বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ২৪ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @rayhan111
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @rayhan111 | $25 UPVOTE | "আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাণী 💖 |
02 | @rayhan111 | $25 UPVOTE | ফুলকপি, আলু, বেগুন দিয়ে মজাদার রুই মাছের রেসিপি |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - মোঃ রায়হান রেজা।বাসস্থান - বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। জাতীয়তা - বাংলাদেশী। পেশা - একজন সহকারী মেডিকেল অফিসার। তিনি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান । শখের মধ্যে অন্যতম ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে উনি খুবই ভালোবাসেন।স্টিমিট প্লাটফর্ম এ যাত্রা শুরু করেছেন ২০১৯ সালের জানুয়ারী মাস এ।স্টিমিট জার্নির বয়স প্রায় ৪ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাণী 💖...... by @rayhan111 • 31/10/2023
উনার আরো একটি কবিতা দেখতে পেয়ে ভালোই লাগলো। কারণ কবিতা পড়তে আমি অনেক বেশি ভালোবাসি। প্রতিদিন কাজের ফাঁকেই আমার বই পড়া হয়। তাই এখানে এই ধরনের কিছু পড়ার মতোন পেয়ে গেলে মন ভালো হয়ে যায়। তবে উনার কবিতার একটা বিশেষ দিক আমি লক্ষ্য করেছি। তা হলো, উনার কবিতা গুলোর মোটামুটি অনেকটা জুড়েই রয়েছে উনার স্বপ্নের মানুষ কিংবা মনের রানী। আসলে মনের মানুষকে সবসময়ই এভাবেই ভালবাসতে হয়। তার কারণ, কারো মনের মানুষ মানে অবশ্যই বুঝে নিতে হবে যে তার জন্য খুব বেশি স্পেশাল কেও। যার সাথে কারো তুলনা চলে না। কিংবা যার মতোন পৃথিবীতে কেও হতেও পারে না। আর লেখালেখির জন্য মনের মানুষকেই সব সময় বেছে নেওয়া হয় কেনো যেনো। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমিও আমার মনের মানুষকে নিয়ে কবিতা লিখতে খুব ভালোবাসি। উনার এই কবিতায় আমি মুগ্ধ হয়েছি। কবিতার লেখনি খুবই দারুণ আর সে সাথে শব্দচয়ন ও।
ছবিটি রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে
ফুলকপি, আলু, বেগুন দিয়ে মজাদার রুই মাছের রেসিপি...... by @rayhan111 • 30/10/2023
ঋতুর মধ্যে শীতকালটাই আমার সবচেয়ে প্রিয় ঋতু বলা যায়। কারণ শীত আমার বরাবরই সবচেয়ে পছন্দেরই।কারণ গরম আমি একেবারে সহ্য করতে পারি না, তাই শীতকাল ই ভালো লাগে। শীতকালে যে ব্যাপারটা আরো বেশি পছন্দের। তা হলো, শীতকালীন সবজি। ইতিমধ্যেই ফুলকপি,বেগুনসহ শীতকালীন যেসব সবজি রয়েছে। সেসব বাজারে উঠা শুরু করেছে এবং শীতকালীন এই সবজিগুলো যেমন পুষ্টিগুণ সম্পন্ন হয়। তেমন রাঁধলেও খুব সুন্দর স্বাদ হয়।আর আমার কাছে মনে হয় শীতকাল বাদে এই সবজিগুলোর এই অসাধারণ টেস্ট টাও খুব একটা পাওয়া যায় না। যদিও সবজি হয়তো পাওয়া যায় অনেকগুলোই, কিন্তু সবচেয়ে দারুন টেস্টের জন্য শীতকালীন সবজি গুলোকে বাছাই করতে হয়।মাছ দিয়ে ফুলকপি, আলু বেগুন ইত্যাদি সবজি দিয়ে পাঁচমিশালী রান্নাটা আমার খুব পছন্দ। কারণ যেহেতু আমি একজন মাছ প্রেমি মানুষ।সে সাথে সবজি খেতেও আমার খুব ভালো লাগে। তাই এই রেসিপিটি নিঃসন্দেহে আমার পছন্দের।
ছবিটি রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে
"আমার বাংলা ব্লগ"// কবিতা // কল্পনা রাণী 💖...... by @rayhan111 • 24/10/2023
একজন কবিতা প্রেমী মানুষ হিসেবে এত দারুন কবিতা আমাদের কমিউনিটিতে দেখতে পেয়ে বেশ ভালোই লাগে। আসলে স্বরচিত কবিতা এমন একটি সৃজনশীলতা, যে সৃজনশীলতাটি এক দিনেই মানুষের মধ্যে গড়ে উঠে না কিংবা চাইলেই কেউ কবিতা লিখতে পারে না। কবিতা লেখার জন্য দরকার হয় ধৈর্য এবং চর্চা, সে সাথে কল্পনা। কারন আমরা যা ই লিখি না কেনো, তা ই কিন্তু আমরা কল্পনা করি প্রথমে, এরপরে লিখি। ঠিক তেমনটাই কিন্তু স্বরচিত কবিতার ক্ষেত্রেও ঘটে। অর্থাৎ আমরা যখন স্বপ্নের মানুষকে নিয়ে কল্পনা করি এবং সেই কল্পনাগুলোকে ছন্দে রূপ দেই। তখনই কিন্তু আমরা কবিতা লিখতে পারি।আমার বিশ্বাস প্রতিটি মানুষের জীবনে স্বপ্নের মানুষ রয়েছে যে মানুষটিকে ঘিরে এই কবিতার লাইনের মতোই কিছু সুন্দর স্বপ্ন থাকে। আর সেসব স্বপ্নের মাঝে সবচেয়ে বড় স্বপ্ন থাকে সেই স্বপ্নের মানুষটিকে কাছে পাওয়ার। যা এই কবিতায় বেশ সুন্দরভাবে উনি তুলে ধরেছেন।
ছবিটি রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে
কচুমুখী দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি ...... by @rayhan111 • 23/10/2023
প্রিয় মাছগুলোর নাম বলতে গেলে ইলিশ মাছটাই প্রথমে বলতে পারি। কারণ ইলিশ মাছের স্বাদ অন্য যে কোনো মাছকেই নিমেষেই হার মানাতে পারে।আর ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক বোধহয় খুব কমই রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ইলিশ গুলো খুব স্বাদের হয়, তা আমার অজানা নয়। কারণ বেশ অনেক ইলিশ ই আমার খাওয়া হয়েছে এবং ইলিশ গুলোর টেস্ট দারুন ছিলো। আর উনার আজকে যে রেসিপি অর্থাৎ কচুর মুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি। এটাও আমার বেশ পছন্দের রেসিপি গুলোর মধ্যে একটি। কারণ এইভাবে ঝোল করে খেতে আমার বেশ মজা লাগে। আর কচুর মুখির সাথে কিংবা কচুর যে কোনো আইটেমের সাথে ইলিশ মাছটা খুব ভালোই যায়। উনার এই ঝাল ঝাল ই ইলিশের রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো।
ছবিটি রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে
মাছের বাজারে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি...... by @rayhan111 • 20/10/2023
যেহেতু আমি নিজেই মাত্র গ্রাম থেকে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে আসলাম। তাই এই পোস্টটির সাথে আমি খুব ভালোভাবেই মেলাতে পারছি অর্থাৎ পোস্টের অনুভূতির সাথে নিজের অনুভূতিটি খুব সুন্দর ভাবেই রিলেট করতে পারছি।মাছ ধরা কিংবা মাছ খাওয়া দুটোই আমার কাছে খুব পছন্দের একটি। যেহেতু ছোটবেলায় বেশ ভালোই মাছ ধরতাম। তাই বড় হয়েও সেই ভালো লাগাটা থেকেই গিয়েছে। যদিও সেসবের সময় হয়ে উঠে না। কিন্তু এই যে এই ধরনের পোস্টগুলো যখন চোখের সামনে আসে তখন যেনো পুরনো স্মৃতি মনে পরে যায়। একটা সময় আমি নিজেও বেশ ভালোই মাছ ধরতাম এবং বেশ অনেক ঘটনা ও রয়েছে এ নিয়ে। মূলত প্রকৃতির এই রূপ দেখতে বরাবরই আমার খুব পছন্দের।
ছবিটি রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে
সবকিছু মিলিয়ে যদি বলি, তবে উনার পোষ্টের টপিক, মার্কডাউন এবং স্বরচিত কবিতা গুলো খুবই সুন্দর এবং পোস্টগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো। আশা করছি ভবিষ্যতেও আমরা উনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর পোস্ট উপহার পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ০২ নভেম্বর ২০২৩
টাস্ক ৪০৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 9afe37d04436c76aa2f27968605b1caa0b11ea0488e6e1e31dfebb637f657ffc
টাস্ক ৪০৩ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগছে দাদা। আপনি একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে সিলেকশন করেছেন এবং উনি ভাল কাজ করতেছে এবং উনি সুন্দর সুন্দর কবিতা লিখেছে এবং তা আপনার খুবই প্রিয় এবং কিছু ফটোগ্রাফিও ভালো লাগে এবং উনি ইদানীং বেশি ভালই কাজ করতেছে। উনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আপনি অনেক ভাল সবাইকে সাপোর্ট দেয়ার চেষ্টা করছেন। ভালো লাগলো দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অনেক ধন্যবাদ। বেস্ট ব্লগার হিসাবে আমাকে নিবার্চন করাতে আমি অনেক খুশি হয়েছিল।নিজেকে সার্থক ব্লগার মনে হয়েছে।মাতৃভাষায় ব্লগিং করার এতো সুন্দর ব্যবস্থা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমি সর্বদাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।আমার কবিতা আপনার বেশি ভালো লেগেছে যেনে নিজেকে ধন্য মনে করছি।কবিতা লেখার অনুপ্রেরণা আরও বেড়ে গেলো।আমি আগামীতে আমার বাংলা ব্লগের জন্য আরও ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রায়হান ভাই অনেক পুরনো একজন ইউজার এবং উনার পোস্ট গুলো বেশ ভালোই লাগে দেখতে। খুব ভালো কবিতা লিখেন উনি। দাদা আপনার পছন্দ সবসময়ই সেরা। আপনি রায়হান ভাইয়ের বিগত সপ্তাহের পোস্ট গুলো চমৎকার ভাবে পর্যবেক্ষণ করেছেন। যাইহোক রায়হান ভাইকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য এবং পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা যখন থেকে ফাউন্ডার’স চয়েসের মাধ্যমে একজন করে ব্লগার নির্বাচিত হচ্ছে। তখন থেকেই অনেক ইউজার অনেক বেশি আনন্দিত। কারণ এর মাধ্যমে অনেকেই নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সম্মানিত হচ্ছেন। আপনার সব সময় নেওয়া উদ্যোগ গুলো বেশ ভালোই লাগে। প্রতিটি ইউজারের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ ছিল ফাউন্ডার চয়েসে ব্লগার অফ দা উইক। এবারে রায়হান ভাইকে ব্লগার অফ দা উইক মনোনীত করায় জন্য অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি সাপোর্ট দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা রায়হান ভাইয়া দারুণ একজন ব্লগার ৷ তিনি অনেক সুন্দর কবিতা লিখেন এছাড়াও ফটোগ্রাফি সহ সুন্দর সুন্দর ব্লগ প্রতিনিয়ত তিনি আমাদের মাঝে শেয়ার করেন ৷ ওনার স্বরচিত কবিতা গুলো আমারও ভালো লাগে ৷ আসলেই কবিতা প্রিয় মানুষটাকে নিয়ে লেখার মাঝে অন্যরকম ভালো লাগা থাকে ৷ তিনি সুন্দর কবিতা লিখেছেন ৷ যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে , আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করবো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা সেরা ব্লগার নির্বাচিত হয়ে এক্সট্রা সাপোর্ট পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যিই নিজের সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখিয়ে এই ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় । যেটা প্রতিনিয়ত দাদা সাপোর্ট দিয়ে চলেছে ভালো লাগলো এই সাপোর্টের মাধ্যমে কাজের আগ্রহ বাড়িয়ে তোলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফাউন্ডার চয়েজের মাধ্যমে একজন ইউজারকে নির্বাচিত করা হয় এই উদ্যোগটি সত্যিই অসাধারণ।
এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে সবার এবং পোস্টগুলো দেখে নিজের ভুল ত্রুটি গুলো ছাড়িয়ে নেওয়া যায় ।
রায়হান ভাই একজন ভালো ইউজার। ওনার পোস্টগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। রায়হান ভাইকে ব্লগার অফ দা উইকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় দিয়ে রায়হান ভাইয়ের পোস্টগুলো বিশ্লেষণ করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit