Indian Museum ভ্রমণ -পর্ব ১৬

in hive-129948 •  3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ১৬


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৫


শুভ অপরাহ্ন বন্ধুরা,
আজকে আবার শীতটা খুব জাঁকিয়ে বসেছে । সকালে ঘুম থেকেই উঠে এমন একটা দুঃসংবাদ শুনলাম যে মনটা খুবই খারাপ হয়ে গেলো । প্রয়াত নারায়ণ দেবনাথ । আমার ছোটবেলা যার আঁকা কমিক্সে রঙিন সেই মানুষ টা আজ চলে গেলেন । একটি যুগের অবসান ঘটলো ।হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট, বাহাদুর বেড়াল সবার পথ চলা থামলো । একেলা হয়ে গেলো সব্বাই ।

শ্মশানের চিতায় নারায়ণ দেবনাথ-কে যখন তোলা হবে তখন কে জানে সবার অলক্ষ্যে ভিড়ের মধ্যে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল উপস্থিত থাকবে হয়তো । তাদের স্রষ্টা কে সর্বশেষ দেখে দু'ফোঁটা চোখের জল উৎসর্গ করবে । শ্মশানের আগুনে নারায়ণ দেবনাথ পুড়বে, কিন্তু পুড়বে না তার হৃদয়, পুড়বে না তাঁর সৃষ্টি । লক্ষ লক্ষ বাঙালি ছেলেদের হৃদয়ে বেঁচে থাকবেন তিনি । আজীবন । মানুষের শরীরের মৃত্যু আছে কিন্তু মৃত্যু নেই তার সৃষ্টির । "হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট" যুগ যুগ জিও ।

আজকে আমি আবারো হাজির হয়েছি বেশ কিছু মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের ফোটোগ্রাফি নিয়ে ।

১. চিতল বা চিত্রল হরিণ
২. বব ক্যাট ও ভারতীয় নেকড়ে বাঘ
৩. সোনালী লাঙ্গুর হনুমান, শ্লথ, ম্যাকাক, সিংহলেজী বেবুন, বব ক্যাট, কালো মুখো হনুমান ও বুনো শূকর
৪. শম্বর হরিন
৫. এশীয় বুনো গাধা
৬. ইয়াক বা চমরী গাই
৭. গয়াল বা মিথুন

তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


চিতল বা চিত্রল হরিণ । এই হরিনের গায়ে সাদা সাদা ফোঁটা করে থাকে । আমাদের দক্ষিনাঞ্চলের সুন্দরবনে এই চিতল হরিনের অবাধ বিচরণ রয়েছে । প্রচুর পরিমাণে পাওয়া যায় এদের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বব ক্যাট (বাঁয়ে) ও ভারতীয় নেকড়ে বাঘ (ডানে) । বব ক্যাটের বিশেষত্ব হচ্ছে এদের লেজ থাকে খাটো । ছাগলের লেজের মতো । কান থাকে অতিমাত্রায় সূচালো । আর নেকড়ে বাঘ আসলে "শ্ব", অর্থাৎ এক জাতের কুকুর শ্রেণীর প্রাণী । যেমন ভাল্লুক । ভাল্লুকও কিন্তু কুকুর জাতীয় প্রাণী । আর যাবতীয় বাঘ, সিংহ, চিতা, লেপার্ড, জাগুয়ার হলো বেড়াল জাতীয় প্রাণী । ভারতীয় নেকড়ে সাইজে একটা কুকুরের থেকে অনেক বড় হয়ে থাকে । এরা দলবদ্ধ সামাজিক জীব । এবং দারুন শিকারী ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সোনালী লাঙ্গুর হনুমান (সবার উপরে বাঁয়ে), শ্লথ (সবার উপরে ডানে), ম্যাকাক (নিচের তাকে পিছনের সারিতে বাঁয়ে ), সিংহলেজী বেবুন (নিচের তাকে পিছনের সারিতে ডানে), বব ক্যাট (নিচের তাকে সামনের সারিতে বাঁয়ে ), কালো মুখো হনুমান (নিচের তাকে সামনের সারিতে মাঝে )ও বুনো শূকর (নিচের তাকে সামনের সারিতে সর্বডানে )
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শম্বর হরিনের স্টাফড মাথা (শিং সহ) । ভারতীয় অরণ্যের সব চাইতে বৃহদাকার হরিণ হলো এই শম্বর জাতীয় হরিণ । আকারে এক একটা মোষের মতো বড় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এশীয় বুনো গাধা । এক সময়ে এদেরকে প্রচুর পরিমাণে পাওয়ায় গেলেও বর্তমানে এরা বিলুপ্তপ্রায় জীব ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ইয়াক বা চমরী গাই । হিমালয়ের পাদদেশে, নেপাল, ভুটান ও তিব্বতে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায় । এদের গায়ের লোম প্রচুর এবং সেগুলো উলের মতো ও প্রচুর লম্বা লম্বা, ঝালরের মতো । তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যই অভিযোজিত হয়ে এদের লোম এমন হয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পূর্ণবয়স্ক গয়ালের মাথা, শিং ও পূর্ণাঙ্গ কঙ্কাল । এরা আসলে এক ধরণের বুনো গাই । ভারতে এরা "মিথুন" বা "গয়াল" নামে পরিচিত । চিটাগাং বাইসন নামেও ডাকে এদের কেউ কেউ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাংসাশী ও ত্রিণোভজি প্রানীর অসাধারণ ফটোগ্রাফি করেছেন।।
সত্যি মিউজিয়াম টা দারুণ।।।
ধন্যবাদ দাদা সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



ঠিকই বলেছেন দাদা সবাইকে একা রেখে চলে গেলেন সত্যিই খুব খারাপ লাগছে।হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট তাদের নামের সাথে যুগ যুগ বেঁচে থাকবেন প্রয়াত নারায়ণ দেবনাথ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে আস্তে আস্তে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে। এশীয় বুনো গাধার ছবি দুটো আমার কাছে বেশী ভালো লেগেছে। আর আপনি ছবিগুলা এত সুন্দর করে তুলেন মনে হয় যে সত্যিই চোখের সামনে দাঁড়িয়ে আছে।

দাদা আজকে আপনি খুবই শোকাহত ও মর্মাহত প্রয়াত নারায়ণ মুখার্জি মারা যাওয়ায়। আমরাও শোকাহত তার স্মৃতি বিজড়িত নন্টে ফন্টে চিত্র আমার কাছে খুবই ভাল লাগত। এই ধরনের কার্টুন দেখতে কার না ভালো লাগে ।অনেক মজা পাই এই ধরনের কার্টুন দেখে। তার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার আজকের ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ইয়াক বা চমরী গাইকে এই প্রথম বার দেখলাম ও নাম শুনলাম। আসলে এর আগে এটিকে দেখার কোনো অবকাশ ছিল না। আপনার মাধ্যমেই টা জানতে পারলাম। আর বাকি আলোকচিত্র গুলোও বেশ সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

চিতল বা চিত্রল হরিণ

আমাদের এই অঞ্চলে আমরা সাধারণত সবর্দা এই হরিণগুলো উপস্থিতি দেখি, তবে যাই হোক এই হরিণগুলোকে দেখতে ভালো লাগে। এক ধরনের মায়া কাজ করে।

শ্মশানের চিতায় নারায়ণ দেবনাথ-কে যখন তোলা হবে তখন কে জানে সবার অলক্ষ্যে ভিড়ের মধ্যে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল উপস্থিত থাকবে হয়তো ।

এটা ছিলো আজকের সব চেয়ে দূঃখের একটি সংবাদ। সত্যি মনটা খারাপ হয়ে গেছে। তবুও তিনি চির অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মাঝে।

শ্রদ্ধা জানাই প্রয়াত নারায়ণ দেবনাথের উদ্দেশ্যে। দাদা আপনার মত আমি ও ভাবি সৃষ্টিশীল মানুষের বিদায়ে তার সৃষ্টি নিশ্চই অলক্ষে এসে দাড়ায়। আজকের স্টাফ এর মধ্যে সবচেয়ে ভালো লাগলো চামরী গাই,আর সোনালী লাঙ্গুর হনুমান।

