আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৭ : "ইউনিক মাছের চপ রেসিপি" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ডsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


ঠিক দু'সপ্তাহ পূর্বে ২৫শে মে "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি নামে ৩৭ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির অ্যাডমিন সুমন (@rex-sumon) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । ইউনিক মাছের চপ রেসিপির এই সুস্বাদু কন্টেস্টে সবাই হরেক রকম মাছের বিভিন্ন পদের নিজের হাতে বানানো ইউনিক মাছের চপ রেসিপি শেয়ার করেছিলেন । এবারের কন্টেস্টে সর্বমোট ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।


এবারের কন্টেস্টে বিভিন্ন মাছের মনকাড়া ও অতুলনীয় স্বাদের হরেক রকম চপের রেসিপি দেখে এবং নিজে তার মধ্যে দু'টিকে নিজের বাড়িতেই তৈরী হতে দেখে এবং তার স্বাদ গ্রহণ করে আমি অবাক । আমাদের বাড়িতে তনুজা তৈরী করেছিল দু'রকম মাছের দুটি ভিন্ন স্বাদের চপের রেসিপি। এর মধ্যে একটি ছিল ভেটকি মাছের Baramunda Fish Croquette এবং আরেকটি ছিল লোটে মাছের Bombay Duck Devil। ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতেই জাস্ট অবাক লাগে । এত ভালো ভালো মাছের চপের রেসিপি জীবনে এই প্রথমবার দেখলাম । ধন্যবাদ জানাই তাই সকল পার্টিসিপেন্টদেরকে । তাঁদের সেরাটা এভাবে আমাদের উপহার দেওয়ার জন্য ।


এর পূর্বে কমিউনিটির অ্যাডমিন আরিফ (@moh.arif) মডারেটরদের পক্ষ থেকে যে ১৫০ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৭ : "ইউনিক মাছের চপ রেসিপি"-র সকল পুরস্কার প্রদান ।


পুরস্কার


প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৫০ স্টিম । এর পরে আমি একটা স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । এবারের স্পেশ্যাল অ্যাওয়ার্ড এ আমি কোনো লিকুইড steem -কে প্রাইজ মানি হিসেবে রাখিনি । তার পরিবর্তে মোট চার জনকে যাঁরা কোনো প্লেস করতে পারেননি কিন্তু যাঁদের মাছের চপের ইউনিক রেসিপি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তাঁদের কোনো একটি এক্টিভ পোস্টে $২৫ করে ভোট প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করি । এটাই হলো বিশেষ পুরস্কার ।


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Contest 37 :: Places & Prizes


SPECIAL PRIZE
https://steemit.com/@tasonya/posts$25 UPVOTE TO EACH
https://steemit.com/@tauhida/posts$25 UPVOTE TO EACH
https://steemit.com/@isratmim/posts$25 UPVOTE TO EACH
https://steemit.com/@bdwomen/posts$25 UPVOTE TO EACH

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Contest 37 :: Prize Distribution


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@tasonya$25 UPVOTEলাইফ স্টাইল:- মাইসুন এর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত
02@tauhida$25 UPVOTE🥔★আলুর ভিন্ন ধরনের একটি ফ্রেন্স ফ্রাই রেসিপি★🥔
03@isratmim$25 UPVOTEনাটক রিভিউ // শামস করিমের "বউ বিভ্রাট" নাটকের রিভিউ
04@bdwomen$25 UPVOTEআমার বাংলা ব্লগ প্রতিযোগিতা সুরমা মাছের স্টার চপ রেসিপি


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ০৮ জুন ২০২৩

টাস্ক ২৮৯ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 73dbc36d9d21e51e1bee8ff08d4e2a9203abdc9a31179066e8ec0823b7388b0d

টাস্ক ২৮৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার@rme "অনন্য ফিশ চপ রেসিপি" এর জন্য বিশেষ পুরস্কার জেতার জন্য অভিনন্দন! আপনার রন্ধনসম্পর্কীয় সৃজনশীলতা এবং উদ্ভাবন সত্যই উজ্জ্বল হয়েছে, বিচারক এবং খাদ্য উত্সাহীদের মনোযোগ আকর্ষণ করেছে। আপনার স্বাদ, টেক্সচার এবং কৌশলগুলিকে এমন একটি অনন্য উপায়ে একত্রিত করার ক্ষমতা প্রশংসনীয়। এই পুরস্কারটি আপনার দক্ষতা, আবেগ এবং রন্ধনশিল্পের প্রতি উত্সর্গের একটি প্রমাণ। চমত্কার কাজ চালিয়ে যান এবং আপনার অসাধারণ রেসিপি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করা চালিয়ে যান। সাবাশ!

সত্যি দাদা, এবারের প্রতিযোগিতা টা বেশ দারুন ভাবে উপভোগ করেছি। তবে আমাদের বৌদির রেসিপিটার নাম শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। পুরো রেসিপি প্রসেসটা ভীষণ ভালো লেগেছিল। দারুন একটা রেসিপি ছিল। আপনার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে ভীষণ ভালো লেগেছে। যারা যারা স্পেশাল প্রাইজ পেয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন।

এবারের আয়োজনটি সত্যি দারুণ ছিলো এবং তার সাথে সাথে বেশ স্বাদের রেসিপির উপস্থিতি ছিলো, সত্যি দারুণ একটা আয়োজন ছিলো। আর দাদার প্রাইজ মানে বাড়তি আনন্দ তার সাথে দারুণ আকর্ষণ, অনেক ধন্যবাদ দাদা সবাইকে দারুণভাবে উজ্জীবিত রাখার জন্য।

