যাক সামনের পর্বে কি হয়??
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্প দারুন জমে উঠেছে। কি হয় কি হয়! বেশ টানাটান একটা ব্যাপার রয়েছে। পরের পোস্টের জন্য অপেক্ষা করে আছি 😌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিতাই যে আমি ই বুঝতে পারতেছি।কিন্তু বোকারাম দুলাল মিয়া বুঝতে পারতেছে না।বেচারার জন্য মায়া লাগতেছে🤨।
যে লোক রাতের অন্ধকারে তাল গাছে উঠতে পারে তাও আবার কোন অভিজ্ঞতা ছাড়া।সে তো নি সন্ধেহে ভুত ছাড়া কিছু হতে পারে না।নিতাই এর চাল চলন প্রমাণ করছে সেটা একটা ভুত।আমি চিন্তা করতেছি বেচারা দুলাল মিয়ার কতটাই না ভয়ংকর সময় পার করতে হবে।
ভয়ের সূচনা মনে হচ্ছে এখন দুলাল মিয়ার মনে ডুকবে।
অসাধারণ দাদা পরের পর্বটা পড়ার অপেক্ষায় রইলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দেখলো?দাদা এমন সময় শেষ করলো!কি দেখলো দুলাল এই চিন্তা করতে করতেই আজকের দিন কাটবে আমার।খুবই ভালো হচ্ছে দাদা,অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ! কি ভৌতিক একটা ব্যাপার। আমার মনে আছে আমি যখন ছোট বেলায় গ্রামের রাস্তার পাশে যে তালগাছ থাকতো তার পাশ দিয়ে যখন হেটে যেতাম তখন চোখ বন্ধ করে দৌড় দিতাম ভয়ে। আগে আমরা এগুলাই শুনতাম তালগাছে নাকি ভূত থাকে। বেচারা দুলাল কি যে হয় তার। জানার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেতাই কে তো বুঝতেই পারলোনা বেচারা দুলালটা।আসলে বুঝার কথাও না কারণ সে তো রোজকার সঙ্গীই।তবে দুলাল একটু খেয়াল করলেই হয়তো ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পারতো। এখন দেখার বিষয় দুলাল কি দেখে ভয়ে পাথর হয়ে গেলো!!
খুব টানটান উত্তেজনায় দাদা পর্বের শেষটা লিখে,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আবার তো দিলেন বিপদে ফেলে। এখন কি করি? এমন জায়গায় আজকের পর্ব টা শেষ করলেন। নিতাই যে ভূত সেটা আগে থেকেই মনে হচ্ছিল। এতক্ষণ সম্ভবত দুলালের কাছে আগুন থাকার কারণে নিতাই দুলালের কাছ থেকে দূরে দূরে থেকেছে। পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম গ্রামের ভাষায় গল্পটা লিখেছেন দাদা। যেরকম টা আমি ভারতীয় ভৌতিক গ্রামের কার্টুন গুলোতে দেখতে পাই।
এই সংলাপটা অসাধারণ লাগছে আমার কাছে।
আমার মনে হয় নিতাইকে যদি সত্যি ভূতে ধরে তাহলে মেছ ভূতে ধরেছে😄। হয়তো বিলে যেতেই নিতাই মেছ ভূতের মতো মাছ ক্ষেতে শুরু করেছে এটা দেখেই দুলাল অবাক অথবা হয়তো নিতাই কাকতলীয় ভাবে তার মাছ ধরার জাল হাজির করেছে। এর মধ্যে যেকোন একটা হবে।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রথম পর্বে সন্দেহ করেছিলাম, ২য় পর্বে এসে সিউর হয়ে গেলাম। নিতাইইইইইইইইইই আসল ভূত। নতুবা, নিতাইকে ভূতে ধরেছে। ভূতেরা আগুন ভয় পায়, তাই দুলালের কাছ থেকে লণ্ঠনটা হাতে নেয় নি।
আরেকবার পরের পর্ব পড়ার আগ্রহ জাগিয়ে শেষ হয়ে গেলো ২য় পর্বটিও। অনেক সুন্দর হয়েছে গল্পটি। রাতের বেলায় হলে ভয়ে কিছুই পড়তে পারতাম না। এই খাড়া দুপুর বেলাতেও ভয় লেগেছে আমার।
পরবর্তী, পর্বের জন্যে অপেক্ষা করলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেতাইকে ভূত ধরেছে। খুব শিগ্রই নেতাই এর রহস্যভেদ হবে বলে মনে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নানি দাদিদের কাছে ভুতের অনেক গল্প শুনেছি। আজ আপনার লেখা গল্পটি পড়ে মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতি। ভূত আগুন দেখলে ভয় পায়। এই কথাটি হয়তো আপনার গল্পের মাঝে অনেকটা ফুটে উঠেছে। যখন আমি আপনার লেখাটি পড়ছিলাম তখন মনে হয়েছিল যেন চোখের সামনে সবকিছু ভেসে বেড়াচ্ছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ভাই দুলাল বাঁচবে তো । ওকে নিয়ে তো চিন্তায় পড়ে গেলাম । বেচারার বাড়িতে তিনটা মানুষ । বেচারার জন্য কিন্তু আমার একটু হলেও সহানুভূতি কাজ করছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইত কেবল জমে উঠেছে আর লেখাও শেষ।🙂 পরের অংশের জন্য আর তর সইছে না কিন্তু।👻💀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম পর্বেই যা ভেবেছিলাম তাই হল নিতাই একজন ভূত। এবার গল্পের টানটান উত্তেজনা। পরের পর্বের অপেক্ষায় রইলাম দাদা। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা গল্পটি দারুন ভাবে জমে উঠেছে আর অনেক টান টান উওেজনায় মধ্যে যাচ্ছে।আমার অনেক ভালো লাগছে।পরের পর্বটি জন্য অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি প্রথম পর্বেই কিছুটা বুঝেছিলাম, নিতাই ই সব মূল্যে। এখন আসতে আসতে সব প্রকাশ পাচ্ছে। তবে আমি ভাবছি, নিতাই তাল গাছের মাথাই উঠল কি করে। গল্পের মধ্যে ভৌতিক সব কান্ড শুরু হয়ে গেছে। আমি বেশ আবেগ বসতো গল্পটা পড়ছিলাম। তবে এমন যায় গায় গল্পটা শেষ হলো আবেগটা থেকেই গেল।
তৃতীয় পর্বের অপেক্ষায় রইলম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিতাই এর তালগাছ থেকে নামার কথা শুনেই আমার বুকের ভেতর কেঁপে উঠেছে। ভয় ভয় লাগছে আবার না পরেও থাকতে পারি না তারপর কি হবে।আর আসল নিতাইবা গেল কোথায়। পরের পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভূতটা তো মেলা পাজি টাইপের, মাছ খাবে বলে এত কষ্ট করে নাকি কেউ? তাও আবার ভূত বলে কথা। ভূতটা দেখছি বড্ড বেশী মাছ খেকো, মাছের লোভে কতদূর অবদি পাড়ি দিয়ে দিলো, হি হি হি
খেলা মনে হচ্ছে জমে যাচ্ছে, আসল মজা শুরু হবে এখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরোপুরি জমে উঠেছে গল্পটি। ভূত মাছ খায় এটা অনেক গল্পে আমি শুনেছি। পরের পোস্টের জন্য অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
the appearance is very scary, is this real boosgue
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গা ছমছমে একটি ভাব এসে গেছে দাদা।দেখা যাক পরবর্তী পর্বে কি চমক অপেক্ষা করছে....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচারা দুলালের জন্য চিন্তা হচ্ছে কি জানি দুলালের কি হয়। অসাধারণ হয়েছে এবারের পর্বটি পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হচ্ছে নিতাই আগুন ভয় পায় ভুতেরা যেমন পায়। ছোটবেলায় শুনতাম ভূতেরা আগুনের কাছে আসতে পারে না। তবে দেখা যাক নিতাই ভূত কিনা। তৃতীয় পর্বে খুব ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। আপেক্ষায় থাকলাম আর তৃতীয় পর্বটা দিনে পড়তে হবে, রাতে নয়।
ছোটবেলায় খালের ধারে মিলিটারী গাছে ভর্তি থাকতে যেমন দেখেছিলাম ঠিক তেমনই মনে হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ভাবে ভয় নিয়ে দ্বিতীয় পর্ব পড়া শেষ। পরের পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিতাই এর কিছু লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে ও ভূত।১মে আগুনের ভীতি,পরবর্তীতে আধারের মধ্যে তাল গাছের উপরে উঠা এবং বিড়ির আগুন।কুকুরা যে ভূত দেখলে ভয় পায় তাও পরিস্কারভাবে ফুটিয়ে তুলেছেন।যদিও দুলাল এই বিষয়টি বুঝতে পারলো একদম শেষ পর্যায়ে এসে।যার ফলে শেষে এসে- "এমন সময় পলকের জন্য সে যা দেখলো নিমেষে পাথর হয়ে গেলো" এমন ঘটনা ঘটল।আপনার লেখায় আবারগল্প অন্য দিকে মোড় নেয় কিনা তাই এখন দেখার বিষয়।শেষ আংশের জন্য অপেক্ষায় রইলাম।থ্রিলিং সিরিজ। যাইহোক আপনার উপস্থাপনা ও দর্শন এর গুণ না করলেই নয়।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটা যত পড়ছি পড়ার আগ্রহ তত বাড়ছে দাদা। তবে নিতাই যে ভুত তা কেবলি হয়তো বুঝতে পারল দুলাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আস্তে আস্তে ভয়ের কারণ শুরু হচ্ছে দাদা। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit