আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ১৯

in hive-129948 •  last year 

"Unfolding my past life"

Whatever I have is true or false
I will not keep anything unknown to you
My power is your own idea,
I'm surrounded by you in certain circles.

Many stories lie in the corners of life
The foundation of broken relationships will be created in its darkness.
So there you must have a bright presence,
Do not place any undue objection here.
You can smile and suddenly burn in pride of love,
You love river, you ever sink in the river.

I am speechless with this indiscipline,
Likewise, let's love this way.
One day in the gloom of the frozen pain
I am forbidden to enter the world of emotion.
Let's blow the dead soldier's memory by the pain of the heart.
My dreadful wishes are lingering as accident.


"burning"

You are on submission of a grievance
Sleeping many the nights and days.
All of a sudden, around the trembling with fear
His influence awesome golden fire.


"Mirror of Mind"

Your wish and my random nature,
The first love to float on the river chest.
You suddenly lose your color ;
The full moon comes again and again the two wake up in the night.
The kite flying away from my stick,
I shrugged the yarn with purple purple envelope.
Because your wishes are deposited there in the afternoon.
In the evening, the letter comes back in the name of more darkness ;
The last days of the year are more prominent.
I went out lonely and a handful of a few,
Then walk like a little motivated drunk.
But at the end of the futile application of whom ;
There is nothing new about the world's books,
Playing casualty is just a fall.


A Night in the hills*

hills hills closes in
shadows get darker,
my life is filled with hills,
except waiting for you.

my life has turned upside down,
the ring no longer shines bright for me,
I wake up feeling as hills as
I felt when i lied to go to hills.

what do you do when you feel this hills,
my whole life was circled around hills
and now, since your gone i feel hills,
I feel as hills as i did one year ago.

you were the hills
I needed when i went to hills,
but now since your gone,
my life has completely changed.


"Fallen Leaves"

Now come the night
I turn into the dark.
The hidden tears in the rain
This is her very trying period.

Came through the open window
Warm to cold obsession. Today, on the banks
of the memory of the dream corpse
You are the joy of the first raft.

Your marble dust and leaves
He is a light dream home country.
And suddenly fights with section
The boat, which washed away a different direction.

I alone so far, I wish
Deep irrepressible desire heart
I want to return to play in the Almighty
One evening stories.


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৪৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b0a0889d8930dba7fb2e12527457077f1d9e4c018090eb4f05bb099bf462afed

টাস্ক ৪৪৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের NFT আর্ট হলো ক্রিপ্টো আর্ট । বিটকয়েন এর দুটি দুর্দান্ত থ্রী ডি আর্ট NFT করা হয়েছে । এই আর্ট দুটি পাবেন আমার Crypto Art
গ্যালারিতে । এগুলোর কোনোটাই বিক্রির জন্য নয় । তো চলুন দেখে নেয়া যাক ক্রিপ্টো আর্টের উপর আধারিত NFT আর্ট দুটি -

Screenshot 2023-12-22 014959.png

০১. Bitcoin Art

Screenshot 2023-12-22 015108.png

০২. Crypto Logo Art - Bitcoin

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



A night with hills

ব্যাপারটা ভালো লাগলো দাদা। সাথে কথাগুলো! প্রিয় মানুষটি চলে যাওয়ার পর আমরা আসলেই বদলে যায়, ভীষণ রকমের একলা যেন হয়ে যায়! ঠিক যেন সবুজ আবৃত পাহাড়ের মতো 🌼

you were the hills
I needed when i went to hills,
but now since your gone,
my life has completely changed.

আজকের পর্বটিও উপভোগ করলাম দাদা 🌼। সামনে আরও দারুণ সব অ্যাবস্ট্রাক্ট আর্টের কনসেপ্ট দেখতে পাবো

কবিতাগুলো দারুন উপভোগ করলাম দাদা। আসলে কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন বিষয়টা ঠিক অন্যরকম হয়ে যায় যা কখনোই ভাষা দিয়ে পরিপূর্ণ বোঝানো সম্ভব হয় না।

Your wish and my random nature,
The first love to float on the river chest.
You suddenly lose your color ;
The full moon comes again and again the two wake up in the night.

