বরাবরের মতো আজকেও আবার ফিরে এলুম পুরোনোদিনের কিছু আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে । অন্যান্য এপিসোডগুলোর মতো এই এপিসোডেও ফোটোগ্রাফগুলো আমার নিজস্ব imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে নেওয়া।
ইতিপূর্বে আমি আমার imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে মোট ছ'টি (৬) ধারাবাহিক পর্বে দু'শোর কাছাকাছি পুরোনো দিনের ফোটোগ্রাফি শেয়ার করেছি । আজকে আবারো একটি পর্ব শেয়ার করতে চলেছি এই পুরোনো দিনের ফোটোগ্রাফি নিয়ে। তবে আমাদের আজকের এই পর্বটি একটু ডিফারেন্ট । এই পর্বে শুধুমাত্র ঠাঁই পেয়েছে "ফুল, প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ফোটোগ্রাফ" - এক অন্যরকমের আলোকচিত্র ।
ফুল এমনিতেই খুব সুন্দর, তাকে ক্যামেরাবন্দী করাটাও খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু প্রজাপতি, ফড়িং ও নানান ধরণের কীটপতঙ্গের ছবি নেওয়া খুব একটা সহজ কাজ নয় । প্রথমতঃ এরা আকারে হয় অতি ক্ষুদ্রাকৃতির, অনেকগুলো তো সহজে চোখে মেলানোই যায় না । ফুল, লতা-পাতার মধ্যে এমনভাবে মিশে থাকে যে সহজে এদের খুঁজে পাওয়াটাই কঠিন । দ্বিতীয়তঃ প্রজাপতি ও ফড়িং অতি চঞ্চল প্রকৃতির । একটুখানি সাড়া পেলেই তারা উড়ে পালায় । তাই তাদের অতি সঞ্চরণশীল অবয়বকে ক্যামেরার লেন্সবন্দী করতে রীতিমতো হিমশিম খেতে হয় । তবে এদের সৌন্দর্যে মোহিত হয়ে এই কঠিন কাজটাকেই সহজ করে তুলতে হয় । কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যায় না কখনো ।
আজকের আলোকচিত্রসমূহের যেগুলো শেয়ার করতে চলেছি আমি সেগুলো তুলতে মোটামুটি ভালোই পরিশ্রমের প্রয়োজন হয়েছিল । এ কাজে আমাকে সাহায্য করেছিল নিলয়, সৈকত, আশীষ প্রভৃতি । তারা হেল্প না করলে আজকের এই আলোকচিত্রগুলো পেতাম না আমি । আর হ্যাঁ ভাগ্যও আমাদের অনেকটা সহায় ছিল । প্রজাপতি, ফড়িং ও কীটপতঙ্গের ছবি তোলা চাট্টিখানা কথা নয় ।
তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন । আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের ।
হলুদ ও কমলা ফুলের উপর মধুপানে ব্যস্ত মধুকর
কমলারঙের ফুলের মধুপান শেষ করে মৌমাছির উড়াল দেওয়ার ঠিক আগেকার মুহূর্ত
হলদে-কালো রঙের অপূর্ব জলফড়িং
পাটগাছের গোড়ায় ফড়িং
পাটগাছের শীর্ষে একটি পোকা
Millipede বা কেন্নো জাতীয় আর্থ্রোপড
রাতের আঁধারে লতার ডগায় ঘন নীল রঙের একটি পোকা, চোখে মেলানোই কঠিন
গাছের কাণ্ডে এক থোকা লাল রঙের অজানা পোকা
পাতাখেকো উজ্জ্বল কমলা রঙের পোকা
রাতের আঁধারে তোলা বীরুৎ জাতীয় লতাগুল্মের মগডালে বিরাট একটা শুঁয়োপোকা
সবুজ রঙের গার্ডেন ক্যাটারপিলার
একবিন্দু জলের খোঁজে তৃষ্ণার্ত অপূর্ব সুন্দর একটি প্রজাপতি
সাদার উপরে কালোর বুটি, অপূর্ব সুন্দর এই সাদা-কালো প্রজাপতি
এই সাদাটে তুলোট রঙের মধ্যে হালকা গোলাপি আভার ডানাওয়ালা প্রজাপতিটা দেখতে জাস্ট অপূর্ব সুন্দর
কুচকুচে কালোর ওপরে সাদা ব্যান্ড পরানো ডানাওয়ালা অপূর্ব সুন্দর প্রজাপতি
কালোর উপর উজ্জ্বল অগ্নিবর্ণের নকশা, এই অগ্নিশিখার মতো প্রজাপতিটি দেখতে ভারী সুন্দর
ফুলের মধুপানে ব্যস্ত কালো ভ্রমর
হলুদ-সবুজ রঙের অপূর্ব সুন্দর জলফড়িং
এটি একধরণের বীটল জাতীয় পোকা, নাম Hycleus, গাঢ় কালোর ওপর কমলা রঙের তিনটে ব্যান্ড পরানো
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)
তারিখ : ০৬ জুন ২০২৩
টাস্ক ২৮৭ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 1acc1f21f4cd68f0a79bcc910c894a3bba86f8630d4f229d358fe3b7b51f6e62
টাস্ক ২৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
বাহ! দারুণ সকল দুর্দান্ত ফটোগ্রাফি দাদা। তবে হ্যা, এটা সত্য যে প্রজাপতি, ফড়িং ও কীটপতঙ্গের ফটোগ্রাফি করা বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমি বহুবার ট্রাই করেছি প্রজাপতি ও ফড়িং এর খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি নাই। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা আপনার তোলা পুরনো দিনের সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই চমৎকার ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।জলের খোঁজে তৃষ্ণার্ত প্রজাপতির ফটোগ্রাফি টি দেখে প্রজাপতির প্রতি আমার খুবই মায়া লাগছে। একই সাথে প্রত্যেকটি প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রজাপতি, ফড়িং এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গের ফটোগ্রাফি গুলো মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। এই ধরনের ফটোগ্রাফি করা খুবই কঠিন কাজ। বিশেষ করে প্রজাপতি এবং ফড়িং এর ফটোগ্রাফি করতে অনেক কষ্ট হয়। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাদা আপনি একটা কথা ঠিকই বলেছেন ফুলের ফটোগ্রাফি করা সহজ হলেও কীটপতঙ্গ, প্রজাপতি এগুলির ফটোগ্রাফি করা খুবই কঠিন। তবে আপনি প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এতটা প্রাণবন্ত হয়েছে যা মন ছুঁয়ে যাওয়ার মত। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জলফড়িং ও প্রজাপতির ফটোগ্রাফি। এগুলো একদম প্রাণবন্ত লাগছে। সত্যি দারুন ফটোগ্রাফি করেন আপনি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন দাদা ফুল এমনিতেই সুন্দর ।এটা ক্যামেরাবন্দি করতে তেমন একটা কষ্ট পেতে হয় না ।এমনিতেই সুন্দর হয়ে যায় ক্যামেরাতে।।
তবে ছোট ছোট কিট পতঙ্গ এবং উড়ন্ত প্রাণীর ফটোগ্রাফি করা খুবই কঠিন।। ছোট গুলা এমনিতে চোখে পড়ে না আর যেগুলো একটু বড় উড়ে বেড়ায় এগুলো তো মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে।।
আজকের পর্বের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে বিশেষ করে প্রজাপতির আলোকচিত্র গুলো সব থেকে বেশি ভালো হয়েছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। কোনটা রেখে কোনটা ভালো বলবো বলেন তো। 😍তবে পোকার ফটোগ্রাফিগুলো দেখে গা শিরশির করে উঠলো।এতেই বোঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফি তোলা সার্থক হয়েছে।প্রজাপতির ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে এক কথায়। 👌👌 আমার কাছে খুব ভালো লেগেছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল, প্রজাপতি ও ফড়িং দেখতে অসাধারন লাগতেছে দাদা। আপনার তোলা জলফড়িং গুলো দেখতে অসাধারন লাগতেছে। চমৎকার চমৎকার ফটোগ্রাফির পোস্ট উপহার দিয়েছেন 👌
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা আপনি দেখছি আমাদের মাঝে আজ অনেক সুন্দর।পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি ফুল, প্রজাপতি ও ফড়িং এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি দাদা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি ভেবেছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। এত সুন্দর ছিল সব ফটোগ্রাফি গুলো, প্রজাপতি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।আর আপনার প্রজাপতির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার টাইমিং কে স্যালুট জানাই দাদা। প্রত্যেকটি ফটোগ্রাফ একদম মোক্ষম সময়ে ক্যাপচার করা।আর কীট পতঙ্গের যে আলাদা সৌন্দর্য রয়েছে তা আপনার ফটোগ্রাফ গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ দাদা ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম ভাইয়া।
আমি প্রায় চার পাঁচ বছর পরে স্টিমিটে আসছি।
এখানে অনেক কিছুই নতুন দেখতে পাচ্ছি।
ভাইয়া এখন কি আগের মত up ভোট বাই সেল করা যায় না?
একটু জানাবেন তাহলে উপকৃত হই।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন দাদা বিভিন্ন ফুল এবং পাতার উপর বসে থাকা কীটপতঙ্গের ফটোগ্রাফি করা খুবই কঠিন । তারা বসা মাত্র উড়ে যায় আবার অন্য জায়গায় গিয়ে বসে অনেক সময় ব্যয় হয় এই ধরনের ফটোগ্রাফি করতে। অসাধারণ ফটোগ্রাফি করেছিলেন দেখছি যেগুলো এখন শেয়ার করে চলেছেন অনেক ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello friends, if you support me, I will support you too. If you follow me, I trust you too.
Check here :- @ashutos
안녕하세요 친구들, 여러분들이 저를 지원해주신다면 저도 여러분들을 지원하겠습니다. 만약 여러분들이 저를 팔로우하신다면 저도 여러분들을 신뢰합니다.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এরই মধ্যে আপনি imgur একাউন্ট এর images ফোল্ডার থেকে মোট ছ'টি (৬) ধারাবাহিক পর্বে প্রায় ২০০ পুরোনো দিনের ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আজ আবার ফুল এবং পোকামাকড়সহ আরো ২৬ টি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আমার জানামতে আপনার ফোল্ডারে এখনো প্রায় ২৫০ টি কাছাকাছি ফটোগ্রাফি রয়ে গেছে। আশা করি সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে পাবো। যাইহোক পুরনো দিনের ফটোগ্রাফি হলেও আজকের পর্বটি ছিল অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার ফটোগ্রাফি সবসময় অসাধারন। এ ফটোগ্রাফিগুলো তার ব্যতিক্রম নয়। পোকার ছবি তোলা বেশ কঠিন ।আপনি সে কাজটি বেশ সুন্দরভাবে করেছেন। সবগুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি তো দেখছি তো দেখছি দারুণ ফটোগ্রাফি করেন। সেই পুরনো দিনের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। বর্তমান সময়ের ফটোগ্রাফি গুলো তো আরো অনেক সুন্দর হবে। বেশ সুন্দর ফুল, প্রজাপতি ও ফড়িং এর এবং পোকামাকড়ের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই তাই দাদা ,ফুল সুন্দর দেখালেও ফুলের ফটোগ্রাফি করা খুব কঠিন কোনো ব্যাপার না ।তবে প্রজাপতি ,ফড়িং, এগুলো তো চঞ্চল সবসময় উড়ে বেড়ায় । তাই সঠিকভাবে এগুলোর ফটোগ্রাফি করা বেশ কঠিন একটা ব্যাপার। নিলয় দাদা ,সৈকত দাদা প্রভৃতির সহযোগিতায় আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন ,যে ফটোগ্রাফি গুলো করা খুবই কঠিন একটি বিষয়। বিটল জাতীয় পোকা, জলফড়িং , ক্যাটার পিলার, প্রজাপতি , শুয়োপোকা সবকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি যে প্রকৃতি প্রেমী সেটা অনেক আগেই জানতাম। আজকে তার প্রমানও পেয়ে গেলাম। কমলারঙের ফুলের মধুপান শেষ করে মৌমাছির উড়াল দেওয়ার ঠিক আগেকার মুহূর্ত র ফটোগ্রাফিটা দারুণ হয়েছে। তাছাড়া ফড়িং,পোকার ফটো গুলো অসাধারন হয়েছে। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা তুমি আজকে যে ফটোগ্রাফি গুলো করেছ, তার বেশিরভাগই ক্যামেরাবন্দী করা খুবই কঠিন একটা ব্যাপার।আমাদের নিলয় ,সৈকত ভাই , আশীষ প্রভৃতির সহযোগিতায় দারুন কিছু ফটোগ্রাফি করেছ। প্রত্যেকটা ফটোগ্রাফি, অসাধারণ হয়েছে দাদা।কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব সেটাই বুঝতে পারছিনা। এর আগে ছয়টি পর্বে ভাগ করা পুরোনো দিনের ফটোগ্রাফি গুলো দেখেছিলাম ,সেগুলো অনেক সুন্দর ছিল। আর আজকের ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো দিনের ফটোগ্রাফি ফুল প্রজাপতি ফড়িং দেখে অনেক ভালো লাগলো। তবে ফড়িং প্রজাপতি এগুলোর ফটোগ্রাফি করা অনেক কঠিন এবং ধৈর্য্য নিয়ে করতে হয়। আমি অনেক চেষ্টা করেছি প্রজাপতির ফটোগ্রাফি করতে কিন্তু যখনই ছবি তুলতে যাই প্রজাপতি উড়ে চলে যায়। তাইতো বুঝতে পারছি অনেক ধৈর্য নিয়ে আপনি ফটোগ্রাফি করেছেন । প্রতিটি ফটোগ্রাফির কালার গুলো অসাধারণ ছিলো। যা দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগেও মোটামুটি অনেক ফটোগ্রাফি দেখা হয়েছে। বেশ ভালোই লাগে।এটা ঠিক ফুল এমনেতেই সুন্দর। এটাকে ক্যামেরাবন্দী করা খুব কঠিন কিছু না তবে পোকামাকড় সহ ক্যামেরাবন্দী করা বেশ কঠিন।যাই ফটোগ্রাফি গুলো সুন্দর ছিলো। বিশেষ করে পোকামাকড় গুলো৷ বেশ ভয়ানক লাগছে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। ফড়িং প্রজাপতি এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি দাদা। সব থেকে বড় কথা এই সমস্ত ফটোগ্রাফি গুলো করা খুবই কঠিন। প্রতিটা ফটোগ্রাফি গুলো প্রাণবন্তন হয়েছে যা মন ছুয়ে গেছে আমার। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা তো একদম প্রফেশনা ফটোগ্রাফার দের মতন ছবি তুলেন। সব গুলো ছবি দারুণ হয়েছে দাদা। আপনি তো ছবি গুলো তুলেছেন কি সুন্দর। আমি তো কাছে গেলেই ফড়িং পোকা মাকর সব উড়ে চলে যায়। দারুণ ছিলো ছবি গুলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব ছবি সুন্দর তুলেছেন দাদা, তবে আমার বেশি ভালো লেগেছে ফড়িং এর ছবিগুলো দেখে। এটা যে বেশ কষ্টসাধ্য তা দেখেই বোঝা যাচ্ছে। বেশ উপভোগ করলাম আপনার ছবিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, তোমার আজকের শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। রংবেরঙের প্রজাপতি, ফড়িং এবং নানা ধরনের কীটপতঙ্গ গুলো দেখতে বেশ দারুন লাগছে। এদের ফটোগ্রাফি করা সত্যিই খুব কঠিন কাজ । এদের চঞ্চল প্রকৃতির কারণে ক্যামেরা ফোকাস করা যায় না এদের উপর । তাছাড়া এদের সবসময় খুঁজেও পাওয়া যায় না এমন ভাবে গাছের লতাপাতার মধ্যে লুকিয়ে থাকে এরা । এদের খুঁজে খুঁজে তুমি যে দারুন ফটোগ্রাফি গুলো করেছে তার জন্য তোমার ফটোগ্রাফির প্রশংসা অবশ্যই আমাদের সবাইকে করতে হবে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit