মালাই চা । অনেকবারই খেয়েছি। তবে, কল্যাণী হাই ওয়ের কাছে পানপুরের একটা টি স্টলে যেমনটি মালাই চা পাওয়া যায় তেমনটি আর কোথাও দেখলুম না। ভারী স্বাদ এখানকার দোকানের মালাই চায়ের।
তবে কি না অনেকটাই দূর হয়ে যায় আমাদের বাড়ি থেকে। যাওয়া আসা 70 কিলোমিটার এর মত হবে । তার মানে এক কাপ চায়ের দামের সাথে আরো 700 টাকার গাড়ির তেল খরচা আছে।
যেতে আসতেও বেশ কিছুটা টাইম লাগে। তা সত্ত্বেও প্রায়ই যাওয়া হয় মালাই চা খেতে। ওই এলাকাতেই আবার আমাদের নিলয়ের শ্বশুরবাড়ি । তাই ওই এলাকার পথ ঘাট সবই নিলয়ের নখদর্পণে।
দোকানের নাম "কৃষ্ণ টি স্টল" । এলাকার সবাই কৃষ্ণদার চায়ের দোকান নামে একডাকে চেনে। খুবই বিখ্যাত দোকান । দোকানের ভিতরে আড্ডা দেওয়ার প্রচুর স্পেস রয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আসে সন্ধ্যায় এখানে আড্ডা মারতে ।
এই দোকানে চা-ই পাওয়া যায় 30-40 রকমের । এছাড়াও আছে হরেক রকমের কফি ও স্ন্যাকস । তন্দুরী চা, লেয়ার চা, দার্জিলিং টি, মালাই চা, পেস্তা কেশর চা, বাদাম লস্যি চা, রাবড়ি চা, লেমন চা, গোল্ডেন টি, অরেঞ্জ টি আরো কত কী!
আমরা শুধু ওই মালাই চা-ই খেতে যাই। মাটির ভাঁড়ে দেয় এই মালাই চা । উপরে পুরু করে থাকে খাঁটি দুধের সর । এক এক কাপ মালাই চায়ের দাম 120 থেকে সাইজ অনুযায়ী 300 টাকা অব্দি আছে । তবে রাবড়ি চায়ের দাম আরো বেশি। কেশর থাকলে মালাই চায়ের দামও অনেকটাই বেশি হয়।
এই চায়ের দোকানে চা খেতে এলে পকেটে কিন্তু মালকড়ি ভালোই রাখতে হবে। চার জন মিলে চা আর স্ন্যাকস নিলে হাজার দুয়েক খসে যেতে পারে।
তবে চায়ের দোকানের আশেপাশের পরিবেশ বেশ মনোরম। পুরো গ্রাম তো তাই প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর । আদিগন্ত খোলা ফসলের মাঠ, রাস্তার দু'ধারের গাছগাছালি, বেশ সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ।
মাঝে মধ্যেই তাই আমরা সবাই মিলে মালাই চা আর প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চলে আসি পানপুরের কৃষ্ণদার চায়ের দোকানে।
পৃথিবীতে কত রকামের খাবার আছে। আমরা কয়টা খাবারের কথাই বা জানি। কৃষ্ণদার চায়ের দোকানের সুনাম এর আগে কারো পোষ্টে পড়েছি বলে মনে হয় না। তবে গতকালকের পোষ্টে কফি হাউজের কথা অন্য এক জনের পোষ্টে শুনেছিলাম। কফির কাপ দেখে আমি রীতিমত অবাক। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার করা সবগুলো পোস্ট থেকে আমরা কোন না কোন কিছু শিখতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি। আপনার করা মালাই চা এর পোস্ট খুবই সুন্দর হয়েছে তবে আমি একটু অবাকই হলাম এর আগে আমি কখনো ৪০ রকম চায়ের কথা শুনি নাই। আপনার পোস্টের মাধ্যমে অনেকগুলো চায়ের নাম জানতে পারলাম এবং দাম গুলো জেনে নিলাম। ধন্যবাদ দাদা আপনার পোস্টি আমাদের মাঝে শেয়ার করে উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একই দোকানে এত প্রকার চাওয়া পাওয়া যায় সত্যিই অবাক হলাম। আমিও অনেক ধরনের চা খেয়েছি কিন্তু মালাই চা কখনো খাওয়া হয়নি। যেটা আপনি মাঝে মাঝে এই জায়গাটি এসে আপনার প্রিয় চা উপভোগ করে থাকেন ।সেই সম্পর্কে জানতে পেরে ভালই লাগলো যেখানে নিলয় ভাইয়ের শশুর বাড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চা দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা।এমনিতেই আমি চায়ের পাগল।আর তার উপর মালাই চা।এতো রকমের চা বানায়, বাপরে।আমার তো লিকার গাঢ় করে চা খেতেই বেশি ভালো লাগে।এই চায়ের দোকানের রঙ বেরঙের চা আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি ই এমন পরিবেশে চা খেতে পারলে ভালো ই হতো।কিন্তু এতো দূর আপনার বাসা থেকে।ভালো লাগলো চায়ের এই বিশেষ পোস্টটি পড়ে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! দারুণতো চা’র আইটেম 30-40! শুনেই তো দারুণ পুলকিত অনুভব করছি। তবে এটা সত্য যে, অনেক সময় আমরা পছন্দের খাবার খাওয়ার জন্য খাবারের দামের চেয়ে বেশী খরচা করে ফেলি যাতায়াত ভাড়া বাবদ। আসলে স্বাদ আর পছন্দের ব্যাপারে এসব চিন্তা করে লাভ নেই। চায়ের বর্নণা শুনে খেতে মন চাইছে এখন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দাদা চা তাও আবার ৩০ থেকে ৪০ পদের। শুনেই তো একটু করে চেখে দেখতে মন চাচ্ছে। কথায় বলে না সংখের তোলা 80 টাকা। তাইতো মজার কিছু খেতে হলে একটু একটু খরচ করতেই হবে। তবে মনে হচ্ছে এ দোকানে চা খেতে বেশ স্বাদের হবে। আর তা না হলে কি আর আপনি এত দূর থেকে যেতেন দাদা? তবে মালাই চায়ের জুরি নেই, মালাই চা কিন্তু আমার বেশ প্রিয়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালাই চা দেখেই তো মনে হচ্ছে দারুন খেতে।এজন্যই এতো দূর গিয়ে চা পান করেন আপনারা।যেহেতু অনেক ধরনের চা পাওয়া যায় কৃষ্ণ টি স্টলে ।দোকানটি তাহলে বিখ্যাতই চায়ের জন্য।গ্রামের মাঝে এই অসাধারণ টি স্টল, জেনে অনেক ভালো লাগলো।নিলয় দাদার পরিচিত জায়গাটি তাহলে বেশ উপভোগ করেছেন দাদা সময়টি।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপরে এতো দেখছি চা খেতে গিয়ে কয়েক হাজার টাকা চলে যাবে ঐ দোকানে। আর আপনারা তো চা খেতে গিয়ে আরো সাতশো টাকার তেল ফুরিয়ে ফেললেন। যাইহোক চা এবং পুরো পরিবেশটার যা প্রশংসা করলেন তাতে তো দেখছি এটা ভীষণ পপুলার একটা চায়ের দোকান।
ধন্যবাদ দাদা চা নিয়ে চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? মালাই চায়ের স্বাদ সত্যি খুব অন্যরকম। মালাই চায়ের প্রতিটি চুমুকে অন্যরকম অনুভূতি কাজ করে। মালাই চায়ের স্বাদ ষ অসাধারণ। একবার খেলে বারবার খেতে মন চায়। এতদূরে চা খেতে গিয়েছেন যেন খুব ভালো লাগলো। চা খাওয়ার মজা যদি অন্যরকম হয়। তাহলে দূরে গিয়ে চা খাওয়া কোন ব্যাপার না। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শ্রদ্ধেয় দাদা ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালাই চা আমার খুব পছন্দ। আমার বাসার মোটামুটি কাছাকাছি একটি দোকানে মালাই চা পাওয়া যেতো। খুবই স্বাদ ছিলো সেই মালাই চা এর। অনেক দূর দূরান্ত থেকে মালাই চা খেতে আসতো লোকজন। তবে ইউরোপের একটি ভালো অফার পাওয়ার পর সেই লোকটা বিদেশ চলে যায়। এখন অন্য জায়গায় মালাই চা খাওয়া হয় মাঝেমধ্যে। তবে সেই স্বাদ পাই না এখন। যাইহোক এতো দূর যেহেতু মালাই চা খেতে গিয়েছেন,তাহলে তো খুব স্বাদের হবে অবশ্যই। মাটির পাত্রে দেওয়াতে স্বাদ মনে হচ্ছে অনেকটা বেড়ে গিয়েছে। মালাই চা দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালাই চায়ের স্বাদটা যে কত, তা এত দূরে যেয়ে খাওয়ার কথা শুনে বুঝা যাচ্ছে দাদা।আসলে মালাই চা আমাদের এখানেও পাওয়া যায়। তবে মাটির কাপে পাওয়া যায় না।তবে শহরে পাওয়া যায়। আর দাদা দামটা এখানেও অনেক বেশি।আসলে মাঝে মধ্যে স্বাদের জিনিস দামে ও অনেক দূরে যেয়ে খেতেও মন চায়। অসংখ্য ধন্যবাদ দাদা,মালাই চা খাওয়া স্বাদের অনুভূতি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপ রে বাপ, এত পয়সা খসে গেলে এই চা কি আমাদের মতো সাধারণ পাবলিকের পেটে হজম হবে কি? তাই ভাবছি ভাই, তবে যেভাবে বর্ণনা দিলেন, খাওয়ার বড্ড ইচ্ছে জাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চায়ের বর্ননা শুনে আর ছবি দেখে আমারই বেশ লোভ হচ্ছে, যদিও আমি তেমন চা প্রেমী নই। তবে ভালো ও মজাদার চায়ের কথা শুনলে লোভ সামলাতে পারি না তেমন। যদিও মসলা দিয়ে চা তেমন পছন্দ করি না তবে সর দিয়ে ঘন দুধ আর লিকারের মিশ্রণ বেশ ভালো লাগে আমার কাছে। আসলে ভালো জিনিস খেতে হলে বাসা থেকে দূরে হলেপ খেতে যেতে বেশ ভালোই লাগে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালাই চায়ের নাম শুনেই মুখে পানি এসে গেল।আর দেখতেও তো দারুণ মজার লাগছে।তবে বেশ অবাক হলাম গ্রামের মধ্যেই এত সুন্দর একটা স্টল আছে আর সেখানে সবকিছুরই দামই অনেক।৩০-৪০ রকমের চায়ের কথা শুনে আমাদের ফেনীর চায়ের গ্রামের কথা মনে পড়ে গেল।সেখানে রিমিক্স চা খেয়েছিলাম, বাদামের স্বাদটাই বেশি ছিল,তবে সেটাও মজার।আর যেহেতু নিলয় দাদার শ্বশুরবাড়ী সেখানে সেহেতু বারবার যেতে পারবেন, আর ইচ্ছে হলেই নিলয় দাদা বারবার খেতে পারবে।দারুণ উপভোগ করেছেন মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চায়ের মাটির ভারটা দেখেই তো চা খেতে ইচ্ছা করছে। মাটির ভারের চা গুলো কেন যেন আরো বেশি সুস্বাদু হয়। উপর দিয়ে কি দিয়েছে দাদা? বরফের মত লাগছে। এত বড় সাইজের চা জন্যই দাম একটু বেশি। সুস্বাদু হলে দাম বেশি হলেও খাওয়া যায়। মজাদার না হলে কি ৩৫ কিলো রাস্তা পার হয়ে এই চা খেতে গিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বরফের মতো যেটা দেখতে সেটাই তো মালাই :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত মালাই?
আমারই তো খেতে ইচ্ছা করছে। লোভ লাগলেন দাদা। আমার খুবই পছন্দের মাটির ভাড়ের মালাই চা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কতটা ভালো হলে যাওয়া আসা ৭০০ টাকা খরচা করে মালাই চা খেতে যায় মানুষ!! নিশ্চয় খুবই ভালো মালাই চা, এজন্য এতোদূরে চা খেতে চলে আসেন। সাথে আবার গ্রামের প্রকৃতিটাও উপভোগ করা হয়ে গেল। কৃষ্ণদার মালাই চা খেতে আমারও খুব ইচ্ছে করছে দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালাই চা নামটা শুনেই তো লোভ লেগে গেল। আর দেখেও মনে হচ্ছে সেই টেস্টটি। আমি আবার চা প্রেমি মানুষ তো। মালাই চা খেয়েছি তবে এই চায়ের মত না দেখেই বোঝা যাচ্ছে অন্য রকম একটি স্বাদের অসাধারণ চা। ৪০ রকমের চায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম।ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit