কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : পিক্সাবে
আমার আজকের এই আর্টিকেলটি পড়ে অনেকেই দুঃখ পেতে পারেন, কেউ কেউ আবার আমার ওপরে রেগেও যেতে পারেন । কিন্তু, এটি আমার একান্তই ব্যক্তিগত ভাবনা, আমি কারোর ওপরে এটি চাপিয়ে দিচ্ছি না বা কাউকে এটা বিশ্বাস করতেও বলছি না । এটি নিছকই একটি আর্টিকেল ভিন্ন আর কিছুই নয় ।
প্রেম কি ? সাধারণ ভাবে আমরা প্রেম বলতে বুঝি ভালোবাসার বন্ধনে আবদ্ধ দু'টি নর-নারীর হৃদয়ের সম্পর্ককে, এই সম্পর্ক প্রকাশের বিভিন্ন ভাবভঙ্গী এবং আচরণগত বৈশিষ্ট্যকে । ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় । ভালোবাসায় কোনো শরীরী আকর্ষণ থাকে না, কিন্তু প্রেমে থাকে । যদিও প্রেমে শরীরী আকর্ষণ তেমন কোনো মুখ্য বিষয় নয়, তবুও থাকে । এটা অমোঘ ।
প্রেমে মুখ্য বিষয়ই হলো হৃদয় বা মন । মানুষ কেন প্রেমে পড়ে ? কি জন্যে প্রেমে পাগল হয় ? এসব ব্যাপারে আজকে যাচ্ছি না আমি । আমার আজকের প্রধান আলোচনার বিষয়ই হলো প্রেম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা নিয়ে । তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা : প্রেমের সাতকাহন - "কিছু ভ্রান্ত ধারণা"
০১. প্রেমের অনেকগুলি স্তর ও শ্রেণীভাগ আছে । বর্তমানের অধিকাংশ প্রেমই আসলে জাস্ট ভালোলাগা, তাতে ভালোবাসার পরিমাণ অতি ক্ষুদ্র । এখানে শরীরী আকর্ষণটাই মুখ্য, হৃদয় নয় । এগুলি প্রেমের নিম্নস্তর - "শরীরী প্রেম"। আর যে সকল ভালোবাসা গড়ে ওঠে ও আবর্তিত হতে থাকে হৃদয়কে অবলম্বন করে সেগুলো উচ্চস্তরের - "মানসিক প্রেম"।
০২. নিচুস্তরের শরীরী প্রেম যেখানে মনের আদান প্রদানের চাইতে শারীরিক সম্পর্কটাই মুখ্য সেগুলো আসলে খুব বেশিদিন টেঁকে না । কিছুদিন যেতে না যেতেই আর শারীরিক আকর্ষণ থাকে না উভয়ের কাছেই । ফলে সম্পর্কে ছেদ পড়ে এবং প্রেম ভেঙে যায় । এই প্রেম চলাকালীনই কেউ একজন অন্য কারো রূপে মুগ্ধ হয়ে বর্তমান প্রেমের সম্পর্ক ত্যাগ করে আরেকজনের সাথে প্রেম করতে মনস্থ করে । তাই এই ধরণের প্রেমের জন্ম হয় যেমন দ্রুত মৃত্যুও হয় তেমনই দ্রুত । একটা ছেড়ে আরেকটা, প্রেম চলতেই থাকে । এই প্রেম আসলে শুধুই একটা খেলা ।
০৩. মধ্যস্তরের প্রেম হলো এমন প্রেম যেখানে হৃদয়াবেগ এর পাশাপাশি থাকে তুমুল শরীরী আকর্ষণ । অধিকাংশ ক্ষেত্রেই এই প্রেম বিয়ে অবধি গড়ায় । আর তারপরে ধীরে ধীরে প্রেমে ভাঁটা পড়তে থাকে । একটা সময় যখন দু'জনের কাছে শারীরিক আকর্ষণটা ক্ষীণ হয়ে যায় তখন প্রেমও অর্ধেক হয়ে যায় । তবে যেহেতু মনের টানটা কম হোক বেশি হোক থেকেই যায় তাই আর প্রায় ক্ষেত্রেই মৃত্যু অবধি থেকে যায় প্রেমটা ।
