ফোটোগ্রাফি : বিয়ের তত্ত্বের ডালার কিছু চমৎকার ডেকোরেশন

in hive-129948 •  3 years ago 

বিয়ের তত্ত্বের ডালা গুলি আসলেই খুব সুন্দর করে সাজানো হয় আমাদের এদিকটায় । আজকে পুরোনো অ্যালবাম ঘাঁটতে গিয়ে কিছু এই ধরণের বিয়ের তত্ত্বের ডালার ফটোগ্রাফ খুঁজে পেলাম । মোট ১২০ টা ডালা ছিল । সব ফটো দেয়া সম্ভব নয় । সময় কম । তাই মাত্র ৮টি ছবি আজকে শেয়ার করলাম । ইচ্ছে আছে একদিন সময় করে ১২০ টা ছবিই শেয়ার করবো । প্রত্যেকটি ডেকোরেশন জাস্ট অসাম ছিল ।

কিছু মাস্টারপিস আজকের পোস্টে ইচ্ছে করেই শেয়ার করলাম না । নেক্সট যে বিস্তারিত পোস্ট করবো সেটার জন্য রেখে দিলাম । তত্ত্বের ডালার অসাধারণ শৈল্পিক ডিজাইন আমাকে সত্যি মুগ্ধ করেছে । প্রত্যেকটি ডালার একটি করে বিশেষত্ব আছে । এক একটা একটি বিষয়ের প্রতীক । সিম্বলিক আর্ট ।

আবার প্রতিটা আর্ট ইউনিক জিনিস দিয়ে তৈরী করা । কোনটা থার্মোকল কেটে তৈরী করা, কোনটা নারিকেল পাতার শলাকা, কোনটা সিল্কের কাপড়ের টুকরো দিয়ে, কোনটা রুমাল , কোনটা টাওয়েল , কোনটা শাড়ি , কোনটা পিতল দিয়ে, কোনটা রুপা দিয়ে আবার কোনটা স্রেফ চকোলেট দিয়ে তৈরি । একটা মাস্টারপিস ছিল , শুধুমাত্র মাছের আঁশ দিয়ে তৈরী ।

আজকে মাত্র ৮টি ডালার ছবি শেয়ার করলাম । পরে সবগুলিই সিরিজ আকারে পোস্ট করবো । আশা করি খারাপ লাগবে না আপনাদের :)


20171204_152647.jpg


লাল দোপাট্টা দিয়ে লাভ 💓 শেপ 💘 তৈরী করা হয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152659.jpg


হবু নববধূর বা বিয়ের কনের প্রসাধনী সামগ্রী দিয়ে খুব সুন্দর করে বিয়ের তত্ত্বের একটা ডালা সাজানো হয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152717_001.jpg

20171204_152719.jpg


দুটি রুমাল দিয়ে প্রেমের প্রতিমূর্তি রাধা-কৃষ্ণের স্ক্যাল্পচার তৈরী করা হয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152734.jpg


স্রেফ একটি সাদা টাওয়েল দিয়ে একটিই হাতির আর্ট করা হয়েছে, দারুন দেখতে হয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152744.jpg


শ্বাশত প্রেমের প্রতিমূর্তি লর্ড কৃষ্ণের আর্ট, বাথ টাওয়েল দিয়ে তৈরী
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152818.jpg


থার্মোকল কেটে খুব সুন্দর একটি পদ্মফুলের ডিজাইন তৈরী করা হয়েছে, জাস্ট অসাম
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


20171204_152832.jpg


নারিকেল পাতার শলাকা দিয়ে ময়ূরপঙ্খী তৈরী করা হয়েছে । দেখতে সত্যি অসাধারণ হয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : ০৪ ডিসেম্বর, ২০১৭
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


ক্যামেরা পরিচিতি : samsung
ক্যামেরা মডেল : SM-G935S
ফোকাল লেংথ : ৪ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ের ডালা এত সুন্দর করে সাজানো হয়েছে না জানি বিয়ের অনুষ্ঠানটি কত সুন্দর করে সাজানো হয়েছিল। আমি সত্যিই খুবই অবাক হয়েছি। একটা বিয়েতে ১২০টি ডালা সাজানো হয়েছে তাও আবার এতো সুন্দর ভাবে পরিবেশনের মাধ্যমে। সব গুলা ডালা দেখার অপেক্ষায় রইলাম। আর আপনি আজকে যে আটটি ডালার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেগুলো খুবই সুন্দর। আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে নারিকেলের পাতা দিয়ে ময়ূরপাখি তৈরি করার ডালাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ২০১৭ সালের ৪ ডিসেম্বরের ফটোগ্রাফি গুলো এখুনো অ্যালবাম রয়েছে। সেগুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কি অপরূপ হয়েছে দাদা
বিয়ের ডালার ছবি
আটটি ছবি দেখে যেন
হয়ে গেলাম কবি

প্রতিটি ছবির ডেকোরেশন
মুগ্ধ করার মত
অভিভূত হচ্ছি আমি
যত দেখছি তত

অসাধারণ ফটোগ্রাফি
বিয়ের তত্ত্ব ডালা
আমার বাংলা ব্লগে এখন
বিয়ে দেওয়ার পালা

শ্রদ্ধাভরে সালাম জানাই
দাদা তোমার তরে
তোমার ফটোগ্রাফি দেখে
মনটা গেল ভরে♥♥

প্রতিটা বিয়েতেই ডালা সাজানো হয়। আর এই ডালাগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়। তবে আপনার বিয়ের ডালার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। এভাবে আমি কখনই দেখিনি এত সুন্দর করে সাজানো হয়। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন, আর ১২০ টার কথা শুনে আমি সত্যিই অবাক। ১২০টি ডালা এত সুন্দর করে সাজানো হয়েছে, না জানি কত বড় আয়োজন করা হয়েছিল। আমি সত্যিই অবাক হয়ে গেছি এবং প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার জন্য অপেক্ষা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

ঐতিহ্যবাহী ছবি, শুরুটা থেকে বুঝা যাচ্ছে যে শেষটা চমৎকার হবে। দাদা আপনার আটটি ফটোগ্রাফি আমাদের বলতেছে পরবর্তী 120টি হবে এক্সক্লুসিভ ফটোগ্রাফি। আপনার পরবর্তী এক্সক্লুসিভের জন্য অপেক্ষা করছি দাদা।

এই শিল্পিক কাজ বা ডালা আমি এই প্রথম দেখলাম।আমাদের এখানে বিয়েতে সুটকেস বা অন্য কিছুতে প্রসাধনী দেওয়া হয়।এভাবে ডালাতে দিতে কখুনো দেখি নি।

প্রতিটা ডালা আসলেই আকর্ষনীয় ছিল দেখতে বাকি গুলো দেখার অপেক্ষায় রইলাম দাদা।আর আপনার চিত্র দুরদান্ত ছিল সব মিলিয়ে শুধু পরবর্তী বিস্তারিত জানতে চায়ছে মন।আশা করছি খুব দ্রুত আপনি বিস্তারিত নিয়ে হাজির হবেন।ভালোবাসা রইলো দাদা।

দাদা আমিও সত্যি অবাক একটা বিয়েতে কি ১২০ টি ডালা ব্যবহার করা হয়েছে, প্রতিটি ডালার ছবি অসাধারণ, প্রতিটি ডালা আমি ভালোভাবে লক্ষ করলাম এতো সুন্দর করে সাজানো বলে বোজানো যাবে না, এক একটি ডালা এক এক রকম সৌন্দর্য, আমার কাছে ময়ুরপংখীর ডালাটি অসাধারণ লেগেছে প্রতিটি ডালাই অসাধারণ কিন্তু ময়ুরপংখীর ডালাটা আমার কাছে সেরা লেগেছে দাদা। দাদা একদিন ১২০ টি ডালার ছবি দেখতে চাই।

দাদা বিয়ের ডালার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে ১২০টি ডালার কথা শুনে আমি অবাক হয়ে গেছি। এতগুলো ডালা ছিল, খুবই সুন্দরভাবে পরিবেশন করেছে।বিশেষ করে আমার বেশি ভালো লাগছে নারিকেলের শোলা দিয়ে ময়ূর পাখি তৈরি করা ডালাটি খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রত্যেক ডালা তো দেখতে অসম্ভব সুন্দর লাগছে দাদা। আমাদের এইদিকে বিয়েতেও বিয়ের তত্ত্ব হিসেবে এমন ভাবে সাজানো হয়ে থাকে। কিন্তু আপনার তত্ত্ব এর ডালা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। এগুলো কি আপনার বিয়ের তত্ত্ব এর ডালা। 120 টি ডলা পেয়েছেন সত্যিই অসাধারণ। কিন্তু আমাদের এই দিকে দেওয়া হয় তবে এতগুলো না একসাথে। অসম্ভব সুন্দর হয়েছে ডালা এর ডেকোরেশন। অসংখ্য ধন্যবাদ আপনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি এবং সুন্দর মুহূর্ত এর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা এবং ভালোবাসা অবিরাম।

ওয়াও প্রত্যেকটা ডালা সাজানো জাস্ট অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। 120 টা ডালা সবগুলো মনে হয় এ রকম অসাধারণভাবে সাজানো হয়েছে। সত্যি খুব চমৎকার ডালা সাজানো হয়েছে। আমি এর আগে কখনো এতো সুন্দর ডালা সাজানো দেখিনি সত্যিই অসাধারণ হয়েছে দাদা আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ডালা সাজানো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ডালা সাজানোর বাকি ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় থাকলাম।

বিয়ের তত্ত্বের ডালা গুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। দাদা আপনার এই ফটোগ্রাফির গুলো দেখে ডালা সাজানোর সুন্দর আইডিয়া গুলো পেলাম। দুটি রুমাল দিয়ে প্রেমের প্রতিমূর্তি রাধা-কৃষ্ণের স্ক্যাল্পচার তৈরী খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। নারিকেলের পাতা শলাকা গুলো দিয়ে খুব সুন্দর একটি ময়ূরপঙ্খী তৈরি করা হয়েছে। একদম ইউনিক ইউনিক আইডিয়া গুলো পেয়ে গেলাম আজকে। আমার আরও একটি জিনিস বেশি ভালো লেগেছে সেটা হল পদ্ম ফুল তৈরি। পদ্মফুলটি দেখতে একদম বাস্তবের পদ্ম ফুলের মতোই লাগছে। সবকিছু একদম সাজানো গোছানো এবং পরিপাটি। প্রত্যেকটি ডালা অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। বিয়ের তত্ত্ব পাঠানোর জন্য সুন্দর করে ডালা সাজানো হয়। তবে এই ডালা গুলো সাজানো একদম ইউনিক ছিল। আর আইডিয়াগুলো চমৎকার ছিল। প্রতিটি ডালা সাজানোর মধ্য নতুনত্ব রয়েছে। দাদা আপনি দারুন কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আমার। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি দাদা পৃথিবীতে না জানি কত অজানা কিছু এখনো রয়ে গেছে তা বলে উঠতে পারছিনা। আপনি ঠিকই বলেছেন তত্ত্বের ডালা গুলো দেখেই চোখ জুড়িয়ে গেছে। এত অপরূপ শিল্পকর্মের ছোঁয়া এতে রয়েছে যা কল্পনা বিহীন। আপনি অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আমার পক্ষে যদিও সম্ভব নয় তবুও বলছি জাস্ট অসাধারণ ছিল প্রতিটি তত্ত্বের ডালা। আশাকরি আপনার বাকি 120 টি তত্ত্বের ডালা দেখার ইচ্ছা পোষন করছি। এবং কি সেই সাথে বিস্তারিত, আপনার জন্য ভালোবাসা অবিরাম দাদা।

প্রতিটি বিয়ের তত্ত্বের ডালা বেশ চমৎকার ছিল।
বিশেষ করে তোয়ালে দিয়ে এতো চমৎকার কিছু তৈরি করা যায় ভাবাই যায় না। সবচেয়ে আকর্ষণীয় লাগছে তোয়ালে দিয়ে কৃষ্ণ মূর্তি।
এগুলো তো শুধু মাত্র একটি উপহার নয় দুটি পরিবারের মিলন সন্ধি ♥️

ডালা গুলো সত্যি অসাধারন ছিলো দাদা। বিয়ে মানেই তো আনন্দ। আমাদের এখানে দেখা যায় ডালাতে নানান ধরনের জিনিশ থাকে। আবার দেখা যায় লাগেজ এ করেও অনেক জিনিশ পত্র পাঠানো হয় কন্যার বাড়িতে। কয়েক বার বিয়ের বাজার করতে গিয়েছিলাম। বিরক্তি ধরে যায়। এত্তো এত্তো জিনিশ কেনা হয়।

বাহ্ দেখতে চমৎকার লাগছে বিয়ে তত্ত্বের ডালা।আপনার পুরনো কিছু ফটোগ্রাফি যা আগে কখনো দেখা হয়নি। বিশেষ করে এই ধরনের বিয়ে তত্ত্ব এখন আর দেখা যায় নাহ।শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।😍😍

  • বিয়ের ডালার ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে দাদা, প্রত্যেকটি ফটোগ্রাফি একদম প্রফেশনাল লেভেলের হয়েছে এবং সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষ ডালাগুলোর ফটোগ্রাফি অনেকটা অসাধারণ ছিল সেই সাথে কৃষ্ণের মূর্তি গুলো অনেক চমৎকার লাগছিলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য দোয়া রইল।

একটা বিয়েতে ১২০ টা ডালা সাজানো হয়েছে. এই কথাটি শুনে আমি অবাক।আসলেই বিয়েটা খুবই বড় আয়োজন হয়েছিল, ২০১৭ সালের ৪ ডিসেম্বর জানিনা এই বিয়েটা কার হয়েছিল,জানতে খুব ইচ্ছা করছে। তবে বিয়েতে প্রচুর পরিমাণে মজা হয়েছে এবং খুবই বিশাল আয়োজন এর সুন্দর ডালা সাজানো হয়েছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো,এই আশায় রইলাম। আপনি খুবই সুন্দর ভাবে আটটি ডালার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা ।

বিয়েটা ডালা গুলো খুবই সুন্দরভাবে সাজানো। এত সুন্দর ভাবে বিয়ের ডালা সাজানো হয় আমি দেখে অবাক হয়ে গেছি। বিশেষ করে প্রথম ছবিটি খুবই সুন্দর ভাবে এই ধাঁধাটি সাজানো হয়েছে। প্রত্যেকটা ডালা খুব যত্ন করে ভাবে সাজানো হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই সুন্দর ডালা সাজানো দেখতে পাচ্ছি। বিয়ের ডালা গুলো সাজানোর পরিবেশন খুবি সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বিয়ের তত্ত্বের ডালা যে এত বৈচিত্র্যময় হতে পারে ধারণাই ছিল না। যদিও আমার হিন্দু ভাইদের বিয়েতে অংশগ্রহণ করার তেমন একটা সুযোগ হয়নি। যে দু একটা করেছি সে গুলোতেও তত্ত্বের ডালা অত ভালোভাবে লক্ষ্য করিনি। মাস্টারপিস সহ সবগুলো দেখার অপেক্ষায় রইলাম

একটি পোস্ট কে কিভাবে আকর্ষণীয় করা যাবে এই বিষয়টিতে আপনি ১০০/১০০দাদা। আপনি অনেক সাজানো-গোছানো এবং চিন্তাশীল।তবে দাদা আপনার একটা বিষয় আমাকে অবাক করে দেয়। আপনি ছোট্ট একটি বিষয় দিয়ে অনেক বড় কিছু বোঝাতে পারেন।

বিয়ের সামগ্রী গুলো সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। বিয়ের কসমেটিক্স বক্সে থাকা বিভিন্ন সামগ্রী গুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সুন্দর মুহূর্তের মধ্যে একটু সময় বের করে কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা 💚

দাদা ১২০টি ডালা কি এক বিয়ের?
বিয়েতে এই ডালা সাজানোটা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফির ডালা গুলো একটু বেশিই সুন্দর। এরকম সুন্দর ডালা সাজানো আমি আগে কখনও দেখিনি। আপনার ফটোগ্রাফির জন্য ডালাগুলো আরো বেশি সুন্দর লাগছে তা আমি জানি।
আমার কাছে ৩ ,৪ও ৫ নম্বর ডালাটি অসাধারণ লেগেছে। রুমাল বা তোয়ালে দিয়ে অনেক কিছু বানানো দেখেছি। কিন্তু এইগুলো একেবারে এন্টিক ছিল। তাছাড়া নারিকেল পাতার শলাকা দিয়ে চমৎকার ময়ূরপঙ্খী বানিয়েছে। যে এগুলো বানিয়েছে তার প্রতিভা আছে বলতে হবে।
এগুলোই এত সুন্দর আর আপনার মাস্টারপিস কেমন হবে সেই চিন্তা করছি। অপেক্ষায় রইলাম।

ওয়াও দাদা সত্যিই অসাধারণ, প্রতিটি ডালা মনমুগ্ধকর ভাবে ডেকোরেশন করা হয়েছে। আমাদের এই এদিকে বিয়েতে তত্ত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু সেফ সাধারণভাবে শুধুমাত্র কয়েকটি ডালাতে সামর্থ্য অনুযায়ী তত্ত্ব দিয়ে থাকে। অপরদিকে বিয়ের তত্ত্বের ডালা গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, এমনকি প্রথমবারের মতো এরকম তত্ত্বের ডালা আমি দেখতে পেলাম। আমার কাছে আরো বেশি মনমুগ্ধকর লেগেছে প্রতিটা তত্ত্বের বরণডালা মধ্যে ওই তত্ত্ব দিয়ে ডেকোরেশন এর বিষয়টি। শুভকামনা রইল দাদা আপনার পরিবারের জন্য, ভালোবাসা অবিরাম দাদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUnoXK2rJ9fchCvkijma5eum6SfFDG6F3ThHBmZYFWrAE8tGE1cxiaV97vDmMDSRLQVENsLecyhM8uhcxgQcjkTQ.jpeg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovu2L5vPdUHsSDEmBrBKuNak72suQbBg6EwLB1Eyb14bjSLECwmPk1wddX11m8Z74FDQbSBWnr6kQ3c2ZHKQuY9QS.jpeg

বিয়ের তত্বের ডালাটি আমার মনে হয়, হিন্দু সম্প্রদায়ের লোকাচার।
আমাদের বিয়ের বেলাতেও এমন সাজানোর রেওয়াজ ছিল।এখন শুধু শহর কেন্দ্রিক কিছু দেখা যায়। গ্রাম থেকে বিলিন হতে চলেছে।
সুন্দর ফটোগ্রাফি ছিল। বাকি গুলোও দেখার অপেক্ষায়........

অও,বিয়ের তত্ত্বের ডালাগুলি তো ভীষণ চমৎকার ও আকর্ষণীয় ছিল।দেখে ভীষণ ভালো লাগলো।এই সকল সুন্দর মুহূর্তগুলি খুবই সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে রেখেছেন।প্রত্যেকটি কাজ অত্যন্ত নিপুনতার ও দক্ষতার সঙ্গে করা হয়েছে।ধন্যবাদ দাদা।

অসাধারণ ফটোগ্রাফি দাদা। প্রত্যেকটি ফটোগ্রাফি একেক রকম অনুভূতি প্রকাশ করেছে। আমার সবথেকে ভালো লেগেছে সাদা রুমাল দিয়ে বানানো হাতিটি। আপনি বরাবরই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আর বিয়ে বাড়িতে এতগুলো ডালা সাজানো হয় তা জেনে আমার আরো ভালো লাগলো। 🥰

দাদা আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই সুন্দর ডালা সাজানো দেখতে পাচ্ছি। বিয়ের ডালা গুলো সাজানোর পরিবেশন খুবি সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ, প্রতিটি ডালা যা শোভা পেয়েছে তা অত্যাশ্চর্য হয়েছে। ফটোগ্রাফি চমৎকার ছিল, এবং সামগ্রিক চেহারা আনন্দদায়ক ছিল. সমস্ত 120 টি শাখা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে বলে মনে হচ্ছে, এবং এটি বোর্ড জুড়ে সত্য। আমি এটা চমত্কার বিশ্বাস করি. ভাই, এত সুন্দর করে সাজানো ডালা এই প্রথম দেখলাম। এটা দেখে আমার দম বন্ধ হয়ে গেল। আমাদের সাথে এই চমত্কার ফটোগুলি ভাগ করার জন্য আমরা দাদার কাছে কৃতজ্ঞ। আমি ডালা সজ্জার বাকি ফটোগ্রাফ দেখার অপেক্ষায় ছিলাম। শুভকামনা

আমি এরকম বিয়ের তত্ত্বের ডালা কখনোই দেখেনি।দাদা আপনার ছবিগুলো দেখে অসম্ভব ভালো লেগেছে। একেকটা তত্ত্বের ডিজাইন অসম্ভব সুন্দর। আমি চিন্তা করলাম আটটা তত্ত্বের ডিজাইন যদি এরকম হয়। তাহলে ১২০ টা তত্ত্বের ডিজাইন কিরকম হবে। ভাবতেই যেন মাথা ঘুরতেছে। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

অসাধারণ বিয়ের তত্ত্বের ডালাগুলো। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিমূর্তি রাধা-কৃষ্ণের স্ক্যাল্পচার বেশি ভালো লাগছে। পদ্মফুলের ডিজাইনও অসাধারণ ছিল। সব ডালাই ভিন্ন ভিন্ন ডিজাইনে সাজানো, আমার তো এখনি বাকি ডালাগুলো দেখতে ইচ্ছে হচ্ছে। অপেক্ষায় রইলাম বাকি ডালাগুলো দেখার।
ভালো থাকবেন, দাদা।

প্রতিটা জিনিস এতো সুন্দর হয়েছে যে কি আর বলবো!!এই যে নারিকেল পাতার শলাকা দিয়ে যে ময়ূরপঙ্খী তৈরি করেছে জিনিসটা দেখে বোঝাই যাচ্ছে না! এতো সামান্য জিনিস দিয়ে এতো কঠিন একটি জিনিস তৈরি করা হয়েছে। এর পরে যে সাদা টাওয়াল দিয়ে হাতের আর্টটা করা হয়েছে তা তো আরো বেশি অপরূপ!! কোনটা ছেড়ে কোনটা প্রশংসা করবো জাস্ট দারুন লাগছে দেখতে!

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWuFJM6nEvYuf1Jce6fMLo11uLD4CDaecKJMSU6eJ4YRmZT3hq1s4t7cYxX8hg4AkKMoSaAfzmnPzYXUBJPKY3UA.jpeg

নারিকেল পাতার শলাকা দিয়ে ময়ূরপঙ্খী তৈরী করা হয়েছে । দেখতে সত্যি অসাধারণ হয়েছে।

দাদা আপনি বিয়ের তত্ত্বের ডালার চমৎকার ডেকোরেশন এর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগলো। তবে আমার সব থেকে নারিকেল পাতার শলাকা দিয়ে ময়ূরপঙ্খী এটি বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা এগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য শুভকামনা রইলো আপনার জন্য।

এর ঐতিহ্য উত্তেজনাপূর্ণ। এখানে দক্ষিণ আমেরিকায় আমাদের বিবাহের ঐতিহ্য নেই, আমরা শুধুমাত্র একটি কেক এবং পানীয়ের সাথে একটি পার্টি উদযাপন করি এবং যে দম্পতিরা তাদের বার্ষিকী উদযাপন করছেন তারা যে উপহারগুলি পান।

আমি আপনার ধারাবাহিকতা এবং ঐতিহ্য পছন্দ করি, যাইহোক আমি আশা করি যে আপনার বিবাহ স্থায়ী হবে এবং ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দেন কারণ আপনি এবং আপনার স্ত্রী উভয়েই মহান ব্যক্তি যারা সর্বোত্তম প্রাপ্য।

বিয়ের বরণডলার সুন্দর ফটোগ্রাফি করেছেন।প্রতিটি ছবি অনেক ভালো লেগেছে আমার কাছে।বরণ ডালা এমনিতেই অনেক সুন্দর হয়।তার উপর আপনার ফটোগ্রাফিতে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।যদিও অনেক গুলো ছবির মধ্যে মাত্র ৮টি আলোকচিত্র আমাদের সামনে প্রদর্শন করেছেন।আরো মাস্টারপিস ছবিগুলো দেখার জন্য অপেক্ষায় রইলাম।ভালোবাসা নিবেন সব সময়।

বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের তত্ত্ব সাজানো হয়। তত্ত্ব সাজানোর ডেকোরেশনগুলো দেখতে খুবই ভালো লাগে। একদম সুন্দর করে গুছিয়ে এই উপহার গুলো পাঠানো হয়। দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে যে তত্ত্বের ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেগুলো সত্যিই অসাধারণ। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কারো জন্য উপহার পাঠানো বা তত্ত্ব পাঠানো যদি একটু সাজানো-গোছানো হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। সাদা টাওয়াল দিয়ে সুন্দর একটি হাতির আকৃতি তৈরি করা হয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আইডিয়া গুলো একদম নতুন। এছাড়া লাল দোপাট্টা দিয়ে দারুণভাবে লাভ তৈরি করা হয়েছে। লাল দোপাট্টার সাথে ভালোবাসার একটি গভীর সম্পর্ক রয়েছে। কারণ লাল রং দেখলেই ভালোবাসার কথা মনে পড়ে যায়। আর সেই লাল দোপাট্টা দিয়ে সুন্দর একটি ভালোবাসার চিত্র তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। দাদা আপনার পোষ্টের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়াগুলো দেখতে পাই। দারুন দারুন ফটোগ্রাফি দেখতে পাই। তবে আজকের তত্ত্ব পাঠানোর সুন্দর ডিজাইনগুলো আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দাদা দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

দাদা দিলেন তো পুরনো অনুভূতিটা আবার জাগ্রত করে, এইডা কিছু হলো। হ্যা, এটা সত্য বাঙালি সংস্কৃতিতে এই বিয়ের তত্ত্বের ডালাটা এখনো ঠিক মতো টিকে আছে, বেশ আনন্দ এবং হই চৈ এর সাথে। তবে এতো 120 রকমের ডালার কথা শুনে বেশ আগ্রহ অনুভব করছি, সবগুলো দেখার জন্য।

একটা মাস্টারপিস ছিল , শুধুমাত্র মাছের আঁশ দিয়ে তৈরী ।

শুনেই বুঝা যাচ্ছে এটা একদম মাস্টারপিছ, বানাতে মনে হচ্ছেবেশ কষ্ট করতে হয়েছিলো।

দাদা আজ আপনি দারুন একটা জিনিস শেয়ার করে আমাদের দেখিয়েছেন। এই ধরনের শিল্প কাজ আমার ভীষণ ভালো লাগে।বিয়ের তত্ত্বের প্রত্যেকটি ডালা অসাধারণ লাগছে। প্রত্যেকটি ডালা একদম নতুনত্ব খুবই ইউনিক।আমার কিন্তু বেশ ভালোই হলো, বেশ দারুন একটা আইডিয়া পেয়ে গেলাম। ভাবছি নিজের বিয়েতে ভালোলাগার তত্ত্বের ডালা গুলি এইভাবে করবো 🤭🤭। বিশেষ করে নারিকেলের পাতার শলাকা দিয়ে ময়ূরপঙ্খী, রুমাল দিয়ে রাধাকৃষ্ণের স্কাল্পচার, লর্ড কৃষ্ণের আর্ট আমার দারুন লেগেছে।অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা শিল্প কাজ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।অনেক শুভকামনা রইলো আপনার জন্য। পরবর্তী তত্ত্বের ডালাগুলোর ফটোগ্রাফি দেখার জন্য অপেক্ষায় রইলাম।

  ·  3 years ago (edited)

বিয়ে হচ্ছে একটি পবিত্র বাঁধন। এই বাঁধন সারা জীবনের। বিয়ের দিন গুলো অন্যান্য দিন থেকে একটু আলাদা হয়। সেই দিনগুলো নতুন জীবনে প্রত্যাবর্তনের সময়। দুটি হৃদয় যেখানে একসাথে মিলিত হয়। দাদা আপনার বিয়েতে ১২০ টা ডালা সাজানো হয়েছে। আমি লেখাটা দেখে একেবারে আশ্চর্য হলাম। এত বড় আয়োজন হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। যাইহোক সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে ভালো রাখুক। আপনাদের বন্ধন মৃত্যু পর্যন্ত যেন অটল থাকে। আপনাদের পরিবারে যেন সবসময় সুখ শান্তি অনাবিল হাসি বিরাজমান থাকে সৃষ্টিকর্তার কাছে এইটুকু চাওয়া। ভালো থাকবেন দাদা।

এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খুবই সুন্দর সুন্দর ডালা এই গুলো। ডালা গুলো অবশ্যই ঐতিজ্য বহন করছে। আর আপনি সব কিছুই খুব সুন্দর করে উপস্থাপন করেন আমাদের সামনে। শুভ কামনা আপনার জন্য। ধন্যবাদ

বিয়ের তত্ত্বের ডালা তৈরি করা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অবাক করার মত ছিল।সত্যি আমারও অনেক অসাধারণ শৈল্পিক ডিজাইন মুগ্ধ করেছে। আসলে আমি আজকে প্রথম দেখলাম এরকম কিছু। মাছের আঁশ দিয়ে যে মাস্টারপিস তৈরি করা যায় অবাক আমি অসাধারণ। বিয়ের কনের প্রসাধনী সামগ্রী গুলো খুব ভালো প্যাকেটিং ছিল। থার্মোকল কেটে সুন্দর একটি পদ্মফুল তৈরি করা হয়েছে। আসলেই মুগ্ধ হয়ে গেলাম।

ছবিগুলো খুব সুন্দর দাদা, আসলে আমরা এসব জিনিসপত্র টিভিতে দেখতেই অভ্যস্ত। কারণ কোনো হিন্দু সম্প্রদায়ের বন্ধুদের বিয়েতে যাওয়া হয়নি। শুধুমাত্র শুনেছি,বিভিন্ন রকম জিনিসপত্রকে এভাবে তত্ব আকারে সাজাতে হয়। আপনার ছবিগুলোতে নতুন ধরনের শিল্প দেখলাম৷ খুব সুন্দর সবগুলো। বাকি ১২০ টি ছবিই দেখার অপেক্ষায় থাকবো দাদা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

দাদা অসাধারন জিনিস দেখালেন জীবনেও দেখিনি এমন বিয়ের ডালা গুলো।আমাদের এখানে যে গুলো দেখা যায় ।সেগুলো খুব নরমাল এখন করে ইউনিক ভাবে সাজায় না ।প্রতিটি বিয়ের তত্বের ডালগুলো নজরকরা জ্বলজ্বলে ।আপনার মাধ্যমে দেখার ভাগ্য হলো এমন মনকরা জিনিস দাদা ।আরও দেখার আগ্রহে রইলাম ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর জিনিস দেখানোর জন্য ।

দাদা আপনি একদম ঠিক বলেছেন ফটোগ্রাফিক গুলো ছিল সত্যি অসাধারণ এবং এর পেছনে যে কারিগর তার বুদ্ধিমত্তা তার সৃজনশীলতা, তার দক্ষতা প্রশংসা অবশ্যই করতে হবে। এতো নিপুণভাবে বিয়ের ডালা সাজিয়েছে যা সত্যি মনমুগ্ধকর। আপনার পরবর্তী মাস্টারপিস ফটোগ্রাফি গুলোর জন্য অপেক্ষা করলাম।

এত দারুণ সাজানো ডালা! আমি মুগ্ধ। থার্মোকলের পদ্ম,টাওয়েল দিয়ে রাধাকৃষ্ণ খুবই ইউনিক,সবচেয়ে
বেশি ভালো লেগেছে নারিকেল পাতার শলাকা দিয়ে
ময়ূরপঙ্খী।

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা।আসলে বিয়ে বিষয়টা খুব সাজগোজ এবং ধুমধামের মাধ্যমেই সম্পন্ন হয়।বরণ ডালায় বিয়ের পণ্যগুলো সাজানো গোছানো থাকে।বরণ ডালা এমনিতেই অনেক সুন্দর হয়।আপনার আলোকচিত্র গুলো অনেক আগের হলেও খুব সুন্দর ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

বিয়ের সকল তত্ত্বের ডালার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। সবগুলো জিনিসের সাজানো যেনো মনটাকে ছুয়ে যায়। তবে, আমাদের বিয়েতে এতো সুন্দর ভাবে তেমন একটা সাজানো হয় না । সকল জিনিসগুলো তৈরিটা অসাধারণ ছিল। তবে শেষের ময়ূরপঙ্খীটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।

এতো সুন্দর একটা পোষ্ট দাদা, আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দাদা
,এই সব কি আপনার বিয়ের ডালা!তবে সত্যি বলতে আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর ।দেখতে বেশ চমৎকার লাগছে।আপনার প্রতিটি ফটোগ্রাফি সাথে এক একটি কারন পরিস্ফুটিত হচ্ছে।দাদা আপনার ফটোগ্রাফির মধ্যে আমার রাধাকৃষ্ণের প্রেম ছবিটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা কিছু পুরনো স্মৃতি আমাদের সবার শেয়ার করার জন্য।

বিয়ে মানেই দুটি মানুষের মিল বন্ধন।যা ঈশ্বর প্রদত্ত। আজ আপনি আপনার নিজের বিয়ের কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আসলে আমি মুগ্ধ,কারন আমি এই ধাঁচের ডালা দেখি নাই,যা একবারে অন্নরকম।দেখে খুব ভাল লাগ্ল।ধন্নবাদ দাদা আপনাকে এত সুন্দর ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের বাঙ্গালীদের সংস্কৃতি যে এখনও আছে টা দেখলে বোঝা যায়।

সত্যিই অসাধারণ একটি ঐতিহ্যের ডেকোরেশন দাদা সত্যি বলতে এমন ডেকোরেশন এখন আর চোখে পরেনা, আপনার মাধ্যমে এত সুন্দর সুন্দর ডেকোরেশন গুলো দেখে খুবই আনন্দিত লাগছে। আশাকরি খুব শীঘ্রই বাকি পিক গুলোও আমাদের সাথে শেয়ার করবেন দাদা।

দাদা আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। আমার কাছে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে সবথেকে ভালো লেগেছে বর এবং কনের যে মূর্তিটি রয়েছে সেটি। এর আগে কোনদিন এই ধরনের বিয়ের তত্ত্ব দেখার সুযোগ হয়ে ওঠে নাই।

আসলে দাদা অসাধারণ বিয়ের ডালা সাজিয়েছিলেন ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে।আমাদের দুই বাংলার অনেকটা মিল রয়েছে বিয়ের সাজসজ্জার মধ্যে।আপনার ফটোগ্রাফির মধ্যে সব ফটোগ্রাফি আমার সুন্দর লেগেছে ।সবকিছু ইউনিক ইউনিক জিনিস দিয়ে তৈরি করা এজন্যই দেখতে অনেক ভালো লাগছে দাদা। নারিকেল পাতার শলাকা দিয়ে ময়ূরপঙ্খী এটা আমার বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা। ♥️♥️💯

দাদা সত্যিই আপনি খুব অসাধারণ ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় প্রশংসনীয় হয়ে থাকে। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে রুমাল দিয়ে প্রেমের প্রতিমূর্তি রাধা-কৃষ্ণের স্ক্যাল্পচার তৈরীটি

তত্ত্ব গুলো একদমই ভিন্ন। রুমালের রাধা কৃষ্ণ খুবই Cute লেগেছে আমার 😍। রুমাল দিয়ে এতো সুন্দর রাধা কৃষ্ণ বানিয়েছে। আহা!

বিয়ের ডালা সাজানো দেখতে কিন্তু সত্যিই চমৎকার লাগে। এত সুন্দর করে সবগুলো পরিবেশন করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে।দুটো রুমাল দিয়ে রাধাকৃষ্ণ আবার একটি সাদা তোয়ালে দিয়ে তৈরি করা হয়েছে হাতি ।সবগুলোর ডালা সাজানো সুন্দর হয়েছে কিন্তু এই দুটি আমার কাছে খুব অসাধারণ লেগেছে।আসলে বিয়ের ডালা সুন্দর করে সাজিয়ে দিলে কি পাঠানো হয়েছে এটা থেকে পরিবেশন টাই মুখ্য হয়ে ওঠে । আপনার ফটোগ্রাফির মাধ্যমে আরো সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ এত সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ দাদা জাস্ট অসাধারণ আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সব সময় সুন্দর হয়। দাদা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নারিকেল গাছের শলাকা দিয়ে ময়ূরপঙ্খী তৈরীর ডালাটি। খুবই নিখুঁতভাবে এটি তৈরি করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ্ দাদা সত্যি অনেক সুন্দর ছিলো। তবে আশা করি পরে ছবি গুলো আরো ভালো হবে। আর বেশ সুন্দর ছিল আপনার পোস্টটি দাদা, তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দাদা।

এতো সুন্দর লাগছে যা কথায় প্রকাশ করা যাবেনা। এতো সুন্দর ফটোগ্রাফি সত্যই এক কথায় মনোমুগ্ধকর পদ্মফুলের টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এগুলো আমাদের মাঝে দেখানোর জন্য ধন্যবাদ

বিয়ের তত্ত্বের ডালা গুলো দেখতে অতি চমৎকার লাগছে। নারিকেল পাতার শুকনো শলাকা দিয়ে ময়ূরপঙ্খী তৈরি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও বিয়ে তত্ত্বের আটটি ডালার ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অসাধারণ সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

একটা বিয়েতে ১২০ টা ডালা সাজানো হয়েছে. এই কথাটি শুনে আমি অবাক।আসলেই বিয়েটা খুবই বড় আয়োজন হয়েছিল, ২০১৭ সালের ৪ ডিসেম্বর জানিনা এই বিয়েটা কার হয়েছিল,জানতে খুব ইচ্ছা করছে। তবে বিয়েতে প্রচুর পরিমাণে মজা হয়েছে এবং খুবই বিশাল আয়োজন এর সুন্দর ডালা সাজানো হয়েছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো,এই আশায় রইলাম। আপনি খুবই সুন্দর ভাবে আটটি ডালার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা

Wow

Very beautiful and Traditional work

waaaaaaw extra

WoW
Really Amazing Thing

দাদা দারুন ছিল বিয়ের তত্বের ছবি গুলো । বিয়ের তত্ব তো বিয়ের আগে পাঠিয়ে দেয় এখানে। কত কিছু দেয়। রাধা-কৃষ্ণের মূর্তী খুবি সুন্দর । প্রতিটি ছবিতে দারুন ভাবে ফুটে উঠেছে বিয়ের আয়োজনের আনন্দ ঘন মূহুর্ত গুলো কি হতে পারে। ধন্যবাদ।