আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ

in hive-129948 •  7 months ago 

Celebration_3_years.png
***Banner Design : @hafizullah


আর মাত্র ক'টি দিন, আর তারপরেই "আমার বাংলা ব্লগ"-এর শুভ জন্মদিন । এ বছর "আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষে পদার্পন করতে যাচ্ছে । বিগত দু'টি বর্ষপূর্তি অনুষ্ঠানের ন্যায় এবছরেও যথারীতি তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । আগামী ১১ই জুন থেকে আরম্ভ হয়ে ১৩ই জুন অব্দি মোট তিনদিন ধরে চলবে বর্ষপূর্তির এই বিশেষ অনুষ্ঠান ।

তিনদিনের তিনটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে অনেকগুলো সেগমেন্ট থাকবে যথারীতি । এই সেগমেন্টের মধ্যে একটি সেগমেন্ট হলো বিনোদনমূলক বা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট । এই সেগমেন্টটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ । কারণ, যে কোনো বর্ষপূর্তি উদযাপনমূলক অনুষ্ঠানের অন্যতম প্রাণকেন্দ্রই হলো এর বিনোদনমূলক পর্বটি ।

আপনারা সবাই জানেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার রাত আটটা তিরিশে আমাদের যা সাপ্তাহিক হ্যাংআউট পর্ব থাকে সেখানেও যথারীতি একটা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট থাকে যেটা আমরা প্রত্যেকেই খুবই উপভোগ করে থাকি । আর এই জন্যই আমাদের বিশেষ বর্ষপূর্তি অনুষ্ঠানেও এন্টারটেইনমেন্ট সেগমেন্টটি দারুণভাবে উপভোগ্য হবে বলেই আমরা মনে করছি ।

আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে মোট তিনটি পর্ব থাকবে -

০১. কুইজ পর্ব
০২. কবিতা আবৃত্তি পর্ব
০৩. সংগীত পর্ব

এই তিনটি পর্বের মধ্যে প্রথমটি অর্থাৎ, কুইজ পর্ব হলো উন্মুক্ত পর্ব । কুইজ শো চলাকালীন যে কেউই তাতে অংশগ্রহন করতে পারবে । আর বাকি দুই পর্ব অর্থাৎ, "কবিতা আবৃত্তি পর্ব" ও "সংগীত পর্ব" এই দুই পর্বে অংশগ্রহণের জন্য আপনারা সবাই আমন্ত্রিত ।


কবিতা আবৃত্তি ও সংগীত পর্বে অংশগ্রহণের জন্য নিম্নলিখিতরূপে আবেদন করুন -

=> এই পোস্টের কমেন্টবক্সে আপনার ডিসকোর্ড আইডি আর অংশগ্রহণের বিষয় লিখে কমেন্ট করুন । যেমন আপনার ডিসকোর্ড আইডি যদি @abc123 হয় আর আপনি যদি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করতে চান তবে কমেন্ট করুন এই ভাবে -

ডিসকোর্ড আইডি : @abc123
বিষয় : কবিতা আবৃত্তি

আর যদি সংগীত পর্বে অংশগ্রহণ করতে চান তবে লিখুন -

ডিসকোর্ড আইডি : @abc123
বিষয় : সংগীত

=> আবেদন করার শেষ সময় : ১০ই জুন রাত ১২ টা (ভারতীয় সময়)


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর সেগমেন্টে ভাগ করে নিলেন আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষ পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনে। চেষ্টা করবো অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং সবাইকে বিনোদন দেওয়ার। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি মুহূর্ত কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে।

ডিসকোর্ড আইডি- @samhunnahar
বিষয় -সংগীত

যে কোন অনুষ্ঠানে বিনোদন পর্বটি খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে। কারণ কাজের মধ্যে যদি মাঝেমধ্যে একটু বিনোদন করা হয় তাহলে কাজের গতিটা আরো বেড়ে যায়। প্রতিবছরের মতন এ বছরও আমরা তিন দিনব্যাপী খুব ভালোভাবে অনুষ্ঠানটি উপভোগ করব। আমি গান গাইতে খুবই পছন্দ করি আর যে কোন অনুষ্ঠানে আমি গান গেয়ে থাকি।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কারণ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আশা করি, আমার মতন আরো অনেকে ই হয়তোবা গান, কবিতা করতে ভালোবাসেন। আশা করি, তারাও তাদের প্রতিভা এখানে ফুটিয়ে তুলবেন এবং উৎসবটা আরো আনন্দ মুখর করে তুলবে।

ডিসকোর্ড আইডি:@saikat890
বিষয়:গান

নমস্কার দাদা 🙏 আমি এখনো ভেরিফাইড মেম্বার হয়নি, তবে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমিও এন্টারটেইনমেন্ট পর্বে অবদান রাখতে চাই।

ডিসকোর্ড আইডি : @purnima
বিষয় : কবিতা আবৃত্তি

ডিসকোর্ড আইডি :- tuhin002
বিষয় : - সংগীত।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.06% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

দাদা এবার ধারাবাহিকভাবে অনেকগুলো আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারব। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিগত বছরের চেয়েও এবার বড় ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আপনার মত আমিও সেই দিনটির অপেক্ষায় রয়েছি ‌। তার কয়েকদিন পরেই আবার ঈদুল আযহা সেজন্য ধারাবাহিকভাবে এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার জন্য মুখিয়ে আছি।

ডিসকোর্ড আইডি : @joniprins
বিষয় : কবিতা আবৃত্তি

আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে পোস্ট শেয়ার করতে দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিবারের ন্যায় এবার ও কবিতা ও গান দিয়ে সবাই আনন্দমূখর করে রাখবে আশাকরি।তিনদিনের অনুষ্ঠান মালা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ দাদা। আশাকরি অনেকেই অংশগ্রহন করবেন।

আসলেই দাদা বিনোদন পর্ব আমরা সবাই বেশ উপভোগ করে থাকি। তাই নিঃসন্দেহে বলা যায় বিনোদন পর্ব খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক গত বছরের মতো এই বছরও আমরা তিনদিন ব্যাপী অনেক মজা করবো।

ডিসকর্ড আইডি: @mohinahmed
বিষয়: সংগীত

  ·  7 months ago (edited)

বাহ দাদা প্রতিবারের চেয়ে মনে হচ্ছে এইবার আরও বেশি আনন্দ উপভোগ করবো সবাই মিলে। আর এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।অবশ্যই দাদা এন্টারটেইনমেন্ট পর্বে অংশগ্রহণ করব।ভালো লেগেছে শুনে যে এই আয়োজন টা তিনদিনব্যাপী উদযাপন হতে যাচ্ছে।সব কিছু দাদা আপনার জন্য সম্ভব আপনি আমাদের সুন্দর একটি পরিবার তৈরি করেছেন। আর খুব সুন্দর ভাবে আমাদের সবাই কে আগলে রেখেছেন।আপনার জন্য সব সময় আমি মন থেকে দোয়া করি।

আমার অংশগ্রহণ--

ডিসকোর্ড আইডি @shantaislam
বিষয় : সংগীত

আশা করছি আমাদের সকলের প্রিয় কমিউনিটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সকলে মিলে একসাথে ভীষণ ভীষণ উপভোগ করবো! 😍😍 এই বিশেষ দিনে আমিও কবিতা আবৃত্তি পর্বে অংশগ্রহণ করতে চাই:-

ডিসকোর্ড আইডি : @tithyrani
বিষয় : কবিতা আবৃত্তি

ডিসকোর্ড আইডি- @bristychaki
বিষয় -গান

বিগত বছরের চেয়ে এ বছরে অনেক জমকালো এবং ভালো ভালো সেগমেন্ট থাকবে মনে হচ্ছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে এবার খুব ভালো আয়োজন হবে সেইসাথে অনেক ভালো বিনোদন উপভোগ করতে পারব ভাবতেই কেমন যেন খুশি খুশি লাগছে।
সেই কাঙ্খিত দিনটির জন্য অপেক্ষায় রইলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আশা করছি দারুণ আয়োজনের মাধ্যমে দারুণভাবে তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান উপভোগ করতে পারবো। অনেক ধন্যবাদ দাদা

বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য বেশ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। এন্টারটেইনমেন্ট সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবো সত্যি ভীষণ খুশি লাগতেছে। আশাকরি এবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার আয়োজন করা হয়েছে। সবাই মিলে চমৎকার মুহূর্ত উপভোগ করবো।

ডিসকোর্ড আইডি : @limon88
বিষয় : সংগীত

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

এন্টারটেইনমেন্ট সেগমেন্টে সত্যিই অনেক মজা হয়। আমি আশা করছি আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আমারা সবাই অনেক সুন্দর মূহুর্ত উপভোগ করবো। আমি গতবারের মতো এবারেও সংগীত পরিবেশন করবো ভাবতেই অনেক ভালো লেগেছে। 🥰

ডিসকোর্ড আইডি : @aongkon
বিষয় : সংগীত

আশাকরি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে। আমাদের কমিউনিটিতে বেশ ভালো কিছু শিল্পী রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের বিনোদন দিয়ে চলেছেন। আশাকরি তারা তাদের চমৎকার আয়োজন দিয়ে সবার মন আনন্দে মাতিয়ে রাখবেন। তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সাফল্যমন্ডিত এবং সুন্দর হোক এই কামনা করছি।

দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেলো কোনদিক দিয়ে বুঝতেই পারলাম না।গতবছর অনেক মজা করেছিলাম আশাকরি এবার আরও অনেক বেশি মজা আনন্দের সাথর বর্ষপূর্তি অনুষ্ঠান উপভোগ করবো।দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।অনেক অনেক শুভকামনা রইলো।❤️

আসলে যে কোন অনুষ্ঠানের এই বিনোদন পর্বটা অনেক গুরুত্ব রাখে । এবার দাদা একেবারে ভিন্ন আঙ্গিকে বিনোদন পর্বে অংশগ্রহণের বিষয়টা সাজিয়েছেন দেখে ভালো লাগলো । আর দেখতে দেখতে তিনটি বছর আমরা পর করে ফেললাম ।গতবারের থেকে এবারের জন্মদিনটা আমার কাছে মনে হচ্ছে আরো বেশি ভালোভাবে পালন করা হবে । সেই অপেক্ষায় প্রহর গুনছি ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ডিসকোর্ড আইডি: @afrinkhanupoma
বিষয়: গান

খুব ভালো লাগলো এই পোস্টটা দেখে।আসলে সবসময়ই চেষ্টা করি বিশেষ হ্যাং আউট গুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি।আর এবারও ইচ্ছে ছিল অংশগ্রহণ করব।আপনার পোস্টটা দেখেই ভালো লাগছে এজন্য।যাইহোক,সবার মাঝে আমিও চলে এলাম নাম দেয়ার জন্য,🫣🫣

ডিসকোর্ড আইডি : @bristy1
বিষয় : গান

ডিসকোর্ড আইডি : @nevlu123
বিষয় : সংগীত

দিনটির জন্য অপেক্ষাতে রয়েছি। আশাকরি বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এবার আমরা সকলে মিলে অনেক আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করতে পারব।

তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ঘিরে এখন থেকেই অনেক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন তৃতীয় বর্ষ অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই।

ডিসকোর্ড আইডি : @selinasathi
বিষয় : কবিতা আবৃত্তি

আমার বাংলা ব্লগের তৃতীয় জন্মদিনে এবারও তিনদিন ব্যাপি অনুষ্ঠান হবে।আড্ডা,এন্টারটেইনমেন্ট বিনোদন এ ভরপুর থাকবে তিনদিন।সবাই মিলে বেশ সুন্দর একটি সময় কাটানো যাবে বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে।আমার বাংলা ব্লগের দীর্ঘায়ু কামনা করি। আরও অনেক বছর একইভাবে সবাইকে আনন্দ দিয়ে যাক কমিউনিটি।ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

আমার বাংলা ব্লগের মাধ্যমে অনেক প্রতিভাবান কবিতা আবৃতিকার ও সংগীত শিল্পীর দেখা মিলেছে গত বছরগুলোতে। এইবারের এই আয়োজনে আরো অনেক বেশি মানুষের অংশগ্রহণ এই সেগমেন্টকে অতুলনীয় করে তুলবে।

গান গাওয়ার অভ‍্যাস আমার একেবারেই নেই। আর কবিতা আবৃত্তি যা একটু করি কিন্তু সেটি তো আপনাদের সামনে করার জন্য এখনও প্রস্তুত না। তবে হ‍্য‍া আমি কিন্তু কুইজ পর্বের জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত দাদা। আশাকরি কয়েকটা জিতে নিতে পারব। তিনদিন ব‍্যাপী অনুষ্ঠান আর দেরী সহ‍্য হচ্ছে না দাদা।

ডিসকোর্ড আইডি : @saymaakter
বিষয় : কবিতা আবৃত্তি।

আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমি সব সময় এন্টারটেইনমেন্ট সেগমেন্ট এনজয় করে থাকি। বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রতিটি সেগগেন্ট আরও বেশি চমৎকার হবে, আমিও সেই দিনটির অপেক্ষায় রয়েছি। অফিসের কাজে বাহিরে থাকবো তাই নাম দিতে পারলাম না। সকলের জন্য শুভকামনা রইল।

তিনদিন ব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো দাদা।আর সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় লেগেছে ভিন্নধর্মী বিষয়কে নির্দেশ করার জন্য।দারুণ আনন্দমুখর হবে বলে আশা করছি প্রতিটা দিনই,আমরা সবাই অপেক্ষায় রয়েছি সেই দিনগুলোর।অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।

তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে যা আমাদের সবার জন্য খুব আনন্দের। তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে চারদিকে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে । এই এর মাধ্যমে সবাই বেশ আনন্দ উপভোগ করবে।

ডিসকোর্ড আইডি : @ah-agim
বিষয় : কবিতা

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দারুণ উদ্যোগ৷ অনুষ্ঠান ও সংস্কৃতি আমাদের বাঙালিয়ানার বৃহত্তম দিক৷ এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি৷ বিনোদন বিভাগ খুবই উপভোগ্য একটা অংশ৷ মস্তিস্ক ও মন সবই হাল্কা হয়ে আনন্দে ভরে ওঠে।

আমি এখানে একেবারেই নতুন। কিভাবে কি হচ্ছে সে বুঝতে সময় লাগলেও অভিজ্ঞতায় কোন তেতো স্বাদ নেই৷ যেকারণে অংশগ্রহণ তো অবশ্যই করব৷

discord id- @neelam
বিষয়- কবিতা পাঠ

ডিসকোর্ড আইডি : @mahbubul.lemon
বিষয় : সংগীত

ডিসকোর্ড আইডি : @mostofajaman
বিষয় : সংগীত

গত বছরেও আমরা বর্ষপূর্তি উপলক্ষে অনেক বেশি মজা করেছিলাম দাদা। এই বছরেও আশা করি, সবাই মিলে অনেক বেশি মজা করবো। তাছাড়া, তুমি যেহেতু তিনটে সেগমেন্টের আয়োজন করেছো, এই জন্য আশা করা যায় সবাই খুব আনন্দের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং তাদের সর্বোচ্চ দিয়ে মুহূর্তগুলোকে রাঙিয়ে তুলবে। আমি তো দাদা খুবই এক্সাইটেড, কবে ওই দিনটা আসবে আর আমরা সবাই একসাথে আনন্দ ফূর্তি করতে পারবো ভার্চুয়ালি ভাবে, সেটাই ভাবছি।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ডিসকোর্ড আইডি : jahidulislam01
বিষয় : কবিতা আবৃতি

ডিসকোর্ড আইডি : @rayhan111
বিষয় : কবিতা আবৃত্তি