০৪. উচ্চস্তরের প্রেম । এই প্রেমই হলো সেই প্রেম যেটা নিয়ে যুগ যুগ ধরে কত কবিতা, কত গান, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, থিয়েটার রচিত হয়েছে তার সীমা পরিসীমা নেই । এই প্রেমে শরীরী আকর্ষণ অতি ক্ষীণ থাকে । এই প্রেমে মনটাই মুখ্য । দুটি হৃদয় সত্যিকার অর্থে বাঁধা পড়ে এই প্রেমে । এই প্রেম কোনো কিছুরই বাঁধা মানে না - বয়স, ধর্ম, বর্ণ, সমাজ, সংসার কোনো কিছুরই না । এই প্রেমে যেহেতু শরীরী আকর্ষণ ক্ষীণ থাকে তাই এক জন আরেক জনের চেহারা দেখে প্রেমে পড়ে না, কারো ব্যক্তিত্ব, কারো মেধা, কারো কণ্ঠস্বর, কারো মেধা বা কারো বাচনভঙ্গীর প্রেমে পড়ে । তবে অধিকাংশ সময়েই কোনো কিছুর মোহ থেকে দু'জনের হৃদয়ে প্রেম জন্ম নেয় না । এটা সম্পূর্ণ আপনাআপনি কোনো কিছুর প্রভাবে প্রভাবিত না হয়েই গড়ে ওঠে - প্রেমের সম্পর্ক ।
এই প্রেমের বন্ধন কখনো ছিন্ন হয় না । এই প্রেমের কোনো মৃত্যু নেই । অবিনশ্বর, শ্বাশত এই প্রেম । হ্যাঁ, এরই অপরনাম প্লেটোনিক প্রেম । লালন শাহের সেই বিখ্যাত উক্তি - "মনের মানুষ ! জীবনটাভোর খুঁজে বেড়ালাম, পেলাম না । আর কি পাবো তারে ?" সত্যিই তো মনের মানুষ আমরা খুঁজে ফিরি অহর্নিশি । কিন্তু, ক'জনই তা পাই ? লালন শাহ একটা জীবন ধরে খুঁজেও যেটা পেলেন না, সেটা আমরা এতো সহজে পাবো ? কখনোই না ।
মনের মানুষ হলো সেই মানুষ যে আয়নায় দেখা নিজেরই প্রতিচ্ছবি যেন । তাকে সব কথা বলা যায়, জীবনের কিচ্ছুটি গোপন তার কাছে থাকে না, যে শয়নে স্বপনে, সুখের-দুঃখের সবসময়ই নিজের কাছে থাকে, যাকে কখনো অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না, যে অন্যায় কাজেরও সঙ্গী আবার ভালো কাজেরও সঙ্গী, ভালো না বেসে যাকে একটি মুহূর্তও থাকা যায় না - সেইই হলো মনের মানুষ । এই মনের মানুষের সাথে প্রেম হলো শ্বাশত - The Eternal Love ।
এবার লাস্টে কিছু মজার কিন্তু বর্তমান সময়কার প্রেমের পটভূমিতে একদম ধ্রুব সত্য কথা তুলে ধরছি -
০১. "তুমিই আমার প্রথম প্রেম" - একদম ডাহা মিথ্যে কথা, এই সেম কথা সে কতজনকে বলেছে তার ইয়ত্তা নেই ।
০২. "তোমাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি" - কচু ভালোবাসি, মধু ফুরালে মৌমাছি ডানা মেলবে ফের ।
০৩. "তোমাকে না পেলে এ জীবন আমি শেষ করে দেব" - এই কথা বলা প্রেমিক/প্রেমিকা প্রেম জলাঞ্জলি দিয়ে দিব্যি আরেকজনের সাথে চুটিয়ে সংসার করছে, কেউ তো মরেনি, দিব্যি আছে ।
০৪. "তোমার রূপে আগুন জ্বলে" - ধুর কলার রূপ, এক ঘেয়ে চেহারা দেখতে দেখতে আর ভালো লাগে না, ও পাড়ার মৌটুসি কি দারুন দেখতে মাইরি !
০৫. "তোমাকে আমি মরণের পরেও এভাবে ভালোবেসে যাবো" - এই কথা বলার পরের সপ্তাহেই ব্রেক আপ ।
০৬. "ওগো তোমার ওই দু'চোখ আমাকে পাগল করেছে" - এই কথা বলবে যখন, তখনও চোখ থাকবে মেয়েটির বুকের দিকে ।
০৭. "তোমার এই হাত ধরেছি, জীবনেও কখনো এই হাত আমি ছাড়বো না আর" - এই কথা বলা ছেলেটি একদিন ওই হাত দিয়েই অ্যাসিড নিক্ষেপ করবে মেয়েটির মুখে ।
০৮. "আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি গরিব কি ধনী এসব আমি বুঝি না, আমি শুধু তোমাকেই চাই" - এই কথা বলা মেয়েটি দিব্যি এক মধ্যবয়স্ক টেকো, ভুঁড়িওয়ালা বিশাল ধনী ব্যবসায়ী কাউকে বিয়ে করে দিব্যি ছেলেটিকে একটি কাঁচকলা প্রদর্শন করে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যাবে ।
০৯. "লক্ষীটি একবার শুধু একবার তোমাকে একটু দেখবো, সত্যি বলছি আর কিছু করবো না" - এই কথা বলা ছেলেটি বাধ্য করে মেয়েটিকে তার সাথে শুতে । পরে বিয়ে তো দূরের কথা প্রেমটাও জলাঞ্জলি দিয়ে দেয় ।
১০. "তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম" - এই কথার মধ্যে মাত্র ৯৯.৯৯% কথা মিথ্যে, বাকিটুকু সত্যি ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)
তারিখ : ২৭ এপ্রিল ২০২৩
টাস্ক ২৪৮ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : df43c4db3ed4464a5caefe741a964c724a4c5af641dbb74bacef454a5e073367
টাস্ক ২৪৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Hello friends, if you support me, I will support you too. If you follow me, I trust you too.
Check here :- @ashutos
হ্যালো বন্ধুরা, আমাকে সমর্থন করলে আমি আপনাকেও সমর্থন করবো। আপনি আমাকে ফলো করলে, আমি আপনার উপর বিশ্বাস করবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যালো শুভ সকাল বাবা. এবং যদি এমন কিছু লোক থাকে যারা নিজেকে এভাবে প্রকাশ করে, এবং তারা সত্য বলে শেষ না করে, হাজারের মধ্যে একজন সত্যিকারের ভালবাসা দেখায়, আর বাকিরা তা করে না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা দিলেন তো সব পর্দা ফাসঁ করে। এই পোষ্ট যে ছেলে মেয়ে পড়বে,তাদের মাঝে কেউ কাউকে বিশ্বাস করবে না,হা হা হ। আপনার পোষ্ট পড়ে না জানি কত প্রেম অকালে মরে যাবে। বাস্তব ভিত্তিক কথা বলেছেন দাদা। আপনার ৯৯.৯৯% কথাই সত্য। বাকি ০.১ পার্সেন্ট জানি না। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হচ্ছে আজকালকার সমাজে এই মধ্যস্তরের প্রেমটাই বোধহয় বেশি আর এটাকেই সত্য মানছে সবাই।
তবে দাদা লাস্টে কথাগুলো সত্যি হলেও মারাত্মক ফানি ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি যেভাবে প্রেমের শ্রেণীবিভাগ করেছেন সেটা এককথায় দুর্দান্ত হয়েছে। আমার মতে এখন সবচেয়ে বেশি হচ্ছে নিচুস্তরের প্রেম। কারণ বেশিরভাগ ছেলেমেয়ে সম্পর্কে জড়ায় শারীরিক চাহিদা মেটাতে তথাপি টাইম পাস করতে। এই জাতীয় প্রেম, প্রেম বা ভালোবাসা নামকে কলঙ্কিত করছে। প্রেম বা ভালোবাসা বলতে আমি কেবলমাত্র উচ্চস্তরের প্রেম বা ভালোবাসাকে বুঝি। কারণ এই ধরনের প্রেম হচ্ছে একেবারে পবিত্র। যে ধরনের প্রেমের গল্প আমরা বই পুস্তকে পড়েছি এবং আমাদের দাদাদের আমলে যে ধরনের প্রেম ভালোবাসা হতো। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লান্তিহীন ভাবে এক নিমিষেই পড়ে ফেললাম। শেষের দিকে এসে বেশ হেসেছি। the eternal love ব্যাপারটি আমাকে বেশ ছুঁয়ে গিয়েছে। তবে যা লিখেছেন এবং বলেছেন বর্তমান অবস্থান নিয়ে, তা একদম চিরন্তন সত্য ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখা প্রতিটি কথাই একদম সত্য। আসলে প্রেম বলতে কিছু আছে কিনা জানিনা। আমার কাছে সবকিছুই কেন জানি ধোঁয়াশার মতো মনে হয়। মনে হয় যেন ক্ষণিকের ভালোলাগাকে আমরা প্রেম বলে মনে করি। কিন্তু বাস্তবতা যখন জীবনে প্রতিফলিত হয় তখন ভালোবাসা বলতে কিছুই থাকে না। হয়তো কাছের মানুষের জন্য অদ্ভুত মায়া থাকে। এই মায়া থেকে হয়তো ভালোবাসা তৈরি হয় কিংবা বিরহ তৈরি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা সবগুলো বাস্তব কথা রাগ করবেনা কেউ আশাকরি 😂
বর্তমানে খাটি প্রেম ভালোবাসা খুঁজে পাওয়া মুশকিল। এখন আর মানুষ প্রেম একটা করে না, কয়টা করে তা নিজেই একসময় ভুলে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দাদা আপনার প্রেমের শ্রেণী বিন্যাস দেখে তো মনে হচ্ছে আপনি কোন এক সময়ে একজন দক্ষ প্রেমিক ছিলেন দাদা। তবে আপনার কথা গুলো কিন্তু ১০০% সত্য। এখানে মন খারাপ করা বা রাগ করার কোন বিষয় নয়। এখন আর আগের ভালবাসা দেখা যায় না। এখন আর কোথাও শোনা যায় না যে প্রেমের যন্ত্রণায় বা না পাওয়ার বেদনায় কেউ আর বিষ খায় না। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার সব কথা এখানে সত্যি।এখানে কেউ রেগে যাবে এমনটা ভাবার কোন বিষয় ই নেই।আপনি বাস্তব কথা তুলে ধরেছেন। ভালবাসা আজ আছে নাকি??? সত্যি ভালবাসা এখন নেই। ছিল অনেক আগে। খুব সুন্দর সত্য কিছু কথা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সময় উপযোগী পোস্ট, বর্তমান প্রেম কাহিনী তুলে ধরেছেন দাদা।পুরো লেখাটা থেকে কোনো লাইন মিথ্যা খুঁজে পেলাম না।উচ্চস্তরের প্রেম টা এখন নেই বললেই চলে,তাই তো ওসব ঝামেলায় পড়িনা।আর ঠিকই তো লালন শাহ এতো সাধনা করে পেলেন না,আমরা কি করে পাবো মনের মানুষ এতো সহজে।প্রেমের পটভূমি তে ধ্রুব সত্য কথার সবগুলো বাস্তব।আপনার আর্টিকেলের সাথে আমি ১০০ পার্সেন্ট একমত।আর হ্যা মানুষ কেন প্রেমে পড়ে?কি জন্য পাগল হয় প্রেমে এটা নিয়ে পোস্ট চাই কিন্তু দাদা।ধন্যবাদ এতো সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
omg.............that unbelievable. your posts always be informative. love you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। আপনার এ পোষ্টটি পড়ে যত মজা পেয়েছি জীবনে এত মজার কোন কিছুতেই পাইনি। একেবারেই প্রেম-ভালোবাসা সম্পর্কে বাস্তব ধর্মী পোস্ট করেছেন। প্রেম সম্পর্কের ভ্রান্ত ধারণাগুলো এমন ভাবেই বিশ্লেষণ করে দিয়েছেন যে, কেউ আর সহজে প্রেমের পথে পা বাড়াবে না। পোস্টটি রিস্টিম করে রাখলাম দাদা ভবিষ্যতে কাজে লাগবে। অতি চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দাদা আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি আপনার ব্যক্তিগত এই মতামতের সাথে। যার প্রমান আমাদের সমাজের চারদিকে তাকালেই দেখা যায়, খুব দ্রুত সময়ের মাঝে প্রেম, আলোচনা তারপর বিয়ে এবং তারপর অনাকাংখিতভাবে বিচ্ছিন্ন হওয়া, এগুলো তারই নমুন মাত্র। আজকাল প্রেম নামক বস্তুত কামনার চাদরে দারুণভাবে মুড়ানো, আবেগ-বিশ্বাস সব কিছুর মুলেই শারীরিক সম্পর্ক।
কিন্তু সত্যিকার ভালোবাসায় তাকে ছোঁয়ার চেয়ে তার মুখের কথার প্রতি বেশীে আকর্ষণ থাকে, তার কাছে যাওয়ার চেয়ে দূর হতে তার মিষ্টি হাসি দেখার প্রতি বেশী আকর্ষণ থাকে। চাহিদা সেটা শুধু বাহ্যিক বিষয় কিন্তু ভালোবাসা সেটা শুধুই হৃদয়ের গভীরতায় থাকা কিছু অনুভূতির সমস্টি। তবে শেষের ডায়লগগুলো নোট করে রাখলাম একটু পরীক্ষা করে দেখার জন্য হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা পোস্টটি পড়তে দারুণ লাগলো। এগুলোই আসলে বাস্তবে ঘটে থাকে। তবে আপনি নিম্নস্তরের প্রেমের যে শ্রেণীবিভাগ করেছেন বর্তমান যুগে সেটাই বেশি দেখা যায়। মধ্যস্তরের প্রেমও খুব কম পরিমাণে দেখা যায়। কিন্তু উচ্চস্তরের প্রেম সম্পর্কে আপনি যেটা লিখেছেন সেই প্রেম তো আজকাল খুঁজে পাওয়াই মুশকিল। আসলে সেটাই বাস্তব ভালোবাসা, কিন্তু পায় বা কয়জন!
লাস্টে আপনি বর্তমান সময়ের সাপেক্ষে যে দশটি ধ্রুব সত্যি কথা লিখেছেন দেখে খুব মজা পেয়েছি। সব কটা কথা পুরোপুরি সত্যি ছিল কিন্তু অনেক হাসি পাচ্ছিলো দেখে 😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একদম মন থেকে বলছি লেখাটার শেষের দিকটাই যখন পড়ছিলাম তখন মুচকি মুচকি শুধু হেসেই যাচ্ছিলাম। অনেক কিছু লিখতে ইচ্ছে করছিল, হঠাৎ কি সব মনে পড়ে যেন আবার পিছিয়ে গেলাম। সবটাই আপনার জানা। মনে হয় আপনি বুঝতেও পারবেন আমি কি ধরনের কথা লিখতাম। হিহিহিহি,,, জগতে সবকিছুই মায়া আর আপেক্ষিক। এখানে সত্য বলে কিছু নেই। প্রতিটা মুহূর্তই এক একটা অতীতের সাক্ষী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা তোমার লেখা প্রথম দিকে প্রেমের যে এক্সপ্লেনেশন, সেটা পড়তে পড়তে ভাবছিলাম আজ মনে হয় প্রেম সম্পর্কে সবকিছুই জেনে যাব। তবে মোটামুটি তুমি যতটা বিশ্লেষণ করেছ তাতে বেশ খানিকটা জেনেও গেছি। তবে লাস্টের দিকে যে দশটা এক্সপ্লেনেশন দিয়েছো সেটা পড়ে আসলে আমি হাসি থামাতে পারলাম না। এখনকার যুগের প্রেম এবং ডায়লগ আরেকটা এরকমই হয়ে গেছে। তবে তুমি যে এই বিষয়ে এতটা অভিজ্ঞ সেটা আমি বুঝতে পারিনি, আজ বুঝলাম পোস্ট পড়ে। হা হা হা...😂😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানকার প্রেম তো সব এমনই! আর উচ্চ শ্রেণীর প্রেম তো এখন বিলাসীতা ছাড়া কিছুই না! খুব রেয়ার কেইস এই প্রেমগুলো!
লালন শাহ যেখানে মনের মানুষ খুজেঁ ব্যর্থ হয়েছেন সেখানে আমরা তো অনেকদূরের কথা! তবে যে তার মনের মতো মানুষ পেয়েছে তাকে ভাগ্যবান বলাই যায় 💟।
নিচে যে পয়েন্টগুলা লিখেছেন এগুলো একদম সত্যি কথা! আবেগে পরে এসব কথা বলে প্রেমিক প্রেমিকারা!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পোস্ট পড়ে মনে হচ্ছে আপনি তো রীতিমতো প্রেম বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন দাদা। প্রেম সম্বন্ধে আপনার জ্ঞান তো অনেক গভীর মনে হচ্ছে। প্রেম বলে আসলেই কি কিছু আছে? বিজ্ঞান কিন্তু মোটেই প্রেম ভালোবাসার যে সংজ্ঞা আমরা দিয়ে থাকি সেটা মানে না। তবে আপনার কথাগুলি মিথ্যা না। আজকালকার বেশিরভাগ প্রেমই ঠুনকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit