কোলকাতার কালী পুজো - পর্ব ১৫ [শেষ পর্ব]

in hive-129948 •  9 months ago 

IMG_20231114_033752.jpg


অনেকদিন ধরে চলতে থাকা সিরিজটির আজই অন্তিম পর্ব । প্রত্যেক বছরই আমি দূর্গা পূজা, দীপাবলি আর কালীপুজো নিয়ে অনেকগুলো সিরিজ পোস্ট করে থাকি । এবছরও তার ব্যতিক্রম ছিল না । আজকের ফোটোগ্রাফি পোস্টের সাথে সাথেই ২০২৩ সালের দূর্গা পুজো, দীপাবলি আর কালীপুজোর সকল ফোটোগ্রাফি পোস্টের ধারাবাহিক পর্ব শেষ হয়ে গেলো ।

আজকে এবছর আমাদের দেখা লাস্ট পুজো প্যান্ডেলটা শেয়ার করতে চলেছি । এই পুজো প্যান্ডেলটি খুবই ক্ষুদ্র ছিল আয়তনে । কিন্তু, বেশ নান্দনিক ছিল এর থিম আর পুজো প্যান্ডেল ডিজাইন । পুজো প্যান্ডেল সাজানোর জন্য অনেকগুলো কুশপুত্তলিকা নির্মাণ করা হয়েছিল । এই খড়ের পুতুলগুলো আদিবাসী নৃত্যের ভঙ্গিতে বানানো হয়েছিল । দেখতে জাস্ট অপূর্ব ছিল । আমার তো অসম্ভব ভালো লেগেছিলো খড়ের পুতুলগুলোর নৃত্যরত ভঙ্গিমা ।

এছাড়াও তুলো, খড় আর কাপড় দিয়ে অনেকগুলো হাতি, ঘোড়া আর হরিণের পুতুল তৈরী করা হয়েছিল যেগুলো দেখতে অপূর্ব ছিল । এই পুজো প্যান্ডেলে দু'টি দেবী মূর্তি ছিল । দু'টিই দেখতে ভয়ঙ্কর । একটি দেবী প্রতিমা তৈরী করা হয়েছিল এইরূপে -

"স্তুপাকৃত নরমুন্ডের উপরে বসে বিকট মুখ ব্যাদান করে একটা টাটকা কাটা নরমুণ্ড থেকে রুধির ধারা পান করছেন স্বয়ং শ্মশানকালী ।"

তবে, এই দেবীমূর্তিটা রাখা ছিল প্যান্ডেলের প্রাঙ্গনে । ভেতরে ছিল আরেকটা দেবী মূর্তি । ভেতরের দেবী মূর্তিরই পূজা হয়েছিল । এই দেবী মূর্তিও দেখতে অতি ভয়ঙ্কর ছিল । তিব্বতীয় গুম্ফাগুলোতে যেসকল বৌদ্ধ তন্ত্রের দেবী মূর্তি দেখতে পাওয়া যায় ঠিক তেমনই গড়ন ছিল এই কালী মূর্তির । এই কালী মূর্তি দশভুজা, অগ্নিময় আরক্ত বিশালকায় চক্ষু, মাথায় চুলের বদলে লেলিহান অগ্নিশিখা, লোল জিহ্ববা, গায়ের রং আর পরনের শাড়ি নিকষ কালো, দেবীর পায়ের কাছে একটি বিকটদর্শন অসুরের ছিন্নমুণ্ড ।

এক কথায় দেখলে ভক্তির চাইতে ভয়ই প্রবল আকার ধারণ করে ।


মাথায় ধুনুচি নিয়ে নৃত্যরত খড়ের পুতুল ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্যান্ডেলের সর্বত্র এমনি ধারা সাজানো ছিল ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৫০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্যান্ডেলের বাইরে একজন বহুরূপী ছিল কাকের ছদ্মবেশে ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্যান্ডেল প্রাঙ্গনের সেই দেবী মূর্তি, নররক্ত পানে ব্যাপৃত ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৫৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


তিব্বতীয় তন্ত্রসাধনার উপাস্য দেবীর আদলে নির্মিত কালী মূর্তি ।
তারিখ : ১৪ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০২ টা ০০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০১ মার্চ ২০২৪

টাস্ক ৫১৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 264595b346c8e4f4b0c37fc27ed9a75896902ee53a1a52c2fb45aa8b28af0b7d

টাস্ক ৫১৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আয়তনে ছোট হলেও জাঁকজমকতা কিন্তু অনেক ভালো ছিল দাদা। তাছাড়াও এই বিষয়গুলোকে খড়কুটো বলে আমাদের আঞ্চলিক ভাষায় তবে দেখতে অনেকটাই ভালো লেগেছে দাদা। তবে দাদা পুজো মণ্ডপে বহুরূপী আজ প্রথম দেখলাম। আমাদের এদিকে আসি কখনও দেখিনি। আপনার সব পর্বগুলো অনেকটাই ভালো লেগেছে দাদা। এই পর্বগুলো শেষ হল এবং নতুন কোন পর্বের সূচনা হবে বলে আশা বা ব্যাখ্যা করছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

I personally admire the way the puja pandal is being decorated.

They make use of several idols for it's decorations and this decorations are great.

This is another great post from you Dada, thanks for sharing this series with us 😊❤️❤️❤️

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

I always enjoy reading your article, thanks for posting about this wonderful piece today, really happy to go through it seems you enjoy culture and traditional as well as religion which is quite admirable

আপনার মাধ্যমে দেখা প্রতিটি পুজো প্যান্ডেল এবং থিম প্রত্যেকটাই অসাধারণ ছিলো ৷ আপনাদের ওদিকে এতো সুন্দর এবং জাঁকজমক ভাবে পুজোর আয়োজন করা হয় যা বলার অপেক্ষা রাখে না ৷ এই পুজো প্যান্ডেল ও তার ব্যতিক্রম হয়নি ৷ খুবই সুন্দর দেখতে প্রতিমা গুলো এবং পুজো প্যান্ডেল ৷ ভীষণ ভালো লাগলো দাদা , এ বছরে আপনার দেখা শেষ পুজো প্যান্ডেল এবং থিম গুলো দেখে ৷ খুবই সুন্দর ভাবে সবটা শেয়ার করেছেন ৷ যাই হোক , অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷ আপনার মাধ্যমে অনেক পুজো প্যান্ডেল এবং কালী মায়ের প্রতিমা দর্শন করার সৌভাগ্য হয়েছে ৷

Posted using SteemPro Mobile

আসলেই দাদা দেবী মূর্তি দুটি দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। তবে আদিবাসী নৃত্যের ভঙ্গিতে তৈরি করা খড়ের পুতুলগুলো দেখতে চমৎকার লাগছে। ছোট পরিসরে করলেও, তাদের আয়োজন দারুণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। সম্পূর্ণ সিরিজটি বেশ উপভোগ করেছি দাদা। যাইহোক এতো চমৎকার একটি সিরিজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

কলকাতা কালী পূজোর আজকের পর্বটিই শেষ পর্ব।আপনি এই পর্বের ও দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দাদা।যা দেখে ও পড়ে জানতে পারলাম অনেক কিছু।ছোট পরিসরে হলেও বেশ ভালোই লাগলো। খড়ের পুতুলগুলোর নাচের ভঙ্গি দেখে খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে চমৎকার ভাবে পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য।

দাদা কলিকাতা কালীপুজোর পোস্ট তো ভালই লাগছিল। কিন্তু আপনি তো দেখছি শেষ করে দিলেন। আজ বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে শেষ পর্বটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। ধন্যবাদ দাদা কলিকাতা কালী পূজো নিয়ে আমাদের মাঝে এতগুলো পর্ব শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @upex with a 58.70% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

আপনার শেয়ার করা কালী পূজা পর্বের শেষ পর্ব শেয়ার করলেন। আপনার প্রতিটি পোস্ট পড়ার চেষ্টা করেছি আমি এই সিরিজের। হয়তো মাঝে মধ্যে দুই একটি পোস্ট গ্যাপ গেছে। কিন্তু প্রতিটি পোস্ট দেখার মতো ছিল। আপনার সুন্দর বর্ণনা এবং ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে প্রতিটি পর্ব শেয়ার করেছিলেন। তবে আজকের পুজা প্যান্ডেলের দৃশ্য গুলো দেখে বেশ ভালো লাগলো। যেহেতু খড় দিয়ে দারুন দারুন মূর্তি গুলো তৈরি করল। অসংখ্য ধন্যবাদ দাদা আজকের এই শেষ পর্ব টি ভিন্ন কিছু দেখার সুযোগ দিয়ে শেষ করতে পারলেন আপনি।

আমার সবগুলো সিরিজ দেখা ও পড়ার সৌভাগ্য হয়েছে। তবে এবারের পর্বের প্রতিমা দেখে কিছুটা ভয়ই পেয়ে গিয়েছি, এটা একদম নির্দ্বিধায় স্বীকার করলাম ভাই।

মূর্তিগুলো আসলে খড়কুটো দিয়ে তৈরি হওয়ার কারণে দেখতে অনেকটাই ভালো লাগছে। বিশেষ করে প্যান্ডেলের বাইরে একজন বহুরূপী ছিল কাকের ছদ্মবেশে কাক দাঁড়িয়ে ,এটা দেখেতো অনেক আনন্দ পেয়েছি দাদা। পূজা প্যান্ডেলটি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই জাঁকজমক ছিল। আর আজকের পোষ্টের মাধ্যমে ২০২৩ এর পূজা মন্ডপ এর সকল ফটোগ্রাফি শেষ হয়ে গেল। আশা ব্যক্ত করছি পুনরায় নতুন কোন সিরিজ আমরা আপনার থেকে দেখতে পারব দাদা।

God bless you, colleague engineer in computer systems, a big hug.

What will you change on your body if you can without drawbacks ?

https://tunexwizard.blogspot.com/2024/02/bio-printing-sci-fi-or-future-evolution.html

So nice

这帖子写的很好,我很喜欢。

কোলকাতার কালীপুজো ঐতিহ্যবাহী