ফোটোগ্রাফি পোস্ট : "বাংলাদেশের পুজো -১৬"

in hive-129948 •  10 months ago 

_01407b6a-9198-42de-ba3c-299c75d39670.jpeg


শিকদারবাড়ির পুজো । এটাই মূল মণ্ডপ । এর আগে যে সব প্রতিমার ফোটোগ্রাফ দেখেছেন সেগুলো মূল মণ্ডপের লাগোয়া একটা প্রাঙ্গনে সারিবদ্ধভাবে সাজানো ছিল । মোট দশটি রো'তে পঞ্চাশটি করে প্রতিমা সারিবদ্ধভাবে সাজানো ছিল । সর্বমোট ৫০১ টি প্রতিমা । এক একটি রো ৩০০ ফিট লম্বা । এরপরে একটা ছাউনি দেওয়া মূল মন্ডপ সংলগ্ন প্রাঙ্গন । এটিই তার ছবি ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ১০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


মূল প্রতিমা । দেবী দূর্গা । মূর্তির শৈল্পিক সৌন্দর্য এক কথায় অসাধারণ । সব কিছুই দারুনভাবে তৈরী করা হয়েছে , তবে অল্প কিছু ত্রুটি ছিল । এই যেমন মহিষাসুরের গায়ের রঙ ভুল, মহিষের গায়ের রঙও ভুল । মহিষের গায়ের অরিজিনাল রঙ হলো ভুষো কালো, আর মহিষাসুরেরও তাই । এছাড়াও ইঁদুর, লক্ষী পেঁচা, রাজঁহাস আর ময়ূর কোনোটাই যথাযথ তৈরী করা হয়নি । পশুপাখির এনাটমির ব্যাপারে শিল্পী উদাসীন । তাছাড়া আর সবই খুব চমৎকার হয়েছিল ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ১০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


দূর্গা প্রতিমার আরো কিছু শট ।
তারিখ : ২০ অক্টোবর, ২০২৩
সময় : সন্ধ্যা ৮ টা ১০ মিনিট
স্থান : শিকদারবাড়ি, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৩ নভেম্বর ২০২৩

টাস্ক ৪১১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ee605683a8414d638b2e069df113ec862195086040ec0165f246f0bd24bd0b81

টাস্ক ৪১১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি দাদা বেশ মুগ্ধকর ডিজাইন এবং ডেকোরেশন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। শিকদার বাড়ী দেখছি ভিজিট করতে হবে একবার, আপনার মতো এতো সুন্দর ফটোগ্রাফি করার জন্য হি হি হি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

সত্যি বলতে দাদা এত ডিটেইলস এ পুজোর ডেকরেশনের দৃশ্যগুলো আগে কখনো দেখা হয়নি। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর অর্থ খরচ করে এগুলো ডেকোরেশন করেছে। অসাধারণ ছিল দাদা ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এতো বড় পুজার আয়োজন যে বাংলাদেশে হয় জানাই ছিল না। আপনার পোস্ট এর মাধ্যমে তা জানতে পারলাম। বেশ বড় করে আয়োজন করে শিকদারবাড়ি এই পুজার। আগে আরও বড় করে আয়োজন করা হত। তা জানলাম আপনার মাধ্যমেই। অনেক ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

আসলে দাদা পূজো সম্পর্কে তেমন ধারণা ছিল না তবে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম শিকদার বাড়িতে অনেক বড় ধরনের পূজো হয়।আর আপনার পোস্ট এর মাধ্যমে পূজোর মন্ডপ গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা শিকদার বাড়ির পুজো মণ্ডপ টি তো দারুণ বানিয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে। সবাই মিলে বেশ আনন্দ করে মণ্ডপ টি ঘুরে দেখেছেন বোঝা যাচ্ছে ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

শিকদার বাড়ির পূজার মূল মণ্ডপ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো দাদা। আসলেই দেখতে খুব সুন্দর লাগছে। তবে পশুপাখির এনাটমির ব্যাপারে শিল্পীর উদাসীনতা দেখে বেশ অবাক হলাম। শিল্পীর উচিত ছিলো আরো বেশি যত্নবান হওয়া। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে আসলেই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওয়াও দাদা আজকের পর্বের সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার লাগছে দেখতে।শিকদার বাড়ির মূল মণ্ডপের সাজ ডেকোরেশন খুবই সুন্দর ।অনেক গুলো প্রতিমা একসঙ্গে ।তার মানে বেশ বড় পূজার আসর ছিল এটা।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অবশেষে শিকদার বাড়ির পূজার মেইন মন্ডপ। সত্যি বেশ দারুণ লাগছে। ৫০১ টা মূর্তে রয়েছে ভাবা যায়। এবং প্রতিটা রো ৩০০ ফিট লম্বা ভাবা যায়। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো দাদা। শিকদার বাড়ির ঐতিহ্যবাহী পূজাকে ফটোগ্রাফির মাধ্যমে কী সুন্দর আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন।

Posted using SteemPro Mobile

শিকদার বাড়ির পুজো এবং সেখানকার ডেকোরেশন অসাধারণ ছিল, এত জাঁকজমক এত চমৎকারভাবে চারপাশটা সাজানো যে কোন মানুষের মন ভালো করে দেবে।

বাংলাদেশের পুজোর ফটোগ্রাফি গুলোর এবারের পরবর্তী অসাধারণ হয়েছে দাদা। এই পর্বের ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি পুজার প্যান্ডেলের। অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আজকে আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য। সাথে বর্ণনা ও ছিল আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো।

ভাই এতদিন শুধু প্রতিমা গুলোর ছবি দেখেছি আর টুকটাক আপনার লেখার মাধ্যমে বিবরণ জানার চেষ্টা করেছি। তবে মূল আলোকসজ্জা ও প্যান্ডেলের কারুকাজ সেভাবে দেখা হয়নি। তবে আজ প্যান্ডেলের কারুকাজ দেখে বেশ ভালই লাগলো, শিকদার বাড়ির এমন আয়োজনকে প্রশংসা করতেই হয়।

Good evening, was hoping if I could be moderator in any of your many wonderful community

I really like their traditions, all their events are colorful although I have not studied their culture much. The woman with many arms, the Goddess Durga, caught my attention and from what I have half investigated, she is the goddess of fertility.

It is a great event despite your review of the color errors but each artist has their own way of expressing their art, maybe they wanted to do something different.