নাবিকের চিঠি

in hive-129948 •  3 years ago  (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "নাবিকের চিঠি "



💘


♡ ♥💕❤

তোমায় চিঠি লিখছি প্রিয়তমা,
অনন্ত নক্ষত্রখচিত কালো আকাশের নিচে বসে
লিখছি এই পত্রখানি, শুধু তোমার মুখটি স্মরণ করে ।

জাহাজের ডেকের এই নিয়ন আলোয়,
অস্পষ্ট দেখি নিজেরই হাতের লেখা ।
কতকাল লিখি না চিঠি, তাই হাত কেঁপে যায় বারে বারে,
সাগরের নোনা জল মাখা বাতাসের শীতল ঝাপটে,
রাত জাগা চোখ জ্বালা করে ওঠে ।

রাতচরা গাঙচিলের সুতীক্ষ্ণ ডাক,
মাথার ওপরে আলবাট্রসের পাখা ঝাপটানোর শব্দ,
আর ফসফরাস মাখা সাদা ঢেউয়ের গর্জন ।
মাথার মধ্যে চিন্তার জাল বারে বারে যায় ছিঁড়ে ।

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

এই চিঠি যখন পাবে, তখন আমি আবার ভেসে চলেছি,
এই বন্দর ছেড়ে অজানা সাগর পানে ।
নাবিকের জীবন এমনই হয় প্রিয়তমা,
দুঃখ করো না মোটেও, আবার আসবো ফিরে ,
দিতে ধরা তোমা বাহুডোরে ।

কত বিনিদ্র রজনী করেছি পার
ফেননিভ ঢেউয়ের পানে চেয়ে ।
কত সমুদ্র দিয়েছি পাড়ি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী ।

তবুও তো হলো না শেষ এ যাত্রার,
তবু তো হলো না থামা, একের পর এক বন্দর পেরিয়েও
শেষ হলো না এ পথ চলা ।

তোমার আমার একটিই আকাশ, তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।
তোমার আকাশেও ওঠে কি ঝড় ? বৃষ্টি কখনো নামে ?
তা যদি হয় প্রিয়তমা তবে,
আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।
♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কত বিনিদ্র রজনী করেছি পার
ফেননিভ ঢেউয়ের পানে চেয়ে ।
কত সমুদ্র দিয়েছি পাড়ি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী ।

দাদা আপনার কবিতা পড়ে হতবাক হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর কবিতা কেমনে লিখতে পারেন।এত গভীর ভাবে ভাষা গুলো লিখেছেন যার কারনে আমার বেশ ভালো লেগেছে। দাদা সত্যি আপনার কবিতার তুলনা হয় নাহ। চমৎকার লিখেন আপনি কবিতা। আপনার জন্য শুভকামনা রইল দাদা।💞💞

Google is presently paying $10447 to $13025 every month for working on the web from home. I have joined this activity 2 months back and I have earned $15248 in my first month from this activity. I can say my life is improved totally!
Look at it what I do...…. http://Www.Cash46.Com

অসাধারণ সব কবিতা আপনার মাধ্যমে পাই আমরা দাদা। আজকের কবিতাটিও তার ব্যতিক্রম নয়। প্রিয় জনকে দূরে রেখে একজন নাবিকের বন্দর এর পর বন্দর ঘুরে বেড়ানো, জীবন বাজি রেখে সাগরে ভেসে চলা তার মধ্যে প্রিয় মানুষের জন্য মন কেদে উঠা খুবই চমৎকার লিখেছেন। আপনার জন্য সব সময় ভালোবাসা ও দোয়া থাকবে দাদা। 🤍🤍

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

আপনার লেখা কবিতা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। দাদা আপনার কবিতার মাঝে মিষ্টি প্রেমের সেই ব্যাকুলতা আমার খুবই ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইনের মাঝে মিশে আছে মনের অগোচরে লুকানো সেই আবেগ ও ভালোবাসা। আপনি অনেক সুন্দর ভাবে আপনার প্রিয় মানুষটির জন্য কবিতা লিখেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💖💖💖

সত্যি অসাধারণ কবিতা ভাই।আপনি লেখার হাত দারুণ।

আমি আমার স্বপ্নময় চিঠিখানি লিখেছিলাম প্রিয়তমার কাছে
অন্ধকারাচ্ছন্ন ছিল আবছা আলোয় লিখা সেই চিঠি
খানি
বুঝতে পারেনি আমি আমার লেখা
যদি পাও ভুল, করে তুমি ক্ষমা, ওগো প্রিয়তমা।

দাদা আপনার কবিতাটি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন যা ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যিই অসাধারণ ছিল। আপনি দারুন দারুন কবিতা লিখেন এবং অনেক সুন্দর করে প্রতিটি লাইন মিল রেখে লিখেন। আর সেখানে বাস্তব জীবনের কিছু চিত্র ভেসে উঠে। আপনার এই কবিতা থেকে আমি কয়টা লাইন নিলাম।

রাতচরা গাঙচিলের সুতীক্ষ্ণ ডাক,
মাথার ওপরে আলবাট্রসের পাখা ঝাপটানোর শব্দ,
আর ফসফরাস মাখা সাদা ঢেউয়ের গর্জন ।
মাথার মধ্যে চিন্তার জাল বারে বারে যায় ছিঁড়ে ।

আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

অসাধারণ একটি কবিতা পাঠ করলাম, প্রিয় মানুষকে দূরে রেখে অনেক মানুষই জীবিকার জন্য দূরে চলে যায়। তাদের মনের যে অনুভুতি চমৎকার ভাবে প্রকাশ পেয়েছে আপনার আজকের এই কবিতায়। নাবিকের চিঠির মধ্যে যেন তার মনে লুকিয়ে থাকা সমস্ত ভালোবাসা প্রকাশ পেল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



বাহ অসাধারন এক কবিতা লিখলেন আপনি দাদা।

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

এই লাইন গুলো যেনো প্রাণ ছুয়ে যায়। সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। প্রিয় মানুষটি থেকে দূরে থাকার কষ্ট যারা থাকে তারাই বুঝে।

শ্রদ্ধেয় দাদা, আশা করি ভাল আছেন? আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অত্যান্ত অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটা লাইন খুবই দুর্দান্ত হয়েছে। আসলে কবিতাটি আমার মন ছুঁয়ে গেছে।

রাতচরা গাঙচিলের সুতীক্ষ্ণ ডাক,
মাথার ওপরে আলবাট্রসের পাখা ঝাপটানোর শব্দ,
আর ফসফরাস মাখা সাদা ঢেউয়ের গর্জন ।
মাথার মধ্যে চিন্তার জাল বারে বারে যায় ছিঁড়ে ।

বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা, ধন্যবাদ।

আমি খুবই স্বাভাবিক ভাবে যে কথাটা বলছি, সেটা হচ্ছে আমার এক পরিচিত ভাই মেরিনে চাকরি করত এবং তার কাছে থেকে যখন তার সেই কর্ম জীবনের গল্প শুনতাম , সে আমাকে মাঝে মাঝেই বলতো জীবনটা আমার সম্ভবত সাগরেই কেটে যাবে । পরিবারের সঙ্গে সময় দেওয়ার মত সময় ই পেতাম না । আজ আপনার যখন কবিতাটি পড়লাম, তখন আমার সেই সময় সেই ভাইয়ের কথাগুলো মনে পড়লো । হয়তো তাদের জীবন গুলি এমনি । সর্বোপরি অসাধারণ লিখেছেন ভাই ।

Loading...

Superb 🥰🙏❤️

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

দাদা আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে এই লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে। আপনি কবিতার মাধ্যমে একজন নাবিকের মনের এবং মুখের কথাগুলো আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। সত্যি কথাগুলো খুবই মূল্যবান। আমার খুবই ভালো লেগেছে কবিতাটি। আপনার জন্য রইল শুভকামনা।

দাদা কবিতার ঠাকুরমশাই মনে হচ্ছে আপনার উপর ভর করেছে। একের পর এক অসাধারণ সব কবিতা লিখে যাচ্ছেন। চালিয়ে যান এভাবে। কামনা করি ঠাকুর মশাই যেন কখনো ছেড়ে যায় না আপনাকে।

একটু অন্য ধাঁচের অসাধারণ একটি কবিতা উপহার দিলেন দাদা ♥️।
বরাবরের মতো অনবদ্য।

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

প্রিয়তমাকে দেখার জন্য বড্ড বেশি আবেগ কাজ করছে মনে। দুটি প্রানের মিলন ঘটুক।
শুভ কামনা অবিরাম 🥀

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

দাদা আপনি কথা বলার মধ্য দিয়ে একজন নাবিকের আবেগ-অনুভূতির চিত্র তুলে ধরেছেন। আসলে নারীদের জীবন এমনই হয় তাদের আবেগ অনুভূতি বোঝার মতো কেউ থাকবে না। তারা শুধু দিন রাত সমান করে অক্লান্ত পরিশ্রম করেই যায়। আপনার এই কবিতাটি দাদা সত্যিই অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা। সব সময় আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা অবিরাম।

ওহ দাদা!! কি দিলে! সেরা লেখা , দিন দিন তোমার লেখার ধাঁচ অন্যরকম রূপ নিচ্ছে, তবে এই রূপ অনেক সুন্দর হচ্ছে , দারুন লাগলো এক কথায় । লিখতে থাকো দাদা। তোমার থেকে কত অনুপ্রেরণা যে পাই বলে বোঝাবার নয়।

I don't understand this language
But looking beautiful.

এই কবিতার চরণগুলো আমার কাছে সেরা কোন কবির লেখার মত মনে হয়েছে এবং খুবই চমৎকার হয়েছে যা পড়ে মনটা শান্ত হয়ে গেল। নাবিকের মতোই আমাদের জীবনও আস্তে-আস্তে ভিন্ন ভিন্ন কাজের মধ্য দিয়ে এক ঘাট থেকে আরেক ঘাটে নোংগর ফেলার মত করে এগিয়ে যাচ্ছে। কর্মব্যস্ত জীবনে নাবিকের দুঃখের কথা চিন্তা করে নিজেই নস্টালজিক হয়ে গেলাম। অসাধারন হয়েছে কবিতাটি। নাবিকের এই জীবন অনেক কষ্টের।

নাবিকের চিঠি

চমৎকার লিখেছেন দাদা । কবিতাটি পড়ছি আর কল্পনায় চলে গেছি জাহাজের ডেকে। এনসাইন্ট ম্যারেইনার মনে পড়লো আপনার কবিতা টি পড়ে। প্রিয়তমার হাসি যেন শুনতে পাই সমুদ্রের গর্জনে। দাদা আপনার লেখা যেন জ্বলে উঠেছে বিদুৎতের চমকের মতন। খুবি ভাল লাগলো পড়ে। তবে দেখা হবে শেষ বিকেলে বটের ছায়াতলে।

কত রাত কত দিন চলে গেল তুমি বিনা
চিন্তার বেড়াজালে কল্পনার জালবোনা
সমুদ্রের নোনা জলে ভেসে চলি আনমনে
মনে পড়ে তব মুখ আনমনে প্রতিক্ষনে
তুমি চিন্তা কোরো না প্রিয়তমা
যদিও আমি আছি এখন জলে
দেখা হবে আবারো বটের ছায়া তলে।

আবারো চেষ্টা । ভাল থাকবেন দাদা । শুভেচ্ছা।

অসম্ভব সুন্দর হয়েছে আপনার লাইনগুলি । শেষ দুই লাইন আসলেই মারাত্মক সুন্দর হয়েছে । এক জন নাবিক শুধু তাঁর প্রিয়জনকেই মিস করে তা নয় মাটিকেও অনেক মিস করে, একটানা জলে ভেসে থাকতে থাকতে মাটির প্রতি এক দুর্নিবার আকর্ষণ অনুভব করে সে ।

দাদা সঠিক বলেছেন। আপনার মন্তব্য মানেই অনুপ্রেরণা পাওয়া নতুন করে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।

এই লাইনে প্রেমের বেদনার ঘনঘটা টের পাওয়া যাচ্ছে।যা সত্যিই পড়ে মুগ্ধ হয়ে যেতে হয়।কি দারুণ লেখনি।

this is good.

দাদা,অসাধারণ একটি কবিতা লিখেছেন।আসলেই নাবিক এবং নাবিকের প্রিয়তমার সংসার বুঝি এমনই হয়।ভালো ছিলো।

নাবিকের জীবন এমনই হয় প্রিয়তমা,
দুঃখ করো না মোটেও, আবার আসবো ফিরে ,
দিতে ধরা তোমা বাহুডোরে ।

কত বিনিদ্র রজনী করেছি পার
ফেননিভ ঢেউয়ের পানে চেয়ে ।
কত সমুদ্র দিয়েছি পাড়ি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী ।

ধন্যবাদ আপনাকে।

তোমার আমার একটিই আকাশ, তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।
তোমার আকাশেও ওঠে কি ঝড় ? বৃষ্টি কখনো নামে ?
তা যদি হয় প্রিয়তমা তবে,
আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।

কবির হৃদয় এখানে নিবর
কলমের কালি এখানে বরফ
কাগজের পাতায় ফুটবে না ব্যাখ্যান
ভেতরের ঢেউ জাগাবে না শিহরণ।

সত্যি দাদা আমি মুগ্ধ, বিশেষ করে আপনার কবিতাগুলো দারুণভাবে হৃদয়কে আলোড়িত করে, ভালো লাগার অনুভূতি কাজ করে। খুব দারুণ লিখেছেন।

সত্যিই, একটানা ঘরছাড়া , প্রিয়জন ছাড়া অজানা সাগরে ভাসতে ভাসতে নাবিকের হৃদয় আসলেই এখন নীরব, বুকের মধ্যে যে অশান্ত ঢেউ উঠেছে তা যেন নীরবই থাকছে, শিহরণ জাগাতে ব্যর্থ । অসাধারণ হয়েছে লাইন ক'টি ।

অনেক ধন্যবাদ দাদা, আপনার মন্তব্য আমার জন্য বিশাল অনুপ্রেরণা তুল্য।

তোমার আমার একটিই আকাশ, তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।
তোমার আকাশেও ওঠে কি ঝড় ? বৃষ্টি কখনো নামে ?
তা যদি হয় প্রিয়তমা তবে,
আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।

দুজনের আকাশে একই হলেও কারো আকাশ সুনীল সৌন্দর্যে ভরা। আর কারো আকাশ মেঘে ঢাকা। কারও আকাশে বৃষ্টি নামে। আর কারো চোখের ধারায় বৃষ্টি নামে। তবুও আমরা ভালোবাসি। অসাধারণ কবিতা লিখেছেন দাদা। কবিতার ভাষা হয়ত বুঝিনা তবে এতোটুকুই উপলব্ধি করতে পারি এই কবিতার মাঝে মিশে আছে বিরহের হালকা আভাস। হয়তো সেই বিরহ ক্ষণিকের। হয়তো সেই বিরহ মিষ্টি ভালো লাগার। দারুন কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

কত বিনিদ্র রজনী করেছি পার
ফেননিভ ঢেউয়ের পানে চেয়ে ।
কত সমুদ্র দিয়েছি পাড়ি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী ।

তবুও তো হলো না শেষ এ যাত্রার,
তবু তো হলো না থামা, একের পর এক বন্দর পেরিয়েও
শেষ হলো না এ পথ চলা ।

তোমার আমার একটিই আকাশ তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।
তোমার আকাশেও ওঠে কি ঝড় ? বৃষ্টি কখনো নামে ?
তা যদি হয় প্রিয়তমা তবে,
আমার চোখের অশ্রুকণাই বৃষ্টির ফোঁটায় ঝরে ।

কবিতার কথা গুলো অসাধারণ ছিলো দাদা।এই কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো। কতই না সুন্দর হয়েছে প্রতিটি লাইন প্রেমিকাকে লেখা নাবিকের চিঠি। ভিশন মনে ধরেছে 👌👌♥️♥️। শুভেচ্ছা রইল দাদা আপনার লেখা সুন্দর কবিতার জন্য

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?

নাবিকের তার প্রিয়তমার প্রতি তার মনের ভিতরের যে কৌতুহলী প্রশ্ন সেগুলো আপনি খুব সুন্দর ভাবে আপনার কবিতার মাঝে তুলে ধরেছেন দাদা। তবে আসলেই কবিতাটা পড়ে সে নাবিকের জন্য খুবই খারাপ লাগছে, সে দিতে পারে না তার পরিবারকে ও তার প্রিয়তমাকে সময় এটা খুবই দুঃখজনক। তারপরও বলবো দাদা খুবই অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার ও বাস্তবমুখী একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

@tipu curate 10

দাদা আপনার কবিতাটি অনেক দারুন।আর প্রতিটি লাইনের মধ্যে যেন প্রিয়তমার প্রতিচ্ছবির পরম ভালোবাসার ছোয়া মরানো।আপনার লেখা কবিতাটির তুলনা হয় না।অনেক ধন্যবাদ দাদা,এতে সুন্দর কবিতাটা উপহার দেওয়ার জন্য।

প্রিয় দাদা আপনার এই কবিতাটি আমার অসম্ভব ভালো লেগেছে অনবদ্য এবং অতুলনীয় মনে হয়েছে দাদা আপনার অনুমতি পেলে কবিতাটি আমি আবৃত্তি করতে চাই।আশাকরি অনুমতি পাব।এত চমৎকার একটি অনুভূতি আপনি তুলে ধরেছেন আপনার কবিতার মাঝে যা আমার হৃদয় ছুঁয়ে গেছে।আমার হৃদয় কে স্পর্শ করেছে নাবিকের অনুভূতিগুলো অনুভবে।
♥♥

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলুম । অবশ্যই আপনি কবিতাটি আবৃত্তি করতে পারবেন ।

অনেক ধন্যবাদ দাদা♥

তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?

এই লাইনগুলোর অর্থ আমাদের দেশের নৌবাহিনীতে কর্মরত সোলজার রা ভালো ভাবে ব্যাখ্যা করতে পারবে কারণ তাদের এই বিষয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা রয়েছে ‌ গুরুত্বপূর্ণ কথাগুলো কবিতার মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

I am filling good about your story

এই চিঠি যখন পাবে, তখন আমি আবার ভেসে চলেছি,
এই বন্দর ছেড়ে অজানা সাগর পানে ।
নাবিকের জীবন এমনই হয় প্রিয়তমা,
দুঃখ করো না মোটেও, আবার আসবো ফিরে ,
দিতে ধরা তোমা বাহুডোরে ।

দারুন একটি প্রেমের আবেগে ভরা কবিতা পড়লাম। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি দারুন কবিতা লেখেন দাদা। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

দুঃখের কবিতা, তবে খুব সুন্দর, আপনি আত্মার কাছে পৌঁছেছেন, একটি আলিঙ্গন ভাই

তোমার আমার একটিই আকাশ, তবু প্রিয়তমা,
তোমার হলো সুনীল আকাশ, আমার মেঘে ঢাকা ।

বাহ! কি সুন্দর লিখেছেন দাদা! আপনি বরাবরই সেরা। নাবিকের জীবন আসলেই এমন, এক বন্দর থেকে আরেক বন্দরে পারি দিতে হয়। তবু তাদের এই যাত্রা যেন শেষ। প্রিয় মানুষটা যেন তার পানে চেয়ে থাকৈ। প্রিয়তমার আকাশটাও হয়তো মেঘে ঢাকা

অসাধারণ একটি কবিতা ছিল। পড়ে ‍খুব ভালো লাগলো। আপনার লেখা কবিতা খুবই চমৎকার