Indian Museum ভ্রমণ -পর্ব ৩৬
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৩৫
শুভ সকাল বন্ধুরা,
আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।
চলছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের শেষ পর্ব গুলি । এই পর্বের সবগুলোতেই থাকছে ভারতীয় প্রাচীন antique বস্তুসমূহের প্রদর্শনী । ইতোমধ্যে তিনটি এপিসোডে বেশ কিছু পুরাদ্রব্যের ফোটোগ্রাফি শেয়ার করা হয়েছে । আজকে হলো চতুর্থ পর্ব এন্টিক দ্রব্যের ফোটোগ্রাফির ।
আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :
১. প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি
২. মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল
৩. কাষ্ঠনির্মিত অবসর যাপিত পুরুষ মূর্তি
৪. লৌহ নির্মিত প্রসাধনী আয়না
৫. কাষ্ঠনির্মিত "অসুরদলনী দেবী দূর্গা"-র প্রতিমা
৬. চিনামাটির তৈরী চৈনিক ফুলদানী
৭. চীনা ভাস
তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।
প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি ।এটি খুবই প্রাচীন একটি মূর্তি । একটি প্রস্তরখন্ড কেটে মূর্তিটি তৈরী করা হয়েছে । ধারণা করা হয় মূর্তিটি চন্দ্রগুপ্ত মৌর্য্য সময়কালের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি একটি মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল । কাষ্ঠনির্মিত ড্রেসিং টেবিলটি অসাধারণ কারুকার্যময় । ড্রেসিং টেবিলের দুই প্রান্তে দুটি শুঁড় তোলা হস্তীর প্রতিকৃতি খোঁদাই করা আছে ।আর গোল বেলজিয়াম দামি গ্লাসের ঠিক নিচে রয়েছে দুটি নৃত্যরত ময়ূরের প্রতিকৃতি ।আর আয়নার ঠিক উপরে আছে মিথুনরত দুটি ক্ৰৌঞ্চের প্রতিকৃতি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি একটি কাষ্ঠনির্মিত অবসর যাপিত পুরুষ মূর্তি । মূর্তিটির পায়ের নিচে একটি হস্তী শাবক । এবং এর পিছনে একটি অসাধারণ কারুকার্যময় কাঠের ফ্রেম আছে । ফ্রেমের ঠিক উপরে একটি মুখ ব্যাদান কৃত সিংহের মস্তক শোভিত হচ্ছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি একটি লৌহ নির্মিত প্রসাধনী আয়না । অসাধারণ কারুকার্য শোভিত আয়নাটি । এটি সিংহলের (বর্তমানের শ্ৰীলংকা) এন্টিক বস্তু । এক সময় সিংহল ভারতীয় রাজারাই শাসন করতেন । আয়নাটি তাই ভারতীয় প্রাচীন সভ্যতারই একটি নিদর্শন । আয়নাটির অবস্থান হলো একটি হাতির উপরে বসা মাহুতের ঠিক পিছনে ।আয়নাটির চারিপাশে নানান ধরণের কারুকাজ শোভিত ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সম্পূর্ণ কাঠ কুঁদে কুঁদে নির্মিত এই অসাধারণ ভাস্কর্যটি হলো "অসুরদলনী দেবী দূর্গা"-র প্রতিমা । ফটোটি জুম করে দেখলেই বুঝতে পারবেন অলংকরণের ডিটেলস গুলো । দেবীর দু'পাশে দুই অসুর, আর পায়ের নিচে রয়েছে প্রকান্ড একটি মহিষ । দেবী দূর্গা এক হাত দিয়ে এক অসুর নিধন করছেন আর অন্য হাত দিয়ে মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করছেন শূলাঘাতে । দেবীর বাকি হস্তগুলি নানান ধরণের দিব্যাস্ত্র ধারণ করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি একটি চৈনিক ফুলদানী । চিনামাটির তৈরী এটি । এর গায়ে অসংখ্য সূক্ষ্ণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে । খুবই দামি এই ধরণের প্রাচীন চায়না ফুলদানি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি আর একটি একটি চীনা ভাস । এটিও চিনামাটির তৈরী । এর ভ্যাসটির গায়েও অসংখ্য ফুলের সূক্ষ্ণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে । ১৯ শতকের ভাস এটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
36 নম্বর এপিসোড এ দেখলাম চিনামাটির ভাস।সেইসাথে দেখলাম আরো চৈনিক ফুলদানি।সেইসাথে নানারকম ভাস্কর্য সত্যিই অতুলনীয়।দাদা আপনার পোস্টগুলো দেখছি আর অভিভূত হচ্ছে সত্যিই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি কখনো যেসব জিনিস দেখি নি তা আপনার পোস্ট মাধ্যমে অনেক কিছু দেখতে পারতেছি। এজন্য আমি আপনার কাছে গর্বিত এবং আপনার পোস্টগুলো পড়ে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি। আজকের পোস্ট এ পুরাদ্রব্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সত্যি বলতে দাদা দেখার মত।৷ আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এপিসোড এর প্রত্যেকটি জিনিস অসাধারণ। প্রতিটি জিনিসই খুব আকর্ষণীয়। রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিংটেবিল আসলেই খুব সুন্দর। কারুকাজ গুলো খুবই আকর্ষণীয়। চীনা ভাসটির কারুকাজ টিও অনেক আকর্ষণীয় লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এসব জিনিস গুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি দেখতে খুবই সুন্দর। আসলেই অনেক নিখুঁত ডিজাইন আছে ড্রেসিং টেবিলটিতে।
আর শেষের ভাসটি আরো অনেক সুন্দর। এটি যে মাটির তৈরি তা বুঝাই যায় না।অনেক ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Indian Museum ভ্রমণ -পর্ব ৩৬ এ আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি শেয়ার করেছেন সব গুলোই দামী ও মুল্যবান ছিল । সবগুলো ফটোগ্রাফিই চোখে পরার মতো ।যে সব গুলো বেশি ভাল লেগেছে । সেগুলো :
প্রতিটি পর্বের মতো এটিও দেখে মুগ্ধ দাদা ।আরও অপেক্ষায় থাকবো ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবছিলাম দাদার দেশে যাবো, দেন ইন্ডিয়ান মিউজিয়াম দেখে আসব কিন্তু তা আর হলো না।কেননা দাদা আপনি ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছেন। আপনার প্রতিটা ফটো এবং ফটোর বর্ননা খুবিই ভালো করে প্রেজেন্ট করেন।হয়ত মিউজিয়ামে ফটোর বর্ননা এতো সুন্দর করে দেওয়া নাই যেটা আপনি দিচ্ছেন খুবই ভালো লাগে মিউজিয়াম এর ছবি গুলো দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকের এপিসোডে মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি দেখেই তো আমি অবাক। এটি এখনো এত সুন্দর আর আকর্ষণীয় রয়েছে। আমার তো মনে হচ্ছে তখনকার আমলের কারুকাজ যারা করত তারা অনেক দক্ষ আর অভিজ্ঞতা সম্পন্ন ছিল।নাহলে এত সুন্দর একটি জিনিস কিভাএ তৈরি করত।সত্যিই দাদা অসাধারণ কিছু নিয়ে প্রতিনিয়ত হাজির হন।খুব ভালো লাগে এসব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এগুলো তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এটা আমার মন কেড়ে নিল।এতো সুন্দর ডিজাইন, 😱 আগের রাজাদের আমলের এই আসবাবপত্র গুলো অসাধারণ কারুকাজে তৈরি। দেখেই মন ভরে গেল। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
very good museum, I'm from Indonesia interested to come there
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কারু কাজগুলো আমাকে সব সময়ই অবাক করার সাথে সাথে মুগ্ধ করে তোলে। কি নিখূঁত হাতের কাজ, কতটা দক্ষতার সাথে তারা এগুলো তৈরী করতো, ভাবতেই অবাক লাগে। ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।
প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি টা আমার কাছে খুব চমৎকার লাগছে। দেখেই বুঝা যাচ্ছে খুব নিখুঁতভাবে তৈরি করেছে। সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুলদানির সৌন্দর্য মুগ্ধ করার মতো।আর দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক দামি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিনা মাটির তৈরি চীনা ভাস এবং চৈনিক ফুলদানীর নকশা গুলো খুবই নিখুঁত এবং সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আজকের পোস্ট এর মাধ্যমে আরও অসাধারন কিছু অ্যান্টিক ভাস্কর্য দেখতে পেলাম ।তাছাড়া ভারতীয় প্রাচীন নিদর্শনগুলো ছিল অসাধারণ। আমার সব থেকে ভালো লেগেছে দেবী দুর্গার প্রতিমা । এই প্রতিমা এত সুন্দর কারুকার্য করা যা কল্পনার বাহিরে। প্রতিমার গায়ে অলংকার খচিত যে নিদর্শন প্রদর্শিত হয়েছে তা অবাক করার মত। এত সুন্দর সুন্দর নিদর্শন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সিনা মাটির ফুলদানি দেখে তো মুগ্ধ হলাম দাদা ।এত সুন্দর করে চিনা মাটির ফুলদানির নকশা করা হয়েছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অনেক মুগ্ধ হলাম। চিনা মাটির ফুলদানি দেখে তাছাড়া প্রতিটি মিউজিয়ামের স্মৃতি ভাস্কর্য খুবই ভালো লাগছে দেখতে ।নতুনত্ব কিছু দেখতে কার না ভালো লাগে। পরবর্তী পর্বের জন্য আশায় রইলাম।❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকের পর্বের চিনামাটির ভাস গুলো দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে। অসংখ্য ফুলের সূক্ষ্ম কারুকাজ ও ভাসের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়াও লৌহ নির্মিত প্রসাধনী আয়নাটিও খুব সুন্দর দেখতে। খুবই সুন্দর একটি পর্ব উপভোগ করলাম দাদা। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি অনেক সুন্দর । কি সুন্দর করে রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল তৈরি করে মিউজিয়াম সংরক্ষণ করা হয়েছে সত্যি অনেক সুন্দর । আর চিনা মাটির ফুলদানিটা আমার কাছে ভালো লেগেছে কত সুন্দর করে সেখানে কারুকাজ করা হয়েছে । আপনাকে ধন্যবাদ দাদা আপনার মাধ্যমে অনেকগুলো পুরনো যুগের নিদর্শন দেখতে পাচ্ছি আমরা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের মাধ্যমে খুব সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস গুলো আমরা দেখতে পাচ্ছি। আজকের পোস্টটি অসাধারণ ছিল। বিশেষ করে প্রসাধনী আয়নাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। রানী ভিক্টোরিয়ার আমলের ড্রেসিং টেবিলের কারুকাজ টিও অসাধারণ লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এসব ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"অসুরদলনী দেবী দূর্গা" প্রতিমার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন। দাদা আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর কিছু ভাস্কর্যের ফটোগ্রাফি দেখার সুযোগ পেলাম। এজন্য আমরা সকলে আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। দাদা দারুন সব ফটোগ্রাফি আমাদের সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু সুন্দর ঐতিহাসিক নিদর্শন কিছু সুন্দর কারুকার্যখচিত মূর্তির দেখার সৌভাগ্য হলো এজন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দাদা। প্রত্যেকটি কারুকার্যখচিত ঐতিহাসিক জিনিস এই আমার ভালো লেগেছে বিশেষ করে কলমদানি আমার চোখে ধরেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর করে প্রত্যেকটি জিনিস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রানী ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল টা খুব চমৎকার তো। এছাড়া ফুলদানি, চীনা ভাস, লৌহ নির্মিত প্রসাধনী আয়না সব গুলোই সুন্দর। আমার কাছে ভালোই লাগছে,প্রত্যেকটা এপিসোড। ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও সত্যি দাদা অসাধারণ ভাবে ফটোগ্রাফি করতে পারেন আপনি ❤️❤️ । আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মূর্তিগুলো সেইসাথে ফুলদানি টিও দেখতে অনেক সুন্দর ছিল। মূর্তি গুলোর এমন নিখুঁত কারুকাজ দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এমন ফটোগ্রাফি ভবিষ্যতে আরও দেখতে চাই দাদা। ধন্যবাদ আপনাকে এমন চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের কে উপহার দেওয়ার জন্য। 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৩৬ তম পর্ব পেয়ে গেলাম অনেক ভালো লাগছে এই চিত্র গুলো দেখলেই মনে হয় যদি পাখি হতাম নিজ চোখে উরে গিয়ে দেখে আসতাম তবে আফসোস নেই আমাদের প্রিয় দাদার জন্য আমরা ঘরে বসেই চিত্র গুলো দেখতে পাচ্ছি খুব দারুন ভাবে উল্লেখ্য করে করে উপস্থাপন করেছেন ফলে বুঝতে সুবিধা হয়েছে ভালোবাসা নিবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা খুবই সুন্দর লেগেছে । প্রথমে দেখে ভেবে ছিলাম এইটা মনেহয় খাট । পরে পড়ার পরে বুঝতে পারলাম এইটা আসলে ড্রেসিং টেবিল। বাকি ছবি গুলোও সুন্দর। শুভেচ্ছা রইল ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ড্রেসিং টেবিলটির কারুকার্যটা কতটা নিখুঁত হাতে করা হয়েছে তা কল্পনাও করা যায়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১৯ শতকের ভাস দেখে অনেক ভালো লাগলো। আসলে শুধু ভাস না, আপনার শেয়ার করা প্রতিটি ছবি দেখার মতো ছিলো। খুবই ভালো লাগে এতো সহজে এতো সুন্দর সুন্দর পুরোনো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা লোহা দ্বারা নির্মিত প্রসাধনী আয়নাটি আমার কাছে বেশ ভালো লাগলো। এত সুন্দর কারুকার্যময় আয়না যারা ব্যবহার করতেন তারা কিরকম সৌখিন মানুষ ছিলেন ভাবতেই অবাক লাগে। হাতির পিঠের উপরে তৈরি করা আয়নাটি সত্যিই একটি আশ্চর্য সৃষ্টি। ভালো লাগলো নতুন কিছু আন্টিক দ্রব্যাদি দেখতে পেয়ে। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি দেখে প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল যে জিনিসটা কি। কি চমৎকার সব কারুকার্য। এই মিউজিয়ামটা ঘুরে দেখা বাকেট লিস্টে যোগ করে ফেললাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল টা দুর্দান্ত লেগেছে আমার কাছে। ইচ্ছে করছে এরকম মডেলের একটা ড্রেসিং টেবিল বানিয়ে নিজের ঘরে রাখি। মা দুর্গার অলংকার গুলোর কাজ ছিল অসাধারণ। এই জিনিসগুলোর দিকে একবার তাকালে তো চোখ ফেরাতে ইচ্ছে করে না আর। আর সব শেষ চিনামাটির জিনিসগুলো খুব আকর্ষণীয় ছিল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি যে অসাধারণ লাগলো পোষ্টটি বলে বোঝাতে পারছিনা, বিশেষ করে লৌহ নির্মিত প্রসাধনী আয়না,চীনা ভাস বেশি মুগ্ধ করেছে আমাকে। চীনা মাটির ফুলদানিতে চোখ জুড়িয়ে গেলো। ধন্যবাদ এত সুন্দর কিছু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very interesting article providing useful information. Thank you for the information
@aruminasha
https://steemit.com/@aruminasha
www.pkbmcelahcahaya.edu.eu.org
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্ডিয়ান মিউজিয়াম পর্ব, -৩৬ এ। দাদা চতুর্থ পর্ব এন্টিক দ্রব্যের ফোটোগ্রাফি গুলো অসম্ভব অসম্ভব সুন্দর। দাদা আপনার পর্ব গুলো যত যাচ্ছে ততই মুগ্ধ হচ্ছি নতুন নতুন ফটোগ্রাফি দেখে।
দাদা চৈনিক ফুলদানী দেখে আমি রীতিমতো অবাক। এতো সুন্দর কারুকাজ চিনামাটি দিয়ে তৈরি ফুলদানীর।
দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে প্রতিটি ফটোগ্রাফি দাদাভাই। শেষের দিকের ফটোগ্রাফি গুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। তবে লৌহ নির্মিত প্রসাধনী আয়নাটি আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদাভাই ভ্রমণ পর্বের এত সুন্দর পোষ্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। পরিবার নিয়ে সবসময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি অসাধারণ লেগেছে আমার কাছে, তাছাড়া চীনা মাটির তৈরি চীনা ভাসটি ও ফুলদানিটি বেশ মনমুগ্ধকর।আমি একটি বিষয় খেয়াল করলাম দাদা যে দেবী দুর্গা মায়ের অনেক আগে থেকেই বেশ জাকজমকতা ছিল অন্যান্য দেবীর তুলনায়।খুবই ভালো লাগলো ছবিগুলো, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
How do I get 1000 views for free on YouTube in 12 hours Only?
https://steemit.com/youtube/@bluecashew/how-do-i-get-1000-views-for-free-on-youtube-in-12-hours-only
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
How do I get 1000 views for free on YouTube in 12 hours Only?
https://steemit.com/youtube/@bluecashew/how-do-i-get-1000-views-for-free-on-youtube-in-12-hours-only
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks, very interesting
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি অসাধারন সব মূর্তি ও প্রসাধনী আয়না।আমার কাছে অসুরদলনী দেবী দূর্গা"-মা এর প্রতিমা টি বেশী ভাল লেগেছে। তাছারা ড্রেসিং টেবিল টি দারুন । এমন নিখুঁত কারুকাজ আজকের দিনে আশা করা যায় না। সত্যি অবাক হয়েছি এই ছবি গুলো দেখে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।সত্যি এত দূলর্ভ জিনিস গুলো দেখতে পাবো এত সহজে ভাবতেই পারিনি। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার সৌভাগ্য হলো এ জিনিসগুলো তো আপনি না দেখালে কোনদিনও দেখতেই পারতাম না। রানী ভিক্টোরিয়ার ড্রেসিং টেবিলটা আমার কাছে দারুন লেগেছে প্রসাধনী আয়না টাও কিন্তু কম সুন্দর নয়। চীনা ভাসটাও কিন্তু খুবই ভালো লেগেছে ।কত সুন্দর কিরে নিখুঁত ডিজাইনগুলো করা দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit