Indian Museum ভ্রমণ -পর্ব ২৭
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৬
শুভ সন্ধ্যা বন্ধুরা,
কেমন আছেন আপনারা ?
আশা করি সবাই সুস্থই আছেন ।
আজকের এপিসোড-এ শেয়ার করতে চলেছি উভচর ও সরীসৃপ প্রাণীবর্গের আরো বেশকিছু ফোটোগ্রাফি । আজকের শেয়ার করা উভচর ও সরীসৃপ প্রাণীদের মধ্যে অধিকাংশই হলো ভারতীয় উপমহাদেশের । আমাদের আজকের এপিসোডে যে সব উভচর ও সরীসৃপ প্রাণীবর্গের স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :
১. পাইথন
২. রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া
৩. কাল কেউটে এবং গোখরো
৪. কিং কোবরা বা শঙ্খচূড়
৫. ঘড়িয়াল ও সল্ট ওয়াটার ক্রোকোডাইল
৬. বেশ কয়েক প্রজাতির কচ্ছপ
৭. মিষ্টি জলের কুমির
তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !
পাইথন বা অজগর । পাহাড়ী অঞ্চলের ময়াল বা অজগর সাপ । এরা সর্পজগতের অন্যতম সর্ববৃহৎ সাপ, যদিও উভচর সাপ এনাকোন্ডা আকারে সব চাইতে বড় তারপরেও পাইথন হলো বোয়া কন্সট্রিক্টর সাপের পর সর্ববৃহৎ বড় সাপ । ছাগল, ভেড়া, হরিণ, খরগোশ, মাছ, বানর, ইঁদুর সহ ছোট ছোট প্রাণী এদের খাদ্য । এরা প্রথমে শিকারকে জড়িয়ে ধরে দমবন্ধ করে মেরে ফেলে আস্ত গিলে খায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সবার পিছনের জারে রয়েছে অতি বিষাক্ত সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া । তার সামনের সারিতে রয়েছে কাল কেউটে ও গোখরো । আর সবার সামনের সারিতে রয়েছে কিং কোবরা বা শঙ্খচূড় । শঙ্খচূড় আকারে হয় বিশাল । একটি পূর্ণবয়স্ক শংখচূড়ের ফোনের বিস্তার ২ ফিট অব্দি হয়ে থাকে । আর কথিত আছে সাইকেলের আরোহীকে এরা মাথায় চাওবল মারতে পারে । একটি হাতির মাথায় ছোবল মারতে শংখচূড়ের মাত্র অর্ধেক শরীর উঁচু করলেই হয় । শঙ্খচূড়ের খাদ্য শুধুমাত্র অন্য সাপ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ঘড়িয়াল ও সল্ট ওয়াটার ক্রোকোডাইলের পূর্ণাঙ্গ কঙ্কাল । ঘড়িয়াল কুমির প্রজাতির হলেও এদের গলার নালী অসম্ভব সরু থাকার কারণে শুধুমাত্র ছোট মাছ -ই এদের একমাত্র খাদ্য । অন্যদিকে নোনা জলের কুমির মানুষ থেকে শুরু করে হরিণ, মহিষ সহ বড় বড় জানোয়ার শিকার করে খায় । ঘড়িয়াল অতি নিরীহ আর সল্ট ওয়াটার ক্রোকোডাইল অতি হিংস্র হয়ে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
বেশ কয়েক প্রজাতির কচ্ছপ । এদের মধ্যে এক প্রজাতির কচ্ছপ হলো সামুদ্রিক, আর বাকি প্রজাতি গুলোর বাস হলো মিঠে জলের পুকুর, খাল-বিল, হ্রদ ও জলাশয় গুলিতে । এদের মধ্যে এক প্রজাতির কচ্ছপ হলো সফ্ট শেল টার্টল যা এখন বিলুপ্তির পথে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এটি একটি মিষ্টি জলের কুমিরের পূর্ণাঙ্গ কঙ্কাল । এই কুমিরগুলো অপেক্ষাকৃত নিরীহ হয়ে থাকে । মানুষকে সচারচর এড়িয়ে চলে । মাছ আর ছোট ছোট প্রাণী হলো এদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত । জলের সারফেস লেভেলে শিকার করে থাকে এরা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
আজকের পর্বের অজগর সাপ এবং শঙ্খচূড় সাপ আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে। সাপ গুলোর দিকে তাকালে মনে হচ্ছে সাপ গুলো কেমন যেন নড়ে নড়ে উঠছে। আর আমি কখনো কচ্ছপ দেখিনি কিন্তু আজকের পর্বে একসঙ্গে বেশ কয়েক ধরনের কচ্ছপ দেখতে পেলাম। সব মিলিয়ে অসাধারণ একটি পর্ব উপভোগ করলাম দাদা। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসব সরীসৃপ প্রাণীর স্টাফ করা দেহের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতি পর্বের মতো এবারের পর্বের ফটোগ্রাফস গুলো অনেক সুন্দর হয়েছে দাদা। আপনার এই ফটোগ্রাফস গুলোর মাধ্যমে ইন্ডিয়ান মিউজিয়াম এ স্টাফ করা বিভিন্ন উভচর ও সরীসৃপ প্রাণীদের দেহ গুলো দেখার সুযোগ পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক শিক্ষনীয় একটি পোস্ট। সরীসৃপ প্রাণী এবং উভয়চর প্রাণী সম্পর্কে অসাধারণ তথ্য এখানে দেওয়া হয়েছে দাদা।
সবথেকে ভয়ঙ্কর লেগেছে পাহাড়ি অঞ্চলের অজগর। এটা যদি কারো সামনে পড়ে অবশ্যই সে চমকে উঠবে।
তাছাড়াও মিঠাপানির কচ্ছপ গুলো আমাদের অঞ্চলে বেস্ট পাওয়া যায়। রাতে মাছ ধরতে গেলে এসকল কচ্ছপের দেখা মেলে।
তথ্যবহুল পোস্ট সব সময় আমাদের জ্ঞান আহরণে সাহায্য করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্বে সরীসৃপ এবং উভচর প্রাণীর দৃশ্য গুলো তুলে ধরেছেন। সরীসৃপ পর্বের প্রাণীর গুলো দেখে প্রথমে গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল ভয়ে। তবে কচ্ছপের ছবিটা বেশ ভালো লেগেছে। অত্যান্ত নিরীহ একটি প্রাণী হচ্ছে কচ্ছপ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি দাদা যত দেখছি ততোই শুধু অবাক হচ্ছি। আজকে আপনি আমাদেরকে সরীসৃপ এবং উভয় প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিলেন। এখানে অধিকাংশ সরিসৃপ আমাদের পরিচিত আর আমাদের হাতের নাগালের বাইরেই থাকে বিশেষ করে আমরা দেখি না। তবে যে সাপগুলোর এস্টাপ করা ফটোগ্রাফি গুলো আমাদেরকে দেখিয়েছেন সত্যিই প্রতিটা সাপ অনেক বিষাক্ত এবং ভয়ঙ্কর। আর অজগর থেকে এনা গন্ডা অনেক বড়, তবে অজগর কম বা কিসে। আমাদেরকে এত সুন্দর স্টাফ করা সরীসৃপ প্রাণী গুলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কচ্ছপ দেখলাম, কঙ্কাল দেখলাম
দেখলাম অজগর সাপ
এত প্রজাতির সাপ আছে
ওরে বাপরে বাপ
27 পর্বের এপিসোডে
লাগলো একটু ভয়
স্বপ্নে এসে অজগরটা
কি জানি কি কয়
তাই পেয়েছি ভয়
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সংবাদে শুনেছি গত বছর আমাদের এখানে পদ্মার ওপারে রাসেল ভাইপার বেশ কয়েক জনের প্রান নিয়েছে। কখনও দেখিনি আপনার ছবির মাধ্যমে দেখলাম। খুবি বিষাক্ত সাপ। বিভিন্ন প্রকারের কচ্ছপ দেখা হয়ে গেল । আমাদের পুকুরে কচ্ছপ দেখায় যায় তবে এগুলো মধ্যে আছে কিনা এই প্রজাতি জানি না। সামনা সামনি কুমির দেখেছি তবে কঙ্কাল দেখলাম আজ আপনার ছবির মাধ্যমে । সত্যি বলতে সাপ গুলো দেখেই ভয় করছে। ধন্যবাদ দাদা ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট অসাধারণ দাদা আপনি অনেক চমৎকার ভাবে সরীসৃপ এবং উভচর প্রাণীর অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফিক চিত্র আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, আপনার মাধ্যমে আমরা অনেক ধরনের প্রাণী সম্পর্কে অবগত হয়েছি ভবিষ্যতেও আরো অবগত হবো বলে আশা রাখি। প্রথম চিত্রের সাপের চিত্রটির দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ঘড়িয়াল কুমিরের কঙ্কাল টি আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে এই কুমির ছোট মাছ ছাড়া তেমন কিছুই খেতে পারে না এটি জেনে আমি খুবই দুঃখ পেয়েছি হাহাহা। যেখানে অন্যান্য কুমির মহিষ ঘোড়া জেব্রা এগুলো খেয়ে থাকে সেখানে এই কমিটি শুধুমাত্র ছোট মাছ...! সত্যিই অবাক হয়ে গেলাম। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম অজানা অনেক বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, সাপ দেখে এমনিতেই অনেক ভয় পাই। আপনার পোস্টে সাপের ছবি দেখেই ভয় লাগছে। অজগর সাপ দেখলে অনেক ভয় লাগে এরা তো মানুষ খেকো সাপ।
চন্দ্রবোড়া সাপ দেখে গা শিউরে উঠে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর ভাবে বিলুপ্ত প্রায় কিছু প্রাণীর চিত্র তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate 4
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার মনে হয়না, আমি এই প্রাণী গুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম। আমার দেখেই যা ভয় লাগছে। তবে ঘড়িয়াল কুমিরের সম্মন্ধে জেনে ভাল লাগলো যে তারা মানুষ খাদক না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মাধ্যমে ভারতের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি দাদা। আমাদের পক্ষে হয়তো কখনো সম্ভব হতোনা ভারতে গিয়ে যেখান কার যাদুঘর এ গিয়ে এসব দেখার। সাপ আমি খুব ভয় পাই। এখানে অনেক প্রজাতির সাপ এর ছবি দেখলাম যেগুলো টিভিতে দেখেছি। এভাবে যাদুঘর এ দেখিনি কখনো। আপনার ছবি গুলো দেখে এখনই আমার সেই ভয় লাগতেছে। এই বুঝি সাপ গুলো আসতেছে আমার বাসায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি কিছুটা ব্যতিক্রমধর্মী মনে হল। ছবিগুলোর সঙ্গে সঙ্গে আজ আপনি বিশদ বর্ণনা দিয়েছেন। যা সত্যিই অনেক তথ্যসমৃদ্ধ ছিল। সাপ সম্পর্কে আপনি যে বর্ণনাগুলো দিয়েছেন এগুলো বেশ আকর্ষণীয় লাগলো আমার কাছে। কিং কোবরা সাপ একটি হাতির মাথাতেও ছোবল মারতে পারে এই তথ্য অবিশ্বাস্য মনে হলেও সত্য আর সাইকেল আরোহীর মাথা তো কিছুই নয়। মিঠা জলের ঘড়িয়াল আর কুমির একসময় আমাদের বাংলাদেশের নদীতেও প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন তা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তথ্যসমৃদ্ধ এই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার প্রতিটা পর্বে নতুনত্ব কিছু দেখতে পাই, সব থেকে আনন্দের ব্যাপার হলো আপনার ২৭ পর্বে অনেক অনেক ছবি দেখতে পেলাম। এখন জাদুঘরে আর না গিয়েও পারা যাবে।হয়ত কখনো যাওয়া হবে না, না গিয়ে অনেক কিছু দেখে নিলাম এবং জানতে পারলাম। কিং কোবরা খুবই বিষক্ত সাপ এত বড় সাপ দেখলে যে কেউ ভয় পায়।সব মিলিয়ে আপনার প্রতিটা পর্বে অনেক কিছু জানলাম আগামী পর্বের অপেক্ষায় আছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, ভারতীয় মিউজিয়ামের 27 তম পর্বে আপনি আমাদের মাঝে বিভিন্ন সরীসৃপ উভচর প্রাণীর স্টাফ করা দেহের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দাদা,আপনার এই এপিসোডের মাধ্যমে অনেক কিছু ভারতীয় মিউজিয়ামের দেখতে পেয়েছি।সত্যিই আমাদের প্রত্যেকটা ইউজারের সৌভাগ্য কারণ এই এপিসোডটি যদি আপনি আমাদের মাঝে শেয়ার না করতেন তাহলে ভারতীয় মিউজিয়ামে কি আছে না আছে জানতেই পারতাম না।ভালো লাগলো দাদা, আপনার ভারতীয় মিউজিয়ামের পোস্টগুলো দেখলে। সরীসৃপ প্রাণী স্টাফ করা দেহ গুলো দেখে সত্যি অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম দেখলাম ভাই । দিন দিন নতুন নতুন বিষয় দেখছি । ভালোই লাগছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি আমার জানা ছিল না দাদা। কিন্তু সমস্যা হচ্ছে আজকে জেনেছি ঠিক কিন্তু পরে আমার মনে থাকে না। আপনার তো জ্ঞান মাশাল্লাহ। কিছু একবার পড়লে আর ভুলেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুমিররাও যে নিরীহ প্রকৃতির হয় তা আমার জানা ছিল না। যাক আপনার মাধ্যমে জানতে সক্ষম হয়েছি, অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার পোস্ট মানে নতুন কিছু শেখা ও নতুন কিছু জ্ঞান আহরণ করা। আজকে যে আপনি অনেকগুলো উভচর প্রাণী সম্পর্কে বলেছেন তার সম্পর্কে অনেক অজানা তথ্য আজকে আমি জানতে পেরে অনেক ভালো লাগলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার জানা মতে ভারতীয় উপমহাদেশে সবথেকে বেশি বিষধর সাপের বসবাস। অন্যতম হচ্ছে গোখরা, রাসেল ভাইপার, কিং কোবরা যাদের এক ছোবলে হাতির হাড় পর্যন্ত নাকি গলে যায় । আপনি খুব সুন্দরভাবে এইসব প্রাণী সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন সেইসাথে কুমির, বিভিন্ন প্রজাতির কচ্ছপ সম্পর্কে তুলে ধরেছেন। আপনার এই পোষ্ট গুলো অত্যন্ত জ্ঞান বহন করে। প্রতিনিয়তঃ আক্লান্ত ভাবে আমাদের মাঝে এত সুন্দর গোছালো ভাবে কলকাতা মিউজিয়াম এর গুরুত্বপূর্ণ সংগ্রহ নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে হ্যা কিং কোবরা নামে এরা বেশী পরিচিত আমাদের সমাজে। বেশ ভালো কিছু তথ্য জানলাম কিং কোবরা সম্পর্কে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে সাপের ফটোগ্রাফি গুলো দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম দাদা । সাপ দেখলেই যেন গা শিউরে উঠে । তবে কিছু নতুন প্রজাতির কচ্ছপ ও দেখতে পেলাম । ধন্যবাদ দাদা আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার জন্য এতো সব প্রাণীর সাথে পরিচিত হতে পারছি।আজকে কিছু নতুন ও তাদের বিবরণ দেখে ভালোই লাগছে দাদা।
দাদা এই সাপটির নাম জানা ছিলো না তবে দেখেই খুব ভয় লাগছে।
অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর বিষয় এর সাথে পরিচিত হচ্ছে ভাইয়া। বিশেষ করে সাপ গুলো দেখে বেশ
ভয় লেগেছিল। আর কচ্ছপ গুলো বেশ ভালো লাগলো ভাইয়া।
ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন🤗🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন সরীসৃপ প্রাণীর স্টাফ করা দেহগুলো দেখে মনে হচ্ছে যেন জীবন্ত প্রাণী। বিভিন্ন প্রজাতির সাপ গুলো দেখে মনে হচ্ছে জীবিত। এছাড়াও বিভিন্ন প্রজাতির কচ্ছপ গুলো দেখে অনেক ভালো লাগলো দাদা। ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরের সরীসৃপ প্রাণীদের স্টাফ করা দেহের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা পাইথনের বিস্তারিত শুনে তো গায়ে কাঁটা দিয়ে উঠলো।রাসেল ভাইপারের নাম শুনেছি অনেক। কিন্তু দেখা হয় নি। আজকে দেখলাম। খুবই ভয়ঙ্কর দেখতে। আর আমার কাছে কচ্ছপগুলো অনেক ভালো লেগেছে।
এই মিউজিয়াম কি একদিনে দেখে শেষ করা সম্ভব?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফটোগ্রাফির মধ্যে প্রায় অধিকাংশ আমাদের গ্রামে দেখা যায়।যেমন-চন্দ্রবোড়া, কাল কেউটে ও শঙ্খচূড় এই বিষাক্ত সাপগুলো।তবে হ্যাঁ মাঝে মাঝে সাপুড়ে এসে সাপ ধরে নিয়ে চিড়িয়াখানাতে দিয়ে আসেন।এছাড়া এক দুই প্রজাতির কচ্ছপ ও পাওয়া যায়।খুবই সুন্দর ও ভয়ঙ্কর ছিল আজকের ফটোগ্রাফিগুলি।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্ডিয়া মিউজিয়ামটি এত বিশাল যে দেখেই শেষ হচ্ছে না। আজকে আবারো 27 পর্ব ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সাপের ফটোগ্রাফি গুলো অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
How scary are those snakes! I live in the country Venezuela, where the anaconda is found, in the region of the plains and the Orinoco river
image source
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
At first glance, the image with the number 17 seemed to me like a cream and chocolate cake, then I saw it was a snake and I was scared.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অজগর সাপের নাম ছোটবেলা থেকে শুনেছি। আমাদের বাংলাদেশেও চিড়িয়াখানায় অজগর বা পাইথন সাপ কে দেখেছি তবে এই অজগর সাপ থেকে দেখি সত্যি অনেক ভয় লাগছে। যদিও এই সবচেয়ে বড় সাপ নয় তারপরও অনেক ভয়াবহ একটি সাপ। আমার কাছে আপনার আজকের এপিসোড সত্যি অনেক ভালো লেগেছে। অনেক উভচর প্রাণী সম্পর্কে ধারণা হলো, ধন্যবাদ আপনাকে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit