মন কিছুটা শান্ত এখন, দুঃশ্চিন্তা তবু যায় না

in hive-129948 •  2 years ago 


Copyright Free Image Source : Pixabay


গতকাল যখন লেখাটি পাবলিশ করেছিলাম তখন মন আমার খুবই বিক্ষিপ্ত এবং ভারাক্রান্ত ছিল । চারটি ক্রিটিক্যাল প্রব্লেমের মধ্যে মাত্র দুটি প্রব্লেমের উন্নতি হয়েছিল । লেখাটি পাবলিশ হওয়ার ঠিক দু'ঘন্টা পরে একটি স্বস্তিদায়ক নিউজ পেলাম । ফলে টেনশন বেশ কিছুটা রিলিফ করেছে । তবে মন এখনো অশান্ত, উদ্বেগ কিছুতেই কমছে না ।

গতকাল দুপুরের পরে লাস্ট টেস্টের রিপোর্টে বাকি দুটি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে একটিতে উন্নতি হওয়ার সংবাদ পাই মুঠোফোন মারফত । বাড়িতে মা বাবার কাছে আমি অলটাইম রয়েছি । সঙ্গে সঙ্গে তাঁদের জানিয়ে দেই । কিছুটা স্বস্তিদায়ক নিউজ ছিল এটা । অনেক্ষন কথা বলি হসপিটালে অপেক্ষারত আত্মীয়-স্বজনদের সাথে । তাঁরা জানালো সার্বিক অবস্থা এখন ডেভেলপ করছে, তবে কিছুটা ধীরে ধীরে ।

এরপরে, অনেক্ষন আর কোনো নিউজ পাইনি । আবার টেনশনে পড়ে যাই । কাজে চেষ্টা করেও মন বসাতে পারছিলাম না । কারণ লাস্ট ক্রিটিক্যাল কন্ডিশন যেটা ছিলো সেটা হলো "সেন্সলেস" হয়ে থাকা, ২৪ ঘন্টারও অধিক সময় ধরে । এই বিষয়ে কোনো আপডেট ডাক্তাররা তখনো দেয়নি ।

ফলে, মানসিক উৎকণ্ঠা চরম লেভেলে পৌঁছায় বিকেলের দিকে । শত চেষ্টা করেও নিজের কোনো কাজে মন বসাতে ব্যর্থ হলাম । হাতে ৪ টি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল, যেগুলো মে মাসের আগেই ডেলিভারি দেওয়ার কথা । কিন্তু, এখন ব্রেইনের কাজ করা কার্যত অসম্ভব আমার পক্ষে । স্টিমিটে কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করলাম । কিন্তু, দশ মিনিট চেষ্টা করেও এক লাইনও লিখতে পারলাম না ।

এরপর ভাবলাম ডিসকোর্ডে একটু চ্যাট করি, যদি কিছুটা টেনশন মুক্ত হওয়া যায় । কিন্তু, শুধু বার বার ঢুকলাম আর বেরোলাম । কিছুতেই মন বসাতে পারলাম না চ্যাট করতে । এরপর বিকালের একটু পরে হঠাৎ ফোন পেলাম যে হসপিটালে ডাক্তাররা বোর্ড মিটিং বসিয়েছে । এবং সার্বিক রিপোর্ট চেক করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে - "এই মুহূর্তে রোগী আউট অফ ডেঞ্জার । লাইফ রিস্ক অনেক কম এখন । তবে, ইনফেকশন এর সন্দেহে তাঁরা আরো কিছু টেস্ট করবেন ।" এই নিউজ পাওয়াতে বিশাল একটা স্বস্তি পেলাম মনে ।

ডিসকোর্ডে ঢুকে কয়েকজনের ডিএম-এর রিপ্লাই দিলাম । সব গুলি'ই ছিল "অসুস্থতা সম্পর্কিত" এই দুর্ঘটনা সম্পর্কে । এর বাইরে, অন্য কোনো বিষয়ে কিছু বলার মতো মানসিক স্থৈর্য ছিলো না আমার তখন । এরপরে, সন্ধ্যা নাগাদ আবার একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ পেলাম । যার জন্য আমার উৎকণ্ঠা ছিল সর্বাধিক ।

সন্ধ্যায় মেইন ডাক্তার জানালো , রোগীর সেন্স আছে পুরোমাত্রায় । সিটি স্ক্যান রিপোর্টে কোনো গোলমাল ধরা পড়েনি । সকল গুরুত্বপূর্ণ অঙ্গ পুরোমাত্রায় সচল - ব্রেইন, lungs, কিডনি, হার্ট । আর রোগী প্রথম দিন সেন্সলেস হয়ে পড়ার পর থেকে ঘুমের ওষুধ দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখা হয়েছে । কিন্তু, আজ সন্ধ্যার পর থেকে নাম ধরে ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছে । এর অর্থ একজন সুস্থ মানুষের সচেতনতা পুরোমাত্রায় ফিরে এসেছে । মানে জ্ঞান ফিরেছে ।

এটাই ছিল লাস্ট ক্রিটিক্যাল অবস্থার সর্বশেষ অবস্থা । যেটার উন্নতি হলো শেষমেশ । আপনাদের সবার প্রার্থনা সফলতা পেয়েছে । সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । এখন, ইনফেকশন রিপোর্টটা নরম্যাল এলেই অনেক টেনশন মুক্ত হই । সবাই সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাটুকু করবেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনার পোস্টটি পড়ে জানতাম পারলাম আপনার প্রিয় মানুষটি সুস্থ আছে।এটা দেখে আমি অনেক খুশি হলাম।আর ঈশ্বর কাছে প্রার্থনা করি,তিনি যেন আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।আমি আরো বুঝলাম আপনি অনেক টেনশন আছেন, তবুও আপনি ডিএম করার মেসেজর উওর দিয়েছেন।আসলে দাদা আপনি একজন অনেক বড় উদার মনুভবতার মানুষ।আমি শেষে আরো করজোড়ে ঈশ্বর কাছে প্রার্থনা করি।আপনার প্রিয় মানুষটিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়।🙏🙏🙏🙏

god bless you

ইশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। প্রিয় মানুষ টি সুস্থ হয়ে উঠুক সেই কামনাই করছি। আশাকরছি ইশ্বর মুখ তুলে তাকিয়েছেন। মন বাতাসের মতই চঞ্চল বিধায় চিন্তা টা ঘুড়ে ফিরে চলে আসে। তাই বলবো দাদা নিজের মনোবল ধরে রাখবেন। ইশ্বরের কাছে প্রার্থনা করি প্রিয় মানুষ টি খুব তারাতারি যেন সুস্থ হয়ে ওঠে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল।

প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আপনার প্রিয়জনের সুস্থতা দান করার খবর জেনে। আমার বিশ্বাস তার কাছে ঠিকমত চাইতে পারলে তিনি কাউকেই ফিরিয়ে দেন না। আর আমার বাংলা ব্লগের এতজন মানুষের ভালোবাসা তো বৃথা যেতে পারে না। আপনার মন খারাপ মানেই আমার বাংলা ব্লগের সবার মন খারাপ। কারণ ভার্চুয়ালি হলেও আমরা একটা পরিবার। আশা করি খুব দ্রুতই আপনার প্রিয়জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আর সত্যি বলতে কি আপনজন অসুস্থ হলে কোনো কাজেই মন বসানো যায় না, এটাই স্বাভাবিক। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সুস্থতা দান করেন এই কামনা রইল। শুভকামনা আপনাদের জন্য, প্রিয় দাদা।

কালকে আপনার কথা গুলো শুনার পারে অনেক খারাপ লেগেছিলো। আসলে নিজের আপনজন বিপদে থাকলে কতটা খারাপ লাগে আমি জানি। তবে আজকের খবরটা শুনে ভালো লাগলো দাদা। আশা করছি আরো দ্রুত সুস্থ হয়ে যাবে। এই কামনা করি 🙏।

আপনি খুব খারাপ একটা সময় পার করেছেন দাদা। তবে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা যে এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করেছে। এটা জানতে পেরে খুবই ভালো লাগছে। আসলে আমাদের জীবনে কখন কি ঘটে যায় এটা আমরা কেউই জানিনা। এই জন্য আমাদের সবসময় এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। যদিও জানি এটা বলা যতটা সহজ করা ঠিক ততটাই কঠিন। আপনার পরিবারের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি দাদা।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সৃষ্টিকর্তা অবশেষে ভালো করছেন। আপনারা যেন সকলে ভালো থাকেন এই কামনাই করি।আসলে আমার বাংলা ব্লগের প্রতিটা ইউজার দোয়া প্রার্থনা করেছে। আপনি আমাদের মাথার ওপর ছায়া। আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমরা একদম শেষ হয়ে যায়। আশা করি আবার সবকিছু ভালোভাবে ফিরে আসবে এই কামনাই করি।

দাদা আপনার এবং আপনার পরিবারের জন্য সব সময় দোয়া করি। এই নিউজগুলো শুনে খুবই ভালো লাগলো। আপনার মত আমরাও কিছুটা টেনশনে ছিলাম বিষয়টি নিয়ে। যাক অবশেষে কিছুটা স্বস্তির খবর পেয়ে টেনশন মুক্ত হওয়া গেল। দোয়া করি বাকি রিপোর্টগুলো সব যেন নরমাল আসে।

দাদা আশীর্বাদ করি আস্তে আস্তে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাক। বাবা মার পাশে থেকে আপনি যে সাপোর্ট দিতেছেন এটা সত্যিই প্রশংসনীয়। এছাড়া সন্ধ্যায় ডাক্তার ভালো সাংবাদ দিয়েছে আপনাকে আশা করি খুব শীঘ্রই অবস্থার উন্নতি হবে।

হ্যাঁ ,দাদা এটা একদম ঠিক যখন এরকম মুহূর্ত আসে মন সবসময় এর জন্য অস্থির হয়ে যায় । কোন কিছুই মন দিয়ে করা আর সম্ভব হয়না এই পরিস্থিতিতে । যাইহোক ভগবানের আশীর্বাদে সবকিছু মোটামুটি ভাবে নরমাল হওয়ার পথে । আশাকরি কয়েকদিনের মধ্যেই সবকিছু আগের মতোই নরমাল হয়ে যাবে । সব বিপদ আপদ সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবে ।আর চিন্তা করো না দাদা ,আমরা সবাই প্রার্থনা করছি যেন তোমরা এই বিপদ তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারো ।
আর ইনফেকশনের রিপোর্ট নরমালই আসবে দাদা চিন্তা করো না। শুধু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরতে হবে আমাদের । তোমরা সবাই নিজেদের খেয়াল রাখো সৃষ্টিকর্তা সব সময় তোমাদের পাশে আছে ।

রক্তের সম্পর্কের প্রিয় মানুষ টি যেই হোকনা কেন বুজাই যাচ্ছে তার জন্য সারাদিন দুশ্চিন্তা করেছেন। যাক অবশেষে তার জ্ঞান ফিরার কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার পুরো সুস্থ হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। আশা করি খুব দ্রুত দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন আপনি দাদা।

এবং সার্বিক রিপোর্ট চেক করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে - "এই মুহূর্তে রোগী আউট অফ ডেঞ্জার ।

এটা সত্যি ভালো খবর ছিলো দাদা, কিছুটা হলেও মানসিক অস্বস্তি দূর করার জন্য যথেষ্ট ছিলো। যদিও এখনো মনে কিছুটা শংকা থেকে যাবে, আসলে প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা এমনই থাকে, যতক্ষন পর্যন্ত না বাড়ীতে ফিরে আসে ততক্ষন পর্যন্ত মন শান্ত হয় না।

আমরা তথা আমার বাংলা ব্লগের পক্ষ হতে সবাই আন্তরিকভাবে হৃদয় হতে দোয়া করছি। আশা করছি সব কিছু আবার সাভাবিক হয়ে যাবে। :pray:

ব্যাক্তিগত ভাবে আমি খুবই উদশুক ছিলাম, কখন তুমি এই সংবাদ টা দেবে যে উনি এখন সব বিপদ থেকে মুক্ত হয়ে গেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি জানো উনি খুব জলদি সুস্থ হয়ে ঘরে ফিরে আসতে পারেন। সকল গুরুত্বপূর্ণ অঙ্গ পুরোমাত্রায় সচল - ব্রেইন, lungs, কিডনি, হার্ট এটা শুনেও খুব ভালো লেগেছে আমার। আমি মনে থেকে আশীর্বাদ করি উনি জানো আবার আগের মতো তোমাদের সবার সাথে মন খুলে হাসি খুশি ভাবে কথা বলতে পারেন। তোমাদের সবার জন্য শুভ কামনা রইলো।

আসলে কাছের মানুষ অসুস্থ থাকলে শত চেষ্টা করলেও কাজ কর্মে মন বসে না। স্বস্তির খবর যে প্রতিটা ভাইটাল অর্গান স্বাভাবিক ভাবেই কাজ করছে। দাদা তুমি আর বেশি চিন্তা করো না আশা করা যায় আগামী কয়েকদিনে উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

দাদা অবশেষে এই নিউজগুলো শুনতে পেয়ে খুবই স্বস্তি পেলাম এবং খুবই ভালো লাগছে। আসলে প্রিয় মানুষগুলো অসুস্থ থাকলে কষ্টের শেষ থাকে না। বিশেষ করে টেনশন বারবার মাথায় আসে, কোন কিছুই ভালো লাগেনা। যাক অবশেষে আপনার টেনশন একটু কমেছে এবং অনেকটাই ভাল। শেষমেষ ইনফেকশনের রিপোর্ট আশা করছি অনেক ভালো হবে। দোয়া রইল দাদা খুব তাড়াতাড়ি যেন আপনি এই টেনশন থেকে মুক্তি পান এবং আপনার প্রিয় মানুষটি যেন সুস্থতা লাভ করে।

খবরটা শুনে সত্যিই অনেক ভালো লাগছে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেছেন ।যাক এখন একটু নিশ্চিন্ত হতে পারলাম ।আপনাদের সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল দাদা আর সবাইকে আল্লাহ যেন বিপদ থেকে এভাবেই উদ্ধার করেন।

দাদা আপনার আপনজন সুস্থ হয়ে উঠেছে জানতে পেরে স্বস্তি বোধ হচ্ছে, আসলে কারো আত্মীয়-স্বজন যদি অসুস্থ থাকে সত্যিই মানসিকভাবে কেউ তখন স্বাভাবিক থাকতে পারেনা। দোয়া রইল দাদা ও তার পরিবারের জন্য, যেন সবাই সুস্থ ও হাস্যজ্জল থাকে।

সত্যি বলতে কি ভাই, আমরা নিজেরাও অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম । কারণ কেন চিন্তিত হয়ে পড়েছিলাম , এটা আপনি খুব ভালোমতোই জানেন । যাইহোক আপনার পরিবারের জন্য সুস্থতা কামনা করছি । সবাই ভাল থাকুক আর বিশেষ করে আপনার যে কাছের মানুষ অসুস্থ , তার জন্য আরো বেশি পরিমাণ আশীর্বাদ রইল ,ঈশ্বর তার প্রতি সহায় হোক । তার দ্রুত সুস্থতা কামনা করছি । শুনে ভালো লাগলো যে, সে এখন অনেকটাই বিপদমুক্ত ।

নিউজ গুলো শুনে খুব স্বস্তি পেলাম। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

আলহামদুলিল্লাহ 🤲

সর্বোশেষ অবস্থা সম্পর্কে জানতে পেরে ভীষণ ভালো লাগছে। সৃষ্টিকর্তা সবার দোয়া কবুল করেছেন। এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করছি।

এখন, ইনফেকশন রিপোর্টটা নরম্যাল এলেই অনেক টেনশন মুক্ত হই।>

দাদা আপনার প্রিয় মানুষটার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন উনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন।সাথে এটা শুনে খুশি হলাম যে এখন নাম ধরে ডাকলে উনি সাড়া দিচ্ছেন।

এই মুহূর্তে রোগী আউট অফ ডেঞ্জার । লাইফ রিস্ক অনেক কম এখন ।

সত্যি দাদা, শান্তি পেলাম।
প্রার্থনা করি সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশন খুব দ্রুত রিকভারি হয়ে যাবে। ধৈর্য ধরুন দাদা সৃষ্টিকর্তা খুব দ্রুতই সবকিছু ঠিক করে দিবেন। আমাদের সকলের দোয়া আছে। 🤲🙏

একজন ব্যক্তি যখন অসুস্থ হয় তখন আমাদের কিছুই করার থাকেনা শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া। আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম আর সৃষ্টিকর্তা সেই ডাকে সাড়া দিয়েছে। এখন মন কিছুটা হালকা হলো।

আমরা প্রার্থনা করি,আপনার মানসিক অবস্থা ভালো হয়ে যাক। অস্থিরতা দূর হোক এই প্রত্যাশায় করি।

সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই স্বস্তিদায়ক সংবাদটি শুনতে পারলাম। সত্যি ভালো লাগলো শুনে। সৃষ্টিকর্তার কাছে আরো প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। দোয়া রইল আপনার পরিবারের সকলের প্রতি।

জেনে খুব উপকৃত হলাম

ঈশ্বর যে আমাদের সকলের প্রার্থনা রেখেছেন এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় পাওয়া দাদা। হয়তো খুব তাড়াতাড়ি আরো অনেকটাই সুস্থ হয়ে যাবেন তিনি। আমাদের এই পরিবারের প্রতিটা মানুষ প্রার্থনা করে চলেছেন প্রতিনিয়ত। ভগবান খালি হাতে কখনোই ফেরাবেন না। সেটার প্রমাণ আরেকবার হয়েই গেল। আবারো আপনার পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি দাদা 🙏🙏

লেখাটি পাবলিশ হওয়ার ঠিক দু'ঘন্টা পরে একটি স্বস্তিদায়ক নিউজ পেলাম । ফলে টেনশন বেশ কিছুটা রিলিফ করেছে । তবে মন এখনো অশান্ত, উদ্বেগ কিছুতেই কমছে না

অবস্থার উন্নতি হয়েছে , দাদা একটু স্বস্তি পেলাম। দাদা হতাশ হবেন না , বেশি প্রেশার নিবেন না ইনশাআল্লাহ সব যাবে ঠিক হয়ে যাবে।

কিন্তু, আজ সন্ধ্যার পর থেকে নাম ধরে ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছে । এর অর্থ একজন সুস্থ মানুষের সচেতনতা পুরোমাত্রায় ফিরে এসেছে । মানে জ্ঞান ফিরেছে ।

একটু ধৈর্য ধরুন দাদা একটু ধৈর্য ধরুন , আর সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন, নিশ্চয়ই অতি তাড়াতাড়ি ভালো একটা অবস্থানে আসবে। মাথা ঠান্ডা রাখুন। আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্যবৃন্দ আপনার পরিবারের পাশে আছি।

সার্বিক রিপোর্ট চেক করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে - "এই মুহূর্তে রোগী আউট অফ ডেঞ্জার । লাইফ রিস্ক অনেক কম এখন ।

দাদা এটি শুনে আমরাও স্বস্তি পেলাম।আশা করি ইনফেকশন রিপোর্টটাও নরম্যাল চলে আসবে সকলের আশীর্বাদে।এত টেনশন মাথায় নিয়েও আপনি ডিএম-এর রিপ্লাই দিয়েছেন এটি সত্যিই আমাদের জন্য একটা আশার বাণী ছিল।সব কিছু দ্রুত ঠিক হয়ে যাক এটাই কাম্য।দাদা শুভকামনা রইলো আপনাদের সকলের জন্য।🙏🙏

দাদা,এই পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগছে। জানি না আপনার পরিবারের কার এত বড় সমস্যা হয়েছে। সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি এই রমজান মাসে যে অসুস্থ হয়ে আছে আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করে।দাদা, আপনার এত বড় দুশ্চিন্তা থেকে যেন সৃষ্টিকর্তা মুক্তি দান করে। দাদা, আমরা প্রতিটা ইউজার আপনাদের পরিবারের প্রতিটা মানুষকে মন থেকে খুব ভালোবাসি❤ তাই আপনাদের কোন কিছু হলে মনে হয় নিজের পরিবারের হয়েছে। অনেক চিন্তায় ছিলাম সংবাদটি শুনে সত্যিই খুব ভালো লাগছে। ধন্যবাদ দাদা।।

বিপদে সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস রেখে, ধৈর্য্য ধরে বিপদের মোকাবিলা করা বুদ্ধিমানের কাজ। জীবন থাকলে বিপদের সম্মুখীন হতে হবে। তার মানে সব শেষ এমন কিছু না।এত কিছুর পরও আমাদের প্রতি সজাগ দৃষ্টি রাখাতে বুঝা যায়, আপনার মধ্যে কোন ঠুনকো কাজ করতে পারেনা। আপনার পরিবারে সুস্থতা এসে,সবার মানসিক পরিশুদ্ধ হোক। মহান আল্লাহর কাছে এই অধমের কামনা।আমিন

Good

সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই স্বস্তিদায়ক সংবাদটি শুনতে পারলাম। সত্যি ভালো লাগলো শুনে। সৃষ্টিকর্তার কাছে আরো প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। দোয়া রইল আপনার পরিবারের সকলের প্রতি।

যাক স্বস্তির নিউজ পেলাম তাহলে দাদা। আপনজন কেউ অসুস্থ হয়ে পড়লে সত্যি বলতে দাদা কোনো কাজেই মন বসানো যায় না। আপনার প্রিয় একজন মানুষ আগের থেকে সুস্থ্য আছে জেনে খুশি লাগলো। পরিবারের সবাই স্বস্তিতে গেছে এই নিউজটা শুনে। আশা করি খুব শীঘ্রই সুস্থ্য হয়ে উঠবে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি 🙏

good news

আপনার প্রিয় মানুষটি সুস্থ আছে এবং তার জ্ঞান ফিরেছে জেনে খুবই খুশি হলাম দাদা। আসলে নিজের রক্তের সম্পর্কের কেউ যদি এতটা অসুস্থ হয়ে পড়ে তাহলে সত্যিই হাতে কোনো কাজ উঠে না বা কোন কিছুই আর ভালো লাগেনা। তবে সৃষ্টিকর্তার রহমতে আপনার প্রিয়জন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে জেনে খুবই ভালো লাগলো। দোয়া করি, সৃষ্টিকর্তার রহমতে যেন তার ইনফেকশন রিপোর্টটা একদমই নরমাল আসে এবং তিনি যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

Thanks for the info..... please post more about this thanks.....dude