"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী

in hive-129948 •  3 years ago 

logo.png


বিগত বেশ কিছুদিন ধরে আমাদের কমিউনিটিতে নতুন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে । নতুনদের মধ্যে ম্যাক্সিমাম ইউজাররাই সঠিক ভাবে তাঁদের পরিচিতি মূলক পোস্ট (Introductory Post) করেছেন কিন্তু প্রায় সবাই তাঁদের একাউন্ট ভেরিফাই করতে ব্যর্থ হয়েছেন । আপনার পরিচিতি মূলক পোস্টটির মাধ্যমে আপনি খুব সহজেই "আমার বাংলা ব্লগে" নিজের ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন, তার জন্য আলাদা করে ভেরিফিকেশন পোস্ট করার দরকার নেই । জাস্ট কয়েকটি নিয়ম মেনে ইন্ট্রো পোস্টটি করুন আর "আমার বাংলা ব্লগে" ভেরিফাইড মেম্বার হয়ে যান ।


কেন করবেন ভেরিফিকেশন পোস্ট ?

"আমার বাংলা ব্লগ" কোনো fake একাউন্ট থেকে ব্লগিং করা সমর্থন করে না । আমাদের কমিউনিটির প্রত্যেক সাবস্ক্রাইবার-এর একটিমাত্র স্টিমিট আইডির পিছনে একজন মাত্র রিয়েল পারসন থাকা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই ভেরিফিকেশন সিস্টেম চালু করা ।

ভেরিফিকেশন পোস্ট না করলে "আমার বাংলা ব্লগে" পোস্ট curation করা হবে ?

এর উত্তর একেবারেই সিম্পল - "না" । একাউন্ট ভেরিফাইড না হলে ইউজারদের পোস্ট কোনো অবস্থাতেই কিউরেশন করা সম্ভব নয় ।

ভেরিফিকেশন পোস্ট করার নিয়মাবলী :

✯ "Steemit Newcomers" কমিউনিটি অথবা অন্য কোনো কমিউনিটিতে যদি আপনি অলরেডি ভেরিফাইড অথর হয়ে যান তবুও "আমার বাংলা ব্লগে" আপনাকে ভেরিফিকেশন পোস্ট করার মাধ্যমে ভেরিফাইড মেম্বার হতে হবে ।

✯ আপনার রেপুটেশন যদি ৮০ ও হয় কিন্তু "আমার বাংলা ব্লগে" নিউকামার হন তবে আপনার ভেরিফিকেশন পোস্ট করা বাধ্যতামূলক ।

✯ ভেরিফিকেশন পোস্টে স্পষ্ট করে আপনার সম্পূর্ণ ওরিজিনাল নাম, বয়স ও জাতীয়তা উল্লেখ করা বাধ্যতামূলক ।

✯ কোনো অবস্থাতেই ভেরিফিকেশন পোস্টে নাম, বয়স, জাতীয়তা ছাড়া আর কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয় ।

✯ আপনার রেফারারের নাম ও স্টিমিট আইডি প্রকাশ করা বাধ্যতামূলক । এখানে রেফারার বলতে বোঝানো হয়েছে "কার মাধ্যমে আপনি স্টিমিট ও আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন" । যদি কোনো ব্যক্তি বিশেষের সাহায্য ছাড়া স্টিমিট ও আমার বাংলা ব্লগের খোঁজ পান তবে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা আবশ্যক ।

✯ যতটা পারেন বিস্তারিত ভাবে নিজের সম্পর্কে (প্রাইভেসী কভার করে) মেলে ধরুন ভেরিফিকেশন পোস্টে । আপনার স্কিল, পড়াশোনা, শখ, নিজের পূর্বের ব্লগিং অভিজ্ঞতা (যদি থাকে) ও নিজস্ব ক্রিয়েটিভিটি সম্পর্কে বিশদে মেলে ধরুন ।

✯ এক খন্ড সাদা কাগজে নিজের স্টিমিট আইডি, পুরো নাম ও তারিখ সহ "আমার বাংলা ব্লগ" লেখাটি লিখে সেটির সাথে একটি সেলফি তুলুন । এই সেলফিটি পরিষ্কার, হাই রেজল্যুশনের, চোখ অনাবৃত ও মুখের ৮০% visualized হতে হবে । চোখে সানগ্লাস সহ সেলফি গ্রান্ট করা হবে না । আর প্লাকার্ডের ভাষা অবশ্যই বাংলা হতে হবে এবং সম্পূর্ণ নিজের হস্তাক্ষরে । প্রিন্টেড কপি গ্রহণযোগ্য নয় ।

✯ ভেরিফিকেশনের পোস্টটিতে #abb-intro হ্যাশ ট্যাগটি ইনক্লুড করা বাধ্যতামূলক ।

✯ একাউন্ট ভেরিফাইড হওয়ার পরে "ভেরিফিকেশন পোষ্টের" কোনরকমের এডিটিং লক্ষ করা গেলে আপনার ভেরিফিকেশন স্টেটাস রিভোক করা হবে ।অতএব, এ ব্যাপারে এলার্ট থাকুন ।

✯ আপনার ভেরিফিকেশন পোস্টটি পাস করে গেলে আপনাকে "new member" রোল প্রদান করা হবে । এর পরে abb-school থেকে "Level 01" এচিভমেন্ট পাওয়ার পরে আপনাকে "verified member" ব্যাজ প্রদান করা হবে ।

✯ ভেরিফিকেশন পোস্টে পাস করার পরে আপনাকে অবশ্যই আমাদের কমিউনিটির discord সার্ভারে জয়েন করতে হবে । discord সার্ভারে ইনভাইটেশন লিংক : https://discord.gg/5aYe6e6nMW

✯ "আমার বাংলা ব্লগের" ডিসকর্ডে প্রথমেই আপনার স্টিমিট আইডির সাথে ডিসকর্ড আইডি লিংক আপ করিয়ে নেবেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি দেখতে পাচ্ছি যে একজন যাচাইকৃত সদস্য হওয়ার জন্য আমাকে আরও কয়েকটি পদক্ষেপ নিতে হবে। 😫

স্টিমিটের সদস্য হতে পোস্ট করতে কতকত কি করতে হবে তাইতো জানিনা।খুব কঠিন লাগে ব্যাপারগুলো।শুরু হতে শেষ পর্যন্ত কিকি করবো তা কিভাবে জানবো?প্রথমে নিউকামার্স কমিনিউটিতে ইন্ট্রোপোস্ট করতে হবে।তা করেছি।এচিভমেন্ট ১। আর কি কি করবো?আমি জানতে চাই প্রতিটা কমিউনিটি তেই কি ইন্ট্রোপোষ্ট করবো?কখন আমি যেকোন কমিউনিটিতে পোস্ট করতে পারব?আপভোট,কিউরেশন,আরো কতকত নিয়ম বুঝিনা।কোন স্টেপবাই স্টেপ আগাতে হয়।

অনেক গুরুত্বপূর্ণ একটা পোষ্ট করেছেন দাদা। এতে কেউ কোনো রকম ফ্যাক একাউন্ট নিয়ে, আমার বাংলা ব্লগ থেকে কোনো ধরনের সার্পোট পাবে না। এই সকল নিয়মগুলো আমাদের সবাই জানা উচিত।

ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা সময় উপযোগি একটা পোষ্ট করার জন্য। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে নতুনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ বিষয়টি আমার কাছে স্বচ্ছ ও শৃংখলাবদ্ধ বলে মনে হয়েছে। এতে করে নতুনরা অনেক অনেক উপকৃত হবে।

সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন দাদা নতুনদের উদ্দেশ্যে, এই পোস্টটি পেয়ে নতুনরাও উপকৃত হবে এবং আমার বাংলা ব্লগ তার স্বচ্ছতা ধরে রাখতে পারবে।

সেরা নীতিমালা যা আমার বাংলা ব্লগ কমিউনিটি জন্য অনেক ভালো এবং অর্জিনাল মেম্বার পাওয়া যাবে।
অনেক সুন্দর হয়েছে ভাই।এভাবে আমাদের এগিয়ে যেতে হবে।ধন্যবাদ আপনাকে।

তথ্যবহুল পোস্ট। আশাকরি নতুন ইউজারদের জন্য কাজে লাগবে । শুভেচ্ছা রইল সকলের জন্য।

ধন্যবাদ দাদা আপনার এই পোস্টটা থেকে নতুন যারা আসছে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে ভেরিফিকেশন পোস্ট করতে। আর আমাদের সুবিধা হবে নতুন যারা আসছেন তাদেরকে সঠিকভাবে চিনে নিতে।

Top bro

আশা করছি নিয়মগুলো মেনেই সবাই আমার বাংলা ব্লগে কাজ শুরু করার চেষ্টা করবেন। নতুনদের জন্য বিষয়টি আরো সহজ হয়ে গেলো।

চমৎকার সময়োপযোগী একটি পোস্ট। এই পোস্টটি ফলো করলে যে কেউ অনেক সহজেই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ভেরিফাইড হতে পারবে। ধন্যবাদ দাদা কে।

ধন্যবাদ দাদা,আপনার এই পোস্টের মাধ্যমে নতুন ইউজাররা ভালোভাবে পরিচয় পোস্ট করতে পারবে, যার মাধ্যমে সে ভেরিফাইড হবে। খুবই হেল্পফুল একটা পোস্ট।

নতুনদের জন্য খুবই উপকারী পোস্ট। অনেকেই কিভাবে ভেরিফাইড মেম্বার হবে বুজতে পারে না। এই পোস্টটি তাদের অনেক কাজে দেবে।

এটা খুবই ভালো তথ্য এবং নিয়ম, আমার বাংলা ব্লগে নতুন যোগদান বা অনেকদিন ধরে যোগদান করা, এবং এই নিয়মগুলো পড়ার সময় খুব দরকারী এবং নিয়ম মেনে চলা সহজ।

ধন্যবাদ 🥰🥰

সময়ের সাথে তাল মিলিয়ে, এগিয়ে যাওয়ার নতুন উপায়গুলোর ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। গতির সাথে পথও থাকবে পরিস্কার । এমনটাই সবার কামনা হোক এই, এই আশায়

খুবই সুন্দর ভাবে বুজিয়ে দিয়েছেন দাদা ।নতুন পুরাতন সবার জন্য বিষয়টা এখন সহজ হলো ।ধন্যবাদ দাদা ।

আপনি খুবই সুন্দর ভাবে, নতুন মেম্বারদের উদ্দেশ্যে সুন্দর একটি পোষ্টের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা নতুন মেম্বার এখন সকল নিয়ম খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ 🌹

খুবই সুন্দর ভাবে এই পোষ্টের মাধ্যমে নতুন মেম্বারদের সকল প্রশ্নের উত্তর আপনি বুঝিয়ে দিয়েছেন ।সকল নতুন মেম্বাররা এই পোস্টটি পড়ে আমার বাংলা ব্লগ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে। তাই এই পোস্টটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

  ·  3 years ago (edited)

"আমার বাংলা ব্লগ" কোনো fake একাউন্ট থেকে ব্লগিং করা সমর্থন করে না । আমাদের কমিউনিটির প্রত্যেক সাবস্ক্রাইবার-এর একটিমাত্র স্টিমিট আইডির পিছনে একজন মাত্র রিয়েল পারসন থাকা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই ভেরিফিকেশন সিস্টেম চালু করা ।

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন @rme দাদা। এই বিষয়টি প্রতিটি কমিনিউটির জন্য অনুসরণ করা প্রয়োজন। @amarbanglablog কমিনিউটি এই বিষয়ে শুরুর থেকেই সচেতন। কমিনিউটির উদ্যোগকে স্বাগত জানাই।

এই প্রিয় বাংলা ব্লগে নতুনদের জন্য নিয়ম কানুন সম্পর্কে ব্যাখ্যা এবং বিস্তারিত খুব সহজ ভাবে বোঝা যায়, আমি একজন দীর্ঘ সময়ের সদস্য হিসেবে এই প্রিয় বাংলা ব্লগে এত দিন ধরে একজন সদস্য থাকতে পেরে খুব খুশি বোধ করি এবং সদস্য ছিলাম।

😐প্রথম বার না হলে আবার পোষ্ট করবো? ভেরিভাইড পোষ্ট একটু জানাবেন দয়া করে

নতুন মেম্বারদের ভেরিফিকেশন করার জন্য অসাধারণ একটি সুন্দর নীতিমালা প্রণয়ন করেছেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই চমৎকার ভাবে নির্দেশনাগুলো প্রদান করেছেন দাদা। যেকোনো নতুন ইউজার এই ধাপ গুলো অনুসরণ করলে ভেরিফিকেশন প্রসেস টি খুব সহজে সমাপ্ত করতে পারবে। অনেক ধন্যবাদ বিস্তারিতভাবে শেয়ার করার জন্য যেটা নতুন ব্যবহারকারীদের কে আমার বাংলা ব্লগ কমিউনিটি যে ভেরিফাই হতে এবং একটিভ ব্লগার হিসেবে কাজ করতে অনেক সহযোগিতা করবে।

নতুন সদস্যদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। আমার বাংলা ব্লগে যারা নতুন সদস্য এসেছেন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আমার মনে হয় এই পোষ্টটি তাদের সকল প্রশ্নের একমাত্র সমাধান। আইডি ভেরিফিকেশন সম্পর্কে খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর উপস্থাপন করা হয়েছে। এই পোষ্টটি ভেরিফিকেশন পোষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি নতুন সদস্যরা সকল নিয়ম কানুন মেনে ভেরিফিকেশন পোষ্ট করবে। সকলের জন্য শুভকামনা রইলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ হবে না।নতুন দের জন্য অত্যান্ত সুন্দর কিছু নিয়মাবলী উপস্থাপন করে দিয়েছেন এতে কমিউনিটির মান বজায় থাকবে এবং সুন্দর ভাবে সবাই কাজ করতে পারবে।

এগিয়ে যাক আমার বাংলা ব্লগ,জয় হোক বাংলা ভাষার

নীতিমালা গুলো যদি আমার পরিচয়পর্ব করার আগে পেয়ে থাকতাম তাহলে আমার পরিচয় পর্ব টা খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম। এখন থেকে যারা করবে খুব ভালোভাবে করতে পারবে। দাদা খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন। দাদার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ দাদা ,অনেক সুন্দর ভাবে নতুনদের জন্য বিষয়টি তুলে ধরছেন।এই পোস্টটি পরলে নতুনরাই সহজে বুঝতে পারবে।কীভাবে ভেরিফিকেশন হওয়া যাবে।আমার বাংলা ব্লগে।

অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি কথা আপনি তুলে ধরেছেন। যারা নতুন তারা এখান থেকে সহয়তা পাবে এবং ভালভাবে পরিচয় মূলক পোস্ট করতে পারবে। অনেক ভাল হলো নতুনদের জন্য

আমার বাংলা ব্লগ কমিটিতে যারা নতুন নতুন সদস্য হতে চলেছে তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। এই পোষ্টের মাধ্যমে তারা তাদের ভেরিফিকেশন পোষ্টের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে জানতে পারবে। খুবই তথ্যবহুল একটি পোষ্ট। ধন্যবাদ দাদা নতুনদের জন্য এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন দাদা। ভেরিফিকেশন পোষ্ট করার জন্য অনেকে সঠিক নিয়ম জানেনা। কিন্তু আজকের এই ভেরিফিকেশন পোস্ট এর নিয়ম-কানুন চারে সবাই খুব সুন্দর ভাবে ভেরিফিকেশন পোস্ট করতে পারবে। আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেকটা এগিয়ে যাবে।

এতো সুন্দর একটি পোস্টের জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই।
আমরা জানি আপনি সর্বদা আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য ভেবে যাচ্ছেন, প্রতিনিয়ত ই সকলের প্রতি সাহায্যের দু হাত বাড়িয়ে দিচ্ছেন এর জন্য যতই ধন্যবাদ জানাই ততই যেনো কম হবে। আপনার এই উদ্যোগটি অনেক নতুন ইউজারকের কাজ সহজ করে দিলো।

দাদা সুন্দর ভাবে বুঝিয়েছেন । আসলে যারা নতুন তাদের এই নিয়ম গুলো অবশ্যই জানা উচিত আমি মনে করি।আর তাছাড়া সামনের দিন গুলোতে নতুনদের আগমন আরো ঘটবে। আশাকরি এখন সবাই নিয়মের ছকে ভেরিফিকেশন পোষ্ট করবে। শুভেচ্ছা নিবেন । শুভকামনা রইল।

প্রতিনিয়ত যে ভাবে নতুন ইউজার আসছে তাতে এই রকম নীয়মাবলি একদম সময় উপযোগি ছিল দাদা। নতুন দের জন্য খুব সহায়ক হবে পোস্টটি। আশা করি সবাই নিযমকানুনগুলো যথাযথ ভাবে পালন করবে। আমাদের পরিবারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

আপনার প্রত্যেকটা কাজ সেরাদের মধ্যে সেরা হয়। এই প্লাটফর্মে আপনার মতো একটা মানুষ আমি খুজতে গেলে হয়তো ব্যর্থই হবো।সবাই নিজের সুখের কথা ভাবে কিন্তু আপনি ভাবে অন্যের সুখের কথা যা আমাদের চোখে আপনার অবস্থান অনেক উঁচুতে তুলে দেয়।

বাংলা ব্লগ মানে নতুন কিছু, বাংলা ব্লগ মানে স্বচ্ছতার প্রতীক। বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন বাংলা ব্লগ পরিবারের সাথে সাথে গোটা স্টিমিট দিক নির্দেশনা সৃষ্টি করছে অনেক দিক থেকে। অসংখ্য ধন্যবাদ দাদা ।

সুরুতেই দাদা আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। এ পোস্টটি করার কারনে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং নতুনদের জন্য অনেক সুবিধা হবে। দাদা অনেক সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

নতুনদের জন্য খুবই উপযোগী একটি তথ্যবহুল পোষ্ট।অনেক সুন্দর হয়েছে নিয়মগুলো ।যা স্বচ্ছ রাখতে সাহায্য করবে কমিউনিটিকে।ধন্যবাদ দাদা।

Helpful information. Thanks 👍

ধন্যবাদ ,,
গুরুত্বপূর্ণ পোস্ট এর জন্য. আমি এই খানে একে বারে নতুন, এই পোস্ট এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম.কিন্তুু আমি কিভাবে বুঝব আমি ভেরিফিকেশনে পাশ করেছি?

যারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ে যোগদান করতে চান তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনি এই সম্প্রদায়ের প্রশাসক হিসাবে খুব ভাল কাজ করেছেন। আমি এই মহান সম্প্রদায়ে যোগদান করতে সক্ষম হতে আমার ভূমিকা প্রস্তুত করছি। আমি আশা করি আমি এখানে ভাল অবদান রাখতে পারব এবং নিজের পরিচয় দিয়ে একে অপরকে জানতে পারব।

আলহামদুলিল্লা সবাইকে সন্মানের সাথে কাজ করার স্বীকৃতি প্রদান করার নিয়মগুলো দেখে, অনুপ্রেরণা পেলাম।
আসুন নিয়ম মেনে সবাই, সন্মানের সাথে, মিলেমিশে কাজ করি। এইটুকু বলে--

প্রথমেই অতি দুঃখের সাথে জানাচ্ছি আমার স্টিমিট নিয়ে আরও পড়াশোনা করা দরকার ছিলো যেটা আমি বুঝতে পারি নি 😔

আমার পরিচিতিমূলক পোস্ট এ অনেক কিছু মিসিং আছে যেটা এখন বিস্তারিত জানতে পারলাম

পরবর্তীতে সকল নিয়ম মেনে "আমার বাংলা ব্লগ " এর সাথে সংযুক্ত থাকতে পারবো আশা করছি 🙂

খুবই উপকারী একটি পোস্ট। আমিও আমার ভেরিফিকেশন পোস্ট করার সময় এটাকে যত্নসহকারে ফলো করেছিলাম। এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই বুঝতে পেরেছিলাম কিভাবে কি করতে হবে। এখন আমি লেভেল ওয়ান এচিভমেন্ট পাওয়ার জন্য পোস্ট তৈরী করছি। আমার মত নতুন মেম্বারদের জন্য এমন অতি গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন বলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আমাকে কি অন্য কোনো একটা ভেরিফিকেশন পোস্ট দেখানো যাবে তাহলে পুরো বিষয়টা লিখতে আমার জন্য সুবিধা

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

ধন্যবাদ দাদা, নতুনদেরকে আমার বাংলা ব্লকেএ, পরিচিতি পোস্ট করার নিয়ম সুন্দরভাবে অবগত করার জন্য। অবশ্যই আপনার এই গুরুত্বপূর্ণ পোষ্টের মাধ্যমে সকল নতুন ইউজাররা উপকৃত হবেন। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের বিশাল বড় প্ল্যাটফর্ম এটি। আপনাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন ধরে সকল ধরনের নিয়ম নীতি অনুসরণ করে আজ এতদূর পর্যন্ত। আমিও যেন সকল নিয়ম নীতি অনুসরণ করে, আমার প্রতিভার বিকাশ ঘটাতে পারি। নতুন হিসেবে আশা করি আপনাদের সুদৃষ্টি ও সহায়তা থাকবে। আপনার এই পোস্টের মাধ্যমে নিয়ম মেনে পোস্ট করতে নতুনদেরকে যথেষ্ট সহায়তা করবে।

দারুণ একটা পোস্ট।অনেক কিছু অজানা ছিলো যা আপনার পোস্ট থেকে জানতে পারলাম।আশা করি ভবিষ্যতেও আমাদেরকে আরো তথ্যবহুল কথা বলে সাহায্য করবেন।