টিনটিনবাবুর তৃতীয় জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত

in hive-129948 •  3 years ago 

আজ সন্ধ্যায় ছিলো আমার ছেলে টিনটিন বাবুর তৃতীয় জন্মদিন । প্রথম জন্মদিনটা বিশাল জাঁকজমক ভাবে উদযাপন করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় জন্মদিন পালিত হলো খুবই অনাড়ম্বরভাবে, একদম ঘরোয়া ভাবে । তার একমাত্র কারণ বর্তমানের সবচাইতে মারাত্মক সমস্যা, covid-19 সিচুয়েশন ।

যাইহোক, সন্ধ্যা থেকে লিভিং রুম যখন বেলুন দিয়ে সাজানো হলো টিনটিনবাবুর সে কি উৎসাহ ।ঘুরে ঘুরে সব কিছু দেখছিলো আর হাত তালি দিচ্ছিলো । যদিও টিনটিনের প্রকৃতি অনেকটাই আমার মতো, গম্ভীর; কিন্তু আজকে ভীষণ খুশি ছিলো । কারণ, বার্থডে সেলিব্রেশন সে খুবই এনজয় করে থাকে ।

রাত ৮টা ২৫শে আমি, তনুজা, টিনটিনবাবুর কাকা সবাই এক এক করে ধান, দূর্বা, তুলসী পাতা দিয়ে টিনটিনবাবুকে তার জন্মদিনের আশীর্বাদ করলাম ও দীর্ঘায়ু কামনা করলাম ।

ঠিক রাত ৮ টা বেজে ৩০ মিনিটে কেক কাটা হলো । আমি, তনুজা আর টিনটিনবাবু একসাথে মিলে কেক কাটলাম আর "হ্যাপি বার্থডে সং" গাইলাম । এরপরে, সবাই এক এক করে টিনটিনবাবুকে জন্মদিনের কেক আর পায়েস খাওয়ালো । আমরাও সবাই খেলাম কেক, পায়েস, কোল্ড ড্রিঙ্কস ।

তারপরে অতিথিদের নিয়ে ডিনার টেবিলে বসে গেলাম । সারাদিনের ধকলের পর টিনটিনবাবু তখন ঘুমের অতলে ।

IMG_20210926_194854.jpg
বেলুন পেয়ে খুব খুশি ।

IMG_20210926_195757.jpg

IMG_20210926_195805.jpg

IMG_20210926_195813.jpg
জন্মদিনের কেক

IMG_20210926_200906.jpg

IMG_20210926_201101.jpg
জন্মদিনের ড্রেসে টিনটিনবাবু

IMG_20210926_201400.jpg
আমাদের উইঙ্কলেস বাবু মুখ দেখাবে না বলে পিছন থেকে একটা শট নিলাম

IMG_20210926_201619.jpg

IMG_20210926_201656.jpg
হ্যাপি বার্থডে'র টুপি পরে টিনটিন বাবু

IMG_20210926_202011.jpg

IMG_20210926_202029.jpg

IMG_20210926_202344.jpg
কেক কাটার পূর্বপ্রস্তুতি

IMG_20210926_202504.jpg

IMG_20210926_202512.jpg

IMG_20210926_202654.jpg

IMG_20210926_202656.jpg

IMG_20210926_202658.jpg
টিনটিনবাবুকে জন্মদিনের আশীর্বাদ

IMG_20210926_203149.jpg

IMG_20210926_203337.jpg

IMG_20210926_203458.jpg

IMG_20210926_203821.jpg
মায়ের সাথে টিনটিন বাবু

IMG_20210926_213035.jpg
এটা কে বলতে পারেন ??

আলোকচিত্র তোলার তারিখ ও সময় : ২৬শে সেপ্টেম্বর ২০২১, সন্ধ্যা ৭ টা বেজে ৪৮ মিনিট থেকে ৯ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

দাদা আজকের দিনটা সেরা। প্রতিটা সময় মনে হয়েছে আপনি আর টিনটিন আমরা সবাই এক সাথেই ছিলাম। আজকের দিন টা স্টিম এ চলার পথে বেস্ট একটা দিন ছিল দাদা। ভালোবাসা রইল টিনটিন বাবাই এর জন্য।

টিনটিন বাবুরা বাস্তবে যা আনন্দ করতে পারে নি,আমরা ডিসকর্ডে তার চেয়ে বেশি করেছি পুরা দুই ঘন্টা জুড়ে।অ-নে-ক মজা হয়েছে।টিনটিন বাবুর জন্মদিনের ক্ষণটাতে।আবার শুভেচ্ছা রইল।সেই সাথে পোস্টটি আমাদের মাঝে শেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yEWmHeakx4jwvPrN6syM2sjbXkD5ecw36THh24EMHFQcWQfQJWDhMzLcZ3Ma8mjN5ajF51dQdg9jHW47PbhyAG4ksgpBp.jpeg

হ্যাপি বার্থডে টিনটিন বাবু💞❤️। দাদা, আপনে যখন টাইম টু টাইম জন্মদিনের পিকগুলো দিচ্ছিলেন মনে হচ্ছিল যেন আমরাও টিনটিন বাবুর জন্মদিনের সামনে উপস্থিত আছি। বেশ ভালো লাগছিল। টিনটিন বাবুর জন্য প্রাণঢালা ভালোবাসা, শুভেচ্ছা এবং দোয়া। যাতে সে আগামিতে একটা ভালো মামুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

আপনে এবং টিনটিন বেশ সুন্দর মুূহূর্ত কাটিয়েছেন। টিনটিনকে দেখে বেশ সুন্দর লাগছিল। সে সব সময় হাসি খুশি ছিল।

image.png

এটা হলেন আপনে দাদা। কিন্তু লাইট এর আলোর জন্য আপনার মুখটা ভালো ভাবে দেখা যাচ্ছে না। অনেক অনেক ভালোবাসা বাসা দাদা।

হ্যাপি বার্থডে "টিনটিন"। যাইহোক ঘরোয়া পরিবেশে সুন্দর একটি বার্থডে উদযাপন দেখতে পেলাম। ভগবানের কাছে আশীর্বাদ করি "টিনটিন" বাবু যেন তার পিতা(দাদা)মত একজন সৃজনশীল ও কাব্যিক ধারার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।জন্মদিনের এই প্রাণবন্ত মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, দাদা।

🍰শুভ জন্মদিন টিনটিন সোনা 🍰

অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। উপর ওয়ালা তোমাকে দীর্ঘায়ু দান করুন। আমরা আজ সবাই একসাথে তোমার জন্মদিন পালন করলাম। মনে হচ্ছিল ঠিক তুমি আমাদের সাথেই ছিলে। ভালো থেকো সুস্থ থেকো, এই কামনা করছি।

"ভালো থেকো টিনটিন"

টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। টিনটিন বাবু যেনো অনেক বড় হতে পারে সেই দোয়া রইল।টিনটিন বাবুর জন্মদিনের ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।

টিনটিন বাবুকে জানাচ্ছি শুভ জন্মদিনের শুভেচ্ছা - "হ্যাপি বার্থডে"টিনটিন বাবু"। টিনটিন বাবুর তৃতীয়তম জন্মদিন ঘরোয়া ভাবেই পালন হলো।আমি টিনটিন বাবুর জন‍্য দীর্ঘায়ু কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ দাদা টিনটিন বাবুর জন্মদিনের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা কে বলতে পারেন ??

মন বলছে "দাদা"। দাদাই হবে। নাহ দেখলে ভয়েজটা অনেক অনেক পরিচিত।

শুভ জন্মদিন টিনটিন

দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য সবসময়

আমি আশা করি আপনি আরও স্মার্ট হবেন এবং আপনার বাবা -মাকে গর্বিত করতে থাকবেন।

আশা করি টিনটিন যা আশা করছেন ভবিষ্যতে তা অর্জন করা যাবে।

🥰🥰🤗🤗🤗

শেষের টা আমাদের সবার প্রাণপ্রিয় দাদা। 🥰
যে আমাদের সুখের সময়েও ভুলে যায়না, নিজের ঘরের অনুষ্ঠানের সময়েও আমাদের সময় দেয়,আমাদের সাথে নিজের খুশি ভাগ করে নেয়।
টিনটিনকে খুব ভালো লাগে।বিশেষ একটা কারণ আছে, টিনটিন বাবুর চোখ গুলো একদম ডাগর ডাগর,দেখলেই কেমন একটা মায়া লাগে।
আমাদের পুরো এই আমার বাংলা ব্লগ পরিবার থেকে টিনটিন সোনার জন্য অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ। দোয়া করি সে যেনো আপনার মতোই ভালো মনের মানুষ হয় দাদা। টিনটিন সোনা কে কাছে পেলে হয়তো জড়িয়ে ধরে আদর করে আশীর্বাদ করতাম তবে এখন তো তা সম্ভব নয় তাই দূর থেকেই সকল মঙ্গল কামনা।
অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে সবটা ভাগ করে নেওয়ার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



শুভ জন্মদিন টিনটিন বাবু।দীর্ঘকালব্যাপী মা বাবার সাথে থেকে জীবনকে সতভাবে পরিচালিত করে মা বাবার মুখ উজ্জল করুক।

পুরো বাংলা ব্লগ বাসী টিনটিন বাবুর জন্মদিন ভার্চুয়ালি উপভোগ করছে । টিনটিন বাবুর জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। আশীর্বাদ করি ,মানবিক গুনে মানুষ হয়ে বেড়ে উঠুক টিনটিন।

দাদা এমন ভাবে ছবিগুলি আমাদের সাথে শেয়ার করেছেন মনে হচ্ছিল আমরাও এই পার্টিতে উপস্থিত আছি। টিনটিন কে দেখে বোঝা যাচ্ছে সে খুবই উপভোগ করেছে পুরো সময়টা। দোয়া করি টিনটিন যেন সত্যের সন্ধান পায় এবং সৎ মানুষ হিসেবে বেড়ে ওঠে।

আমি জীবনে কখনই ভার্চুয়ালি এত বড় বার্থডে পার্টিতে এত বেশি আনন্দ সহকারে উপস্থিত থাকিনি। সত্যিই পুরো সময়টা খুব এনজয় করেছি। মনে হচ্ছিল আমরা বার্থডে পার্টিতেই আছি। টাইম টু টাইম ফটো গুলো শেয়ার করার কারণে বিষয়টা আরো জমে উঠেছিল।

আজকের এই শুভ দিনে, ওর জন্য রইল হাজারো গোলাপ ফুলের সুরভিত শুভেচ্ছা সাথে প্রাণঢালা ভালোবাসা। ভবিষ্যতে ও যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই দোয়া করি।

শুভ জন্মদিন...........

শুভ জন্মদিন টিনটিন বাবু💖💖

সবাই হইতো কেক দিয়ে উইশ করবে
আমি না হয় তোমাকে হৃদয় দিয়ে করবো
কেঊ মুখে বলবে আবার কেউ দামী দামী গিফট করবে
আমি না হয় তোমাকে কমেন্টের মাধ্যমে জানালাম।

আজকেই এই,দিনে তোমার জীবন হোক সুন্দর
সুখের স্মতিটুকু থাক কাছে দুঃখ গুলা যাক মুছে।
জড়ো জীর্ন অতীতটাকে রেখানো আর মনে
নতুন উদ্দমে কাজ করো তোমার শুভ জন্মদিনে। 💖💖

তোমার জন্য শুভকামনা💖💖

শেষের ছবিটা আমাদের প্রিয় দাদা 💖💖
যে আমাদের অনেক টেক কেয়ার করে, তার কোনো তুলনা হয় না।

এগেইন টিনটিন এর জন্মদিনের পুরা "আমার বাংলা ব্লগ " কমিউনিটি সবল মেম্বার এর পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।💖💖

দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, টিনটিন সোনার বার্থডের ছবি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।আমাদের টিনটিন বাবুকে এখানে কিন্তু অনেক হাসি খুশি লাগছে।আশীর্বাদ করি আমাদের টিনটিন বাবু যেন সারা জীবন এমন হাসিখুশি থাকে এবং তার দীর্ঘ আয়ু কামনা করছি।

দাদা প্রতিটি ছবিই চমৎকার হয়েছে । আজ খুব আনন্দে সময় কাটিয়েছে আমাদের সবার আদরের টিনটিন বাবু।ছবিগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, কোথাও আপনাকে একটু দেখা যায় কিনা ।কিন্তু কোথাও খুঁজে পাইনি ।শেষে একটু পেলাম তবুও সম্পূর্ণ না ।যাই হোক খুবই ভালো লেগেছে ছবিগুলো দেখে ।সারাদিন
বাবাটা অনেক ক্লান্ত ছিল, এইজন্য আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,আপনাদের আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

প্রতিটি ছবি খুবই প্রাণবন্ত হয়েছে আর সবাইকে খুবই ভালো লাগছে দেখতে।কয়েকটা খুব সুন্দর হয়েছে।টিনটিন বাবাতো খুবই মজা করছে ।অনেক বড় হয় টিনটিন সোনা এই দোয়া করি। দাদা আপনার ছবিটিও অনেক সুন্দর হয়েছে।

টিনটিনবাবুর তৃতীয় জন্মদিনের জন্য শুভকামনা রইলো। ও যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য দোয়াও শুভ কামনা রইলো। জন্মদিনের মূহুর্ত গুলো চমৎকার ছিল। আজকে আমরা সকলেই ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ দাদাদাদা।

শেষ ছবিটা আপনার ছিল দাদা।সর্বপ্রথম টিনটিন বাবুর ছবি দিয়ে শুরু করলেন আর শেষটা আপনি করলেন।
টিনটিন বাবুর জন্য আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।দোয়া রইলো বাবা,মামা,আত্মীয়স্বজন সকলের সাথে যেন সবসময় হাসিমুখে থাকতে পারে।

শুভ জন্মদিন টিনটিন ভাইপো। সত্যিই জন্মদিনের মুহূর্ত খুবই চমৎকার ছিলো। টিনটিন কে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ খুশি । পরিবারের এই আনন্দঘন মুহূর্ত সকলের জন্য দারুন উপভোগ্য মুহূর্ত ছিলো । আনন্দঘন দিন ছিলো। টিনটিন ভাইপোর জন্মদিনের কেকটি সেরা ছিলো। এক কথায় দিনটি সেরা ছিলো। জন্মদিনের ছবি গুলো দেখে মনে হচ্ছে আমিও সেখানে স্বশরীরে উপস্থিত ছিলাম। আসলে চেনা মানুষ, চেনা জায়গা মনের মধ্যে সবসময় ভেসে ওঠে । টিনটিন ভাইপোর জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর । অনেক অনেক শুভ কামনা। দাদা এবং বৌদি কে অসংখ্য ধন্যবাদ ।দুই জনই ভাইপোর জন্মদিনের মুহূর্ত তুলে ধরেছেন এবং আমাদের সাথে ভাগ করে নেবার জন্য আবারো অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ দাদা।

শুভ জন্মদিন টিনটিন বাবু। তোমার জন্য শুভ কামনা রইলো। দোয়া করি হাজার বছর বেচে থাকো, তোমার মা বাবার সকল স্বপ্ন যেনো পূরণ করতে পারো। আর দাদা এবং বৌদির জন্য অনেক অনেক শুভ কামনা।

টিনটিন বাবুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো।এছাড়া অনেক অনেক ভালোবাসা ও আদর রইলো।টিনটিন বাবুর আগামী দিনের পথ চলার প্রতিটা মুহূর্ত সুন্দর ও আনন্দঘন হয়ে উঠুক এই কামনায় করি।জন্মদিনের কেকটি খুব সুন্দর ছিল ।ধন্যবাদ দাদা।টিনটিন বাবু এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো সর্বদা।

প্রথমে টিনটিন বাবুকে জানাচ্ছি শুভ জন্মদিনের শুভেচ্ছা - হ্যাপি বার্থডে টু ইউ "টিনটিন বাবু"। ঘরোয়া ভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো টিনটিন বাবুর তৃতীয়তম জন্মদিন। জন্মদিনের পার্টিতে টিনটিন বাবুকে খুবই খুশি দেখাচ্ছিল। আমি প্রাণভরে আশীর্বাদ করি টিনটিন বাবুর আগামী দিনগুলো সুন্দর ও আনন্দমুখর হোক। আমি টিনটিন বাবুর দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ দাদা টিনটিন বাবুর জন্মদিনের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জন্মদিনের অঢেল শুভেচ্ছা আমাদের টিনটিন বাবুর জন্য । দাদার এই ছোট্ট সুখী সংসারটি যেনো টিনটিন বাবুর অবাধ পদচারণায় আজীবন সুখে ভরপুর থাকে। দাদা আমি আপনার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করি।

IMG_20210927_075829.jpg

আমার কমন সেন্স বলছে উনি আমাদের দাদাই হবেন।🤩😍😍🤩

দাদা খুবই ভালো মুহুর্ত কাটিয়েছেন। টিনটিন বাবুর জন্য শুভ কামনা রইল।

টিনটিন বাবুর জন্য দোয়া রইলো।সত্যি আমরা ভারচুয়ালি কতো সুন্দর ভাবে টিনটিন বাবুর জন্মদিন উপভোগ করলাম।শুধু কেকটা কাটা আমাদের বাকি ছিলো সেটাও মনে মনে কেটে দিয়েছি।অত্যান্ত সুন্দর একটি দিন ছিল আজকের দিন।

শেষ ছবিটা আমাদের সবার প্রিয় দাদারই হবে😍😍😍

পাঞ্জাবি পরে আমাদের ছোট্ট টিনটিন বাবুকে দেখতে খুবই সুন্দর লাগছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুবই আনন্দময় একটি মুহূর্ত কাটিয়েছে। ছোট বাচ্চারা তার জন্মদিনে সামান্য বেলুনেও অনেক খুশি হয়ে যায়। এর উপর টিনটিন বাবুর জন্য এত আয়োজন সে তো মহা খুশি হয়ে গেছে। টিনটিন বাবুর হাসি মুখটা দেখে প্রাণ জুড়িয়ে গেল। টিনটিন বাবুর জীবনের প্রতিটি মুহূর্ত এরকম আনন্দময় কাটুক এই কামনা করি।

শুভ জন্মদিন Tintin বাবু। দোয়া করি তোমার আগামী দিনের পথ চলা অনেক শুভ হোক মানুষের মত মানুষ হয়ে ওঠো। সবকিছুতেই তুমি সাফল্য অর্জন করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ।

শুভ জন্মদিন টিনটিন বাবু ❤️ অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। তোমার আগামীর পথচলা সুন্দর হোক। বাস যোগ্য একটি নগরীতে মাথা উঁচু করে সম্মানের সাথে জীবন যাপন কর প্রার্থনা করি। শেষের ছবিটা আমাদের প্রাণ প্রিয় দাদা @rme দাদা ❤️❤️❤️

আমাদের প্রিন্স সুন্দর মিষ্টি টিনটিন কে জন্মদিনের শুভেচ্ছা। টিনটিন ভবিষ্যতে অনেক বড় হোক সেই দোয়া করি। শুভ জন্মদিন টিনটিন। তোমার জন্য অসংখ্য ভালোবাসা 💖💖💖

অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো টিনটিন বাবার জন্য 💗💗💗

আমার বাংলা ব্লগ কমিউনিটির এ্যাডমিনদের পক্ষ হতে অনেক অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আমাদের টিনটিন সোনামণির জন্য।

এই রকম আনন্দময় হোক তার প্রতিটি দিন, এই রকম ভালোবাসায় কাটুক তার বাকীটা জীবন। জীবনের প্রতিটি মুহুর্ত যেন এই রকম ভালোবাসায় সিক্ত হয়ে উঠে তার হৃদয়, দুঃখ-যন্ত্রনা কভু যেন তার নিকট আসার সাহস না পায়। দোয়া রইল তার জন্য।

প্রতিটি দৃশ্য বেশ সুন্দর এবং উপভোগ্য ছিলো, শুধুমাত্র শেষের দৃশ্যটা বাদ দিয়ে, কারন ওটা দেখে অনেকেই শক খাবে, হা হা হা হা।

image.png
দাদা এটা সম্ভবত আপনি আমার আগের ডিজিটাল আর্ট এর সঙ্গে মিলে যায়।
যাই হোক টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা।

দাদা আজকের দিনে আপনার সম্পূর্ণ পরিবার একসাথে হাসতেছে দেলহে খুবই ভালোলাগছে। আর টিনটিন তো আনন্দে আত্মহারা।

টিনটিনকে আল্লাহ্ অনেক বড় মানুষ বানাক দেশ এবং দশের মঙ্গলে আসুক আপনার মতো।

জন্মদিনে টিনটিন বাবুর জন্য আনেক অনেক শুভকামনা রইল।

দাদা আাপনার টিনটিন বাবুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা - "হ্যাপি বার্থডে টু ইউ টিনটিন বাবু"আর ঈশ্বর কাছে প্রার্থনা করি সব সময় জানি টিনটিন বাবু ভালো থাকে।

সত্যিই টিনটিনের জন্মদিনটা আমার বাংলা ব্লগ পরিবারে আমরা সকলেই বেশ এনজয় করেছি টিনের জন্য শুভকামনা সেইসাথে টিনটিনের পরিবারের জন্য শুভকামনা শেষের ছবিটা আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেও দাদার ছবি।

প্রতিটি ছবি মনে হয় জীবন্ত ছবি।শুভ জন্মদিন শুভ হোক আগামীর পথ চলা টিনটিন বাবাই। ♥♥

টিনটিনবাবুর তৃতীয় জন্মদিনের জন্য শুভকামনা রইল। ও যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য দোয়া রইল। জন্মদিনের মূহুর্ত গুলো চমৎকার ছিল। ধন্যবাদ দাদা।

খুব সুন্দর ভাবে পোস্টি উপস্থাপন করেছেন দাদা। শেষ ছবিটা আমাদের সবার প্রিয় একজন মানুষ আর সেটা হলো আপনি। যদিও আপনার মুখ পুরোপুরি দেখাননি। টিনটিনকে দেখতে অনেক সুন্দর লাগছে। দিনটি ওর জন্য ও আপনাদের সকলের জন্য অনেক অনেক স্পেশাল একটি দিন ছিল। অনেক অনেক দুয়া করি টিনটিন সোনামনির জন্য। অনেক অনেক শুভেচ্ছা টিনটিনের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবার সাথে আপনার পরিবারের কিছু আনন্দ আমাদের সাথে ভাগ করে দেয়ার জন্য।

অনেক অনেক ভালবাসা রইলো টিন টিন বাবুর জন্য। আশির্বাদ করি ও যেন বড় হয়ে মানুষের মত মানুষ হয়।খুব সুন্দর ছবি গুলো কারন ছবি কথা বলে। শুভ জন্মদিন টিনটিন বাবু।

শুভ জন্মদিন আমার গোলটু বাবু। অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা।

তার জন্মদিনের পার্টি ইভেন্টটি খুব বিলাসবহুল এবং খুব অসাধারণ, সর্বদা দীর্ঘ এবং সুখী থাকতে পারে, এবং ভবিষ্যতে আরও সফল হতে পারে, যা অর্জন ের আকাঙ্ক্ষা করা হয়।

শুভ জন্মদিন টিনটিন বাবু।আমি তোমার সার্বিক মঙ্গল কামনা করি।সৃষ্টিকর্তা তোমাকে যেনো দীর্ঘজীবি করে।অশেষ ভালোবাসা ও শুভকামনা রইল

Loading...

টিনটিন বেবি শোনার জন্মদিনের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা।বেবিটা তার জন্মদিন অনেক উপভোগ করেছে।বেবিটা যে বড় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন থেকে আর দেরি করে ঘুমানো চলবেনা, সকাল সকাল বেডে যেতে হবে আর উঠতে হবে সকালে।অনেক অনেক শুভকামনা রইল বাবুসোনার জন্য।

ফটোগ্রাফিক গুলো খুবই সুন্দর হয়েছে, শেষের ফটোগ্রাফি সকলেই চিনতে পেরেছে, আমাদের দাদা ছাড়া আর কে হবে?

জন্মদিনের সব আয়োজন খুব পরিপাটি এবং অনেক গোছানো ছিল। টিনটিন বাবু খুব ইনোসেন্ট ও কিউট দেখতে। অনেক ভালো লাগে যখন দেখি। একটু দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা। সবাই মিলে খুব চমৎকার একটি দিন উপভোগ করেছেন এবং পোস্ট পড়ে খুব ভালো লাগলো। সবার জন্য অনেক বেশী শুভকামনা।

টিনটিন ভাইপোর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ।ভাইপোর জন্য অনেক শুভ কামনা ও আশীর্বাদ রইলো। ভাইপোর দীর্ঘায়ু কামনা করি।