মৃত্যুহীন প্রাণ

in hive-129948 •  4 months ago 

Screenshot 2024-07-15 162022.png


আমি এখনো বিশ্বাস করি না আমার পিতার মৃত্যুতে,
কেননা পিতা তো কখনো মরে না, পিতাদের মৃত্যু নেই ।

আমার হৃদয়ে আমার পিতা চির ভাস্বর সতত বিরাজে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার সমবেদনা গ্রহণ করুন স্যার। ক্ষতি সহ্য করার তৌফিক দিন।

বাবার মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। বাবা কখনো মরেন না। সন্তানের হৃদয়ে চিরকাল থেকে যান।

Congratulations, your post has been upvoted by @upex with a 42.68% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

কিছু হৃদয় কখনো নির্জীব হয় না
কিছু আত্মা কখনো হারিয়ে যায় না
কিছু ভালোবাসা কখনো অম্লান হয় না
কিছু মানুষ কখনো পরাজিত হয় না
সময়ের সাথে-জীবনের সাথে
মিশে থাকে তারা-চিরঞ্জীব থাকে তারা।

I offer my condolences on the passing of your father and pray for his soul's happiness and a successful life in the hereafter. His journey in this world was only as long as God had destined for him.

I can understand your grief, and I request that you also pray for him, as he must have prayed for you many times in this world. Now, it's your responsibility to pray for him, as he only needs your prayers.

May Allah grant him a high rank in Jannat ul Firdous (the highest level of paradise). (Amen)

পিতা! তিনি তো থেকে যাবে আমৃত্যু,সন্তানের হৃদয়ে।তিনি হারাতে পারেন না, যিনি সন্তানকে দেখিয়েছেন পৃথিবীর আলো।

পিতারা সবসময়েই বেঁচে থাকে তার সন্তানের মাঝে। পিতারা বেঁচে থাকে সন্তানের ভালো কাজের সফলতায়।

আমি বিশ্বাস করি না পিতার মৃত্যুতে,
পিতারা তো কখনো মরে না, তাদের মৃত্যু নেই।
তারা চিরকাল আমাদের হৃদয়ে জাগ্রত থাকে,
আমাদের প্রতিটি সাফল্যে, প্রতিটি বেদনায়, প্রতিটি স্বপ্নে।

পিতার স্মৃতি হলো এক অনন্ত প্রদীপ,
যা আমাদের পথ প্রদর্শন করে নিরন্তর।
পিতার ভালোবাসা হলো এক অমূল্য ধন,
যা কখনো হারিয়ে যায় না, আমাদের সাথে থাকে চিরকাল।

আমার হৃদয়ে আমার পিতা চির ভাস্বর,
তার প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি আদর।
আমি জানি, তিনি আমাকে দেখে হাসেন,
আমার প্রতিটি সফলতায়, প্রতিটি সুখের মুহূর্তে।

এটা ঠিক বলেছেন দাদা। পিতা-মাতার মরে না। তারা আমাদের স্মৃতিতে বেঁচে থাকে।

পিতা মাতার মৃত্যু নেই। তারা সারা জীবন যেন ছায়া হয়ে থাকে সন্তানদের মাথার উপরে।

ভগবানের কি তাই কখনো মৃত্যু আছে!! আশীর্বাদ হয়ে সর্বদা আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকেন। কখনো বা সামনে কখনো বা আড়ালে। পার্থক্য শুধু এত টুকুই।

প্রতিটি পিতা সন্তানের রিদয়ের গভিরে থাকে।তিনি কখুনো মারা যান না। সব সময় সন্তানের মাঝে থাকেন। তার ভালবাসা আদর সন্তান্দের মনে গেথে থাকে তিনি মরেন না জিবিত প্রতিটি সন্তানের মনে।

প্রতিটি বাবাই বেঁচে থাকে তাদের সন্তানের ভিতরে। সন্তানের চোখে বাবাই তার পৃথিবী।

সৃষ্টিকর্তার পরম যত্নে, ভালো থাকুক আপনার বাবা।

ধৈর্য ধরুন ভাই।

আসলেই দাদা পিতা মাতাদের মৃত্যু নেই। প্রতিটি পিতা-মাতা সন্তানদের মাঝে আজীবন বেঁচে থাকে। আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া রইল। উনি ওপারে খুব ভালো থাকবেন, সেই কামনা করছি।

কীর্তিমানের মৃত্যু নেই ❤️❤️

ঠিক বলেছেন দাদা পিতাদের কখনো মৃত্যু হয় না। তারা বেঁচে থাকে প্রতিটি সন্তানের মাঝে, সন্তানদের ভালো কাজের মাঝে।

সন্তানের কাছে পিতা কখনো মরে না। পিতা বেঁচে থাকে আজীবন সন্তানের স্মৃতির মাঝে ।

দাদা আপনি ঠিক বলেছেন পিতার মৃত্যু কখনোই নেই।কেননা পিতা কখনোই তার সন্তানদের হৃদয় থেকে মারা যান না।এই কদিনে দাদা আপনার মনের অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত।পোস্টটির মাধ্যমে আপনার বাবা কে দেখতে পেয়ে ভালো লাগলো কতটা হাস্যজ্জ্বল ছিলেন তিনি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপন মানুষরা কখনো মরে না। আমাদের অন্তরে বেঁচে থাকে চিরটা কাল। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদের মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। তারা চিরকাল আমাদের ভালোবাসায় বেঁচে থাকে হৃদয়ের মাঝে। তাদের জায়গা চিরদিন হৃদয়ের মাঝেই থেকে যায় দাদা।

পিতাদের মৃত্যু কখনোই হয় না। সেই মানুষগুলো সব সময় আমাদের সাথেই থাকে। হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদেরকে তারা দূর থেকেও আগলে রাখে। প্রত্যেকটা সন্তানের কাজের মাঝে, প্রত্যেকটা স্মৃতির মাঝে তারা বেঁচে থাকে। ধৈর্য ধরার ক্ষমতা যেন সৃষ্টিকর্তা আপনাদেরকে দেয় এটাই কামনা।

সন্তানের মাঝেই বাবার অবস্থান,
গভীর ভালোবাসা ও স্নেহের দান।
তাই বাবা চিরঅমর সর্বদাই,সর্বকালের জন্য।।

Accept my condolences sir. Take heart

ছোটবেলায় যেমন পিতার কাছে সন্তানের ভালোবাসা অনেক গভীর। ঠিক তেমনি সন্তান বড় হলে পিতা-মাতা সন্তানের কাছে ততটাই বড়। সব সময় পিতা-মাতা এভাবেই বেঁচে থাকে সন্তানের ভালো কাজের ফলে।

পিতাদের কখনোই মৃত্যু হয় না প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে পিতা বিরাজমান । যখন যেখানেই যাই না কেন পিতাকে কি ভুলা যায় । পৃথিবীর সব পিতারা যেন ভালো থাকে আর আমাদেরকে আল্লাহ যেন ধ্যর্য দিক এই কামনাই করি ।

সত্যিকারের অর্থে পিতার কোন মৃত্যু আছে বলে আমি মনে করি না। কারন মৃত্যুর পরেও পিতারা থেকে যায় সন্তানের মনের গভীরে সয়নে স্বপনে আর জাগরনে। দাদা, দোয়া রইল আপনার শ্রদ্ধীয় পিতার জন্য। সৃষ্টিকর্তা যেন তাকে ওপারে রাখেন পরম যতনে।

পিতা মাতার অবস্থান পিতা-মাতা স্মৃতি কখনো মন থেকে ভুলের যাওয়ার মত নয়। আমার মাকে হারিয়েছি সাত মাস চলতেছে কিন্তু এক দিনের জন্য মনে হয়নি মা নেই। প্রতিটি চোখের পলকে চোখের কোনায় প্রতিটি মুহূর্তে মায়ের কথা মনে পড়ে চোখে ভেসে যায় সব স্মৃতি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারব আসলে কখনো ভুলার মত নয় দাদা। আঙ্কেলকে স্বর্গবাসী করুক সৃষ্টিকর্তা। আঙ্কেলের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।

নিভে গেল আলোর মশাল, থেমে গেল প্রিয় স্বর,
কাঁদে মন প্রিয় স্মৃতির কষ্টে, কাঁদে হৃদয় ভীষণ ভার,
দুর আকাশে মেঘের সাথে, যেন মিশে গেছে সব,
পিতার স্মৃতি রয় চিরন্তন, এক অসীম ভালবাসায় রয়,
বিদায়ের বেদনাতেও থাকে তার স্নেহ, হৃদয়ে চির অমর।

মৃত্যু চিরন্তন সত্য, আমাদের নিশ্চিত ভবিষ্যত!
বাবাকে হারানোর বেদনা, যার হারায় সেই বুঝে!
আমরা শুধু আপনাকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারবো না দাদা।
আমাদের যে দেওয়ার মতো কিছুই নেই। আংকেল আজীবন বেঁচে রবেন, আপনাদের স্মৃতিতে, স্মরণে, ভালোবাসায়। দোয়া করি, রবের কাছে আংকেল যেনো ভালো থাকে ওপারে।

মা-বাবা সন্তানের দুটো চোখের মনি।সন্তান যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে মা-বাবা দুজন ঠিক চোখের মনি হয়েই বেঁচে থাকে।💞💞

প্রিয় দাদা মনকে শান্ত করুন।আল্লাহ আপনার শোক ভোলার শক্তি দিন।ধৈর্য দান করুন,মনটাকে আপনার শীতলতা দান করুন, আমিন।❤️

ঠিক তাই পিতাদের মৃত্যু নেই । তারা বেঁচে থাকেন সন্তানের মাঝে।সন্তানদের কাজের মাঝে। আংকেল যেন ভালো থাকেন ওপারে এই প্রার্থনা করি।

I understand how you feel. A father's presence is everlasting in our hearts, and his memory continues to live on within us. My father died in Oct 2021, After the breakfast he was doing routine work, I remember it was the holiday, and he felt pain in his heart it was a matter of an hour and I came back in the ambulance with my father's body, Sudden death left a trauma in mind and the life and the memories stuck there for forever.

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রতিটি সন্তান তার মা বাবাকে মনের ঘরে যতন করে রাখে।তাদের স্মৃতিগুলোকেও সুন্দর করে আগলে রাখে।বাবারা কখনো মারা যায় না,তাদের মৃত্যু ততদিন হবে না যতদিন নিজেরা মারা যাব।আঙ্কেলের আত্মার শান্তি কামনা করি,তিনি যেখানেই থাকুক, ভালো থাকুক।

হ্যাঁ দাদা পিতাদের মৃত্যু নেই। জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই তাদের ছায়া দেখতে পাই যে ।কারণ তাদের হাত ধরেই পৃথিবীতে চলতে শিখেছি, দেখতে শিখেছি। তারা আমাদের মাঝ থেকে কি করে হারিয়ে যাবে ?🥲

দাদা আপনি ঠিক বলেছেন, পিতাদের মৃত্যু নেই। পিতারা সব সময় আমাদের মাঝে বেঁচে থাকেন ছায়ার মতো। পিতার প্রতিটি আদেশ উপদেশ আমাদের কানে সব সময় বেজে উঠে। আঙ্কেল ওপারে ভালো থাকুক এই কামনাই করি।

ভালো মানুষ কখনোই মৃত্যুবরণ করে না দাদা। তাদের দেওয়া শিক্ষা, ভালো কাজ এবং তাদের ভালোবাসাগুলো আমাদের অন্তরে সারা জীবন বেঁচে থাকে। আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি বিশ্বাস করি দাদা, আপনার মাঝেই আপনার বাবা সব সময় বেঁচে থাকবেন।

ঠিকই বলেছেন দাদা, পৃথিবীতে কোন সন্তানের কাছে তার বাবা-মা মৃত্যু বরন করে না। প্রতিটি বাবা-মা ই যেন তার সন্তানের কাছে মরনের পরেও থাকে অমর।

ঠিক বলেছেন দাদা পিতা এবং মাতার কখনো মৃত্যু হয় না। পিতা কখনো সন্তানের হৃদয় থেকে হারায় না সারা জীবন হৃদয়ে থেকে যায়। আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া রইল। আঙ্কেল যেন ওপারে ভালো থাকে এই কামনাই করি।

সন্তানের কাছে তার পিতা মাতার কোনো মৃত্যু নেই , তারা তো সারাজীবনই সন্তানের হৃদয়ে বেঁচে থাকে।

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।।

আশাকরি আজকের শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে৷ ওনার আত্মার শান্তি কামনা করি। 🙏🙏🙏

উনি ফিরে গেছেন সবাইকে শূন্য করে। কিই বা বলি। কোন স্বান্তনাই এখন কাজে আসেনা। আপনি সবার খেয়াল রাখুন। বউদির শরীর ভালো না শুনেছিলাম। টিনটিন বড্ড ছোট৷ আপনিই ছাতা সবার৷ ঈশ্বর আপনাকে শক্তি দিক।

পিতাস্বর্গঃ পিতা ধর্মঃ পিতাহিপরমংতপঃ। পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতা নমঃ পিতৃ চরণেভ্য নমঃ।

আমি বিশ্বাস করি না পিতার ভালোবাসার মৃত্যু হয়,
আমি বিশ্বাস করি না পিতার স্নেহের মৃত্যু হয়।
পিতা তুমি সত্য, তুমি ধর্ম, তুমি জাগ্রত মম হৃদয়ে।
🙏❤️🙏

একদম ঠিক বলেছেন দাদা পিতাদের মৃত্যু নেই। পিতারা সারা জীবন বেঁচে থাকে সন্তানের ভালো কাজের মাধ্যমে। সকল পিতারা এভাবেই বেঁচে থাকুক আমৃত্যু পর্যন্ত সবার মাঝে এই কামনা করি।

কিছু কিছু মানুষের মৃত্যু হয় না। তারা অমর। তারা বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তারা বেঁচে থাকে মানুষের ভালোবাসায়। সে মানুষগুলোর কাতারে রয়েছেন বাবারা। বাবারা তাদের সন্তানের মধ্যে আজীবন বেঁচে থাকে। সন্তানরা কখনো বাবাদের ভুলতে পারে না। আর এটা ভুলা সম্ভব নয়।

হে মহাজীবন
তোমার রেখে যাওয়া পথে
আমরা কুড়িয়ে নিই রঙিন পাথর...

প্রতিটি সংবেদনশীল মনে
তোমার শেখানো সুরে
জমিয়ে নিই বিলাবলের গঠনশৈলী -

তুমি আছো
এই শূন্য বুকের ঘোরে-
তুমি বুনে গেছো
আউশধানের মধ্যবর্তী চারা...

আপনার কথার সাথে সহমত পোষণ করছি দাদা।চিরকাল আপনার বাবা আপনার হৃদয়ে বেঁচে থাকুক।আর ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। 🙏

আপনার বাবার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার আত্মা শান্তিতে থাকুক।

ঈশ্বর তার আত্মার পরিপূর্ণ শান্তি দান করুন,
RIP.

😭🙏🏼

আমি অনুভব করতে পারি বাবা ছাড়া জীবনে কোন আনন্দ নেই। প্রতিটি সুখ অর্থহীন হয়ে যায়, আল্লাহ আপনার বাবার মর্যাদা বাড়িয়ে দিন।

সত্যি বাবারা কখনো মরে না। বাবা নামের এই বটগাছটা সব সময় অন্তরের মাঝে বসত করে। আর মনে হয় ওপরে গিয়ে নিজের মাথার উপরে ছায়া করে রেখেছে।

বাবারা অবিনশ্বর। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন বাবারা আমাদের সাথেই বেঁচে থাকবে। তাদের দেওয়া জীবন শিক্ষা মাধ্যমে, তাদের ভালোবাসার মাধমে, তাদের স্মৃতির মাধ্যমে।

মৃত্যু এক আপেক্ষিক বিষয় মাত্র
দেহ বিয়োগের উপাদান
কিন্তু সম্পর্ক মরে না কখনো
থাকে সদা হৃদয় গহীনে
চির ভাস্বর অমর হয়ে।

পিতারা সত্যি মরেনা কখনো...

Sincerely my boss I say to you your dad is a great man and he would reside with other great me. May his soul rest in peace amen 🙏🏼

পিতা আমাদের হৃদয়ে, আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রমে বড়ো হয়ে ওঠা আমরা, তাদের স্মৃতি আমাদের মধ্যে সবসময় বহন করি।

এক বুকভরা শ্রদ্ধা আঙ্কেলের জন্য । 🌹

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Bro please vote me

Who is the fan af Hazrat Muhammad S.A.W

বাবা চিরকালই এত মহান।

i've made vote tho

Welcome to my circle, where you can find stunning and sexy photos of Chinese beauties, showcasing the charm of Chinese women to the world.

···

जो कुछ भी जीवित है उसे मरना ही है, हम बच्चे के रूप में केवल अपने मृत पिता के कल्याण के लिए प्रार्थना कर सकते हैं, जीवन और मृत्यु हमारे जन्म के बाद से ही लिखे गए हैं।

मेरे पिता की भी मृत्यु हो चुकी है, कमोबेश हम एक पिता को इसी तरह याद करते हैं

বাবা-মা চিরকাল আমাদের আত্মার ভিতরে সমাহিত। আপনার পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার বাবার মৃত্যুর কথা লিখব যা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সে গ্রামে থাকত আমি শহরে কাজ করতাম। তার ভালবাসা ছিল অতুলনীয়, অতুলনীয়, আমি এখনও অনুভব করি যে তিনি আমার চারপাশে আছেন, প্রার্থনা করছেন এবং আমাকে রক্ষা করছেন। আপনার ক্ষতির জন্য দুঃখিত.

I can feel your emotion cause I also lost my father in 2010.