সেই সাথে আপনার আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো অসাধারণ হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Burning এবং mirror of mind এই অ্যাবস্ট্রাক্ট আর্ট দুটো আমার কাছে বেশি ভালো লেগেছে দাদা। বেশ ভালো এঁকেছেন দাদা। কবিতা আমি বরাবরই কম বুঝি। তারপরেও কবিতা পড়ে বেশ ভালো লাগলো।

দাদা আপনার প্রশংসা করতেই হয়, সব কিছুতেই আপনি এক্সপার্ট। ইংরেজিতে কবিতা লিখেছেন তাও
অসাধারণ ভাবে, আর এই ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট অংকন গুলো জাস্ট অসাধারণ লেগেছে, আমার কাছে সব থেকে কঠিন লাগে এই ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট অংকন। আমি আগে অনেক বার চেষ্টা করেছি কিন্তু কখনো পারেনি,
সবকিছু মিলে অসাধারণ উপস্থাপনা ছিল দাদা

বরাবরের মতোই অসাধারণ কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করেছেন দাদা। আর সাথে কবিতা গুলো একদম অন্য লেভেলের ছিল। খুব ভালো লাগলো দাদা।ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

বাহ্ দারুন তো দাদা। কবিতা আর আর্ট। দুই মিলে যেন এক রোমাঞ্চকর ঘটনা ঘটলো। আপনার কবিতাগুলো কিন্তু বেশ হয়েছে দাদা। সেই সাথে আরো সুন্দর লাগলো আপনার অংকন করা ডিজিটাল আর্ট গুলো।

Posted using SteemPro Mobile

অ্যাবস্ট্রাক্ট আর্ট বুঝার সক্ষমতা এখনো আমার মাঝে তৈরী হয় নাই দাদা, আমার কাছে কেন জানি এগুলো আঁকাআকিঁ ছাড়া আর কিছুই মনে হয় না। তবে আজকের দ্বিতীয়টি দৃশ্যটি ভালো লেগেছে, সাথে নিচের কথাগুলো।

দাদা আপনার সেই আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো জাস্ট অসাধারণ হয়েছে। আর কবিতাগুলোও ছিল জাস্ট অসাধারণ।
আপনার জন্য শুভকামনা রইল দাদা।♥♥

দারুন হয়েছে দাদা, দারুন। burning এবং mirror of mind দেখে আমি অভিভূত!! তোমার থেকে অনুপ্রেরণা নিয়ে আমার দুকলি তোমার উদ্দেশ্যে উৎসর্গ রইলো...

The last days of the year are more prominent
To rewind our thoughts, our mind and our soul
To relive past moments and rekindle our heart
Last few days of the year are more prominent
With a "mirror of mind" in our hand...

Upvoted! Thank you for supporting witness @jswit.

মিরর অফ মাইন্ড আর্টটি আমার কাছে অন্যরকম ভালো লেগেছে যদিও আমি তেমন একটা বুঝি না এসব আর্ট।

এই আর্টের সাথে লেখাগুলো আমাকে কিছুক্ষণ ভাবিয়েছে। সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশ।

ভালোবাসা ভেসে যায়
স্মৃতি গুলো রয়ে যায়।
যাইহোক, সময়ই সবকিছুর প্রতিকার করে। লেখাটির নায়ক একদিন তার হারানো সুখ খুঁজে পাবে।"

দাদা আপনি কিন্তু দারুন ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট করেন। চমৎকার হয় প্রতিটি আর্ট ।বার্নিং আর্ট টি চমৎকার হয়েছে। আবার সঙ্গে কবিতা লিখেছেন ,সব মিলিয়ে দারুন। ধন্যবাদ আপনাকে।

বরাবরের মতো আজকের অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো ও চমৎকার লেগেছে দাদা। বিশেষ করে তৃতীয় অ্যাবস্ট্রাক্ট আর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

আপনি চমৎকার আঁকেন দাদা। কি কবিতা, কি আর্ট সবটাতেই সমান দক্ষতা আপনার।আপনার আর্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি দক্ষতার সাথে সুন্দর আর্টগুলো শেয়ার করলেন। অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টগুলো শেয়ার করার জন্য।

প্রত্যেকটা আর্ট অনেক সুন্দর হয়েছে দাদা, আর যদি বিশ্লেষণের কথা বলি, তাহলে বলবো বেশ গুরুগম্ভীর কথা। ভালো লাগলো বিশ্লেষণ গুলো পড়ে।

you're poem was so heartwarming and soothing. i hope u continue it and never stop. all the best.

বাহ্ চমৎকার ছিল দাদা আপনার ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট এর ১৯ তম পর্ব।আর্টগুলো যেন কথা বলছে।দারুন এককথায় প্রতিটি আর্ট।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

真心不错

Abstract drawing sobai easily bujte parena karon onk exhibition e description present korena artist er, just artist er work and painting er naam diye dey. Dada apnr art er best part hocche inspirational thinking apni express korechen apnr every art piece er pichone. Akjon artist jkhn art er sthe sthe tadr thought process and inspiration o express kore tkhn normal manush der jnno art er meaning bujte onk easy hoi. Amazing art dada...

All the abstract art themes and creativity are excellent. The theme of mirror of mind is very creative looking to me. Each of the abstract art is the symbol of creativity and masterpiece obviously

কবিতার লাইনগুলো হৃদয় ছুয়ে যাওয়ার মত। একদম শিহরন জাগানো প্রত্যেকটা কবিতা। এবং সেই সাথে আপনার করা আর্টগুলো। একদম পারফেক্ট।

Yes