এবারের আয়োজনটা অনেক ভালো হয়েছে এবং অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি। আসলে স্পেশাল আওয়্যাড যাদের দিয়েছেন তারা অনেক ভাগ্যবান।

আসলে দাদা এবারে প্রতিযোগিতা খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি। প্রত্যেকে তার সাধ্যমত চেষ্টা করেছে ইউনিট মাছের রেসিপি তৈরি করার জন্য। আর প্রাইজ সে তো খুবই উপভোগ করার মত একটা বিষয়। অবশ্য সেভাবে তার স্বাদ এখন আমি পাইনি। তবে ভবিষ্যতে চেষ্টা করব পাওয়ার জন্য।

আশা করি শ্রদ্ধেয় দাদা, ভালো আছেন? আমার বাংলা ব্লগ কনটেস্ট ইউনিক মাছের চপ রেসিপি এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড দেওয়াতে আপনার প্রতি কৃতজ্ঞ শ্রদ্ধেয় দাদা। আর যারা স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।

দাদা এবারের প্রতিযোগিতার আয়োজনটা কিন্তু খুবই সুন্দর ছিল। তাই জন্য অনেক মজার একটি রেসিপি খেতে পেরেছি। আর তার সাথে সাথে আপনার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে আরও বেশি আনন্দিত হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য। তার সাথে যারা স্পেশাল প্রাইজ পেয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন।

এবারের প্রতিযোগিতায় আমরা মাছের ইউনিক চপ রেসিপি গুলো দেখতে পেয়েছি। সবাই খুব ভালো করেছে। চার জন প্রতিযোগীকে স্পেশ্যাল অ্যাওয়ার্ড প্রদান করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। এভাবে আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

সত্যি দাদা প্রতিযোগিতাটি আমরা অনেক ভালো ভাবে উপভোগ করেছিলাম। আসলে সবাই অনেক ইউনিক রেসিপি তৈরি করেছেন। আর বৌদির রেসিপি সেতো অতুলনীয়। আর যারা স্পেশাল পুরুষ্কার পেয়েছেন তাদের জন্য অভিনন্দন। দাদা আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

মাছের চপের প্রতিযোগিতাটি কিন্তু বেশ ছিল। প্রতিটি রেসিপি দেখে শুধু খেতেই মনে চাইছিলো। আর এর জন্যই দাদা পুরুস্করের ‍পরে আরও কিছু ভালো ভালো রেসিপিতে আপ ভোটও প্রদান করেছেন। এতে করে কিন্তু ইউজার রা বেশ খুশিই হবে। ধন্যবাদ দাদা।

ইউনিক মাছের চপ রেসিপি প্রতিযোগিতায় স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি সত্যি অসাধারণ একটি সিদ্ধান্ত। ইউনিক মাছের চপ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব ইউজারগন আমাদের প্রিয় ফাউন্ডার দাদার পক্ষ থেকে স্পেশাল অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Wow, I am thoroughly impressed by the depth and quality of analysis in this piece of work! The author has clearly done their research and has a deep understanding of the topic at hand. The arguments presented are well-supported and the writing is engaging and easy to follow. It's clear that a lot of time and effort has been put into crafting this piece, and it shows in the final product. Overall, I would say that this is an excellent example of how to approach and effectively tackle a complex topic. Great job!

এই রেসিপি কন্টেস্টে খুব সুন্দর সুন্দর কিছু রেসিপি দেখেছি যা মনে পড়লে এখনো জিভে পানি চলে আসে। 🤤
যারা পুরস্কার পেল তাদের উচিত এখন আমাদের বানিয়ে খাওয়ানো। 😆

সত্যি বলতে দাদা রেসিপি কনটেস্ট হলে যেমন খাওয়া যায় তেমনি অনেক অনেক ইউনিক রেসিপি দেখাও যায়। আর আপনার স্পেশাল রিওয়ার্ড পাওয়া মানে সৌভাগ্যের বিষয়। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এই স্পেশাল রিওয়ার্ড এর এর পোস্টটি তুলে ধরার জন্য।

যা সুন্দর সুন্দর সব রেসিপি যেগুলো সবই আমি বুকমার্ক করে রেখেছি। সময় করে পরবর্তীতে এক এক করে বানাবো। 😁

পুরষ্কৃতদের অভিনন্দন জানাই। 🤗

Sapi88: Fitur bonus adalah elemen tambahan dalam permainan slot online yang menawarkan kesempatan untuk memenangkan hadiah tambahan. Fitur bonus dapat berupa permainan mini, putaran gratis, atau peluang untuk menggandakan kemenangan.

এটা খুব সুস্বাদু দেখায়. সম্প্রদায়ের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ. আমি আশা করি একদিন আমার পরিবারের সাথে এই খাবারটি প্রস্তুত করতে সক্ষম হব।

আসলেই দাদা ইউনিক মাছের চপ রেসিপি কনটেস্ট টি দারুণ একটি কনটেস্ট ছিলো ৷ এই কনটেস্টের মাধ্যমে আমরা অসাধারণ কিছু ইউনিক মাছের চপ রেসিপি দেখতে পেয়েছি ৷ সত্যি বলতে আমিও এর আগে এত ভালো ভালো মাছের চপের রেসিপি জীবনে দেখিনি ৷ আর বৌউদির রেসিপি খেতে যে দারুণ হয়েছে সেদিন ই আপনার কথা শুনে বুঝেছি ৷ যাই হোক , ভালো লাগলো এই কনটেস্ট এর সকল বিজয়ীদের পুরস্কার প্রদান সম্পূর্ণ হয়েছে জেনে ৷ অভিনন্দন সকাল বিজয়ীদের ৷ এবং অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ৷