বরাবরের মতো আজকের পোস্টও থেকেও আমি অনেক কিছু জানতে পারলাম দাদা। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি প্রাণীর ছবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মাঝে তুলে ধরেছেন। বুনো গাধা ,সোনালী রংয়ের হনুমান, সম্পর্কে আজ নতুনভাবে জানলাম। প্রতিদিন আপনার এই পোস্ট গুলোর অপেক্ষায় থাকি দাদা। আপনার মাধ্যমে প্রতিদিন নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারছে এই প্রাণীগুলো সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নারায়ণ দেবনাথ এর সৃষ্টির মধ্যে নন্টে ফন্টের সঙ্গে আমি বেশ পরিচিত। ছোটবেলায় এই কমিকস গুলো খুবই ভালো লাগতো। অসাধারণ সব সৃষ্টির স্রষ্টা চলে গেলেন। তিনি চলে গেলেন কিন্তু তার সৃষ্টি থেকে যাবে। প্রার্থনা করি সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তিতে রাখুন। সবশেষে বরাবরের মত আবারো কিছু দারুন সংরক্ষিত প্রাণী দেহ দেখতে পেলাম। শুভকামনা রইল আপনার জন্য।

যখন নির্মলদা এনাউন্সমেন্ট ঘোষণা দিলেন নারায়ণ দেবনাথ স্যার না ফেরার দেশে চলে গেছেন খবরটা শুনে ভীষণ খারাপ লেগেছিল আমার। হয়তো উনি চলে গেছেন না ফেরার দেশে কিন্তু উনার সৃষ্টি থেকে যাবে আজীবন যখন উনার কৃষ্ট কর্ম গুলো দেখবো তখন খুব ভীষণ মিস করব এই মহান কারিগর কে। 😢🙏

খুবই দুঃখের সংবাদ এটি,শুনে খারাপ লাগলো আমার ও।সেই স্রষ্টার বিদেহী আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে।তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টির মাঝে তিনি চিরঅমর হয়ে থাকবেন।ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর,ধন্যবাদ দাদা।

  ·  3 years ago (edited)

দেখতে দেখতে 14 তম পর্ব শেষ হয়ে গেল আজকে 15 তম পর্ব। এই 14 তম পর্ব পর্যন্ত যা কিছু দেখেছি তা আমার কল্পনার বাইরে। আজকে যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো গয়ালের কঙ্কাল এটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এভাবে নতুন নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।

পূর্ণবয়স্ক গয়ালের মাথা, শিং ও পূর্ণাঙ্গ কঙ্কাল

এই গয়ালের মাথাটা একটু ভিন্ন রকম দেখতে লাগছে,অনেকটা লম্বা।একদম জীবন্ত ধরণের ছবি দেখতে পারলে ভালো লাগতো।

সংবাদটি শোনার পর আমারও খুবই খারাপ লেগেছে। যাইহোক সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে এটা সকলকে মেনে নিতে হবে।

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত ।খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো তুলেছেন। ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ইন্ডিয়ান মিউজিয়াম আমাদেরও ঘোরা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

প্রথমেই বলি প্রয়াত এই ব্যাক্তটির বিদেহী আত্মা শান্তি পাক 🙏 তার অনবদ্য সৃষ্টি প্রতিটি কার্টুন চরিত্র ভীষণ ভালো লাগতো আমার এবং আমার পুরো শৈশব এবং কৈশোর জুড়ে তার সবগুলো কমিকস চরিত্র। ভীষণ পছন্দের ছিল কার্টুনগুলো। এতটাই কষ্ট পেলাম খবরটা শুনে বলে বোঝানো যাবে না 🥺

আর আপনার ছবিগুলো বরাবরই সুন্দর কিছু বলার নেই। আপনার বদৌলতে চমৎকার জিনিসগুলো দেখা আমাদের।
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀

শ্মশানের চিতায় নারায়ণ দেবনাথ-কে যখন তোলা হবে তখন কে জানে সবার অলক্ষ্যে ভিড়ের মধ্যে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল উপস্থিত থাকবে হয়তো ।

আজকের দিনে সবচাইতে দুঃখের খবর ছিল এটাই, আমার খুবই খারাপ লেগেছে। তার পরে দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে ওপারে সুখে রাখেন। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে সারাজীবন থাকবেন।

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা শুভকামনা রইল

দাদা আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। আসলেই ইন্ডিয়ার মিউজিয়ামের ফটোগ্রাফি গুলো অসাধারণ। প্রাণীকুলের এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগলো।

ভারতের মিউজিয়াম ভ্রমণের সবগুলো পর্ব দেখলাম, দৃশ্যপট গুলো অনেক সুন্দর লেগেছে। আর আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দৃশ্যগুলো নিয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

প্রতিটি পর্বেই আমরা কিছু না কিছু দেখতে পারতেছি আবার শিখতেপারতেছি।আজকেও তার ব্যতিক্রম না।আজকে আমরা কিছু মাংসাশী শিকারী প্রাণী ও তৃণভোজী প্রাণী দেখলাম। আর শেষে গয়ালের কঙ্কাল দেখলাম।অনেক ভালো লাগলো দাদা।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে গেলাম। যতটি পর্ব দেখলাম সবগুলো চোখ ধাঁধানো সত্যিই অপূর্ব। মনে হচ্ছে বাস্তব এগুলো রাখা। আছে কিন্তু সকলকিছু হাতের কাজ।এশীয় বুনো গাধা তারপরই চমরী গাই। অনেক কিছু দেখার সৌভাগ্য হলো আজকে।


IMG_20220106_113311.png

আমার কাছে তো পূর্ণবয়স্ক গোয়ালের পূর্ণাঙ্গ কঙ্কাল দেখে অনেক অবাক লাগছে। আগে কখনই এমনটা দেখা হয়নি। সত্যি দাদা আপনার ভ্রমণ পর্ব পোস্টগুলোর জন্য নতুনত্ব অনেক কিছু দেখতে পারলাম এবং শিখতে পারলাম। অনেক কৃতজ্ঞ থাকবো এরজন্য দাদাভাই। প্রত্যেকটি জিনিস অনেক বেশি বাস্তবিক লাগছে। সত্যিই পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।

দাদা যদিও এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তবুও মেনে নেয়া জায় না। অনেক খারাপ লাগে যখন কেউ ছেড়ে চলে যাই। ভালো থাকুক সেই জীবনে এই দোয়া করি।

যাই হোক, তবে দাদা এই প্রানিগুলোকে দেখে মনে হচ্ছে জীবিত। কতটা নিখুঁতভাবে তৈরি করেছে। মিউজিয়ামের প্রতিটা পোস্ট দেখার মত ছিল। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

এই পর্বের মধ্যে সব গুলো ফটোই অনেক সুন্দর। বিশেষ করে আমার এই ফটোটা বেশি ভালো লেগেছে ।।

শম্বর হরিনের স্টাফড মাথা (শিং সহ) । ভারতীয় অরণ্যের সব চাইতে বৃহদাকার হরিণ হলো এই শম্বর জাতীয় হরিণ । আকারে এক একটা মোষের মতো বড় ।

পূর্ণবয়স্ক গয়ালের মাথা, শিং ও পূর্ণাঙ্গ কঙ্কাল।

এই ছবিটি দেখে আসলে দাদা খুব অবাক হলাম। পুরো কঙ্কালটা কিভাবে তৈরি এবং সংরক্ষণ করা হয়েছে এটা ভেবে। উপরের ছবিগুলো খুব ভালো লাগলো দাদা। আসলে মিউজিয়ামের এই সংরক্ষিত প্রাণীগুলো যদি স্বচক্ষে দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো।

আজকের মাংসাশী শিকারী প্রাণী ও নিরীহ তৃণভোজী প্রাণীদের স্টাফ করা দেহের ফোটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে ।সবগুলো পর্বের মতো এই পর্বের প্রতিটি ফটো দুষ্কর ও দামী ছিলো ।সহজে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার , আর সে দেখার ভাগ্য হলো দাদার মাধ্যমে ।আরও দেখার অপেক্ষায় রইলাম দাদা।এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

প্রয়াত নারায়ন দেবনাথ আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন শুনে মনটা সত্যিই অনেক খারাপ হয়ে গেল। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার সেই কালজয়ী অঙ্কিত কমিক্স সারা জীবন এই পৃথিবীর বুকে সবার সেরা হয়ে বেঁচে থাকবে। একদম ঠিক বলেছেন দাদা, মানুষের শরীরের মৃত্যু রয়েছে কিন্তু মৃত্যু নেই তার সৃষ্টির।
দাদা আজকের পর্বের স্টাক করা সবগুলো প্রাণীদেহে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে পূর্ণবয়স্ক গয়ালের মাথা, শিং ও কঙ্কাল আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য দাদা।

শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ এর মৃত্যুতে সত্যিই হৃদয় ভারাক্রান্ত হয়ে পরলো। সবকিছু শূন্যতা মনে হচ্ছে। আমি নিজে তার কয়েকটি কাটুন দেখেছে আমার কাছে খুব ভালো লেগেছে। তার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করছি।

প্রিয় দাদা আশা করি ভাল আছেন ? আজকে পোষ্টের মাধ্যমে আরো কিছু প্রাণি সম্পর্কে জানতে পেরেছি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো অনন্য ছিল। আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

প্রয়াত নারায়ণ দেবনাথ । আমার ছোটবেলা যার আঁকা কমিক্সে রঙিন সেই মানুষ টা আজ চলে গেলেন । একটি যুগের অবসান ঘটলো ।হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট, বাহাদুর বেড়াল সবার পথ চলা থামলো । একেলা হয়ে গেলো সব্বাই ।

আমরা একজন গুণী মানুষকে হারালাম। এই গুণী মানুষগুলো তাদের কর্মের মাধ্যমে চিরদিন বেঁচে থাকে আমাদের অন্তরে। তিনি তার কর্মের মাধ্যমে চিরজীবন সকলের অন্তরে বেঁচে থাকবে। তবে যাই হোক দাদা আজ আপনার এই ফটোগ্রাফস গুলোর মাধ্যমে অনেক প্রাণী সম্পর্কে জানতে পারলাম। এই প্রাণীগুলোর কথা হয়তো আমরা শুনেছি কিন্তু চোখেরদেখা দেখা হয়নি। আজ আপনার ফটোগ্রাফস গুলোর মাধ্যমে সেগুলো দেখতে পেলাম। দারুন কিছু প্রাণী ও বিলুপ্তপ্রায় প্রাণীর ফটোগ্রাফস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

  ·  3 years ago (edited)

দাদা মন খারাপ করবেন না, একদিন তো আমাদের সবার এভাবেই চলে যেতে হবে। দাদা আপনার Indian Museum ভ্রমণ -পর্ব ১৬ ফটোগ্রাফি গুলো বেশ দারুণ। তবে দাদা পূর্ণ বয়স্ক গয়ালের মাথা, শিং ও পূর্ণাঙ্গ কঙ্কালের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা।দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।

ওয়াও দাদা ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে। প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। তবে সবচাইতে কঙ্কালের ছবিগুলো দেখতে ভালো লেগেছে।ধন্যবাদ দাদা আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

उत्कृष्ट

শ্রদ্ধা জানাই প্রয়াত নারায়ণ দেবনাথ এর উদ্দেশ্য। দাদা আজকে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। চিতল বা চিত্রল হরিণ দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দাদা, অসাধারণ সব ফটোগ্রাফি করেছেন। আজকের ফটোগ্রাফিগুলো বরাবরেত মতোই সুন্দর ছিলো এবং তথ্য বহুল ছিলো। অনেক প্রাণী সম্পর্কে জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভ কামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

প্রথমে ঈশ্বর কাছে প্র্রার্থনা করি প্রয়াত নারায়ণ দেবনাথ স্বর্গবাসি হউক।দাদা আপনার আজকের ফটোগ্রাফি বেশ দারুন লাগছে।ফটোগ্রাফি গুলো মধ্যে আমার হরিণের ছবি গুলো অনেক সুন্দর লেগেছে।অনেক ধন্যবাদ ,এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য দাদা।

মানুষের শরীরের মৃত্যু আছে কিন্তু মৃত্যু নেই তার সৃষ্টির । "হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট" যুগ যুগ জিও ।

দাদা আমি সর্বপ্রথম একটি কথাই বলতে চাই আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথের মৃত্যুতে আমরা শোকাহত। এভাবেই হয়তো আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো একদিন। দাদা আপনি একদম ঠিক বলেছেন আমাদের শরীরের মৃত্যু আছে কিন্তু কর্মের কোন মৃত্যু নেই। নিজেদের সেই কর্মগুলোর মাধ্যমেই বেঁচে থাকে মানুষ চিরদিন। দাদা আরো একটি কথা বলতে চাই আপনি বরাবরের মতো এবারও দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিভিন্ন অজানা প্রাণীর সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগছে। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

good information

বুঝাই যাচ্ছে না যে প্রাণীগুলোর কৃত্রিমভাবে তৈরি প্রাণীগুলোকে দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। দাদা আপনার এই মিউজিয়ামের পর্ব গুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, দেখতে পারছি।

  ·  3 years ago (edited)

হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে ও বাঁটুল দি গ্রেটকে ঘিরে আমার ছোটবেলার অনেক আনন্দঘন মুহূর্ত রয়েছে,আসলে অনেক খারাপ লাগলো এটা জেনে যে এদের নির্মাতা শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথে আর এ ধরাতে নেই। তবে দাদার আজকের ফটোগ্রাফি গুলো ও প্রতিবারের মতো অনেক দারুন হয়েছে,আমার কাছে পূর্ণবয়স্ক গয়ালের কংকালটা অনেক বেশি ভালো লেগেছে, এদের শরীরে বিন্দুমাত্র মাংস নেই তবুও দেখে মনে হচ্ছে,এই বুঝি কথা বলে উঠবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোষ্টের জন্য দাদা।🌹🌹🌹

আজকেও অত্যন্ত সুন্দর স্টাফ অ্যানিম্যাল গুলোর ছবি শেয়ার করেছেন ভাইয়া। অনেক নতুন নতুন প্রাণী যা কখনো দেখা হয়নি সেগুলোর সাথে পরিচিত হতে পারলাম এখান থেকে। আজকের পোস্টটি যদিও দুঃসংবাদের মাধ্যমে শুরু হয়েছে কিন্তু তারপরও কিছু স্মৃতির আলোড়ন রেখে গেলেন তিনি।

আর নেকড়ে বাঘ আসলে "শ্ব", অর্থাৎ এক জাতের কুকুর শ্রেণীর প্রাণী । যেমন ভাল্লুক । ভাল্লুকও কিন্তু কুকুর জাতীয় প্রাণী । আর যাবতীয় বাঘ, সিংহ, চিতা, লেপার্ড, জাগুয়ার হলো বেড়াল জাতীয় প্রাণী । ভারতীয় নেকড়ে সাইজে একটা কুকুরের থেকে অনেক বড় হয়ে থাকে । এরা দলবদ্ধ সামাজিক জীব । এবং দারুন শিকারী ।

ছবির পাশাপাশি বর্ণনাগুলো অনেক চমৎকার লাগে আমার কাছে এবং পড়ে অনেক বিষয় সম্বন্ধে একেবারে বেসিক ধারণা লাভ করা যায়। বিভিন্ন প্রাণীর আচরণগত এবং গুণগত কিছু বৈশিষ্ট্য খুব সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলছেন। ধন্যবাদ আবারো চমৎকার করে বর্ণনাগুলো শেয়ার করার জন্য।

দেখতে দেখতে অনেক দুর এলাম।যখনই দেখি মন জুড়িয়ে যায়।আছি সাথে,দেখার প্রত্যাশায়।

আজকের ফটোগ্রাফি থেকেও অনেক কিছু জানতে পারলাম। ভাল্লুকও যে একশ্রেণীর কুকুর জানা ছিল না। বক ক্যাট নামটি অচেনা একদম। ইয়াক বা চমড়ী গাই এটাও সুন্দর ছিল সেই সাথে কিছু ইনফরমেশনও জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ দাদ।

your post is really beautiful and useful, I will always wait for your work for me to like and read it, hopefully we can be good friends

if you like to come to my post to just like and comment, friends.
I hope all your works are also enjoyed by many people

Thank you very much